নতুন ইউজারদের আগেই পুরাতনরা পাচ্ছেন আইওএস-১৩ আপডেট

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অপারেটিং সিস্টেম আইওএস-১৩, ছবি: প্রতীকী

অপারেটিং সিস্টেম আইওএস-১৩, ছবি: প্রতীকী

অ্যাপলের নতুন আইফোন উন্মোচনের সঙ্গে অন্যতম বড় আকর্ষণ ছিল সবচেয়ে দ্রুতগতির সর্বশেষ অপারেটিং সিস্টেম আইওএস-১৩। নতুন এই সিস্টেম অ্যাপল ডিভাইসের কার্যক্ষমতাকে দ্বিগুণ করবে।

অ্যাপলের ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সময় অনুযায়ী রাত ১১ টাকায় আইওএস-১৩ সিস্টেমটি আপডেট হবে। অর্থাৎ বর্তমানে ইউজারদের হাতে থাকা আইফোনের সিস্টেমটি আপডেট হয়ে যাবে।

এরমধ্যে অ্যাপলের আইফোন-৬এস থেকে আইফোন এক্সম্যাক্স পর্যন্ত সবগুলো ডিভাইসে নতুন অপারেটিং সিস্টেমটি পাওয়া যাবে। তবে আইপ্যাড আইওএস-১৩ আপডেটটি পাবে না। কারণ আইপ্যাডের জন্য আলাদা আইপ্যাডওএস (অপারেটিং সিস্টেম) ৩০ সেপ্টেম্বর ছাড়া হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: অ্যাপল ছাড়ছেন স্টিভ!

আইফোনে আইওএস-১৩ এর কিছু ফিচার

কারপ্লে- এই ফিচারে আইফোনের ম্যাপে একটি নতুন ড্যাশবোর্ড দেখা যাবে। যা দিয়ে ম্যাপে পথ নির্দেশনা দেখার পাশাপাশি মেসেজ, মিউজিক প্লেয়ার ব্যবহার করা যাবে। এছাড়াও ডার্কমুড, স্মার্ট এবং স্মুথ সিরি (অ্যাপল ভয়েজ অ্যাসিসটেন্ট) ফিচার।

বিজ্ঞাপন

আইপডে আইওএস-১৩ এর কিছু ফিচার

নিরাপত্তা স্বার্থে অ্যাডিশনাল প্রাইভেসি হিসেবে ‘সাইন ইন উইথ অ্যাপল’ ফিচার যুক্ত করা হয়েছে। যা ‘সাইন ইন উইথ গুগল/ ফেসবুক’ অপশনের মতো।

এছাড়াও থাকছে ক্যামেরা সেকশনের উন্নয়ন, ম্যাপের উন্নয়ন, মিমোজি এবং স্টিকারসসহ বেশকিছু আপডেট।

সূত্র: সি নেট

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে চীনে বেশি চাহিদা নতুন আইফোনের: কুও

আরও পড়ুন: একসঙ্গে তিন ক্যামেরায় ভিডিও করা যাবে নতুন আইফোনে!

আরও পড়ুন: নতুন আইফোনের পূর্ণতা-অপূর্ণতা