মেলবোর্নে আরেকটি সেঞ্চুরির সামনে স্টিভেন স্মিথ



স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম
স্টিভেন স্মিথের হাফ-সেঞ্চুরি উদযাপন, ছবি: সংগৃহীত

স্টিভেন স্মিথের হাফ-সেঞ্চুরি উদযাপন, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ম্যাচের প্রথম ওভারেই উইকেট পড়ল। অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে রান তখন মাত্র ১। আর ম্যাচের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডের চেহারা এমন-৪ উইকেটে ২৫৭ রান। স্টিভেন স্মিথ খেলছেন ৭৭ রানে। মেলবোর্ন টেস্টের প্রথম দিনের এই স্কোরবোর্ড নিশ্চয় অস্ট্রেলিয়ার জন্য স্বস্তি ছড়াচ্ছে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি) এর সঙ্গে স্টিভেন স্মিথের রান সখ্য নতুন কিছু নয়। এখানে আগের ছয় টেস্টে তার চারটি সেঞ্চুরি আছে। এমসিজিতে সেঞ্চুরির সেই আরেটু উন্নত করার সুযোগ এখন তার সামনে। আর ৩৩ রান করলেই ইতিহাসখ্যাত এই মাঠে সাত ম্যাচে তার সেঞ্চুরির সংখ্যা দাঁড়াবে পাঁচে!

বক্সিং ডে’র এই টেস্টে টসে জিতে নিউজিল্যান্ড বোলিং বেছে নেয়। ট্রেন্ট বোল্ট জো বার্নসকে শূন্য রানে বিদায় করে দলকে দারুণ শুরু এনে দেন। কিন্তু ডেভিড ওয়ার্নার ও দুর্দান্ত ফর্মে থাকা মারনাস লাবুশেন শুরুর সেই ধাক্কা কাটিয়ে উঠেন। ওয়ার্নার তার স্বভাবসুলভ ভঙ্গিতেই আক্রমণাত্মক ক্রিকেট খেলে যান। নেইল ওয়াগনারের বলে স্লিপে ওয়ার্নারের ক্যাচ ধরেন টিম সাউদি। প্রথম দফায় ক্যাচটা হাতে রাখতে না পারলেও বলের উপর শেষ পর্যন্ত চোখ থাকায় দ্বিতীয় প্রচেষ্টায় ঠিকই বল তালুতে নিলেন সাউদি। চমৎকার ক্যাচ। ৬৪ বলে ৪১ রান করে ফিরেন ওয়ার্নার।

লাবুশেন যেভাবে সামনে বাড়ছিলেন তাকে আরেকটি টেস্ট সেঞ্চুরির স্বপ্ন উঁকি দিচ্ছিল। টেস্ট ক্যারিয়ারে টানা পাঁচটি পঞ্চাশের বেশি স্কোর গড়েন অস্ট্রেলিয়ার নতুন এই সেনসেশন। কিন্তু ৬৩ রানে কলিন ডি গ্র্যান্ডহোমের যে বলে লাবুশেন আউট হলেন সেটা কোনোমতেই উইকেট টেকিং ডেলিভারি নয়!

অফস্ট্যাম্পের বাইরে পড়া বল ছেড়ে দিতে চেয়েছিলেন লাবুশেন। কিন্তু বলটা একটু বেশি বাউন্স পায়। বাড়তি গতি ও উচ্চতা পাওয়া বল লাবুশেনের ডানহাতের কনুইয়ে এসে লাগে। সেখান থেকে বলটা সোজা স্ট্যাম্পে!

গ্র্যান্ডহোমের দিনের শেষ সেশনে ম্যাথু ওয়েডের উইকেটও পান। কিন্তু অন্যপ্রান্তে স্টিভেন স্মিথ ততক্ষণে যে দাঁড়িয়ে গেছেন। নিউজিল্যান্ডের একগাদা বাউন্সার কখনো বুকে নিলেন। কখনো হেলমেটে। কিন্তু জায়গা থেকে টলানো গেল না তাকে। দিনটা শেষ করলেন স্টিভেন স্মিথ অপরাজিত ৭৭ রানে। ২৫ রান করে তাকে সঙ্গ দিচ্ছিলেন ট্রাভিস হেড।

৯০ ওভারে ৪ উইকেটে ২৫৭ রান। ওভারপ্রতি রানের স্বাস্থ্য একটু দুর্বল-২.৮৫। উইকেট অক্ষত রাখার স্বস্তি অস্ট্রেলিয়ার। আর বেশি রান খরচ না করার তৃপ্তি নিউজিল্যান্ডের।

মেলবোর্ন টেস্টের প্রথম দিনের লড়াই আপাতত সমানে সমান।

সংক্ষিপ্ত স্কোর: প্রথম দিন শেষে

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৫৭/৪ (৯০ ওভারে, ওয়ার্নার ৪১, লাবুশেন ৬৩, স্মিথ ৭৭*, ওয়েড ৩৮, হেড ২৫*, গ্র্যান্ডহোম ২/৪৮)।

   

শিরোপার দৌড়ে পিছিয়ে গেল লিভারপুল



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার জন্য চলতি মৌসুমে চলছে ত্রিমুখী লড়াই। আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার সিটি একে অপরকে টপকে যাচ্ছে প্রতি ম্যাচ পরপরই। শিরোপা জিততে জয়ের দিকেই বর্তমানে নজর রাখছে এই তিন দল।

