অসুস্থ সাংবাদিকের স্ট্রেচার ঠেললেন রাহুল, জুতা এগিয়ে দিলেন প্রিয়াঙ্কা



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
সাংবাদিকের স্ট্রেচার ঠেলছেন রাহুল, জুতা হাতে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা, ছবি: সংগৃহীত

সাংবাদিকের স্ট্রেচার ঠেলছেন রাহুল, জুতা হাতে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

অসুস্থ এক ব্যক্তিকে স্ট্রেচারে তোলা হয়েছে। প্রখর রোদের মধ্যেও চারদিকে প্রচণ্ড ভিড়। স্ট্রেচারের একপাশ ধরে ঠেলে নিয়ে যাচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ওই ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে তুলে দিতে নিরাপত্তারক্ষীসহ অন্য নেতাকর্মীরাও সাহায্যে এগিয়ে এসেছেন। রাহুলের পেছনেই ছিলেন তার বোন ও কংগ্রেসের পূর্বাঞ্চলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। প্রিয়াঙ্কার চোখেমুখে দেখা যাচ্ছিল উদ্বেগ। হঠাৎ নিচু হয়ে কিছু একটা হাতে তুলে নিলেন তিনি।

পরে জানা যায়, আহত ওই ব্যক্তির জুতা জোড়া প্রিয়াঙ্কা নিজেই তুলে নেন এগিয়ে দেয়ার জন্য। এমন দৃশ্যের এক ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল। আর আহত ওই ব্যক্তি একজন সাংবাদিক।

এনডিটিভি সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ এপ্রিল)। কেরালা রাজ্যের ওয়ানার সিট থেকে আসন্ন লোকসভা নির্বাচনে অংশ নিতে সেদিন মনোনয়নপত্র জমা দেন রাহুল। তাই সকালে হেলিকপ্টারে করে ওয়ানারে নামেন রাহুল। সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/06/1554543870234.PNG

এরপর তারা মনোনয়ন জমা দিতে কালপেট্টায় অবস্থিত জেলা কালেক্টরেট কার্যালয়ের দিকে যাওয়া শুরু করেন। এসময় একটি বিশাল রোড শো করা হয়। কংগ্রেস সভাপতিকে দেখতে রাস্তার দুইপাশেই হাজারো মানুষ ভিড় জমায়। তারা খোলা ট্রাকে থাকা দুই ভাইবোনের নামে স্লোগান দেন। সড়কে রাহুলের ট্রাককে জায়গা করে দিতে বেগ পেতে হয় নিরাপত্তারক্ষীদেরও।

ট্রাক যখন আস্তে আস্তে সামনে এগিয়ে যেতে থাকে তখন ট্রাকে থাকা গান্ধী ভাই-বোন সমর্থকদের সঙ্গে হাত মেলান, ছবি তুলে, পতাকা নেড়ে সংবর্ধনার জবাব দিতে থাকেন। এ সময় মানুষের প্রচণ্ড ভিড়ে ভেঙে পড়ে ব্যারিকেড। এতে ব্যারিকেডের পাশে থাকা তিন সাংবাদিক আহত হন।

সামাজিকমাধ্যমে ভিডিও ভাইরালের পর চলছে তুমুল আলোচনা-সমালোচনা। কংগ্রেস বিরোধীরা বলছেন, এটা রাহুল প্রিয়াঙ্কার লোকদেখানো কাজ। ভোটের আগে নিজেদের জনদরদি হিসেবে তুলে ধরার জন্য এমনটা করেছেন তারা।

তবে কংগ্রেস সমর্থকরা বলছেন, না, এটা লোক দেখানো নয়। রাহুল হোন বা প্রিয়াঙ্কা তারা মানুষ হিসেবে সত্যিই ভালো। সাধারণ মানুষের উপকার করার সাধারণ প্রবৃত্তি থেকেই ওই সাংবাদিকের সাহায্যে এগিয়ে এসেছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা। এমনকি, আহত সাংবাদিকের জুতা হাতে নিতেও কুণ্ঠাবোধ করেননি প্রিয়াঙ্কা গান্ধী।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার কংগ্রেস সভাপতি রাহুলকে দেখা গেছে অসুস্থ সাংবাদিকদের সাহায্যে এগিয়ে আসতে। দুই মাস আগেই উড়িষ্যা সফর চলাকালীন রাহুলের ছবি তুলতে গিয়ে পড়ে যান এক সাংবাদিক। তখন দ্রুত তার সাহায্যে এগিয়ে আসেন কংগ্রেস সভাপতি।

গত মাসেই দিল্লিতে দুর্ঘটনাগ্রস্ত এক সাংবাদিককে নিজ দায়িত্বে হাসপাতালে পৌঁছে দিয়েও শিরোনামে এসেছিলেন রাহুল।

   

লোহিত সাগরে ইয়েমেনের চারটি ড্রোন ধ্বংস: যুক্তরাষ্ট্র



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বাহিনীর পাঠানো চারটি ড্রোন ধ্বংস করেছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

বুধবার (২৭ মার্চ) ইউএস সেন্ট্রাল কমান্ড এক্স-এ এক বিবৃতিতে বলেছে, তাদের বাহিনী সানা সময় রাত ২টার (২৩০০জিএমটি) দিকে চারটি দূরপাল্লার ড্রোন ধ্বংস করেছে। যুক্তরাষ্ট্র বা জোট বাহিনীর জাহাজে কোনো আঘাত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিবৃতিতে আরো বলা হয়, অস্ত্রগুলো এই অঞ্চলে বাণিজ্য জাহাজ এবং মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোর জন্য একটি আসন্ন হুমকি হিসেবে বিবেচনা করা হয়েছে।

