চারপাশে বাঁকানো স্মার্টফোন আনছে অপো!

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অপোর চারপাশে কার্ভ এজ ফোনের প্যাটেন্ট, ছবি: সংগ্রৃহীত

অপোর চারপাশে কার্ভ এজ ফোনের প্যাটেন্ট, ছবি: সংগ্রৃহীত

প্রযুক্তির উন্নয়নের সঙ্গে স্মার্টফোনের ডিসপ্লে, ডিজাইন এবং কনফিগারেশনে ব্যাপক পরিবর্তন এসেছে। তারই ধারাবাহিকতায় চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপোর ফোনে চারপাশেই কার্ভ থাকবে এমন ডিজাইন নিয়ে কাজ করছে।

লেটসগো ডিজিটালের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি অপো তাদের স্মার্টফোনের চার পাশেই কার্ভ এজ থাকবে এমন একটি প্যাটেন্ট প্রকাশ করেছে। যা দেখতে অনেকটা শাওমির এমআই মিক্স৪’র মতো।
নচবিহীন বেজেল ছাড়া একটি সম্পূর্ণ ওয়াটারফল ডিসপ্লের ফোন পাওয়া যাবে বলে প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ ফোনটির এজ টু এজ জুড়ে থাকবে ডিসপ্লে।

বিজ্ঞাপন

যেহেতু ডিসপ্লের উপরের অংশে কোনো নচ কিংবা পাঞ্চহোল নেই তাই ধারণা করা হচ্ছে আণ্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা থাকবে।

বিজ্ঞাপন

তবে স্মার্টফোনের চারপাশে কার্ভ এজ ডিজাইন এটাই প্রথম নয়। এর আগে, শাওমি, স্যামসাং একই নকশার প্যাটেন্ট প্রকাশ করেছিল। কিন্তু কেউই এখনও এ নকশার ফোন বাজারে ছাড়তে পারেনি।

সূত্র: জিসমোচীনা