তবে গতরাতে এভারটনের মাঠে যেয়ে তাদের কাছে ২-০ গোলে হেরে এসেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। পয়েন্ট হারানোর ফলে লিগ শিরোপার দৌড়ে বাকি দুই দলের চেয়ে তাই কিছুটা পিছিয়ে গেল তারা। ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্টের সঙ্গে পয়েন্ট টেবিলের দুইয় অবস্থান করছে অল রেডরা। সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল এবং দুই ম্যাচ কম খেলে ৭১ পয়েন্টে নিয়ে তিনে ম্যানচেস্টার সিটি।

এভারটনের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেওয়াটা খুবই প্রয়োজন ছিল লিভারপুলের জন্য। এতে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট সমান করতে পারত তারা। তবে নিজেদের ভুলে তা আর সম্ভব হলো না।

ম্যাচে ৭৭ শতাংশ বলের দখল এবং ২৩টি গোলের উদ্দেশ্যে শট নিয়েও একটি গোলের দেখা পেল না লিভারপুল। অপরদিকে দুই অর্ধে দুটি গোল আদায় করে খুব ঠান্ডা মাথায় ম্যাচটি নিজেদের নামে করে নিয়েছে এভারটন।

প্রিমিয়ার লিগের শিরোপা উঁচিয়ে ধরতে হলে বাকি আর চারটি ম্যাচেই জয় ছাড়া বিকল্প নেই লিভারপুলের কাছে। তাই পরের ম্যাচগুলোতে নিজেদের সর্বোচ্চটা নিয়েই মাঠে নামার চেষ্টা থাকবে তাদের।

;

শেষ বলে এসে গুজরাটকে আটকালো দিল্লি



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলের চলতি আসরের ৪০তম ম্যাচে গত রাতে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্স। যেখানে ঘরের মাঠে গুজরাটের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বল পর্যন্ত গড়িয়েছিল খেলা, অবশেষে ৪ রানের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

এদিন টসে জিতে শুরুতে স্বাগতিক দিল্লিকে ব্যাটিংয়ে পাঠায় গুজরাট। ব্যাট হাতে দিল্লির দুই ওপেনার তেমন কিছু করে না দেখাতে পারলেও অক্ষর পাটেল ও অধিনায়ক রিশাভ পান্তের ব্যাট দারুণভাবে হেসেছে। অক্ষর ৪৩ বলে ৬৬ ও পান্ত ৪৩ বলে অপরাজিত ৮৮ রান করেছেন। শেষে ট্রিসান স্টাবসের ৭ বলে ২৬ রানের ক্যামেও ইনিংসের মাধ্যমে দিল্লির দলীয় সংগ্রহ দাঁড়ায় ২২৪ রান।

জবাবে ব্যাট হাতে নেমে শুরুতেই ধাক্কা খায় গুজরাট। দ্বিতীয় ওভারে অধিনায়ক শুবমান গিল সাজঘরে ফেরত যান মাত্র ৬ রানে। তবে সাই সুদর্শন ও ড্যাভিড মিলারের ব্যাটে ভর করে জয়ের বেশ সন্নিকটে পৌঁছায় সফরকারীরা। তবে নিজের সর্বোচ্চ চেষ্টাটা করেও দলকে জয় তুলে এনে দিতে পারেননি আফগান ক্রিকেটার রশিদ খান। শেষে মাত্র ৪ রানের ব্যবধানে হারতে হয় তাদের।

এই ম্যাচের পর সমান ৯ ম্যাচে দিল্লির ও গুজরাটের পয়েন্ট ৮। তবে নেট রানরেটের হিসেবে তালিকার ছয়ে আছে দিল্লি এবং সাতে গুজরাট।

;

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকা প্রিমিয়ার লিগ

আবাহনী–গাজী গ্রুপ

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

শাইনপুকুর–শেখ জামাল

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

মোহামেডান–প্রাইম ব্যাংক

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

৪র্থ টি–টোয়েন্টি

পাকিস্তান–নিউজিল্যান্ড

রাত ৮–৩০ মিনিট - এ স্পোর্টস ও জিও সুপার

আইপিএল

সানরাইজার্স হায়দরাবাদ–রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

রাত ৮টা - স্টার স্পোর্টস ১, গাজী টিভি ও টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

ব্রাইটন–ম্যানচেস্টার সিটি

রাত ১টা - স্টার স্পোর্টস সিলেক্ট ১

;

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই ফুটবলার আটক



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগে খেলা দুই ফুটবলারকে আটক করেছে ইংল্যান্ডের পুলিশ। গত শুক্রবার (১৯ এপ্রিল) দুই ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে সপ্তাহান্তে পুলিশ তাদের আটক করে।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, শনিবার (২০ এপ্রিল) ধর্ষণে প্ররোচনা ও সাহায্য করার অভিযোগে একজন ফুটবলারকে আটক করে পুলিশ। এরপর রবিবার অপর এক ফুটবলারকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়।

জানা গেছে, প্রথম ফুটবলারকে তার ক্লাবের স্টেডিয়ামে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্মকর্তারা। পরে একই দিন রাতে তাকে আটক করা হয়।

দুইজন ফুটবলার একই প্রিমিয়ার লিগ ক্লাবের খেলেন বলেও ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে নিশ্চিত করা হয়। আটক করার পরপরই অবশ্য দুজন জামিনে মুক্ত হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ধর্ষণের দায়ে অভিযুক্ত দুই ফুটবলারেরই বয়স ১৯। তবে এই দুই ফুটবলারের ক্লাব এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে অপর এক ব্রিটিশ দৈনিক সান। তাদেরকে ক্লাব কোনো ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে কিনা সেটাও জানা যায়নি।

;