৬ ক্যামেরার ফোন আনল ভিভো

  • Hasib
  • |
  • Font increase
  • Font Decrease

ভিভো ‘ভি১৭ প্রো’, ছবি: সংগৃহীত

ভিভো ‘ভি১৭ প্রো’, ছবি: সংগৃহীত

স্মার্টফোনের বাজারে ক্যামেরায় নতুনত্ব এবং আধুনিক ফিচার নিয়ে হাজির হয় চীনের মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। প্রতিবারের মতো এবারো বাজার কাঁপাতে এসেছে ভিভোর ৬ ক্যামেরার নতুন ফ্ল্যাগশিপ ভিভো ‘ভি১৭ প্রো’ স্মার্টফোন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভারতের স্মার্টফোন বাজারে অবমুক্ত করা হয় ভিভোর নতুন ডিভাইস।

বিজ্ঞাপন

স্মার্টফোনের ক্যামেরা সেকশনে ব্যাক প্যানেলে থাকছে কোয়াড (চারটি) ক্যামেরা এবং স্টাইলিশ পপ সেলফিতে ডাবল ক্যামেরা।

প্রাইমারি ক্যামেরা থাকছে ৪৮ মেগাপিক্সেল সেন্সর থাকছে। অন্যদিকে ওয়াইড অ্যাঙ্গেলের ১৩ মেগাপিক্সেল, ২গুণ জুম সমৃদ্ধ একটি লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা।
আর স্টাইলিশ পপ আপ সেলফিতে থাকছে ৩২ মেগাপিক্সেল এবং এবং ৮ মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ক্যামেরা।

বিজ্ঞাপন

নচবিহীন এই ফোনে থাকছে ৬.৪৪ ইঞ্চির সুপার অ্যামোলেডে একটি বড় পর্দার ডিসপ্লে। যেখানে ভিডিওর বিষয়বস্তু হয়ে উঠবে আরও নিখুঁত এবং প্রাণবন্ত।

ফোনটির কার্যক্ষমতা বৃদ্ধি করতে ব্যবহার হয়েছে স্ন্যাপড্রাগন ৬৭৫ প্রসেসর। যা ভিভো ভি১৫ প্রোতেও ব্যবহার করে হয়েছিল। এছাড়া সফটওয়্যার এবং হার্ডওয়্যার সেকশনে বাকি সব কিছু আপডেটেড।

সুপার ফাস্ট মাল্টিটাস্কিং নিশ্চিত করতে ৮জিবি র‍্যাম ব্যবহার করা হয়েছে। আর বিল্ট ইন স্টোরেজ হিসেবে থাকছে ১২৮ জিবি ফোন মেমোরি এবং ৪,১০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহৃত হয়েছে।

ফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার ৬৬৭ টাকা।

সূত্র: দ্য ভার্জ