স্মার্টফোনের আসক্তি কমাবে শাওমি
বর্তমানে স্মার্টফোন নিত্যপ্রয়োজনীয় জিনিসের মধ্যে একটি অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে। কিন্তু মানুষ যেভাবে স্মার্টফোনে আসক্ত হয়ে পড়ছে তার বিরূপ প্রভাব সমাজে লক্ষণীয় হারে বেড়ে চলছে। যা আজ বিশ্বব্যাপী এক বিরাট সমস্যা।
তাই চীনা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান শাওমি স্মার্টফোনে আসক্তি কমাতে একটি নতুন উদ্যোগ গ্রহণে করেছে। শাওমির নিজস্ব অপারেটিং সিস্টেম এমআইইউআই ‘ফোকাস মুড’ নামে একটি নতুন ফিচার যুক্ত করা হবে। প্রাথমিকভাবে ডেভেলপার ভার্সনে এই ফিচারটি পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারে কমছে কর্মক্ষমতা
শাওমি স্মার্টফোনের সেটিংস থেকে স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট অপশন থেকে ফোকাস মুড অপশনটি চালু করা যাবে। ফোকাস মুড বলতে ফোনে একটি নির্দিষ্ট সময়ের জন্য এই মুড চলবে। ফলে শুধুমাত্র আউটগোয়িং/ইনকামিং কল সুবিধা ছাড়া আর কিছু করা যাবে না। এরমধ্যে ২০ থেকে ৯০ মিনিট সময়ের জন্য এই মুড ফোনের অন করা যাবে। সেই সঙ্গে অপ্রয়োজনীয় অ্যাপের বিরক্তিকর নোটিফিকেশন থেকে রেহাই পাওয়া যাবে।
তবে শাওমিই প্রথম নয়, মার্কিন টেক জায়ান্ট গুগল স্মার্টফোনে আসক্তি কমাতে বেশকিছু অ্যাপ প্লে স্টোরে ছেড়েছে।
সূত্র: জিসমোচীনা
আরও পড়ুন: স্মার্টফোনে আসক্তি কমাবে গুগলের অ্যাপস