সেরা দশে নেই ফেসবুক

  • টেক ডেস্ক বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সেরা ব্র্যান্ডের তালিকা-২০১৯,ছবি: সংগৃহীত

সেরা ব্র্যান্ডের তালিকা-২০১৯,ছবি: সংগৃহীত

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অবস্থান সেরা দশটি ব্র্যান্ডের মধ্যে নেই। বর্তমানে এর অবস্থান ১৪ নেমে এসেছে। কিন্তু কিন্তু দুই বছর আগেও প্রতিষ্ঠানটি র‍্যাঙ্কিং সেরা ১০ এর মধ্যে আট ছিল।

সম্প্রতি ইউজারদের গোপনীয়তা রক্ষার্থে ব্যর্থ, তথ্যের নিরাপত্তা ঝুঁকিসহ বেশকিছুতে কেলেঙ্কারির অভিযোগ রয়েছে ফেসবুকের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

চলতি বছরের শীর্ষ ব্র্যান্ডগুলোর তালিকা প্রকাশ করেছে ওমনিকম ব্র্যান্ড কনসালটেন্সি ইন্টারব্র্যান্ড। সেরা ১০০ টি ব্র্যান্ডের মতো মার্কিন টেক জায়ান্ট অ্যাপল প্রথম স্থানে রয়েছে, এবং যথাক্রমে রয়েছে গুগল, আমাজন, মাইক্রোসফট, কোকা কোলা এবং স্যামসাং রয়েছে।

এই তালিকায় টয়োটা রয়েছে সপ্তম। মার্সিডিজ অষ্টম এবং ম্যাকডোনালস এবং দশন পর্যায়ে ডিজনি রয়েছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের সফটওয়্যার কোম্পানি সেলসফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক বেনিয়োফ ফেসবুকের ক্ষতিকর দিকসমূহ বিবেচনা করে একে নতুন সিগারেট বা নতুন তামাকে সঙ্গে তুলনা করেছে।

এ বছর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ কর্তৃক গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে ৫ বিলিয়ন ডলার জরিমানা করেছে।

২০১৮ সালের ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ ফার্মের পোনমন ইনস্টিটিউটের এক গবেষণা অনুযায়ী, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কেমব্রিজ অ্যানালিটিকা ডেটা কেলেঙ্কারিতে ৮৭ মিলিয়ন ব্যবহারকারী জড়িত থাকার পরে ফেইসবুকের প্রতি ইউজারদের আস্থা ৬৬ শতাংশ কমে গেছে। এছাড়া শুধুমাত্র ২৮ শতাংশ ইউজার বিশ্বাস করেন ফেসবুক গোপনীয়তা রক্ষা করে।

সূত্র: গ্যাজেট৩৬০