বাদল রায়ের দাবি

‘মোহামেডানকে ধ্বংস করতে লোকমানকে পাঠিয়েছেন বিসিবি সভাপতি’



আপন তারিক, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
সংবাদ সম্মেলনে মোহামেডানের সাবেক ফুটবলার ও স্থায়ী কমিটির সদস্যরা- ছবি বার্তাটোয়েন্টিফোর

সংবাদ সম্মেলনে মোহামেডানের সাবেক ফুটবলার ও স্থায়ী কমিটির সদস্যরা- ছবি বার্তাটোয়েন্টিফোর

  • Font increase
  • Font Decrease

অবশেষে নড়েচড়ে বসেছেন মোহামেডান ক্লাবের সাবেক খেলোয়াড় ও স্থায়ী সদস্যরা। ক্লাব যখন মাঠের ফুটবলের তলানিতে, যখন ক্যাসিনো কেলেঙ্কারিতে ধ্বংসের পথে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি, তখনই একজোট হয়ে সরব হলেন তারা। শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদ জানাতেই জড়ো হলেন বাদল রায়ের নেতৃত্বে ক্লাবটির সাবেক খেলোয়াড়, স্থায়ী সদস্য, কর্মকর্তা আর সমর্থকরা।

যেখানে আলোচনার কেন্দ্রে থাকলেন সদ্য গ্রেফতার হওয়া ক্লাবটির ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া। যাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে। র‌্যাব জানিয়েছে, তাদের কাছে জিজ্ঞাসাবাদে লোকমান হোসেন স্বীকার করেছেন-মোহামেডান ক্লাবে ক্যাসিনো বসানোর ভাড়া হিসেবে তিনি মাসে ২১ লাখ টাকা পেতেন। এই অর্থের সিংহভাগই লোকমান তার নিজের বিদেশী ব্যাংক অ্যাকাউন্টে পাচার করেছেন। অস্ট্রেলিয়ার দুই ব্যাংকে তার জমা আছে প্রায় ৪১ কোটি টাকা!

অথচ মাঠের ফুটবলে সাফল্য নেই মতিঝিলের এই ক্লাবটির। ১৭ বছর ধরে ফুটবলে নেই লিগ শিরোপা। এই ব্যর্থতার দায় লোকমান হোসেনকেই নিতে হবে বলে মনে করেন বাদল রায়। মোহামেডানের সাবেক পরিচালক, স্থায়ী কমিটির এ সদস্য শনিবার জানাচ্ছিলেন, ‘দেখুন, মোহামেডানে সব সময় আমরা সুখস্মৃতি নিয়ে খেলেছি। অথচ আজ আমাদের প্রিয় ক্লাব ব্যর্থতার তলানিতে। তার মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন লোকমান হোসেন ভূঁইয়া। তার দুর্নীতির কারণেই আজ আমাদের প্রাণপ্রিয় ক্লাব ধ্বংসের পথে। যে ক্লাবটি চ্যাম্পিয়ন হওয়া ছাড়া কিছু বুঝতো না, সেই ক্লাবটি লোকমানের হাতে পড়ে শেষ হয়ে যাচ্ছে। ব্যর্থতার এ দায়ভার তাকেই নিতে হবে।’

আগের দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমের কাছে স্বীকার করে নিয়েছেন লোকমান হোসেন তার বন্ধু। এবং তিনি এটাও বলেছেন তার ক্যাসিনো কাণ্ডে বিব্রত হওয়ার কিছু নেই। পাশাপাশি এখনই বিসিবি পরিচালক লোকমানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বিসিবি।

পাপনের এমন কথায় হতাশ বাদল রায় বিস্ফোরক মন্তব্যই করলেন। তিনি বলেন, ‘লোকমান উনার বন্ধু ঠিক আছে। কিন্তু আমার তো মনে হয় মোহামেডান ক্লাব ধ্বংস করতেই লোকমানকে পাঠিয়েছেন বিসিবি সভাপতি। জনাব, নাজমুল হাসান-আপনি বলেছেন আদালতে দোষী সাব্যস্ত হলে আপনি ব্যবস্থা নেবেন। এটা কিন্তু ঠিক না, কারণ লোকমান নিজেই তার অপরাধ স্বীকার করেছেন।’

