পূরবী জেনারেল ইন্স্যুরেন্স পরিচালককে ১০ লাখ টাকা জরিমানা

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঘোষণা ছাড়াই শেয়ার বিক্রি করায় পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালক মোনা গার্মেন্টসকে ১০ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিএসইসির ৬৭৭তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, পূর্ব ঘোষণা ছাড়া পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালক মিসেস গোলাম ফাতেমা তাহেরা খানম শেয়ার বিক্রি করেছেন। যিনি মোনা গার্মেন্টস থেকে মনোনীত পরিচালক। এর মাধ্যমে কমিশনের নোটিফিকেশন নং এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/৪৯/এডমিন/০৩-৪৮, তারিখ জুলাই ১৪, ২০১০ ভঙ্গ করা হয়েছে।

উক্ত সিকিউরিটিজ আইন লংঘনের জন্য কমিশন মোনা গার্মেন্টসকে ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে।