বাবার পর এবার সাকিবের মা’ও করোনা আক্রান্ত

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এবার সাকিবের মা করোনায় পজিটিভ

এবার সাকিবের মা করোনায় পজিটিভ

শেষ পর্যন্ত আশঙ্কাটাই সত্যি হলো। সাকিব আল হাসানের বাবা’র পর তার মা’ও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সাকিবের বাবা-মা দুজনেই মাগুরার কেশব মোড়ে থাকেন।

গত ১৯ জুলাই সাকিবের বাবা মাসরুর রেজা করোনা টেস্টে পজিটিভ হন। সেদিন থেকেই বাড়তি নিরাপত্তার জন্য তার বাসা লকডাউন করা হয়। আর ২৩ জুলাই জানা গেল সাকিবের মা শিরিন রেজাও করোনায় আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বার্তা২৪কে জানান- ‘সাকিবের মা শিরিন রেজা ক’দিন আগে উপসর্গ নিয়ে যশোরে করোনা টেস্ট করান। বৃহস্পতিবার (২৩ জুলাই) তার টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তারা দুজনেই এখন নিজ বাসায় আছেন। দুজনের শারীরিক অবস্থা বেশ ভালো আছে। আমরা খোঁজ-খবর রাখছি।’

যশোরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। ডা. প্রদীপ বলছিলেন- ‘এখন পর্যন্ত যশোরে ৩৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। তবে স্বস্তির বিষয় হলো আক্রান্তদের মধ্যে সুস্থতার হার বেশি।’

বিজ্ঞাপন

সব ধরনের ক্রিকেটে বছর খানেকের নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করা সাকিব আল হাসান এখন সস্ত্রীক নিউইয়র্কে আছেন।

আরও পড়ুন-

মাগুরায় সাকিবের বাড়ি লকডাউন, বাবা করোনায় আক্রান্ত