অবেলায় শুকিয়ে যাওয়া আশার ‘ফুল’, শুভ জন্মদিন!



এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম
বার্থডে বয় মোহাম্মদ আশরাফুল

বার্থডে বয় মোহাম্মদ আশরাফুল

  • Font increase
  • Font Decrease

একটু পেছনে ফিরে যাই।

আজ থেকে ১৩ বছর আগে। স্থান-কলম্বোর, তাজসমুদ্র হোটেলের ব্রেকফাস্ট টেবিল।

আশরাফুল অমরজ্যোতি ক্লাব, সিদ্ধেশ্বরীর বালুর মাঠের সেই সব দিনগুলো কি মনে আছে?’

আশরাফুল একটু যেন আনমনা হয়ে গেলেন আরে কি বলেন, সেই দিনগুলোর কথা কি ভোলা যায়?’

ঢাকার মৌচাক মোড়ের সিদ্ধেশ্বরীর বালুর মাঠে বলবয় হিসাবে শুরু হয়েছিল আশরাফুলের ক্রিকেট জীবন। চারধারে বাড়ি ঘেরা এই ছোট মাঠটা ছিল দ্বিতীয় বিভাগের দল অমরজ্যোতি ক্লাব প্রাকটিস গ্রাউন্ড। ১৯৯৭ তে অমরজ্যোতি ক্লাবের হয়ে দ্বিতীয় বিভাগে আশরাফুলের অভিষেক। এগিয়ে চলার সেই শুরু। বয়স বারোর কোঠায় আসতেই অনূর্ধ্ব-১৩ জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে ক্যাম্পে নাম লেখালেন।

ক্যাম্পের কোচ ডাকলেন-কি তুমি কি কর? ব্যাটিং নাকি বোলিং?’ কি বলেছিলেন তা এখনো পরিস্কার মনে আছে আশরাফুলের-স্যার আমি লেগস্পিন করি।’
আশরাফুলের হাতে বল তুলে দিলেন কোচ।

-জানেন, আমি সেদিন আমার প্রথম বলেই নেটের ব্যাটসম্যান আউট! বলটা ছিল গুগলি। ব্যাটসম্যান বুঝতেই পারেনি!’

তবে সেদিন নেটে আশরাফুলের সেই সাফল্য পাসমার্ক পায়নি। অনূর্ধ্ব-১৩ দলে তার জায়গা হয়নি। স্বপ্নভঙ্গের বেদনা কি সেদিন টের পেয়েছিলেন আশরাফুল। তবে ভেঙ্গে যাওয়া স্বপ্ন কিভাবে ফের জোড়া লাগাতে হয় সেই শিক্ষাটা ক্রিকেট গুরু ওয়াহিদুল গনির কাছ থেকে ভাল শিখেছিলেন আশরাফুল। আর তাই পরের বছর ঠিক অনূর্ধ্ব-১৩ দলে জায়গা করতে পেরেছিলেন। বাংলাদেশের সবচেয়ে কমবয়সী ক্রিকেটার হিসাবে টেস্ট এবং ওয়ানডে খেলেছেন। দেশের সবচেয়ে কমবয়সী টেস্ট অধিনায়কও হয়েছেন।

২০০১ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে অভিষেক। ওয়ানডেতে তেমন বড় কিছু করার আগেই টেস্ট ক্রিকেটার হিসেবে প্রথম ম্যাচেই বাজিমাত। সেই বছরই ৮ সেপ্টেম্বর কলম্বোর সিংহলি ক্রিকেট গ্রাউন্ডে (এসএসসি) জীবনের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে আশরাফুল বিশ্বকে চমকে দেন। চামিন্দা ভাস-মুরালিধরনকে বিরুদ্ধে লড়ে ১১৪ রানের ঝলমলো সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে কমবয়সী (১৭ বছর ৬১দিন) ক্রিকেটারের সেঞ্চুরির বিশ্বরের্কড ওটা। যে মাঠে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে আশরাফুলের যাত্রা শুরু সেই মাঠেই ২০০৭ সালের ২৫ জুন তার টেস্ট অধিনায়কত্বের শুরু। প্রতিপক্ষও সেই একই।

সিদ্ধেশ্বরীর বালুর মাঠে লেগস্পিন করতে আসা ছেলেটি বাংলাদেশের পঞ্চম টেস্ট অধিনায়ক হিসাবে টস করতে নামছেন কলম্বোর এসএসসি গ্রাউন্ডে।

-রাজত্ব তো পেলেন, এবার?

