ফুটবল উৎসবের অপেক্ষায় কুমিল্লা



আবদুর রহমান, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
ফুটবল উৎসবের জন্য প্রস্তুত কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম

ফুটবল উৎসবের জন্য প্রস্তুত কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম

  • Font increase
  • Font Decrease

দেশের ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে ফুটবল উৎসবে মেতে উঠতে যাচ্ছে কুমিল্লা। উৎসব তো হবেই। প্রথমবারের মতো লিগের ম্যাচ যে হতে যাচ্ছে কুমিল্লায়।

শনিবার (৭ মার্চ) উদ্বোধনী খেলায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব-বসুন্ধরা কিংসের মধ্যকার লড়াই দিয়ে শুরু হচ্ছে ফুটবল উন্মাদনা। ২০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামটিকে হোম ভেন্যু হিসেবে বেছে নিয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং কাব। 

বিপিএলের খেলার জন্য কুমিল্লার ঐতিহ্যবাহী স্টেডিয়ামটির ইতোমধ্যে ব্যাপক সংস্কার হয়েছে। সেজেছে নতুন করে। কুমিল্লার ক্রীড়া সংগঠক এবং ক্রীড়া প্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সবকটি খেলাকে আনন্দঘন এবং উৎসবমুখর করতে জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এবং স্টেডিয়াম কর্তৃপক্ষ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এসব খেলায় খেলোয়াড়সহ সকলের নিরাপত্তা নিশ্চিত করতে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।

জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল অ্যাসোসিয়েশন সূত্র জানায়, ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্ট বিপিএলে মোহামেডানের ১২টি খেলা অনুষ্ঠিত হবে কুমিল্লা নগরীর প্রাণ কেন্দ্রে অবস্থিত শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। শনিবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে বসুন্ধরা কিংসের খেলার মধ্য দিয়ে হবে শুভ সূচনা।

প্রথম খেলার প্রায় এক মাস পর আগামী ৫ এপ্রিল মোহামেডানের মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ। এরপর ৮ এপ্রিল ব্রাদার্স ইউনিয়ন, ১১ এপ্রিল রহমতগঞ্জ, ৪ মে বাংলাদেশ মুক্তিযোদ্ধা, ১৯ মে আরামবাগ ক্রীড়া সংস্থা, ২২ মে সাইফ স্পোর্টিং, ১৪ জুন শেখ রাসেল, ২৫ জুন আবাহনী লিঃ, ৩ জুলাই উত্তর বারিধারা, ২১ জুলাই চট্টগ্রাম আবাহনী লিঃ এবং শেষ ২৭ জুলাই শেখ জামালের সঙ্গে খেলবে মোহামেডান। সবকটি খেলা বিকেল ৩টা ১৫ মিনিট থেকে আরম্ভ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি বাদল রায় কুমিল্লা স্টেডিয়াম পরিদর্শন করেছেন গত সপ্তাহে এবং সর্বশেষ শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ক্রীড়াক্ষেত্রে কুমিল্লা ঐতিহ্যবাহী একটি জেলা। স্টেডিয়ামের অবকাঠামো এবং মাঠ এখন খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। স্টেডিয়ামটির ব্যাপক সংস্কার করা হয়েছে। আধুনিক গ্যালারি, প্যাভিলিয়ন, মিডিয়া বক্সসহ প্রয়োজনীয় সবকিছুই সংযোজন করা হয়েছে। ১৮০ ফুট দৈর্ঘ্য ও ১৩২ ফুট প্রস্থের এই স্টেডিয়ামে ২০ হাজার দর্শক একসাথে খেলা উপভোগ করতে পারবেন।’

কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবুল ফজল মীর বলেন, ‘বিপিএলে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামটি মোহামেডানের হোম ভেন্যু। যার ফলে এর মাধ্যমে কুমিল্লার ফুটবলেরও ব্যাপক উন্নয়ন হবে।

জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত বলেন, ‘আমরা সকলকে নিয়ে বিপিএলের খেলাগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে পারব বলে আশা করছি। কুমিল্লায় ১২টি খেলা। এই ১২টি খেলা থেকে অর্জিত অর্থ কুমিল্লার ফুটবল খেলার উন্নয়নে ব্যয় হবে।’

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন বলেন, ‘অবকাঠামো, মাঠ সকল দিক থেকে পরিপূর্ণ কুমিল্লা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়াম।’

সাবেক ফুটবলার প্রনব কুমার দে বানু বলেন, ‘ঐতিহ্যবাহী মোহামেডান ফুটবল দল তাদের নিজস্ব ঘরের মাঠ হিসেবে কুমিল্লা স্টেডিয়ামকে বেছে নেওয়ার কারণে কুমিল্লার সাবেক, বর্তমানসহ সকল ফুটবলার এবং ক্রীড়ার সাথে জড়িত সকলেই আনন্দিত। সেই সাথে এই আয়োজনের জন্য কুমিল্লাও ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে।’

স্টেডিয়ামটির টিকিটের সর্বনিম্ন মূল্য ২০ টাকা। এই টাকায় মিলবে পূর্ব গ্যালারির টিকিট। আর পশ্চিম গ্যালারির টিকিটের দাম ৩০ টাকা। অগ্রিম টিকিট পাওয়া যাবে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অফিস ও ভ্রাম্যমাণ গাড়িতে। এছাড়া খেলার দিন কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের কাউন্টারে টিকিট পাওয়া যাবে।

   

বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক



Rasel
বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক

বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক

  • Font increase
  • Font Decrease

বান্দরবানে এক কেজি ৭০০ গ্রাম আফিমসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২৪ এপ্রিল) র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার মাদক কারবারি হলেন উম্যামং মার্মা (৫২)। সে বান্দরবান সদরের কুহালং নতুন চড়ই পাড়া এলাকার মৃত ক্যশৈ অং মার্মার ছেলে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ এপ্রিল দিবাগত রাত দেড়টায় বান্দরবান সদরের কুহালং ইউপির পশ্চিম মুসলিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এসময় এক কেজি ৭০০ গ্রাম আফিমসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার উম্যামং মার্মা গোল্ডেন ওয়েজ কেন্দ্রিক আন্তর্জাতিক আফিম পাচারকারী চক্রের সদস্য মর্মে স্বীকার করেছেন। মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

;

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই ফুটবলার আটক



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগে খেলা দুই ফুটবলারকে আটক করেছে ইংল্যান্ডের পুলিশ। গত শুক্রবার (১৯ এপ্রিল) দুই ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে সপ্তাহান্তে পুলিশ তাদের আটক করে।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, শনিবার (২০ এপ্রিল) ধর্ষণে প্ররোচনা ও সাহায্য করার অভিযোগে একজন ফুটবলারকে আটক করে পুলিশ। এরপর রবিবার অপর এক ফুটবলারকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়।

জানা গেছে, প্রথম ফুটবলারকে তার ক্লাবের স্টেডিয়ামে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্মকর্তারা। পরে একই দিন রাতে তাকে আটক করা হয়।

দুইজন ফুটবলার একই প্রিমিয়ার লিগ ক্লাবের খেলেন বলেও ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে নিশ্চিত করা হয়। আটক করার পরপরই অবশ্য দুজন জামিনে মুক্ত হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ধর্ষণের দায়ে অভিযুক্ত দুই ফুটবলারেরই বয়স ১৯। তবে এই দুই ফুটবলারের ক্লাব এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে অপর এক ব্রিটিশ দৈনিক সান। তাদেরকে ক্লাব কোনো ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে কিনা সেটাও জানা যায়নি।

;

মুস্তাফিজদের নয়, দোষ শিশিরের



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিপক্ষে ঘরের মাঠেও চেন্নাই সুপার কিংস পেরে উঠল না। শেষ ওভারে ১৭ রান প্রয়োজন ছিল লক্ষ্ণৌয়ের, কিন্তু মুস্তাফিজ সে ওভারে বোলিংয়ে এসে তিনটি বৈধ ডেলিভারিতেই খরচ করেছেন ১৯ রান। ম্যাচটি ৬ উইকেটের বড় ব্যবধানে হারতে হয় তাদের।

২১০ রানের বড় সংগ্রহ নিয়েও বোলারদের ব্যর্থতায় হারের মুখ দেখতে হয় চেন্নাইকে। শুধু মুস্তাফিজই, দলের অন্য বোলাররাও লক্ষ্ণৌয়ের ব্যাটিংয়ের সামনে খাবি খেয়েছেন। তাদের শাসন করেই ১২৪ রানের অবিশ্বাস্য হার না মানা ইনিংস খেলে লক্ষ্ণৌকে জয় এনে দেন মার্কাস স্টয়নিস।

এমন দুর্দান্ত ইনিংস দেখে প্রতিপক্ষ শিবিরে থেকেও প্রশংসা না করে পারেননি চেন্নাই অধিনায়ক এবং লক্ষ্ণৌয়ের বিপক্ষে সেঞ্চুরি করা ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়, ‘পরাজয় মেনে নেওয়া সবসময়ই কঠিন। লক্ষ্ণৌ ভালো করেছে। ১৩তম ওভার পর্যন্ত ম্যাচ আমাদের হাতেই ছিল। স্টয়নিস দুর্দান্ত ব্যাট করেছে। ওকে টুপি খোলা অভিনন্দন।’ 

তবে ২১০ রান ডিফেন্ড করতে না পারার পরও বোলারদের দায় দিচ্ছেন না চেন্নাই অধিনায়ক, ‘এই ম্যাচে শিশির প্রভাব রেখেছে। শিশিরের কারণে স্পিনাররা সুবিধা করতে পারেনি। তা না হলে আরেকটু ভালো হতে পারত। যদিও এটি খেলারই অংশ। যা আপনার হাতে নেই সেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।’

;

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আর্জেন্টিনার তেভেজ



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে আর্জেন্টিনার সাবেক ফুটবলার কার্লোস তেভেজকে। মঙ্গলবার (২৩ এপ্রিল) তাকে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হওয়ার কথা।

ম্যানচেস্টারের দুই ক্লাব সিটি এবং ইউনাইটেডের হয়ে খেলা এই ফুটবলার অবসরের পর এখন আর্জেন্টাইন ক্লাব ইন্দিপেন্দিয়েন্তের হেড কোচের দায়িত্বে রয়েছেন। ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক বিবৃতিতে জানায়, সান ইসিদ্রোর ত্রিনিদাদ হাসপাতালে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তার অবস্থা ‘সন্তোষজনক’।

তবে সতর্কতাবশত তেভেজকে আরও কিছুদিন হাসপাতালে রাখা হবে বলেও ইন্দিপেন্দিয়েন্তের বিবৃতিতে জানানো হয়।

২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে নিয়মিত দেখা যায় তেভেজকে। ২০২২ সালে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দেয়ার পর কিছু সময় রোজারিও সেন্ট্রালের দায়িত্বে ছিলেন। ২০২৩ সালের আগস্টে ইন্দিপেন্দিয়েন্তের ডাগআউটে দাঁড়ান।

;