এ কারণেই বাদল রায়সহ মোহামেডানের অন্য ক্লাব কর্তাদের দাবী বিসিবি থেকে অপসারণ করা হোক লোকমানকে। বাদল রায় জানান, ‘উনার নৈতিক স্খলনের জন্যই উনাকে উনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এমন কর্মকর্তা থাকলে দেশের উপকার না হয়ে ক্ষতিই হবে। আমরা বিসিবি সভাপতিকে অনুরোধ করবো লোকমান হোসেনকে বিসিবি থেকে অপসারণ করুন।’

একই সঙ্গে লোকমান যে ৪১ কোটি টাকা অস্ট্রেলিয়ায় পাচার করেছেন শোনা যাচ্ছে তা ফিরিয়ে এনে মোহামেডানের ফান্ডে জমা করার দাবীও তুলেছেন স্থায়ী কমিটির সদস্যরা। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। একইসঙ্গে ক্রীড়াঙ্গনে, ক্লাবগুলোতে শুদ্ধি অভিযানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ দিয়েছেন তারা।

তবে মোহামেডান ক্লাবে যে ক্যাসিনো চলতো সেটা কোনোভাবেই জানা ছিল না বাদল রায়দের। শনিবার সাবেক এই ফুটবলার দাবী করেন, ‘ক্লাবে ক্যাসিনো রয়েছে এ সম্পর্কে কোনো ধারণাই ছিল না আমাদের। আর এখন তো শুনছি এই খেলায় ব্যক্তিগত অনেকের পকেট ভারী হয়েছে।’

এ অবস্থায় ঘরে বসে থাকতে রাজী নন মোহামেডানের সাবেক কর্মকর্তা, খেলোয়াড়রা। তারা রোববার পরিস্থিতি আরও বেশি করে বুঝতে ক্লাবে যাবেন। ক্লাবের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে লড়ে যাওয়ার ঘোষণাও দিলেন।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহামেডান ক্লাবের সাবেক কর্মকর্তা ফজলুর রহমান বাবুল। এসময় আরও উপস্থিত ছিলেন এক সময়ের তারকা ফুটবলার কায়সার হামিদ, সাঈদ হাসান কানন, ইমতিয়াজ সুলতান জনি, আবদুল গাফফার, রুম্মন বিন ওয়ালী সাব্বির, ইমতিয়াজ আহমেদ নকীব, কর্মকর্তা মোস্তাক আহমেদ, সাজেদ এ আদেলসহ অনেকেই।

আরও পড়ুন-

ক্যাসিনো কেলেঙ্কারিতে লোকমান আটক, মাহবুবকে দুদকে তলব, বিব্রত বিসিবি

লোকমান আমার বন্ধু, তবে আমাকে বলেনি ক্লাবে ক্যাসিনো আছে: পাপন

‘আমি যে লোকমানকে চিনি সে জীবনে মদ খায়নি, জুয়া খেলেনি, কিন্তু ক্যাসিনো ভাড়া..

   

‘আইপিএলের মতো রানবন্যা দেখা যাবে না বিশ্বকাপে’



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রান তোলার বিচারে চলমান আইপিএল ছাড়িয়ে গেছে অন্যসব আসরগুলোকেও। দলীয় ২০০ রানের সংগ্রহ এখনও যেন অতি সহজ। সানরাইজার্স হায়দরাবাদ তো পারলে টি-টোয়েন্টিতে তিনশ রানও ছুঁয়ে ফেলে। এবারের আইপিএলে ২৮৮ রানের রেকর্ড গড়েছে দলটি। রেকর্ড গড়ছে পাওয়ার প্লেতে ১২৫ রান তুলেও। আর এই আইপিএলে বিশ্বের সব বড় বড় তারকা ক্রিকেটাররা খেলায় ধারণা করা হচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছুটবে রানের ফুলকি।

এবারের আইপিএল শেষ হওয়ার মাত্র এক সপ্তাহের ব্যবধানে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেও কি এমন রানবন্যা দেখা যাবে; ডেভিড ওয়ার্নারের কাছে প্রশ্ন ছিল এমন; তিনি অবশ্য বলছেন ভিন্ন কথা। তার মতো, ওয়েস্ট ইন্ডিজের উইকেট আইপিএলের মতো হবে না। সেখানে রানবন্যা দেখা যাওয়ার সম্ভাবনা কম। আর এমন উইকেটে যে একজনকে ধরে খেলতে হয়, সেটাও মনে করিয়ে দিয়েছেন ওয়ার্নার।

