আইসিটি প্রকল্পকে পুরস্কৃত করল বেসিস
আইপিডিসি ফিন্যান্সের সৌজন্যে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-২০১৯’ পর্ব।
ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-২০১৯ পর্বের আহ্বায়ক ও বেসিস পরিচালক দিদারুল আলম বলেন, ‘এ বছরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অ্যাপিকটা অ্যাওয়ার্ডসের আদলে সাজানো হয়েছে। এতে বিগত বছরের বিজয়ীদের প্রকল্প প্রদর্শনী, লেজার শো, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নতুন আদলে বানানো আইসিটি অ্যাওয়ার্ড দেওয়া হয়।’
আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মমিনুল ইসলাম বলেন, ‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডের লক্ষ্য হলো ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যক্তি, শিক্ষার্থী, উদ্যোক্তা, এসএমই এবং বাংলাদেশে পরিচালিত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি প্রদান। আমরা এ উদ্যোগের সঙ্গে দীর্ঘ মেয়াদে থাকতে চাই।’
সভাপতির বক্তব্যে সৈয়দ আলমাস কবীর বলেন, ‘এ অ্যাওয়ার্ডের মাধ্যমে আমরা সারা দেশের উদ্ভাবনী এবং সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি প্রকল্পগুলো বাছাই করি। তাদের উৎসাহ দিতে পুরস্কার দেওয়া হচ্ছে। বিভিন্ন ক্যাটাগরির প্রকল্প আমাদের তথ্যপ্রযুক্তি খাতের অপার সম্ভাবনার কথা বলছে। মনোনীত প্রকল্পগুলো আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতার জন্য মনোনয়ন দেওয়া হয়। যা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতার পরিচয় বহন করে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকার অঙ্গীকারাবদ্ধ। জনপ্রশাসনের প্রতিটি ক্ষেত্রই ডিজিটালাইজড করার কাজ চলছে। দেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠানের হাত ধরেই এগিয়ে চলছে ডিজিটাল বাংলাদেশ। সারা দেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোকে সম্মানিত এবং উৎসাহিত করছে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস।’
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাতের অগ্রযাত্রায় বেসিস নিরলসভাবে কাজ করছে। সারা দেশ থেকে ৩৫টি ক্যাটাগরিতে প্রকল্প বাছাই করে পুরস্কার দেওয়াটা আমাদের তথ্যপ্রযুক্তি খাত সংশ্লিষ্টদের জন্য সম্মানের। এ উদ্যোগের মাধ্যমে বিজয়ীরা আইসিটি অস্কার খ্যাত অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে যাওয়ার সুযোগ পাচ্ছে। যা নিঃসন্দেহে প্রতিযোগীদের বাড়তি উৎসাহ যোগাবে।’
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘বেসিসের উদ্যোগে তৃতীয়বারের মতো বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হলো। এবার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় দল ভিয়েতনামে অনুষ্ঠেয় অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে অংশ নিতে যাচ্ছে। আমাদের দেশকে এ প্রতিযোগিতা নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’
এবার বাংলাদেশ থেকে ৮০ সদস্যের প্রতিনিধি দল অ্যাপিকটা অ্যাওয়ার্ডস-২০১৯ পর্বে অংশ নিচ্ছে। এবার সব মিলিয়ে ৩৫টি ক্যাটাগরিতে ৬৯টি প্রতিষ্ঠান ও প্রকল্পকে সম্মানিত করার পাশাপাশি ৩৭ জন বিচারক, আয়োজক কমিটির সদস্যদের সম্মানিত করা হয়।