এতে বলা হয়, এই পদক্ষেপগুলো নেভিগেশনের স্বাধীনতা রক্ষা করতে এবং মার্কিন নৌবাহিনী এবং বাণিজ্য জাহাজগুলোর জন্য আন্তর্জাতিক জলসীমাকে আরও নিরাপদ এবং আরও সুরক্ষিত করার জন্য নেওয়া হয়।

 

;

লোহিত সাগরে ইয়েমেনের চারটি ড্রোন ধ্বংস: যুক্তরাষ্ট্র



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বাহিনীর পাঠানো চারটি ড্রোন ধ্বংস করেছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

বুধবার (২৭ মার্চ) ইউএস সেন্ট্রাল কমান্ড এক্স-এ এক বিবৃতিতে বলেছে, তাদের বাহিনী সানা সময় রাত ২টার (২৩০০জিএমটি) দিকে চারটি দূরপাল্লার ড্রোন ধ্বংস করেছে। যুক্তরাষ্ট্র বা জোট বাহিনীর জাহাজে কোনো আঘাত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিবৃতিতে আরো বলা হয়, অস্ত্রগুলো এই অঞ্চলে বাণিজ্য জাহাজ এবং মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোর জন্য একটি আসন্ন হুমকি হিসেবে বিবেচনা করা হয়েছে।

এতে বলা হয়, এই পদক্ষেপগুলো নেভিগেশনের স্বাধীনতা রক্ষা করতে এবং মার্কিন নৌবাহিনী এবং বাণিজ্য জাহাজগুলোর জন্য আন্তর্জাতিক জলসীমাকে আরও নিরাপদ এবং আরও সুরক্ষিত করার জন্য নেওয়া হয়।

 

;

লোহিত সাগরে ইয়েমেনের চারটি ড্রোন ধ্বংস: যুক্তরাষ্ট্র



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বাহিনীর পাঠানো চারটি ড্রোন ধ্বংস করেছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

বুধবার (২৭ মার্চ) ইউএস সেন্ট্রাল কমান্ড এক্স-এ এক বিবৃতিতে বলেছে, তাদের বাহিনী সানা সময় রাত ২টার (২৩০০জিএমটি) দিকে চারটি দূরপাল্লার ড্রোন ধ্বংস করেছে। যুক্তরাষ্ট্র বা জোট বাহিনীর জাহাজে কোনো আঘাত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিবৃতিতে আরো বলা হয়, অস্ত্রগুলো এই অঞ্চলে বাণিজ্য জাহাজ এবং মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোর জন্য একটি আসন্ন হুমকি হিসেবে বিবেচনা করা হয়েছে।

এতে বলা হয়, এই পদক্ষেপগুলো নেভিগেশনের স্বাধীনতা রক্ষা করতে এবং মার্কিন নৌবাহিনী এবং বাণিজ্য জাহাজগুলোর জন্য আন্তর্জাতিক জলসীমাকে আরও নিরাপদ এবং আরও সুরক্ষিত করার জন্য নেওয়া হয়।

 

;

রাজহাঁসের নৌকায় ভালুকের দল



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইংল্যান্ডের পূর্বাঞ্চলের দক্ষিণ-পশ্চিমে বেডফোর্ডশায়ার কাউন্টিতে ওবার্ন সাফারি সম্প্রতি প্রবল বৃষ্টিতে ১৩ একর জমিতে পানি জমে সাফারি পার্কে ছোট্ট একটি হ্রদের মতো সৃষ্টি হয়েছে। এটি দেখে ওবার্ন সাফারি পার্কের তত্ত্বাবধায়কেরা ভালুকের বিচরণ এলাকায় জলের উপর একটি রাজহাঁস প্যাডালো নৌকা ভাসানোর সিদ্ধান্ত নেন। আর সেই নৌকায় চড়ে বসে একদল কালো ভালুক।

পার্কের মাংসাশী প্রাণী বিভাগের উপপ্রধান টমি বাবিংটন বলেন, নিজেদের এলাকায় হ্রদের মধ্যে এমন রাজহাঁসের মতো নৌকা ভাসতে দেখে কৌতূহলী হয়ে মনে হয় এতে চড়ে বসেছে ভালুকের দল। এই জিনিস কী, তা জানতে এতটুকুও সময় নষ্ট করেনি তারা।

রাজহাঁসের নৌকায় কৌতূহলী ভালুক

টমি আরও বলেন, ‘এ বছর এত বেশি বৃষ্টি ছিল যে কালো ভালুকের বিচরণ এলাকায় একটি নতুন ছোট হ্রদের সৃষ্টি হয়েছে। তাই আমরা এটিকে তাদের জন্য আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি।’

ভালুক স্বভাবজাতভাবেই বেশ উৎসুক প্রকৃতির। আর এরা যেন সেটি বজায় রাখতে পারে, সে ধরনের সব চেষ্টা করে যাবেন সাফারি কর্মীরা। সেই বোটে ওঠা চার ভালুকের মধ্যে দুটি ভাই ও দুটি বোন। এদের নাম হার্ভার্ড, ম্যাপল, কলোরাডো ও আসপেন।

উত্তর আমেরিকার বনে সচরাচর কালো ভালুক দেখা যায়। এরা দৈর্ঘ্যে সর্বোচ্চ ছয় ফুট তিন ইঞ্চি ও ওজনে ৩০০ কিলোগ্রাম হয়ে থাকে।

;