ওয়ার্নার বলেন, ‘সেখানে উইকেট ধীরগতির হতে পারে, কিছুটা টার্ন করতে পারে। সেখানকার উইকেট সাধারণত কিছুটা নিচু ও ধীরগতির হয়। ২০১০ বিশ্বকাপে যখন খেলেছি তখনও, হাই স্কোরিং উইকেট ছিল না। আর এমন উইকেটে অ্যাঙ্করের প্রয়োজন হয়। আমাদের দলে মাইক হাসির মতো একজন ছিল। সে উইকেটে আসত, তার নিজের মতো একটা ইনিংস খেলত। আর তাছাড়া সেখানে ম্যাচগুলোও হবে মূলত দিনের বেলাতে। তাই এটা একটা বড় ভূমিকা রাখবে।’

এবারের আইপিএলটা অবশ্য খুব একটা ভালো কাটছে না ওয়ার্নারের। ৭ ম্যাচে তার রান মোটে ১৬৭। তবে নিজে তেমন একটা পারফর্ম করতে না পারলেও উইকেট নিয়ে খুশি তিনি। বলেন, ‘উইকেট খুবই ভালো। ফ্ল্যাট, কমপ্যাক্ট আর খুব বেশি হাই স্কোরিং। এবং যখন আপনি ছোট বাউন্ডারি পাবেন, আপনি বড় স্কোর দেখতেই পাবেন।’

;

সাকিব-মুস্তাফিজকে ক্যাম্পে না রাখার কারণ জানালেন লিপু



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৩ মে শুরু হতে যাওয়া সেই সিরিজ সামনে রেখে চট্টগ্রামে তিন দিনের অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ দল। আর সেই দলের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে বিসিবি। যেই দলে নেই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। যা নিয়ে আজ গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ব্যাখ্যা দিয়েছেন কেন তাদের এই ক্যাম্পে রাখা হয়নি।

সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বিশ্বকাপের আগে শেষ সিরিজ হিসেবে জিম্বাবুয়ে সিরিজে থাকার কথা ছিল তার। আর সেই সিরিজের আগে প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন না তিনি। তবে ক্যাম্পে না থাকলেও জিম্বাবুয়ে সিরিজের আগেই দেশে ফিরবেন তিনি। তবে দেশে ফিরলেও জিম্বাবুয়ে সিরিজে সাকিব খেলবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়।

লিপু বলেন, ‘সাকিবের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার আউটকামটা হচ্ছে, এই মাসের শেষ নাগাদ তিনি বাংলাদেশে আসবেন। আসলে ডিপিএলে একটা দুটো ম্যাচ খেলার সম্ভাবনা আছে। তারপর আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন তিনি। সেখানে কিছু ক্রিকেটিং স্কিল প্র্যাকটিসের সুযোগ থাকবে, ম্যানেজমেন্ট যেভাবে চায়, তিনি যেভাবে চান… তারপরও আমরা চাইব ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, শেষ দিকে হলেও যেন তিনি খেলার সুযোগ পান।’

এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে খেলছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের হয়ে নিয়মিত থাকছেন একাদশে। তবে মুস্তাফিজকে দেশে ফিরতে হচ্ছে এবার। ক্যাম্পে না থাকলেও তিনি যে দলের সঙ্গে যোগ দেবেন তা নিশ্চিত করেছেন লিপু।

বলেন, ‘প্রথম ম্যাচে মুস্তাফিজের না খেলার সম্ভাবনা বেশি। দেশে ফেরার পর মেডিক্যাল টিমের সঙ্গে তার কিছু কাজ রয়েছে। এরপর আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব, কথা বলে দেখব তার সঙ্গে। তবে আমার বিশ্বাস তিনি প্রথম ম্যাচে এভেইলেবল থাকবেন না।’

;

