বেসিস পুরস্কার পেল শাটল

  • সাব্বিন হাসান, আইসিটি এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় আইসিটি পুরস্কার ২০১৯  পেল  নারীদের জন্য পরিবহন সেবাদাতা ডিজিটাল স্টার্টআপ ‘শাটল’

জাতীয় আইসিটি পুরস্কার ২০১৯ পেল নারীদের জন্য পরিবহন সেবাদাতা ডিজিটাল স্টার্টআপ ‘শাটল’

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) জাতীয় আইসিটি পুরস্কার ২০১৯ অর্জন করেছে নারীদের জন্য পরিবহন সেবাদাতা ডিজিটাল স্টার্টআপ ‘শাটল’। ‘অন্তর্ভূক্তি ও কমিউনিটি সেবা’ ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়েছে।

এবারে বেসিস জাতীয় আইসিটি (বেসিস) পুরস্কার পাওয়ায় এ বছরের নভেম্বরে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যাওয়ার্ডের জন্য স্টার্টআপটি মনোনীত হলো।

বিজ্ঞাপন

রাজধানীতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থান থেকে নারীদের পিক ও ড্রপ সেবা দিয়ে থাকে শাটল। বর্তমানে প্রতিদিন এক হাজার নারী এ সেবার সুবিধা নিতে পারছেন।

নিজেদের কর্মকর্তাদের মধ্য থেকে ডিজিটাল উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে নেওয়া রবি’র পদক্ষেপ আর ভেঞ্চারের যৌথ উদ্যোগ হচ্ছে এ শাটল স্টার্টআপ।

বিজ্ঞাপন