আশরাফুল হাসলেন। শব্দহীন সেই হাসি ঠিকই জানান দিল-আমি পারবো। আমাকে পারতেই হবে।’

-আশরাফুল পারেননি!

সত্যটা হলো, বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের আশার ‘ফুল’ পাপড়ির সুঘ্রাণ ছড়ানোর চেয়ে কাঁটার যন্ত্রণাই দেখলেন বেশি! দোষ অবশ্যই আশরাফুলের। তবে দায় যে আরো অনেকের।

আশরাফুলের কান্না এবং...

২০১৪, জুন মাসের এক বিষন্ন বিকেল।

-আশরাফুলকে আমার অনেক ভালো লাগত। বাবা, ওকি ইচ্ছে করেই এসব করেছে’-টিভি পর্দায় বারবার আশরাফুলের কান্না দেখে আমার স্কুল পড়ুয়া ছেলের অবাক প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর পাওয়ার আগেই তার সিদ্ধান্ত-বাবা, আমার ওকে এভাবে দেখতে ভালো লাগছে না!’

আশরাফুলকে এভাবে কে দেখতে চেয়েছিল? কেউ চায়নি।

কিন্তু জীবন চলার পথে যে লোভের কাঁটা বিছানো অন্ধ গলি থাকে তাতে পথ হারিয়ে সময়ের অনেক আগেই হারিয়ে গেলেন ক্রিকেটার আশরাফুল!

ক্রিকেট মাঠে যে আশরাফুল দেশের মানুষকে আনন্দে ভাসিয়েছিলেন; সেই তিনি এদিন কাঁদলেনও অসীম যন্ত্রণায়। ম্যাচ ফিক্সিংয়ের সব কেলেঙ্কারি কবুল করেন। নিয়ম মেনেই বিসিবি তাকে পাঁচবছর সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করে।

বলা হয়ে থাকে সব দুঃখ-যন্ত্রণা লাঘবের জন্য সেরা উপায় হলো-সময়। নিষেধাজ্ঞার সেই সময় কাটিয়ে আশরাফুল আবার ক্রিকেট মাঠে ফিরেছেন ২০১৮ সাল থেকে। কিন্তু জাতীয় দলে তার আর ফেরা হলো না।

-ফিরতে পারবেন?

আজ ৩৭ এ পা রাখার প্রথমদিনেও আশরাফুল অবশ্য সেই স্বপ্ন দেখছেন। অপেক্ষায় আছেন। কিন্তু সমস্যা হলো, নির্বাচকদের দূরতম চিন্তায়-পরিকল্পনায়ও আশরাফুলের নাম নেই! ক্রিকেটীয় বাস্তবতা খুব নিষ্ঠুরভাবেই জানিয়ে দিচ্ছে আশার ‘ফুল’ শুকিয়ে গেছে!

আর শুকিয়ে যাওয়া গোলাপ পাপড়ি স্মৃতি হিসেবে ডায়েরির পাতায় চলে যায়, টেবিলের ফ্লাওয়ার ভাসে নয়!

   

‘আইপিএলের মতো রানবন্যা দেখা যাবে না বিশ্বকাপে’



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রান তোলার বিচারে চলমান আইপিএল ছাড়িয়ে গেছে অন্যসব আসরগুলোকেও। দলীয় ২০০ রানের সংগ্রহ এখনও যেন অতি সহজ। সানরাইজার্স হায়দরাবাদ তো পারলে টি-টোয়েন্টিতে তিনশ রানও ছুঁয়ে ফেলে। এবারের আইপিএলে ২৮৮ রানের রেকর্ড গড়েছে দলটি। রেকর্ড গড়ছে পাওয়ার প্লেতে ১২৫ রান তুলেও। আর এই আইপিএলে বিশ্বের সব বড় বড় তারকা ক্রিকেটাররা খেলায় ধারণা করা হচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছুটবে রানের ফুলকি।