২৩ মিনিটেই ফেডারেশন কাপের সেমিতে পুলিশ



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

৯০ মিনিটের ম্যাচ শেষ মাত্র ২৩ মিনিটেই। ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে শেখ জামাল-বসুন্ধরা কিংসের লড়াই আক্ষরিক অর্থেই ছিল এমন। ম্যাচে ২৩ মিনিটেই প্রতিপক্ষের জালে তিন গোল দিয়েছি বাংলাদেশ পুলিশ। যেই গোলের একটিও বাকি সময়ের মধ্যে শোধ দিতে পারেনি শেখ জামাল। আর তাতে ৩-০ গোলের জয়ে সেমিফাইনালে উঠে যায় পুলিশ।

এ জয়ে ফেডারেশন কাপে তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত হলো পুলিশের। এর আগে শেষ চার নিশ্চিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংস। চতুর্থ দল হিসেবে শেষ চারের দৌড়ে আছে আবাহনী লিমিটেড ও ফর্টিস এফসি। মঙ্গলবার সেমির টিকিট কাটতে মাঠে নামবে এই দুই দল।

শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এদিন কিছু বুঝে উঠার আগেই গোল হজম করে বসে শেখ জামাল। ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় পুলিশকে এগিয়ে নেন উজবেকিস্তানের শকিবভ। এরপর পুলিশ দ্বিতীয় দফায় গোল উদযাপন সারে ম্যাচের ৮ মিনিটে। দলের ব্যবধান দ্বিগুণ করেন শাহ কাজেম কিরমানি।

এরপর ম্যাচের ২৩ মিনিটে প্রতিপক্ষের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে শেখ জামালকে ম্যাচ থেকে ছিটকে দেয় আজমত আবদুলেভ। ৩-০ তে পিছিয়ে পড়ে শেখ জামাল। এরপর বাকি সময় চেষ্টা করেও একটি গোল শোধ দিতে পারেনি তারা। বরং একাধিকবার গোল হজম করা থেকে বেঁচেছে দলটি। আর তাতেই শেষ হয়ে গিয়েছে শেখ জামালের ফেডারেশ কাপের যাত্রা।

;

জিম্বাবুয়ে সিরিজের প্রাথমিক দলে নেই মুস্তাফিজ-সাকিব



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারতে ঘরের মাটিতে জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। তাদের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। যা মাঠে গড়াবে আগামী ৩ মে থেকে। আর সেই সিরিজ সামনে রেখেই এবার ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে জায়গা হয়নি দুই তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের।

চলমান আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলছেন মুস্তাফিজুর রহমান। নিয়মিত থাকছেন চেন্নাই সুপার কিংসের একাদশে। তাই এ নিয়ে গত বেশ কিছুদিন ধরেই হচ্ছে নানা আলোচনা। অনেকেই মত দিয়েছিলেন, জিম্বাবুয়ের বিপক্ষে না খেলে আইপিএলেই বিশ্বকাপের প্রস্তুতি সারতে। শেষ পর্যন্ত সে পথে হাঁটছে না বিসিবি। আগামী ১ মে পর্যন্ত তাকে এনওসি দিয়েছে বিসিবি। অর্থাৎ এরপর তাকে দেশে ফিরতে হবে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে আগামী ২৬-২৮ এপ্রিল চট্টগ্রামে ক্রিকেটারদের নিয়ে প্রস্তুতি ক্যাম্প করবে বিসিবি। সেই ক্যাম্পের জন্যই ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে রাখা হয়নি আইপিএলে ব্যস্ত সময় পার করা মুস্তাফিজ ও যুক্তরাষ্ট্রে থাকা সাকিব আল হাসানকে। তবে পরবর্তীতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আছে তাদের।

বিসিবির ঘোষিত ১৭ সদস্যের এই দলে জায়গা হয়নি মেহেদী হাসান মিরাজের। লম্বা সময় পর দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও আফিফ হোসেন ধ্রুব। এছাড়াও দলে ডাকা হয়েছে ডিপিএলে দুর্দান্ত ছন্দে থাকা ওপেনার পারভেজ হোসেন ইমনকে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে এরইমধ্যে বাংলাদেশের দলের কোচিং প্যানেলের সকল সদস্যরা দেশে এসেছেন। দলের নতুন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও সোমবার বাংলাদেশে পা রেখেছেন।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার।

;