পাক-ভারত সম্পর্কে নয়া মোড়



সেন্ট্রাল ডেস্ক ৩

  • Font increase
  • Font Decrease
কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের সম্পর্ক এখন তলানিতে৷ নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষ, গোলাগুলি বিনিময় বেড়েই চলেছে৷ হতাহতের সংখ্যা বাড়ছে৷ গত ১৫ বছরে এটাই সম্ভবত দু'দেশের সম্পর্কের কালো অধ্যায়৷ দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের এত অবনতি গত ১৫ বছরে আর হয়নি৷ বিভক্ত কাশ্মীরের প্রকৃত নিয়ন্ত্রণরেখা লংঘন, গুলিবর্ষণ ক্রমশই বেড়ে চলেছে শঙ্কাজনকভাবে৷ ১৯৪৭ সালে দেশভাগের জন্মলগ্ন থেকেই কাশ্মীর নিয়ে বিবাদ তুঙ্গে ওঠে৷ কাশ্মীরের পূর্ণ অধিকার কায়েম করতে দু'পক্ষই মরিয়া৷ তাই নিয়ে প্রথম যুদ্ধ বাঁধে ঐ বছরেই৷ পাকিস্তানি সেনার মদতে উপজাতি হামলা হয় কাশ্মীরে৷ কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ মুসলিম হলেও মহারাজা হরি সিং ছিলেন হিন্দু৷ তাঁর আমন্ত্রণেই ভারতীয় সেনা সেই হামলা প্রতিহত করে৷ কাশ্মীর বিভক্ত হয়৷ তিনভাগের দুই ভাগ ভারতের নিয়ন্ত্রণে এবং একভাগ পাকিস্তানের৷ কিন্তু পুরো কাশ্মীর দখলের দাবিতে উভয় দেশই অবিচল৷ সেই যুদ্ধবিরতি রেখা, যা আজকের কাশ্মীর, তার উভয় দিকেই দু'দেশের সামরিক উপস্থিতি চোখে পড়ার মতো৷ তাই দ্রুত বাড়ছে নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন আর গোলাগুলি বর্ষণের ঘটনা৷ দু'দেশের তরফে হতাহতের যে সংখ্যা দেওয়া হচ্ছে, তারমধ্যে বিস্তর ফারাক৷ নিরপেক্ষভাবে যাচাই করা কার্যত অসম্ভব৷ তবে দুই দেশই স্বীকার করেছে, সংঘর্ষের ঘটনা গত দু'বছরে অনেক বেড়েছে৷ চলতি বছরে আরও বেশি৷ ভারতের পক্ষে বলা হয়, ২০১৫ সালে পাকিস্তানের অস্ত্রবিরতি লঙ্ঘনের ঘটনা যেখানে ছিল ১৫২, সেটা ২০১৭ সালে বেড়ে দাঁড়ায় ৮৬০-এ৷ দিল্লির মতে, ২০১৮ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতেই হয় ৩৫১টি নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনের ঘটনা৷ অন্যদিকে পাকিস্তানের হিসেব মতো ভারতের দিক থেকে নিয়ন্ত্রণরেখা লঙ্ঘনের ২০১৭ সালেই হয় ১৯৭০, তার আগের বছরে ছিল ১৬৮৷ আর ২০১৮-এর মার্চেই হয় ৪১৫টি ঘটনা৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অফ পিস-এর ভারত-পাক অস্ত্রবিরতি লঙ্ঘন সংক্রান্ত রিপোর্টের লেখক হ্যাপিমন জ্যাকব উভয় দেশের মিডিয়াতে প্রকাশিত খবরাখবর মনিটার করে, ফিল্ড সমীক্ষা করে, দুই দেশের শীর্ষ স্থানীয় মিলিটারি অফিসারদের সাক্ষাৎকার নিয়ে যে রিপোর্ট দেন, তাতে তিনি বলেছেন, ইসলামাবাদের মতে, পাকিস্তানের তুলনায় ভারতের দিক থেকে গোলাগুলি বর্ষণের ঘটনা অনেক বেশি৷ ভারতের গোলাগুলি বর্ষণের ক্ষমতা বেশি, নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা মোতায়েন সংখ্যা বেশি এবং সীমান্ত চৌকির সংখ্যাও বেশি৷ ভারতের প্রায় পাঁচ লাখ সেনা মোতায়েন রয়েছে৷ সেক্ষেত্রে পাকিস্তানের মাত্র ৫০ হাজার থেকে এক লাখের মতো৷ বলা বাহুল্য, উভয় দেশের তরফেই এই সংখ্যা স্বীকার করা হয়নি৷ দুই দেশের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ বাড়ার একাধিক কারণ আছে যা জটিল এবং একের সঙ্গে অন্যটা জড়িত৷ গত বছরের রিপোর্টে জ্যাকবের বক্তব্য, দিল্লি-ইসলামাবাদের মধ্যে যখন গঠনমূলক আলোচনা চলছিল তখন নিয়ন্ত্রণরেখা অপেক্ষাকৃত শান্ত ছিল৷ ২০১৫ সালে প্রধানমন্ত্রী মোদী বড়দিনের সময় হঠাৎ করেই সাবেক পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আতিথ্য গ্রহণ করেন৷ দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন মোড় নেয়৷ পরিতাপের বিষয়, সেটা স্থায়ী হয়নি৷ আলোচনার পথ রুদ্ধ হয়ে যায়৷ দেখা দেয় এক প্রতিকূল আবহাওয়া৷ সেই আগুনে ঘি ঢালে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা এবং সেটা দমনে ভারতীয় নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত তত্পরতা৷ আশির দশকের শেষের দিক থেকে অশান্ত হয়ে ওঠে কাশ্মীর পরিস্থিতি৷ হতাহত হয় কয়েক হাজার৷ এজন্য অবশ্য দিল্লি ও ইসলামাবাদ একে-অপরকে দায়ী করে৷ এর অভিঘাত পড়ে দু'দেশের রাজনীতিতে৷ ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ নিবারণের আশু সম্ভাবনা আছে কিনা সে সম্পর্কে প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক অমূল্য গাঙ্গুলি ডয়চে ভেলেকে বললেন, ‘‘মনে হয় না, আশু সমাধান হবে৷ ভারতের দিক থেকে বলা ভালো মোদী নিজের উদ্যোগে লাহোরে গিয়েছিলেন৷ উরি কাণ্ডে একটা সমাধানের চেষ্টা হয়েছিল৷ কিন্তু সবাই জানে, পাকিস্তানের শাসনক্ষমতা অসামরিক সরকারের হাতে যতটা আছে, তারচেয়ে বেশি আছে আর্মির হাতে৷ সব শান্তি প্রয়াসেই বাগড়া দিয়ে এসেছে আর্মি৷ লাহোরে মোদীর যাওয়াটাও নাকি পাকিস্তানি আর্মির মনঃপুত ছিল না৷ যদিও নওয়াজ শরিফের দিক থেকে আন্তরিকতার ত্রুটি ছিল না৷ মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে শরিফ দিল্লি এসে বলেছিলেন, এই রকম যাওয়া-আসা চলতে থাকবে দু'দেশের স্বার্থে৷ কাশ্মীর পরিস্থিতি যেভাবে বিষাক্ত হয়ে উঠছে তাতে দিল্লির কাশ্মীর নীতিতে যথেষ্ট ভুলচুক আছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক অমূল্য গাঙ্গুলি৷ ডয়চে ভেলেকে তিনি বললেন, ‘‘এই যেমন দীনেশ শর্মাকে কাশ্মীর শান্তি মিশনে পাঠানো হয়েছিল৷ এখন আর কোনো সাড়াশব্দ নেই৷ জম্মু-কাশ্মীরে এখন বিজেপি-পিডিপি জোট সরকার৷ তাতেও সুবিধা হচ্ছে না৷ দিলীপ পাড়গাঁওকার কমিটি সুপারিশ করেছিলেন কাশ্মীরে সেনা উপস্থিতি কম করার, মানবাধিকার কেসগুলির নিষ্পত্তি করার৷ তা হয়নি৷ তার উপর কাশ্মীরে ছররা গুলি নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। এই ছররাগুলি ভারতের অন্য কোথাও ব্যবহার করা হয় না৷ দ্বিতীয়ত, সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন তুলে নেওয়ার দরকার ছিল৷ কংগ্রেস শাসনে একবার চেষ্টা হয়েছিল, কিন্তু তখনকার প্রতিরক্ষামন্ত্রী তা মানেনি৷ এটা অন্তত সাময়িকভাবে তুলে নিলেও একটা ভালো সংকেত যেত৷ তার উপর কাশ্মীরি জঙ্গিনেতা বুরহানওয়ানিকে গ্রেপ্তার না করে গুলি করে মারাও ভুল হয়েছিল৷ রাতারাতি তাঁকে হিরো বানিয়ে দেওয়া৷ এইসব ভুল কাশ্মীরের অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য দায়ী৷ পাকিস্তানকে ঠিক দোষ দেওয়া যায় না৷ পাকিস্তানের দিক থেকে উসকানি তো থাকতেই পারে৷'' পাকিস্তানে এ বছরই সাধারণ নির্বাচন৷ আগামী বছর ভারতে৷ ঘৃণা ও বিদ্বেষকেই হাতিয়ার করতে চাইছে দু'দেশের রাজনৈতিক নেতৃত্ব৷ আর এর বলি হতে হচ্ছে দু'দিকের সাধারণ কাশ্মীরি জনগণকে৷ থাকতে হচ্ছে ভীতির আবহে৷ দুই দেশের কূটনৈতিক মহলেরও এক ধারণা৷ কিন্তু বিশ্বের কোনো দেশই এই নিয়ে নাক গলাতে রাজি নয়৷ জাতিসংঘ পর্যন্ত নীরব৷ যদিও ১৯৪৮ সাল থেকে জাতিসংঘের পর্যবেক্ষক মিশন নিয়ন্ত্রণ রেখাতে উপস্থিত৷ জনৈক পশ্চিমা কূটনীতিক মনে করেন, এটা স্রেফ কাশ্মীর প্রশ্ন নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে এই অঞ্চলের স্থিতিশীলতার প্রশ্ন৷ পরমাণু যুদ্ধের আশংকা৷ উদীয়মান শক্তি হিসেবে ভারতের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশ ১৩০ কোটি মানুষের পণ্য বাজারের দিকে তাকিয়ে ভারতের সঙ্গে ভুল বোঝাবুঝি চায় না৷ কাশ্মীর নিয়ে অযথা হৈ চৈ না করলে প্রাণহানি কম হবে
   