এবারের আইপিএল শেষ হওয়ার মাত্র এক সপ্তাহের ব্যবধানে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেও কি এমন রানবন্যা দেখা যাবে; ডেভিড ওয়ার্নারের কাছে প্রশ্ন ছিল এমন; তিনি অবশ্য বলছেন ভিন্ন কথা। তার মতো, ওয়েস্ট ইন্ডিজের উইকেট আইপিএলের মতো হবে না। সেখানে রানবন্যা দেখা যাওয়ার সম্ভাবনা কম। আর এমন উইকেটে যে একজনকে ধরে খেলতে হয়, সেটাও মনে করিয়ে দিয়েছেন ওয়ার্নার।

ওয়ার্নার বলেন, ‘সেখানে উইকেট ধীরগতির হতে পারে, কিছুটা টার্ন করতে পারে। সেখানকার উইকেট সাধারণত কিছুটা নিচু ও ধীরগতির হয়। ২০১০ বিশ্বকাপে যখন খেলেছি তখনও, হাই স্কোরিং উইকেট ছিল না। আর এমন উইকেটে অ্যাঙ্করের প্রয়োজন হয়। আমাদের দলে মাইক হাসির মতো একজন ছিল। সে উইকেটে আসত, তার নিজের মতো একটা ইনিংস খেলত। আর তাছাড়া সেখানে ম্যাচগুলোও হবে মূলত দিনের বেলাতে। তাই এটা একটা বড় ভূমিকা রাখবে।’

এবারের আইপিএলটা অবশ্য খুব একটা ভালো কাটছে না ওয়ার্নারের। ৭ ম্যাচে তার রান মোটে ১৬৭। তবে নিজে তেমন একটা পারফর্ম করতে না পারলেও উইকেট নিয়ে খুশি তিনি। বলেন, ‘উইকেট খুবই ভালো। ফ্ল্যাট, কমপ্যাক্ট আর খুব বেশি হাই স্কোরিং। এবং যখন আপনি ছোট বাউন্ডারি পাবেন, আপনি বড় স্কোর দেখতেই পাবেন।’

;

সাকিব-মুস্তাফিজকে ক্যাম্পে না রাখার কারণ জানালেন লিপু



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৩ মে শুরু হতে যাওয়া সেই সিরিজ সামনে রেখে চট্টগ্রামে তিন দিনের অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ দল। আর সেই দলের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে বিসিবি। যেই দলে নেই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। যা নিয়ে আজ গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ব্যাখ্যা দিয়েছেন কেন তাদের এই ক্যাম্পে রাখা হয়নি।

সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বিশ্বকাপের আগে শেষ সিরিজ হিসেবে জিম্বাবুয়ে সিরিজে থাকার কথা ছিল তার। আর সেই সিরিজের আগে প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন না তিনি। তবে ক্যাম্পে না থাকলেও জিম্বাবুয়ে সিরিজের আগেই দেশে ফিরবেন তিনি। তবে দেশে ফিরলেও জিম্বাবুয়ে সিরিজে সাকিব খেলবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়।

লিপু বলেন, ‘সাকিবের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার আউটকামটা হচ্ছে, এই মাসের শেষ নাগাদ তিনি বাংলাদেশে আসবেন। আসলে ডিপিএলে একটা দুটো ম্যাচ খেলার সম্ভাবনা আছে। তারপর আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন তিনি। সেখানে কিছু ক্রিকেটিং স্কিল প্র্যাকটিসের সুযোগ থাকবে, ম্যানেজমেন্ট যেভাবে চায়, তিনি যেভাবে চান… তারপরও আমরা চাইব ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, শেষ দিকে হলেও যেন তিনি খেলার সুযোগ পান।’

এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে খেলছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের হয়ে নিয়মিত থাকছেন একাদশে। তবে মুস্তাফিজকে দেশে ফিরতে হচ্ছে এবার। ক্যাম্পে না থাকলেও তিনি যে দলের সঙ্গে যোগ দেবেন তা নিশ্চিত করেছেন লিপু।

বলেন, ‘প্রথম ম্যাচে মুস্তাফিজের না খেলার সম্ভাবনা বেশি। দেশে ফেরার পর মেডিক্যাল টিমের সঙ্গে তার কিছু কাজ রয়েছে। এরপর আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব, কথা বলে দেখব তার সঙ্গে। তবে আমার বিশ্বাস তিনি প্রথম ম্যাচে এভেইলেবল থাকবেন না।’

;

