৫জি নেটওয়ার্ক উন্নয়নে ৩৫০ কর্মী নিয়োগ নোকিয়ার

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নোকিয়ার লোগো, ছবি: সংগৃহীত

নোকিয়ার লোগো, ছবি: সংগৃহীত

এক সময়ের জনপ্রিয় মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়া এবার টেলিযোগাযোগ ব্যবস্থায় ৫জি নেটওয়ার্ক কার্যক্রমকে ত্বরান্বিত করতে ৩৫০ জন প্রকৌশলী নিয়োগ করেছে।
 
ফিনল্যান্ড ভিত্তিক এই প্রতিষ্ঠানের অন্যতম প্রতিদ্বন্দ্বী সুইডেনের এরিকসন এবং চীনের হুয়াওয়ের কাছে ২০১৯-২০ বছরের প্রবৃদ্ধি কমে গেছে। আর যখন প্রতিষ্ঠানটি ৫জি নেটওয়ার্ক উন্নয়নে কাজ করছে তা আরও ঝুঁকির মধ্যে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নোকিয়ার একজন মুখপাত্র মেইল বিবৃতিতে জানায়, এ বছর প্রতিষ্ঠানটি ৩৫০ কর্মী নিয়োগ দিয়েছে। এরমধ্যে ২৪০ জনকে মোবাইল নেটওয়ার্ক ইউনিট এবং এসওসি (সিস্টেম অন চিপ) উন্নয়নে নিয়োগ দেওয়া হয়েছে। এসওসি ৫জি নেটওয়ার্ক নির্মাণের একটি গুরুত্বপূর্ণ উপাদান।
নোকিয়া জানায়, ৫জি নেটওয়ার্ক উন্নয়নের প্রতিযোগিতায় তারা অনেকটা পিছিয়ে আছে। তাই নেটওয়ার্ক স্থাপন এবং এর উন্নয়নে নতুন করে কর্মী নিয়োগ দিয়েছে।

৫জি কি

বিজ্ঞাপন

পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস সার্ভিস যা ৫জি ইন্টারনেট সেবা হিসেবেই বহুল পরিচিত। এটিই এ পর্যন্ত সবচেয়ে উন্নত প্রযুক্তির ওয়্যারলেস নেটওয়ার্ক। ৪জির তুলনায় ন্যূনতম ১০ থেকে ১০০ গুণ বেশি দ্রুতগতি সম্পন্ন হবে ৫জি।

সূত্র: জিসমোচীনা

বিজ্ঞাপন

আরও পড়ুন: ৬জি সুবিধা চান ডোনাল্ড ট্রাম্প

আরও পড়ুন: ভারতে পরীক্ষামূলকভাবে ৫জি জুন থেকে

আরও পড়ুন: ৫জি এখন যুক্তরাষ্ট্রে