বিকাশ মোবাইল অ্যাপে জোগাড় হচ্ছে করোনার তথ্য
বাংলাদেশে করোনাভাইরাসবিকাশের মতো মোবাইল অ্যাপ্লিকেশনে সরকার করোনাভাইরাসের তথ্য দেওয়া ও গ্রাহকের কাছ থেকে তথ্য জোগাড়ের চেষ্টা করছে।
শনিবার (২৮ মার্চ) বিকেলে দেশের সবচেয়ে বড় মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা প্রতিষ্ঠান বিকাশের অ্যাপের করোনার ইনফো নামের আরেকটি অ্যাপের একটি ইন্টারফেস যুক্ত করা হয়েছে।
রোববার থেকে গ্রামীণফোন, রবিসহ আরো কয়েকটি জনপ্রিয় অ্যাপের মধ্যেও এই লিংকটি যুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এই লিংকে গিয়ে অ্যাপ ব্যবহারকারীরা একদিকে যেমন করোনা বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানাতে পারবেন, একইসঙ্গে গ্রাহকের তথ্যও একই প্রক্রিয়ায় সংগ্রহ করতে শুরু করেছে সরকার।
অ্যাপটির মাধ্যমে স্বেচ্ছাসেবীর মাধ্যমে তথ্য জোগাড় করা এবং গ্রাহকও নিজের করোনা আক্রান্তের ঝুঁকিও মেপে নিতে পারবেন। আর তার মাধ্যমেই তথ্য জোগাড় করা হয়ে যাবে সরকারেরও।
পরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে থাকা অ্যাক্সেস টু ইনফরমেশন বা এটুআই এবং সরকারের কয়েকটি সংস্থা মিলে এ তথ্য পর্যালোচনা করে করোনা প্রতিরোধে আইসিটিকে কীভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে করণীয় ঠিক করবেন।
তাছাড়া মোবাইল ফোন অপারেটরদের মাধ্যমে এসএমএস পাঠিয়েও গ্রাহকের কাছ থেকে তথ্য জোগাড়ের আলোচনাও সরকারের দিক থেকে আছে বলে জানা গেছে।