গোলাকৃতি স্মার্টফোন

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সার্কেল ফোন, ছবি: সংগৃহীত

সার্কেল ফোন, ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস ভেগাসে কনজিউমার ইলেক্ট্রনিক শো (সিইএস) এক্সপো শিরোনামের অনুষ্ঠানে এই বছর অভিনব ভঙ্গির স্মার্টফোন উন্মোচন করেছে সার্কেল ফোন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে স্মার্টফোনের আকার আকৃতিতে ব্যাপক পরিবর্তন দেখা গেছে। কখনো ছোটো, বড়ো, স্কয়ার, রাউন্ড শেপ বিভিন্ন আকৃতির ফোন রয়েছে বাজারে। কিন্তু এবার বাজারে গোল আকৃতির আয়নায় মতো স্মার্টফোন আসবে বলে ধারণা করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি স্টার্টআপ কোম্পানি স্মার্টফোনের ট্র্যাডিশনাল আকৃতির ধারণা পাল্টে দিতে নতুন এই ডিভাইসটি উন্মোচন করেছে।

গোল আকৃতির ছোট্ট এই ডিভাইসে দুটি ৩.৫ এমএম হেডফোন জ্যাক রয়েছে। ফলে একটি ডিভাইস থেকে একই সঙ্গে দুজন গান শুনতে পারবেন। আর সেলফি তোলার জন্য ১৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। গোল হওয়াতে সার্কেল ফোন দিয়ে খুব সহজেই ভালো সেলফি তোলা যায়।

সার্কেল ফোন নির্মাতা ক্রিস্টিনা সিয়ার বলেন, যারা সবসময় ভিন্ন ধরণের কিছু ব্যবহার করতে চান তাদের জন্যই এই ফোনটি। এছাড়া ফোনটি ট্র্যাডিশনাল ফোন থেকে কিছুটা ভিন্ন রকম হওয়ায় সহজেই পকেটে রাখা যায়।

সফটওয়্যারের কাজ এখনো সম্পন্ন হয়নি, তাই এতে পরীক্ষামূলক ভাবে তাদের নিজস্ব সার্কেল অপারেটিং সিস্টেম  ব্যবহৃত হয়েছে।

সূত্র: বিবিসি

বিজ্ঞাপন