পানশালায় লাগবে প্রমাণপত্র

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পানশালায় মদ্যপান করতে গেলে বয়সের প্রমাণপত্র লাগবে। কারণ, যাদের বয়স ২১ পেরোয়নি পানশালায় মদ্যপান তাদের জন্য নিষেধ করেছে রাজ্য সরকার। ১৫-২১ বছর বয়সী ছেলেমেয়েদের মধ্যে মদ্যপানের প্রবণতা খুব বাড়ার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পানশালার মালিকেরা জানান, কিশোর-কিশোরীরা অবাধে পানশালা ঢুকে মদ্যপান করছেন। সম্প্রতি একজন কিশোরকে গ্রেফতারও করা হয়। এর ফলে রাজ্যের এক্সাইজ কমিশনারের অফিস থেকে একটি নির্দেশিকা দিয়েছে। এতে যাদের মধ্যে অনেকের এখনও ২১ পেরোয়নি, তারা পানশালায় ঢুকতে পারবে না। এক্সাইজ কমিশনারের নির্দেশ, ২১ বছরের নীচে কেউ যাতে পানশালায় ঢুকতে না পারে। আর এ বিষয়টি নিশ্চিত করতে হবে হোটেল মালিকদেরকেই।

বিজ্ঞাপন

লাইসেন্স প্রাপ্ত রিটেল ওয়াইন শপ, অফ শপ, ক্লাব- রিসোর্টের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। নিয়ম ঠিকঠাক মানছে কি না তার নজরদারি চালাবেন স্থানীয় এক্সাইজ অফিসের আধিকারিকরা। নিয়ম ভাঙলে শাস্তির ব্যবস্থা।

পানশালা মালিকদের দাবি, ২১ বছরের নীচে কিশোর-কিশোরীদের বারে ঢোকা নিষিদ্ধ হলেও সেটা খতিয়ে দেখা সম্ভব হয় না। বয়সের প্রমাণপত্র চাইতে গেলে গন্ডগোল করতে পারে।