দক্ষিণ কোরিয়ার দশ অজানা



আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
স্নেইল ফেস ম্যাসাজ, ছবি: সংগৃহীত

স্নেইল ফেস ম্যাসাজ, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পূর্ব এশিয়াতে অবস্থিত দক্ষিণ কোরিয়া ‘রিপাবলিক অফ কোরিয়া’ নামেই পরিচিত। ৫১ মিলিয়ন জনসংখ্যা নিয়ে দেশটি বিশ্বের ২৭তম বৃহত্তম দেশ হিসেবে স্থান করে নিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী লি নাক ইয়ন আজ প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করাই তার এবারের সফরের লক্ষ্য।

তবে এই লেখার আয়োজনটা একটু ভিন্ন। দেশটির কে-পপ ও কোরিয়ান সিরিয়াল আমাদের দেশেও সমানভাবে জনপ্রিয় হলেও, দেশটি সম্পর্কে অনেক তথ্যই আছে অজানা। তেমন দশটি অজানা তথ্য দিয়ে সাজানো হয়েছে এই ফিচারটি।

১. প্রথমেই নাম দিয়ে শুরু করা যাক। দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে প্রচলিত তিনটি নাম বা নামের প্রথমাংশ হলো- কিম (Kim), লি (Lee) ও পার্ক (Park)। দেখা গেছে, দেশটির অন্ততপক্ষে ২০ শতাংশ মানুষের নাম কিম। এছাড়াও তাদের নাম লক্ষ করলে এই তিনটি নামের মাঝে কোন না কোন একটি অবশ্যই চোখে পড়বে। উদাহরণের জন্য খুব বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই। দেশটির প্রধানমন্ত্রীর নামটি খেয়াল করুন- লি নাক ইয়ন (Lee Nak-yeon).

২. দক্ষিণ কোরিয়ার পুরো জনসংখ্যার মাত্র ৩ শতাংশ ওবিস বা বাড়তি ওজনের অধিকারী। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের মোট জনসংখ্যার ৬০ শতাংশ মানুষই ওবিস।

৩. মেকআপ মানেই সম্পূর্ণভাবে নারীদের অনুষঙ্গ। কিন্তু এই ধারণাটি দক্ষিণ কোরিয়াতে পাওয়া যাবে না। এই দেশটির অন্ততপক্ষে ২০ ভাগ পুরুষ নিয়মিত বিভিন্ন ধরনের মেকআপ পণ্য ব্যবহার করেন। হিসেব করে দেখা গেছে, যে পুরুষ প্রতিদিন মেকআপ পণ্য ব্যবহার করেন, তার পুরো বছরে মেকআপের পেছনে খরচ হয় প্রায় ৯০০ মার্কিন ডলার!

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/13/1563020757006.jpg

৪. জেনে বিস্মিত হবেন, দক্ষিণ কোরিয়ার এক-তৃতীয়াংশ নারীই অন্ততপক্ষে একবারের জন্য হলেও সৌন্দর্য বৃদ্ধি উপলক্ষ্যে ছুরি-কাঁচির নিচে নিজের চেহারা সমর্পন করেছে তথা প্লাস্টিক সার্জারি করেছে! আরও মজার বিষয় হলো, এটা মোটেও অপ্রচলিত কোন বিষয় নয়, বরং খুবই সাধারণ একটি প্রথা। এমনকি প্লাস্টিক সার্জারিকে খুব ভালোভাবেই এই দেশে গ্রহণ করা হয় ও এটা করার জন্য সবাইকে অনুপ্রাণিত করা হয়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/13/1563020777432.jpg