২৩ মিনিটেই ফেডারেশন কাপের সেমিতে পুলিশ



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

৯০ মিনিটের ম্যাচ শেষ মাত্র ২৩ মিনিটেই। ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে শেখ জামাল-বসুন্ধরা কিংসের লড়াই আক্ষরিক অর্থেই ছিল এমন। ম্যাচে ২৩ মিনিটেই প্রতিপক্ষের জালে তিন গোল দিয়েছি বাংলাদেশ পুলিশ। যেই গোলের একটিও বাকি সময়ের মধ্যে শোধ দিতে পারেনি শেখ জামাল। আর তাতে ৩-০ গোলের জয়ে সেমিফাইনালে উঠে যায় পুলিশ।

এ জয়ে ফেডারেশন কাপে তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত হলো পুলিশের। এর আগে শেষ চার নিশ্চিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংস। চতুর্থ দল হিসেবে শেষ চারের দৌড়ে আছে আবাহনী লিমিটেড ও ফর্টিস এফসি। মঙ্গলবার সেমির টিকিট কাটতে মাঠে নামবে এই দুই দল।

শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এদিন কিছু বুঝে উঠার আগেই গোল হজম করে বসে শেখ জামাল। ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় পুলিশকে এগিয়ে নেন উজবেকিস্তানের শকিবভ। এরপর পুলিশ দ্বিতীয় দফায় গোল উদযাপন সারে ম্যাচের ৮ মিনিটে। দলের ব্যবধান দ্বিগুণ করেন শাহ কাজেম কিরমানি।

এরপর ম্যাচের ২৩ মিনিটে প্রতিপক্ষের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে শেখ জামালকে ম্যাচ থেকে ছিটকে দেয় আজমত আবদুলেভ। ৩-০ তে পিছিয়ে পড়ে শেখ জামাল। এরপর বাকি সময় চেষ্টা করেও একটি গোল শোধ দিতে পারেনি তারা। বরং একাধিকবার গোল হজম করা থেকে বেঁচেছে দলটি। আর তাতেই শেষ হয়ে গিয়েছে শেখ জামালের ফেডারেশ কাপের যাত্রা।

;

জিম্বাবুয়ে সিরিজের প্রাথমিক দলে নেই মুস্তাফিজ-সাকিব



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারতে ঘরের মাটিতে জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। তাদের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। যা মাঠে গড়াবে আগামী ৩ মে থেকে। আর সেই সিরিজ সামনে রেখেই এবার ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে জায়গা হয়নি দুই তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের।

চলমান আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলছেন মুস্তাফিজুর রহমান। নিয়মিত থাকছেন চেন্নাই সুপার কিংসের একাদশে। তাই এ নিয়ে গত বেশ কিছুদিন ধরেই হচ্ছে নানা আলোচনা। অনেকেই মত দিয়েছিলেন, জিম্বাবুয়ের বিপক্ষে না খেলে আইপিএলেই বিশ্বকাপের প্রস্তুতি সারতে। শেষ পর্যন্ত সে পথে হাঁটছে না বিসিবি। আগামী ১ মে পর্যন্ত তাকে এনওসি দিয়েছে বিসিবি। অর্থাৎ এরপর তাকে দেশে ফিরতে হবে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে আগামী ২৬-২৮ এপ্রিল চট্টগ্রামে ক্রিকেটারদের নিয়ে প্রস্তুতি ক্যাম্প করবে বিসিবি। সেই ক্যাম্পের জন্যই ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে রাখা হয়নি আইপিএলে ব্যস্ত সময় পার করা মুস্তাফিজ ও যুক্তরাষ্ট্রে থাকা সাকিব আল হাসানকে। তবে পরবর্তীতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আছে তাদের।

বিসিবির ঘোষিত ১৭ সদস্যের এই দলে জায়গা হয়নি মেহেদী হাসান মিরাজের। লম্বা সময় পর দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও আফিফ হোসেন ধ্রুব। এছাড়াও দলে ডাকা হয়েছে ডিপিএলে দুর্দান্ত ছন্দে থাকা ওপেনার পারভেজ হোসেন ইমনকে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে এরইমধ্যে বাংলাদেশের দলের কোচিং প্যানেলের সকল সদস্যরা দেশে এসেছেন। দলের নতুন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও সোমবার বাংলাদেশে পা রেখেছেন।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার।

;