আজ জিতলেই বাংলাদেশ ফাইনালে, হারলে বিদায় জিম্বাবুয়ের



স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম
কঠিন চ্যালেঞ্জের আগে অনুশীলনে ব্যস্ত টাইগাররা- ছবি: বিসিবি

কঠিন চ্যালেঞ্জের আগে অনুশীলনে ব্যস্ত টাইগাররা- ছবি: বিসিবি

  • Font increase
  • Font Decrease

সমীকরণটা পরিস্কার।

ম্যাচ জিতলেই বাংলাদেশ ফাইনালে। আর জিম্বাবুয়ে হারলেই সিরিজ থেকে আউট। এমন হিসেব নিয়েই আজ সন্ধ্যা সাড়ে ছ’টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে উভয় দল।

এই ম্যাচে নামার আগে হিসেবের অঙ্কে বাংলাদেশ বেশ এগিয়ে। তিনজাতি টি- টোয়েন্টি সিরিজের ঢাকা পর্বে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছিলো জিম্বাবুয়েকে। সিরিজে এখন পর্যন্ত দুই ম্যাচের দুটিতে জিতে একমাত্র অপরাজিত দল আফগানিস্তান। আর বাংলাদেশ দুই ম্যাচের একটিতে জয় এবং একটি হার নিয়ে দ্বিতীয় স্থানে। টানা দুই ম্যাচ হেরে জিম্বাবুয়ে এখন একেবারে খাদের কিনারায়। আজ হারলেই সিরিজ থেকে ছুটি।

 শেষ ম্যাচটা তখন তাদের কেবলই আনুষ্ঠানিকতা হবে।

সিরিজে পয়েন্ট তালিকায় পিছিয়ে থাকলেও একটা বিষয়ে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে বেশ মিল। উভয় দলের সিনিয়র ক্রিকেটারদের মুখ আঁধার! পারফরমেন্সই যে নেই। দুই দলের সিনিয়র পাঁচ ব্যাটসম্যান যেন একই সুরে গাইছেন-‘উই আর ইন সেম বোট, ব্রাদার!’

সিনিয়রদের এভাবে হঠাৎ করে নিস্প্রভ পারফরমেন্স বাংলাদেশ দলের সমস্যা ক্রমশ বাড়াচ্ছে। অনুশীলনে বাড়তি ঘাম ঝরছে। নেটে প্রশিক্ষনের সময়ও বাড়ছে। একে অন্যের সঙ্গে শলা-পরামর্শও করছেন। কিন্তু তারপরও মাঠের খেলায় সেটা অনুদিত হচ্ছে না। করতে পারছেন না।

অধিনায়ক সাকিব ঠিকই বলেছেন-‘চেষ্টার কেউ কমতি রেখেছে তা আমি বলবো না। কারণ যার যা করার উচিত ছিলো সবাই অনুশীলনে সেই চেষ্টা করেছে। তবে ম্যাচে সেই চেষ্টা এক্সিকিউট করাটা আসল কাজ। ওটাই আসল জায়গা। ওই আসল জায়গায় পারফর্ম করাই আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কঠিন পরিশ্রম কারো নজরে আসবে না, যদি না মাঠে সেই খেলোয়াড় পারফর্ম করে। আমিও যদি বিশ্বকাপে ভাল পারফর্ম না করতাম তাহলে আমার কঠিন পরিশ্রম নিয়ে কথা হত না। কঠিন পরিশ্রমের বিষয়টাকে আমরা যেন জায়গা মতো প্রমাণ করতে পারি সেটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’


টেস্ট সিরিজে হয়নি। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেও সিনিয়ররা ব্যাট হাতে পারফর্ম করতে পারেননি। আজ কি সেই ব্যর্থতা ঘুচবে? জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের সঙ্গে সঙ্গে সিনিয়রদের এই সমস্যার সমাধানও চায় বাংলাদেশ।

ওপেনিং জুটিতে আজও একটা বদল আসছে বাংলাদেশ। লিটন দাসের সঙ্গে দলে নতুন ডাক পাওয়া মোহাম্মদ নাঈমকে দেখা যেতে পারে ওপেনিংয়ে। চট্টগ্রাম পর্বে দলে পেস বোলিং বিভাগে শফিউল ইসলাম ও রুবেল হোসেনকে দেখা গেলে জিম্বাবুযের বিপক্ষে আজ বুধবারের ম্যাচে তাদের একাদশে থাকার তেমন সম্ভাবনা নেই।

মঙ্গলবার দুপুরে দলের অনুশীলনে হ্যামস্ট্রিং চোটে পড়েন মোসাদ্দেক। ফিটনেসে কোনো সমস্যা না থাকলে আজ খেলছেন তিনি। মোসাদ্দেক খেলতে না পারলে বিকল্প হিসেবে দলে আছেন নাজমুল হোসেন শান্ত।

সিরিজে টিকে থাকতে জয়ের খোঁজে জিম্বাবুয়েও এই ম্যাচের একাদশে বদল নিয়েই নামার পরিকল্পনা করছে। ঢাকা পর্বে রায়ান বার্ল নামের এক অলরাউন্ডার ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে বাংলাদেশকে চমকে দিয়েছিলেন। বাঁহাতি ব্যাটসম্যান বার্লকেও আজকের ম্যাচে ‘বিপদজনক’ তালিকায় রাখছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে নামার আগে আজকের ম্যাচে ফাইনালে উঠার টিকিট এবং খুঁইয়ে বসা আত্মবিশ্বাস ফিরে পেতে চায় বাংলাদেশ দল।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