৫. মেকআপের কথা তো উপরে বলা হলো, এবারে জানুন দক্ষিণ কোরিয়ার কে-বিউটি সম্পর্কে। দেশটির নারী-পুরুষ নির্বিশেষে সবার ত্বক অবিশ্বাস্য রকম সুন্দর। এর পেছনের কারণ হলো এই কে-বিউটি। তারা একেবারেই তাদের নিজস্ব বিউটি ব্র্যান্ডের পণ্য ও টেকনিক ব্যবহার করে ত্বকের পরিচর্যায়। যার মাঝে একটি হল- স্নেইল (শামুক) ফেস ম্যাসাজ। যা ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর বেশ শোরগোল পড়ে যায়। এবারে নিশ্চয় বুঝতে পারছেন তাদের সৌন্দর্যের রহস্য।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/13/1563020792948.jpg

৬. দেশটিতে মদ ও মদ্যপান সম্পূর্ণ বৈধ। পাবলিক প্লেসে, সবার সামনে প্রকাশ্যে মদ্যপান করা যাবে, ক্যানড মদ কিনে বাড়ি ফেরা যাবে- এতে কোন বাধা নেই। দক্ষিণ কোরিয়ায় মদ্যপানের বহু পুরনো ও প্রাচীন অভ্যাস। সজু (Soju) হলো দেশটির সবচেয়ে জনপ্রিয় মদ্যজাতীয় পানীয়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/13/1563020806966.jpg

৭. কোরিয়ানদের মাঝে শুকর, গরু ও মুরগির মাংস খাওয়ার প্রচলনের পাশপাশি কুকুরের মাংস খাওয়ার প্রচলনও আছে। যদিও কোরিয়ার সকল প্রদেশে কুকুরের মাংস খাওয়া হয় না, কিন্তু এটা খাওয়া নিষিদ্ধও না।

৮. বিশাল পরিধির (৩৮,৬৯০ স্কয়ার মাইলস) এই দেশটিতে রয়েছে হাজারো বছরের ইতিহাস ও সংস্কৃতি। যার ফলে সময়ের হাত হাত ধরে গড়ে উঠেছে দেশটির বিভিন্ন দর্শনিয় স্থান। এখানে দারুণ একটা বিষয় হলো, দক্ষিণ কোরিয়ায় আছে ১২টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। যার মধ্যে আছে চ্যাংডিওকগাং প্যালেস কমপ্লেক্স, জেভ্যু ভলকানিক আইল্যান্ড, লাভা টিউবস, দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী গ্রাম হাহোয়ে ও ইয়াংডং।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/13/1563020823668.jpg

৯. দক্ষিণ কোরিয়াতে টানা ১৪ দিন ধরে বরিইয়ংয়ে পালন করা হয় বাৎসরিক মাড ফেস্টিভ্যাল। সাধারণত জুলাইয়ের প্রথম সাপ্তাহিক ছুটি থেকে দ্বিতীয় সাপ্তাহিক ছুটি পর্যন্ত চলে এই উৎসব।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/13/1563020838311.jpg

১০. কোরিয়ানদের নাম দিয়ে শুরু করা হয়েছিল, শেষও হোক নাম দিয়েই। নবজাতকদের নাম নির্ধারণের জন্য ৬০ শতাংশ দক্ষিণ কোরিয়ান পরিবার প্রফেশনালদের দ্বারস্থ হন। অর্থাৎ শিশুর নাম রাখার জন্য অর্থের বিনিময়ে প্রফেশনাল মানুষদের সাহায্য নিয়ে তবেই নাম ঠিক করেন।

 

 

   

১৯৯৪ সালের বোমা হামলা

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতার করতে চায় আর্জেন্টিনা



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

১৯৯৪ সালের বোমা হামলার জন্য ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতার করতে চায় আর্জেন্টিনা। ৩০ বছর আগের সেই হামলায় ৮৫ জন নিহত হয়েছিল। এ বিষয়ে ইন্টারপোলকে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদির জন্য গ্রেফতারের নোটিশ জারি করতে বলেছে দেশটি।

