৬জি নিয়ে কাজ করছে ভিভো

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভিভো কর্তৃক ৬জি লোগোর প্যাটেন্ট, ছবি: সংগৃহীত

ভিভো কর্তৃক ৬জি লোগোর প্যাটেন্ট, ছবি: সংগৃহীত

এবছর প্রযুক্তি খাতে ৫জি নেটওয়ার্কের মধ্য দিয়ে একটি নতুন দিগন্ত উন্মোচন হয়েছে। প্রাথমিকভাবে দক্ষিণ কোরিয়া, চীনের যাত্রা শুরু করেছে ৫জি। তবে ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে আগামী বছর ৫জি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তার আগেই ৬জি নিয়ে কাজ শুরু করে দিয়েছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো।

মঙ্গলবার (২২ অক্টোবর) ভিভো ৬জি লোগোর একটি প্যাটেন্ট ইউরোপিয়ান ইউনিয়ন ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অফিসে জমা দিয়েছে।

তবে এখনও বিশ্বের উন্নত দেশেও ৫জি নেটওয়ার্ক চালু হয়নি। আর যেখানে কথা ৬জি'র, তার জন্য অপেক্ষা করতে হবে দশ বছর। অর্থাৎ ২০২৩০ সালের আগে ৬জি নেটওয়ার্ক আসার সম্ভাবনা নেই।

৬জি নেটওয়ার্কের সাহায্যে প্রতি সেকেন্ডে ১ টেরাবাইট স্পিডে ফাইল আদান-প্রদান করা যাবে। ৫জি নেটওয়ার্ক নিয়ে হুওয়াওয়ে অগ্রবর্তী ভূমিকা রেখেছে। এবার ৬জি নিয়ে ইতোমধ্যে গবেষণা শুরু করে দিয়েছে ভিভো।

বিজ্ঞাপন

সূত্র: জিসমোচীনা