লোকমান আমার বন্ধু, তবে আমাকে বলেনি ক্লাবে ক্যাসিনো আছে: পাপন



স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম
একফ্রেমে নাজমুল হাসান পাপন ও লোকমান হোসেন ভূঁইয়া-ফাইল ছবি

একফ্রেমে নাজমুল হাসান পাপন ও লোকমান হোসেন ভূঁইয়া-ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

নাজমুল হাসান পাপন যে কোনো সংবাদ সম্মেলন করছেন, পাশ দিয়ে উঁকি দিচ্ছেন লোকমান হোসেন ভুঁইয়া। টিভি চ্যানেলে এমন দৃশ্য এবং পত্রিকার স্পোর্টস পাতায় এমন ছবি ছিল দেশের ক্রিকেটের জন্য নিয়মিত ঘটনা।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে লোকমান হোসেন ভূঁইয়ার খুব বেশি হৃদ্যতা ছিল। লোকমান হোসেন এখন ক্যাসিনো কেলেঙ্কারিতে আটকে পড়ে আইনের জালে, র‌্যাবের কব্জায়। র‌্যাব তার বাসায় তল্লাশি চালিয়েছে। অবৈধ বিদেশি মদ উদ্ধার করেছে। র‌্যাব জানিয়েছে, ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িত থাকার কথা বিসিবি পরিচালক ও মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়া স্বীকার করেছেন। অবৈধ ক্যাসিনো থেকে অর্জিত কোটি কোটি টাকা তিনি দেশের বাইরে অস্ট্রেলিয়ার ব্যাংকে জমিয়েছেন- র‌্যাবের দাবি জিজ্ঞাসাবাদে লোকমান এসব কথা স্বীকার করেছেন।

বোঝাই যাচ্ছে ক্যাসিনো কেলেঙ্কারিতে সহজেই ছাড় পাচ্ছেন না লোকমান হোসেন ভূঁইয়া। লোকমানের এমনভাবে ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার ঘটনায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কিভাবে দেখছেন? তার ব্যাখ্যাটা কি? বিশ্লেষণ কেমন? সেই কৌতুহল ছিল ক্রিকেট মহলে তুঙ্গে।

এ প্রসঙ্গে সব কৌতুহল মেটালেন শুক্রবার বিসিবি সভাপতি। তিনি বলেন-‘তাস খেলা আমি সারা জীবনেই দেখে এসেছি। এই তাস খেলা যে এখন ক্যাসিনোতে চলে এসেছে, এই ব্যাপারে সত্যি বলছি কোনো ধারণা ছিল না আমার। আমাকে লোকমান কোনোদিন বলেনি যে ক্লাবে একটি ক্যাসিনো আছে। এটা কিন্তু আশ্চর্যের ব্যাপার। সে কিন্তু আমার বন্ধু। আমি নিজেও জানতাম না, আমাকে কখনোই বলেইনি। এখন দেখা যাক, সব বের হয়ে আসবে।’

বিসিবি সভাপতি দেশের ক্লাবগুলোতে ক্যাসিনোর বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই পদক্ষেপকে সাহসী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে বলেন-‘এমন একটা সাহসী সিদ্ধান্ত তার পক্ষেই নেয়া সম্ভব, আর কারো পক্ষেই নেয়া সম্ভব না। লোকমান হোসেন ভূঁইয়া ক্লাব ভাড়া দিয়েছে। অবশ্যই সে যদি ক্যাসিনোর কাছে ভাড়া দিয়ে থাকে এবং তার যদি সংশ্লিষ্টতা থাকে, তাহলে বিচার হবে। এর বাইরে কিছু নয়। যারা থাকবে তারাই ধরা পড়বে। তাদের বিচার হবে। আমি আশা করি সুষ্ঠু বিচার হোক। আসল যারা দোষী তার ধরা পড়ুক।’

লোকমান হোসেন মোহামেডানের শীর্ষ কর্তা। বিসিবির পরিচালক। বিসিবির ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান। বিসিবির সঙ্গে পেছনের বেশ কয়েক বছর ধরে জড়িত। এমন পরিচয়ে পরিচিতি ব্যক্তি যখন অবৈধ ক্যাসিনো, অবৈধ মদ এবং অবৈধ উপায়ে অর্জিত অর্থ বিদেশি পাচারের অভিযোগে দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন, তখন তো দেশের ক্রিকেটও বিব্রত হয়। লোকমানের সঙ্গী হিসেবে, বন্ধু হিসেবে নিশ্চয়ই নাজমুল হাসান পাপনও তেমনই বিব্রত?