বুধবার (২৪ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, আর্জেন্টিনার একটি আদালত ১৯৯৪ সালে বুয়েনস আইরেসের একটি ইহুদি সম্প্রদায় কেন্দ্রে হামলার জন্য ইরানকে দায়ী করার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই অনুরোধ জানিয়েছে। এছড়া ওয়াহিদীকে গ্রেফতার করতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকেও আহ্বান জানিয়েছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইন্টারপোল তথাকথিত ‘রেড নোটিশ’ জারি করেছে। যদিও একটি রেড নোটিশ সদস্য দেশগুলোতে পুলিশকে আন্তর্জাতিকভাবে ওয়ান্টেড পলাতকদের সম্পর্কে কেবল সতর্ক করে, এটি গ্রেফতারি পরোয়ানা গঠন করে না।

যার জন্য রেড নোটিশ জারি করা হয়েছে তাকে গ্রেফতার করতে ইন্টারপোল পুলিশকে বাধ্য করতে পারে না, গ্রেফতার করা হবে কিনা তা সদস্য দেশের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।


বিবিসি বলছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি-সহ ইরানি প্রতিনিধিদল বুধবার শ্রীলঙ্কায় পৌঁছেছেন। তবে, বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, শ্রীলঙ্কায় পৌঁছানোর পর স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদীকে প্রেসিডেন্টের সাথে যেতে দেখা যায়নি।

ইরানের সরকারি বার্তাসংস্থা জানিয়েছে, আহমেদ ওয়াহিদী মঙ্গলবার ইরানে ফিরে এসেছেন। তবে তাদের প্রতিবেদনে রেড নোটিশের কোনও উল্লেখ করা হয়নি।

বিবিসির ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৯৯৪ সালে বুয়েনস আইরেসের সাংস্কৃতিক কেন্দ্রে বোমা হামলাটি ছিল আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী হামলা। সেই সময় বিস্ফোরণে ৮৫ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছিল। ইরান অবশ্য সবসময়ই এই হামলার সঙ্গে কোনো সম্পৃক্ততা থাকার কথা অস্বীকার করেছে।

তবে গত ১১ এপ্রিল আর্জেন্টিনার কোর্ট অব ক্যাসেশন দেশের সর্বোচ্চ ফৌজদারি আদালত রায় দেয়, ইরান এই হামলার পরিকল্পনা করেছিল এবং ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ হামলাটি চালিয়েছিল।

আদালত এই হামলাকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলেও অভিহিত করেছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই রায় প্রত্যাখ্যান করে বলেছে, আদালত রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্যের জন্য ভিত্তিহীন এ বিষয়কে প্রমাণিত করার চেষ্টা করছে।

;

ভাষণ দেয়ার সময় জ্ঞান হারালেন মন্ত্রী



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নির্বাচনী সভায় ভাষণ দেওয়ার সময় মঞ্চে হঠাৎ জ্ঞান হারালেন মন্ত্রী। উপস্থিত নেতাকর্মীরা ছুটে এসে তাকে মঞ্চ থেকে নামিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

বুধবার (২৪ এপ্রিল) ভারতের মহারাষ্ট্র প্রদেশের এক জনসভায় এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, ভারতের মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারণায় বক্তৃতা দিতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছেন সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নিতিন গড়কড়ি।
তিনি ক্ষমতাসীন দল বিজেপির হয়ে নাগপুর থেকে নির্বাচন করেছেন। বুধবার তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্দের নেতৃত্বাধীন শিভ সেনার নেতা রাজশ্রী পাতিলের হয়ে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন।

মঞ্চ থেকে নিচে নামিয়ে প্রাথমিক চিকিৎসার কিছু সময় পর জ্ঞান ফেরে তার। এরপর আবারও মঞ্চে উঠে নিজের বক্তৃতা শেষ করেন নিতিন।
অতিরিক্ত গরমের কারণেই মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন মন্ত্রী, এমনটাই ধারণা দলীয় নেতাকর্মীর।

পরবর্তীতে নিতিন নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন। এতে লেখেন, গরমের কারণে অস্বস্তি বোধ করেন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। এখন পুরোপুরি সুস্থ আছেন।

 

 

;