বুশরা বিবিকে টয়লেট ক্লিনার খাওয়ানোর অভিযোগ ইমরান খানের



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান দাবি করেছেন, তার স্ত্রী বুশরা বিবিকে টয়লেট ক্লিনার মিশ্রিত খাবার খাওয়ানো হয়েছিল।

শনিবার (২০ এপ্রিল) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ১৯০ মিলিয়ন পাউন্ডের দুর্নীতির রেফারেন্সের শুনানির সময় ইমরান খান বিচারক নাসির জাভেদ রানাকে জানান, আদালত কক্ষে অতিরিক্ত দেওয়াল নির্মাণ করা হয়েছে, যা একটি বন্ধ আদালতের পরিবেশ তৈরি করেছে।

শওকত খানুম হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ডা. আসিম ইউসুফ শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে বুশরা বিবির পরীক্ষা করার পরামর্শ দিয়েছিলেন। তবে জেল প্রশাসন পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে পরীক্ষা করানোর ব্যাপারে অনড় বলেও জানান ইমরান খান।

তিনি আদালতকে জানান, বুশরা বিবির খাবারে টয়লেট ক্লিনার মেশানো হয়েছে। ফলে প্রতিদিনের পেট জ্বালার সঙ্গে সঙ্গে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে।

আদালত শুনানি চলাকালীন ইমরানকে সংবাদ সম্মেলন করা থেকে বিরত থাকার পরামর্শ দিলে তার জবাবে খান বলেছিলেন যে তার বক্তব্যগুলো ভুলভাবে উদ্ধৃত হয়েছে এবং তিনি সেগুলো স্পষ্ট করার জন্য সাংবাদিকদের সাথে জড়িত ছিলেন।

শুনানির পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়ে আদালত শালীনতার গুরুত্বের ওপর জোর দেন।

;

গাজার রাফাহ শহরে ইসরায়েলের বিমান হামলা, নিহত ১০



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

গাজার দক্ষিণাঞ্চলে রাফাহ শহরের একটি আবাসিক বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

শনিবার (২০ এপ্রিল) এমন হামলার খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

এছাড়া ইসরায়েলি বাহিনী দ্বিতীয় দিনের জন্য অধিকৃত পশ্চিম তীরের তুলকারেমের নুর শামস শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে। এতে একজন কিশোর সহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে এবং এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

ইসরায়েলি বাহিনী রাফাহ সংলগ্ন এলাকায় আরও সৈন্য মোতায়েন করেছে এবং জেলার পূর্বাঞ্চলে কৃষি জমি ধ্বংস করেছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৪ হাজার ০৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৬ হাজার ৯০১ জন। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলের এক হাজার ১৩৯ জন নিহত হয়েছেন।

;

মিয়ানমার-থাই সীমান্তে ভয়াবহ লড়াই চলছে



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

থাইল্যান্ডের সীমান্তের কাছে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র মায়াওয়াদ্দির কাছে মিয়ানমারের সেনা এবং সশস্ত্র জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যে ভয়াবহ সংঘর্ষ আবার শুরু হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

নগদ সংকটে পড়া মিয়ানমারের সেনাবাহিনীর জন্য এই মায়াওয়াদ্দি একটি বড় বাণিজ্য পয়েন্ট বলে জানা গেছে।