নাজমুল এই প্রশ্নের সঙ্গে ভিন্নমত পোষণ করে বললেন-‌ ‘দেখুন এখানে বিব্রত হওয়ার কিছু নেই। আমি যা বুঝি কেউ যদি অন্যায় করে থাকে তাহলে তার শাস্তি হবে। বিব্রত না মানে আমি এখনই কোনো মন্তব্য করতে রাজি না। আগে জানি কি হয়েছে। আরও নাম আসতে পারে কারা কারা জড়িত। আগে জানি, বুঝি। এখনই কমেন্ট করার সময় হয়নি। তবে এটা সত্যি যে আমরা জানতামই না যে এমন কিছু হচ্ছে। যে পদক্ষেপ নেয়া হয়েছে আমি মনে করি এটার প্রতি পুরো দেশবাসীর পূর্ণ সমর্থন দেয়া উচিত। খালি আমার একার জন্য না, পুরো দেশবাসীর উচিত প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে সমর্থন করা।’

   

সমর্থকদের কারণে মোটা অঙ্কের জরিমানা বার্সার 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

 

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যাচটি পিএসজির মাঠে ৩-২ ব্যবধানে জেতার পর সেমির স্বপ্নে বেশ ভালোভাবেই দেখছিল বার্সেলোনা। তবে ফিরতি লেগে ঘরের মাঠে ম্যাচটিতে ৪-১ ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় কাতালানরা। সেই হতাশার দুদিন না পেরোতেই আরও এক দুঃসংবাদ পায় স্প্যানিশ ক্লাবটি। গত সপ্তাহে পিএসজির মাঠের সেই ম্যাচটিতে বার্সা সমর্থকদের বর্ণবাদী আচরণসহ একাধিক শৃঙ্খলাভঙ্গের ঘটনা সূত্র ধরে স্প্যানিশ জায়ান্টদের গুণতে হচ্ছে মোটা অঙ্কের জরিমানা। 

তিনটি কারণ দর্শীয়ে বার্সাকে ৩২ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ লাখ ৪৪ হাজার টাকা) জরিমানা করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। 

পিএসজির মাঠ পার্ক দ্য প্রিন্সেসে বার্সা সমর্থকদের করা বর্ণবাদী আচরণেই মূলত এই জরিমানা। এই কারণে হয়েছে ২৫ হাজার ইউরো জরিমানা। স্পেনের গণমাধ্যম মার্কার সূত্রমতে, বাকি দুটি কারণ স্টেডিয়ামের আসন নষ্ট ও আতশবাজি পোড়ানো। এই দুই কারণে যথাক্রমে জরিমান ৫ হাজার ও ২ হাজার ইউরো। 

;

আইপিএলে চেন্নাইয়ের ম্যাচ ছাড়াও টিভিতে যা থাকছে আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলে দিনের একমাত্র ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস। এছাড়াও টিভিতে যা যা থাকছে।

 

ঢাকা প্রিমিয়ার লিগ

মোহামেডান-ব্রাদার্স

সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল

গাজী গ্রুপ-সিটি ক্লাব

সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল

রূপগঞ্জ টাইগার্স-পারটেক্স

সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল

 

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

আবাহনী-শেখ জামাল

বিকেল ৩টা ৪৫ মিনিট, টি স্পোর্টস

 

আইপিএল

লক্ষ্ণৌ-চেন্নাই

রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

 

সৌদি প্রো লিগ

আল নাসর-আল ফাইহা

রাত ৯টা, সনি স্পোর্টস ২

;

মাইলফলকের ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে রোহিতকে উপহার মুম্বাইয়ের