গাজায় ইসরায়েলি হামলা: নিহত বেড়ে ৩৪ হাজার ২৬২



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বর হামলা অব্যাহত রয়েছে। বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৭৯ জন নিহতের খবর পাওয়া গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার হাজার ২৬২ জনে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল-জাজিরা ও বার্তাসংস্থা আনাদোলু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনাদোলু ও আল-জাজিরা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৭৯ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৮৬ জন। এ নিয়ে মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩৪ হাজার ২৬২ জনে, আহতের সংখ্যা ৭৭ হাজার ২২৯ জনে পৌঁছেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পর গাজার হাসপাতালে দুটি গণকবর থেকে ৩০০ টিরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনা নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের আহ্বানকে সমর্থন করেছে ইউরোপীয় ইউনিয়ন।

এদিকে বুধবার (২৪ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৯৫ বিলিয়ন ডলারের একটি নিরাপত্তা প্যাকেজ আইনে স্বাক্ষর করেছেন, যার মধ্যে রয়েছে ইসরায়েলের জন্য ২৬ বিলিয়ন ডলার সামরিক সহায়তা এবং গাজাকে ১ বিলিয়ন ডলার মানবিক সহায়তা।

;

হিজাব না পরা নারীদের প্রতি কঠোর হচ্ছে ইরান



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

হিজাব না পরে রাস্তায় বের হওয়া নারী ও তরুণীদের প্রতি কঠোর হচ্ছে ইরান। গত ১৩ এপ্রিল থেকে ‘নুর’ নামের একটি নতুন ক্যাম্পেইন শুরু করে দেশটি। এরপরই থেকেই হিজাব আইন কার্যকরে কঠোরতা শুরু হয়েছে।

ইরানে হিজাব পরিধানে কঠোর আইন রয়েছে। যারা এই আইন ভঙ্গ করেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

নারীদের ওপর চালানো ধরপাকড়ের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেগুলোতে দেখা যাচ্ছে, হিজাব ছাড়া বাইরে বের হওয়া নারীদের ‘নৈতিকতা পুলিশের’ সদস্যরা জোরপূর্বক গাড়িতে করে তুলে নিয়ে যাচ্ছে।

একটি ভিডিওতে দেখা গেছে, রাজধানী তেহরানের ব্যস্ততম তেহরান স্কয়ার দিয়ে হেঁটে যাচ্ছেন এক মা ও মেয়ে। ওই সময় তাদের ঘিরে ধরেন পুলিশের পাঁচ নারী ও দুই পুরুষ সদস্য। যখন তারা গ্রেফতার এড়ানোর চেষ্টা করেন তখন তাদের সজোরে ধাক্কা মেরে গাড়িতে তোলা হয়।

তেহরানের শহীদী বেহেস্তি বিশ্ববিদ্যালয়ের দিনা গালিবাফ নামের এক নারী শিক্ষার্থী মাইক্রো ব্লগিং সাইট এক্সে লেখেন, তাকে মেট্রোতে উঠতে বাধা দেওয়া হয়। যখন তিনি জোরাজুরি করেন তখন তাকে একটি রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধর ও যৌন হেনস্তা করা হয় বলে দাবি করেন তিনি।  

এমন পোস্ট দেওয়ার একদিন পরই এই শিক্ষার্থীকে গ্রেফতার করা হয় এবং তাকে ইভিন কারাগারে নিয়ে যাওয়া হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান গ্রেফতার হওয়া কয়েকজনের সঙ্গে কথা বলেছে। তাদের একজন সংবাদমাধ্যমটিকে বলেছেন, গত শনিবার পুলিশের আট সদস্য তাকে ঘিরে ধরে। ওই সময় ‘বেশ্যা’, ‘নগ্ন আমেরিকার বেশ্যাপ্রেমী’ বলে তাকে গালাগালি করে। এছাড়া নারী পুলিশ সদস্য ছাড়াও পুরুষরাও গ্রেফতার করা সময় তাকে স্পর্শ করেছে বলে দাবি করেছেন এই তরুণী।




;