এখনই উইন্ডোজ ১০ আপডেট করুন

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ডেক্সটপে উইন্ডোজ ১০'র হোমস্ক্রিন, ছবি: সংগৃহীত

ডেক্সটপে উইন্ডোজ ১০'র হোমস্ক্রিন, ছবি: সংগৃহীত

যদি আপনি উইন্ডোজ ১০ পিসি ইউজার হয়ে থাকেন তাহলে এখনই আপডেট বাটন চাপুন। মাইক্রোসফটের সিস্টেমে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে, এজন্য তারা সঙ্গে সঙ্গে একটি ইমার্জেন্সি আপডেট প্রকাশ করেছে। যা দ্রুত ডাউনলোড করার জন্য বলা হয়েছে।

উইন্ডোজ ১০’র ভার্সন ১৯০৩/১৯০৯ ৩২ বিট, এআরএম৬৪ এবং x৬৪ সিস্টেমে এই নিরাপত্তা ত্রুটি দেখা দেয়। এছাড়া এই দুটি ভার্সনেরই সার্ভার কোর ইনস্টলেশন ভার্সনে ত্রুটি দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

নিরাপত্তা ত্রুটি সম্পর্কে মাইক্রোসফট এক বিবৃতিতে জানায়, একটি রিমোট কোডের সাহায্যে এই অ্যাটাক করা হয়েছে। ফলে হ্যাকাররা দূর থেকে বসেই কম্পিউটারে ম্যালাশিয়াস কোড রান করে ক্ষতিসাধন করতে পারবে।

তবে পুরনো উইন্ডোজ ভার্সনে কোনো অ্যাটাক হয়নি বলে নিশ্চিত করা হয়েছে। তাই নিরাপত্তা ত্রুটির সমাধান হিসেবে সবাইকে উইন্ডোজ আপডেট করতে বলা হয়েছে। এজন্য কম্পিউটারের কন্ট্রোল প্যানেল থেকে আপডেট মেন্যুতে গিয়ে আপডেট করতে হবে।

বিজ্ঞাপন

সূত্র: টেকক্রাঞ্চ