বেনজেমার জোড়া গোল, উড়ছে রিয়াল



সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
চেনা পথে আছে রিয়াল মাদ্রিদ

চেনা পথে আছে রিয়াল মাদ্রিদ

  • Font increase
  • Font Decrease

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর অভাবটা কাটিয়ে উঠছে রিয়াল মাদ্রিদ। গ্যারাথ বেল আর করিম বেনজেমারা দ্বায়িত্বটা নিচ্ছেন। তারই পথ ধরে মৌসুমের শুরুতেই চেনা পথে আছে সান্টিয়াগো বার্নাব্যুর দলটি।

শনিবার রাতে নিজেদের মাঠে ৪-১ গোলে লেগানেসকে হারিয়েছে রিয়াল। এর অর্থ স্প্যানিশ লা লিগায় তিন ম্যাচ খেলে তুলে নিয়েছে তিনটি জয়।

উড়ন্ত রিয়ালের হয়ে জোড়া গোল পেয়েছেন করিম বেনজেমা। অন্য দুটি গোল করেছেন গ্যারেথ বেল ও সার্জিও রামোসও। রোনালদো রিয়াল ছেড়ে জুভেন্টাসে নাম লেখানোর পর থেকে প্রায় নিয়মিত গোল পাচ্ছেন এই ত্রয়ী।

অপেক্ষাকৃত লেগানেসের বিপক্ষে দাপটে রিয়াল জিতবে এটা অনুমেয়। কারণ শক্তির বিচারে লা লিগার সবচেয়ে সফল ক্লাবটি অনেক অনেক এগিয়ে। তারই পথ ধরে ম্যাচের ১৭তম মিনিটে এগিয়ে যায় বার্নাব্যুর দলটি। সতীর্থ দানি কারভাহালের পাস ধরে অসাধারন দক্ষতায় প্রতিপক্ষের জালে বল পাঠান বেল।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/02/1535860846090.jpg

দুর্দান্ত ফর্মে আছেন ওয়েলসের এই রিয়াল তারকা। লা লিগায় টানা ৭ ম্যাচে পেলেন গোল। এবার এনিয়ে এটি তৃতীয় গোল বেলের।

যদিও এরপরই স্রোতের বিপরীতে ম্যাচে ফিরে লেগানেস। ২৪তম মিনিটে সমতা ফেরায় লেগানেস। পেনাল্টি পেয়ে সুযোগটা কাজে লাগায় তারা। গুইদো কারিয়ো বোকা বানান লা লিগায় রিয়ালের হয়ে প্রথমবার নামা গোলরক্ষক থিবো কর্তোয়াকে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/02/1535860872218.jpg

তবে এরপরই আরো আক্রমনাত্মক হয়ে উঠে রিয়াল। ৪৮তম মিনিটে রিয়ালকে এগিয়ে দেন বেনজেমা। অ্যাসেনসিওর ক্রসে মাথা ছুঁইয়ে দিতেই বল লেগানেসর জালে। ৬২তম মিনিটে আবারো এই ফরাসি তারকার গোল। এবার গোলের উৎসটা তৈরি করে দেন সতীর্থ লুকা মডরিচ। তার বাড়ানো পাস ধরেই বল পাঠান প্রতিপক্ষের জালে। বেনজেমা। এটি এবারের লা লিগায় বেনজেমার চতুর্থ গোল।

রিয়াল তাদের চতুর্থ গোলটা পেয়েছে পেনাল্টি থেকে। স্পট কিকে গোল করতে ভুল করেন নি অধিনায়ক রামোস (৪-১)।

এই জয়ে লা লিগায় তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচে দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে তিন নম্বরে বার্সেলোনা।

   

শেষ বলে এসে গুজরাটকে আটকালো দিল্লি



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলের চলতি আসরের ৪০তম ম্যাচে গত রাতে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্স। যেখানে ঘরের মাঠে গুজরাটের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বল পর্যন্ত গড়িয়েছিল খেলা, অবশেষে ৪ রানের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