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পাঞ্জাব কিংস আর মুম্বাই ইন্ডিয়ান্স দুই দলই এই ম্যাচে এসেছিল ৬ ম্যাচে ২ জয় নিয়ে, অর্থাৎ ম্যাচটা যেই হারবে, সেই চলে যাবে পয়েন্ট তালিকার তলানির আরও একটু কাছে। ম্যাচটা রোহিত শর্মার জন্য বিশেষ কিছুই ছিল। আইপিএল ইতিহাসের মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তিনি যে খেলছিলেন ২৫০তম ম্যাচ। সেই ম্যাচে তার দল মুম্বাই ইন্ডিয়ান্স তাকে হতাশ করেনি। ১৯২ রান করে প্রতিপক্ষের ১৪ রানে ৪ উইকেট তুলে নিয়েও খানিকটা বিপাকে পড়ে গিয়েছিল। তবে শেষমেশ শ্বাসরুদ্ধকর ম্যাচটা জিতল তারাই। পাঞ্জাবকে ৯ রানে হারিয়ে মাইলফলক ছোঁয়ার ম্যাচে রোহিতকে জয় উপহার দিল মুম্বাই।
ঘরের মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। মুম্বাই ইন্ডিয়ান্স তৃতীয় ওভারে প্রথম ধাক্কা পায়। ৮ বলে ৮ রান করে আউট হন ঈশান কিষাণ। রোহিত শর্মাও বড় কিছু করতে পারেননি। ২৫ বলে ৩৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। হাল ধরেন সূর্যকুমার যাদব। ৫৩ বলে ৭৮ রান করে দলকে দেন বড় রানের দিশা। সেটাকে পূর্ণতা দেন টিম ডেভিড আর তিলক ভার্মা। ডেভিড ১৪ আর তিলক অপরাজিত ৩৪ করে দলকে নিয়ে যান ১৯২ রানে।
জবাব দিতে নেমে পাঞ্জাব কিংস শুরুর ১৩ বলেই উইকেট খুইয়ে বসে ৪টি। যশপ্রীত বুমরাহ আর কাইল কোটজিয়া দুটি করে উইকেট নিয়ে ধসিয়ে দেন স্বাগতিকদের টপ অর্ডার। এরপরে শশাঙ্ক সিং ইনিংসের হাল ধরেন। হরপ্রীত সিংকে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান। হরপ্রীত ১৩ রান করেন এবং এরপরে জিতেশ শর্মা ৯ রান করে সাজঘরে ফিরে যান।
২৫ বলে ৪১ করে শশাঙ্ক যখন ফিরছেন, তখন লড়াইয়ের ব্যাটনটা যেন দিয়ে যান আশুতোষকে। যশপ্রীত বুমরাহকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু করা আশুতোষ একে একে হাঁকান ৭টি ছক্কা। মাত্র ২৩ বলে করেন ফিফটি। এরপরও থামেননি। দল যে ১১১/৭ থেকে ১৬৮/৮ পর্যন্ত গেল, তা তার ২৮ বলে ৬১ রানের ইনিংসে ভর করেই। তবে শেষ পর্যন্ত তিনি পাঞ্জাবকে জয় এনে দিতে পারেননি। আশুতোষকে সাজঘরে ফেরান জেরাল্ড কোটজিয়া। এরপরে হরপ্রীত ব্রারও ২০ বলে ২১ রান করে আউট হন। শেষ পর্যন্ত ৯ রানে এই ম্যাচটি জেতে মুম্বাই ইন্ডিয়ান্স। সাত ম্যাচে তৃতীয় জয় নিয়ে দলটা চলে এসেছে তালিকার ৭ম স্থানে।

;

ফুটবল-হকি চায় বাংলাদেশ, আর্জেন্টিনার আগ্রহ ক্রিকেট-কাবাডিতে



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সি সেসা। আজ (বৃহস্পতিবার) দুপুরে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এই কূটনীতিক।

সৌজন্য সাক্ষাৎ শেষে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন বলেন, ‘তারা আমাদের কাছে ক্রিকেটের সহযোগিতা চেয়েছে। আমি তাদের নিশ্চয়তা দিয়েছি কিউরেটর থেকে শুরু করে যা প্রয়োজন আমরা দিতে প্রস্তুত। প্রয়োজনে আমাদের ক্রিকেটাররাও সেখানে গিয়ে খেলবে। ক্রিকেটের পাশাপাশি তারা কাবাডি নিয়েও আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের জাতীয় খেলায় তারা একবার অংশ নিয়েছিল। আমরা কাবাডিতেও তাদের সহায়তা করতে পারি।’

বাংলাদেশ ক্রিকেট ও কাবাডিতে সহায়তা দেয়ার পাশাপাশি ফুটবল এবং হকিতে আর্জেন্টিনার সাহায্য প্রত্যাশী। বিশেষ করে ফুটবলে জোর দিয়েছেন মন্ত্রী পাপন, ‘ফুটবলে তারা বিশ্ব চ্যাম্পিয়ন। অনেক ঐতিহ্য তাদের। আমরা তাদের কাছ থেকে কোচ নিতে পারি আবার আমাদের ছেলে-মেয়েরা ওখানে গিয়ে প্রশিক্ষণ নিতে পারে। হকিতে আমাদের সম্ভাবনা রয়েছে আবার তারাও হকিতে বিশ্ব মানের। হকি নিয়ে তাদেরও আগ্রহ আছে। সব ডিটেইলস একে অন্যকে দেব। এরপর মূলত কাজ শুরু হবে।’

আর্জেন্টিনা রাষ্ট্রদূত মারসেলো সি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘সমঝোতা স্বাক্ষরের পর এটিই প্রথম আনুষ্ঠানিক সভা। অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। অবশ্যই ফুটবল সেখানে প্রাধান্য পেয়েছে। এছাড়া আমরা ক্রিকেট ও হকিতে এগুতে চাই সেটাও জানিয়েছি।’ এক বছর আগে সমঝোতা স্বাক্ষর হলেও তেমন কার্যকরী পদক্ষেপ না হওয়ার কারণ সম্পর্কে রাষ্ট্রদূত বলেন, ‘আর্জেন্টিনা ও বাংলাদেশ দুই দিকেই নির্বাচন ছিল। আমরা এখন দুই দেশ ক্রীড়ার মাধ্যমে আরো কাছাকাছি আসতে চাই।’

;