মিয়ানমারের একটি সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র এবং থাই সেনাবাহিনী এই খবরের সত্যতা স্বীকার করে বলেছে, এক সপ্তাহ আপেক্ষিক শান্ত থাকার পরে শনিবার (২০ এপ্রিল) উভয় পক্ষের মধ্যে ফের সংঘর্ষ শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের একটি সামরিক অভ্যুত্থানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছ থেকে সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর থেকে সংঘাতে জর্জরিত হয়েছে মিয়ানমার।

একটি আঞ্চলিক ব্লক মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে শুক্রবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

জান্তা বিরোধী কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) অনুসারে, চলতি মাসের গোড়ার দিকে মিয়ানমারের বাণিজ্য কেন্দ্র মায়াওয়াদ্দির চারপাশে ভয়ঙ্কর লড়াই শুরু হয় এবং দেশটির সেনাবাহিনী শহরে তাদের অবস্থান থেকে সরে যেতে বাধ্য হয়।

তখন কিছু সেনা মায়াওয়াদ্দির সঙ্গে থাই শহর মায়ে সোটের সঙ্গে সংযোগকারী একটি সেতুর নীচে আশ্রয় নিয়েছিল।

কেএনইউ মুখপাত্র পাদোহ সো টাও নী এএফপিকে নিশ্চিত করেছেন যে, গ্রুপটি মায়াওয়াদ্দিতে জান্তার বিরুদ্ধে লড়াই করছে।

শনিবার সকালে সীমান্তে অবস্থানরত একটি থাই সেনা ইউনিট বলেছে, সেতুর নীচে জান্তা সেনাদের লক্ষ্য করে একটি সশস্ত্র বাহিনী হামলা জোরদার করেছে।

রাজমনু স্পেশাল টাস্ক ফোর্স ফেসবুক পোস্টে জানিয়েছে, ‘তারা বর্তমানে লড়াইয়ের মধ্যে আছেন। তবে, ক্ষয়-ক্ষতির পরিমান জানা যায়নি।’

গ্রুপটি বলেছে, তারা সেতুর নীচে আটকা পড়া জান্তা সেনাদের বিরুদ্ধে ড্রোন মোতায়েন করেছে।

থাই টাস্ক ফোর্সও নিশ্চিত করেছে যে, সেতুটি বন্ধ রয়েছে এবং তাদের সেনারা সেতুটির নিজ প্রান্তে দাঁড়িয়ে আছে।

মায়ে সোট পুলিশ প্রধান পিটায়াকর্ন পেচারাত এএফপিকে বলেছেন, ‘লড়াই তীব্রতর হচ্ছে।’

তিনি বলেন, ‘প্রায় ২০০০ মানুষ থাই সীমান্ত অতিক্রম করেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা তাদের খাবার দিয়েছি এবং নিরাপদ স্থানে নিয়েছি।’

;

ইসরায়েলের ৪ ব্যক্তি ও ২ সংস্থার ওপর ইইউর নিষেধাজ্ঞা 



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইসরায়েলের চার ব্যক্তি ও দুটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গ্লোবাল হিউম্যান রাইটসের আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এসব ব্যক্তি ও সংস্থা ফিলিস্তিনিদের ওপর নির্যাতন ও অমানবিক আচরণের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী বলে উল্লেখ করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের তালিকাভুক্ত সংস্থাগুলো হলো-উগ্র ডানপন্থি ইহুদি আধিপত্যবাদী গোষ্ঠী লেহাভা এবং পশ্চিমতীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডের জন্য গঠিত উগ্র যুব দল হিলটপ ইয়ুথ। হিলটপ ইয়ুথের দুই নেতৃস্থানীয় ব্যক্তিত্ব মেইর এটিংগার এবং এলিশা ইয়ারেডও ইইউর নিষেধাজ্ঞায় আওতায় রয়েছেন।

এ ছাড়া পশ্চিমতীরের ওয়াদি সিক এবং দেইর জারিরে ২০২১ সাল থেকে ফিলিস্তিনিদের ওপর হামলা করার অভিযোগে অভিযুক্ত নেরিয়া বেন পাজি এবং ফিলিস্তিনি গ্রামের বিরুদ্ধে একাধিক সহিংস কর্মকাণ্ডে অংশগ্রহণকারী ইয়িনন লেভির ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে ইইউ।

নিষেধাজ্ঞার আওতায় থাকা এসব ব্যক্তি ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য রাষ্ট্র ভ্রমণ বা এসব অঞ্চলে কোনো প্রকার আর্থিক লেনদেন করতে পারবে না। 

এমনকি ইউরোপে থাকা তাদের সম্পদও জব্দ করা হতে পারে। নিষেধাজ্ঞার পাশাপাশি ইউরোপীয় কাউন্সিল ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরায়েলিদের দ্বারা জবরদখলের তীব্র নিন্দা জানিয়েছে। 



;