   

শেষ বলে এসে গুজরাটকে আটকালো দিল্লি



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলের চলতি আসরের ৪০তম ম্যাচে গত রাতে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্স। যেখানে ঘরের মাঠে গুজরাটের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বল পর্যন্ত গড়িয়েছিল খেলা, অবশেষে ৪ রানের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

এদিন টসে জিতে শুরুতে স্বাগতিক দিল্লিকে ব্যাটিংয়ে পাঠায় গুজরাট। ব্যাট হাতে দিল্লির দুই ওপেনার তেমন কিছু করে না দেখাতে পারলেও অক্ষর পাটেল ও অধিনায়ক রিশাভ পান্তের ব্যাট দারুণভাবে হেসেছে। অক্ষর ৪৩ বলে ৬৬ ও পান্ত ৪৩ বলে অপরাজিত ৮৮ রান করেছেন। শেষে ট্রিসান স্টাবসের ৭ বলে ২৬ রানের ক্যামেও ইনিংসের মাধ্যমে দিল্লির দলীয় সংগ্রহ দাঁড়ায় ২২৪ রান।

জবাবে ব্যাট হাতে নেমে শুরুতেই ধাক্কা খায় গুজরাট। দ্বিতীয় ওভারে অধিনায়ক শুবমান গিল সাজঘরে ফেরত যান মাত্র ৬ রানে। তবে সাই সুদর্শন ও ড্যাভিড মিলারের ব্যাটে ভর করে জয়ের বেশ সন্নিকটে পৌঁছায় সফরকারীরা। তবে নিজের সর্বোচ্চ চেষ্টাটা করেও দলকে জয় তুলে এনে দিতে পারেননি আফগান ক্রিকেটার রশিদ খান। শেষে মাত্র ৪ রানের ব্যবধানে হারতে হয় তাদের।

এই ম্যাচের পর সমান ৯ ম্যাচে দিল্লির ও গুজরাটের পয়েন্ট ৮। তবে নেট রানরেটের হিসেবে তালিকার ছয়ে আছে দিল্লি এবং সাতে গুজরাট।

;

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকা প্রিমিয়ার লিগ

আবাহনী–গাজী গ্রুপ

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

শাইনপুকুর–শেখ জামাল

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

মোহামেডান–প্রাইম ব্যাংক

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

৪র্থ টি–টোয়েন্টি

পাকিস্তান–নিউজিল্যান্ড

রাত ৮–৩০ মিনিট - এ স্পোর্টস ও জিও সুপার

আইপিএল

সানরাইজার্স হায়দরাবাদ–রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

রাত ৮টা - স্টার স্পোর্টস ১, গাজী টিভি ও টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

ব্রাইটন–ম্যানচেস্টার সিটি

রাত ১টা - স্টার স্পোর্টস সিলেক্ট ১

;

বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দরবান
বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক

বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক

  • Font increase
  • Font Decrease

বান্দরবানে এক কেজি ৭০০ গ্রাম আফিমসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২৪ এপ্রিল) র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার মাদক কারবারি হলেন উম্যামং মার্মা (৫২)। সে বান্দরবান সদরের কুহালং নতুন চড়ই পাড়া এলাকার মৃত ক্যশৈ অং মার্মার ছেলে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ এপ্রিল দিবাগত রাত দেড়টায় বান্দরবান সদরের কুহালং ইউপির পশ্চিম মুসলিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এসময় এক কেজি ৭০০ গ্রাম আফিমসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার উম্যামং মার্মা গোল্ডেন ওয়েজ কেন্দ্রিক আন্তর্জাতিক আফিম পাচারকারী চক্রের সদস্য মর্মে স্বীকার করেছেন। মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

;

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই ফুটবলার আটক



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগে খেলা দুই ফুটবলারকে আটক করেছে ইংল্যান্ডের পুলিশ। গত শুক্রবার (১৯ এপ্রিল) দুই ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে সপ্তাহান্তে পুলিশ তাদের আটক করে।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, শনিবার (২০ এপ্রিল) ধর্ষণে প্ররোচনা ও সাহায্য করার অভিযোগে একজন ফুটবলারকে আটক করে পুলিশ। এরপর রবিবার অপর এক ফুটবলারকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়।

জানা গেছে, প্রথম ফুটবলারকে তার ক্লাবের স্টেডিয়ামে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্মকর্তারা। পরে একই দিন রাতে তাকে আটক করা হয়।

দুইজন ফুটবলার একই প্রিমিয়ার লিগ ক্লাবের খেলেন বলেও ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে নিশ্চিত করা হয়। আটক করার পরপরই অবশ্য দুজন জামিনে মুক্ত হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ধর্ষণের দায়ে অভিযুক্ত দুই ফুটবলারেরই বয়স ১৯। তবে এই দুই ফুটবলারের ক্লাব এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে অপর এক ব্রিটিশ দৈনিক সান। তাদেরকে ক্লাব কোনো ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে কিনা সেটাও জানা যায়নি।

;