এদিন টসে জিতে শুরুতে স্বাগতিক দিল্লিকে ব্যাটিংয়ে পাঠায় গুজরাট। ব্যাট হাতে দিল্লির দুই ওপেনার তেমন কিছু করে না দেখাতে পারলেও অক্ষর পাটেল ও অধিনায়ক রিশাভ পান্তের ব্যাট দারুণভাবে হেসেছে। অক্ষর ৪৩ বলে ৬৬ ও পান্ত ৪৩ বলে অপরাজিত ৮৮ রান করেছেন। শেষে ট্রিসান স্টাবসের ৭ বলে ২৬ রানের ক্যামেও ইনিংসের মাধ্যমে দিল্লির দলীয় সংগ্রহ দাঁড়ায় ২২৪ রান।

জবাবে ব্যাট হাতে নেমে শুরুতেই ধাক্কা খায় গুজরাট। দ্বিতীয় ওভারে অধিনায়ক শুবমান গিল সাজঘরে ফেরত যান মাত্র ৬ রানে। তবে সাই সুদর্শন ও ড্যাভিড মিলারের ব্যাটে ভর করে জয়ের বেশ সন্নিকটে পৌঁছায় সফরকারীরা। তবে নিজের সর্বোচ্চ চেষ্টাটা করেও দলকে জয় তুলে এনে দিতে পারেননি আফগান ক্রিকেটার রশিদ খান। শেষে মাত্র ৪ রানের ব্যবধানে হারতে হয় তাদের।

এই ম্যাচের পর সমান ৯ ম্যাচে দিল্লির ও গুজরাটের পয়েন্ট ৮। তবে নেট রানরেটের হিসেবে তালিকার ছয়ে আছে দিল্লি এবং সাতে গুজরাট।

;

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকা প্রিমিয়ার লিগ

আবাহনী–গাজী গ্রুপ

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

শাইনপুকুর–শেখ জামাল

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

মোহামেডান–প্রাইম ব্যাংক

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

৪র্থ টি–টোয়েন্টি

পাকিস্তান–নিউজিল্যান্ড

রাত ৮–৩০ মিনিট - এ স্পোর্টস ও জিও সুপার

আইপিএল

সানরাইজার্স হায়দরাবাদ–রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

রাত ৮টা - স্টার স্পোর্টস ১, গাজী টিভি ও টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

ব্রাইটন–ম্যানচেস্টার সিটি

রাত ১টা - স্টার স্পোর্টস সিলেক্ট ১

;

বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দরবান
বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক

বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক

  • Font increase
  • Font Decrease

বান্দরবানে এক কেজি ৭০০ গ্রাম আফিমসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২৪ এপ্রিল) র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার মাদক কারবারি হলেন উম্যামং মার্মা (৫২)। সে বান্দরবান সদরের কুহালং নতুন চড়ই পাড়া এলাকার মৃত ক্যশৈ অং মার্মার ছেলে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ এপ্রিল দিবাগত রাত দেড়টায় বান্দরবান সদরের কুহালং ইউপির পশ্চিম মুসলিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এসময় এক কেজি ৭০০ গ্রাম আফিমসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার উম্যামং মার্মা গোল্ডেন ওয়েজ কেন্দ্রিক আন্তর্জাতিক আফিম পাচারকারী চক্রের সদস্য মর্মে স্বীকার করেছেন। মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

;

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই ফুটবলার আটক



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগে খেলা দুই ফুটবলারকে আটক করেছে ইংল্যান্ডের পুলিশ। গত শুক্রবার (১৯ এপ্রিল) দুই ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে সপ্তাহান্তে পুলিশ তাদের আটক করে।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, শনিবার (২০ এপ্রিল) ধর্ষণে প্ররোচনা ও সাহায্য করার অভিযোগে একজন ফুটবলারকে আটক করে পুলিশ। এরপর রবিবার অপর এক ফুটবলারকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়।

জানা গেছে, প্রথম ফুটবলারকে তার ক্লাবের স্টেডিয়ামে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্মকর্তারা। পরে একই দিন রাতে তাকে আটক করা হয়।

দুইজন ফুটবলার একই প্রিমিয়ার লিগ ক্লাবের খেলেন বলেও ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে নিশ্চিত করা হয়। আটক করার পরপরই অবশ্য দুজন জামিনে মুক্ত হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ধর্ষণের দায়ে অভিযুক্ত দুই ফুটবলারেরই বয়স ১৯। তবে এই দুই ফুটবলারের ক্লাব এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে অপর এক ব্রিটিশ দৈনিক সান। তাদেরকে ক্লাব কোনো ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে কিনা সেটাও জানা যায়নি।

;