তারার মেলায় বিপিএল শুরু শনিবার



স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
প্রথম দিনই মাঠে নামছে ঢাকা ডায়নামাইটস

প্রথম দিনই মাঠে নামছে ঢাকা ডায়নামাইটস

  • Font increase
  • Font Decrease

নির্ধারিত সময়ের একটু আগেই অনুশীলন মাঠে চলে আসে রংপুর রাইডার্স। ফুটবল নিয়ে শরীরচর্চায় দল যখন ব্যস্ত, তখনই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মাঠে এলেন। ব্যস, সঙ্গে সঙ্গে মাঠের সব ক্যামেরার লেন্সের দিক বদল!

বড় তারকা যে ওদিকেই!

দলের সঙ্গে ফুটবল আনন্দে যোগ দিলেন মাশরাফি। গা গরম করে বোলিং করলেন লম্বা সময় ধরে। পরে ব্যাটিংয়েও সময় কাটালেন। ২৪ ঘন্টা পরেই ম্যাচ। ঝালিয়ে নিতে হবে যে! রংপুর রাইডার্সের অনুশীলন পর্বের পুরোটা সময় জুড়েই স্পটলাইট থাকলো ঐ একজনের ওপরই-মাশরাফি বিন মর্তুজা!

রংপুরের অনুশীলন তখনো শেষ হয়নি। ক্রিকেট একাডেমির দরজায় হঠাৎ ভিড়! সব উৎসুক দৃষ্টি ওদিকে। ধীর পায়ে মাঠে ঢুকছেন সাকিব আল হাসান। সঙ্গে সুনিল নারিন, আন্দ্রে রাসেল ও কাইরন পোলার্ড। ঢাকা ডায়নামাইটসের এই ক্যারিবীয় তারকারা এসে ভিড় করলেন রংপুর রাইডার্সের টেন্টে। ব্যস জমে গেল আড্ডা। রাসেল, পোলার্ড, নারিনের সঙ্গে মাশরাফি ও কোচ টম মুডিরা বসে পড়লেন আড্ডার মেজাজে। বিপিএলে এই এক মজা! চারধারে শুধু তারকা ক্রিকেটারদের মেলা। রাজশাহীর অনুশীলন শুরু হতে তখনো বেশ সময় বাকি। কিন্তু আগেভাগে চলে এলেন রায়ান টেন ডেসকাট। অনুশীলন পর্বে আকর্ষনের কেন্দ্রবিন্দুতে ছিলেন রাজশাহী কিংসের কোচ ল্যান্স ক্লজনার। রংপুরের ওপেনার অ্যালেক্স হেলসের সঙ্গে এসে আলাপ জুড়ে দিলেন টেন ডেসকাট। পাশে দাড়িয়ে গল্পে মশগুল দক্ষিণ আফ্রিকান রাইলি রুশো। ঠিক যাকে বলে বারোয়ারি মেলা, তাই দেখা গেল বিপিএলের অনুশীলন মাঠে। তারকার মেলা। একেক কোণে একজোট হয়ে অনুশীলন পর্বে তারকা ক্রিকেটাদের ঝলকানি।

প্রথমবারের মতো বিপিএল রাঙ্গাতে চলে এসেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। আরেক অস্ট্রেলিয়ান স্টিভেন স্মিথও প্রথমবারের মতো খেলবেন এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। বিপিএলের ষষ্ঠ আসরে অভিষেক হবে থ্রি সিক্সটি ডিগ্রী খ্যাত ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের।

ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, স্টিভেন স্মিথ এখনো বিপিএলে এসে পৌছাননি। তবে তারা আসছেন। ক্রিস গেইল আসছেন শনি-বরিবারের মধ্যেই। ডি ভিলিয়ার্স রংপুর রাইডার্সের সঙ্গে যোগ দেবেন সিলেট পর্ব থেকে। সন্দেহ নেই তাদের উপস্থিতিতে এবারের বিপিএল আরো বেশি বর্ণিল হবে। রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও তাই বললেন-‘ এবারের আসরে কিছু ভাল খেলোয়াড় এসেছে। আগেরবারও যারা এসেছিলো তার থেকে কোয়ালিটি ও বিশ্ব ক্রিকেটের ইনফর্মড কিছু খেলোয়াড় এবারের আসরে খেলবে। আশা করছি পারফরমেন্সসহ সবদিক থেকেই এবারের টুর্নামেন্টের গ্রাফটা ওপরের দিকেই যাবে।’

এমননিতেই বিপিএল মানেই মাশরাফির অবস্থান উপরের দিকেই। পাঁচবারের টুর্নামেন্টে চারবারই চ্যাম্পিয়ন ট্রফি জিতেছেন মাশরাফি। এবারো নামছেন চ্যাম্পিয়ন হিসেবেই। রংপুর রাইডার্সের হয়ে সেই চ্যাম্পিয়নশিপ ধরে রাখার মিশন মাশরাফির শুরু হচ্ছে শনিবার থেকে। এদিক টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দুপুর ১২টা ৩০ মিনিটে রংপুর রাইডার্স মুখোমুখি হবে মুশফিক রহিমের চিটাগাং ভাইকিংসের। একই দিনে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে লড়বে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস ও মেহেদি হাসান মিরাজের রাজশাহী কিংস। দুটো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

   

সমর্থকদের কারণে মোটা অঙ্কের জরিমানা বার্সার 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যাচটি পিএসজির মাঠে ৩-২ ব্যবধানে জেতার পর সেমির স্বপ্নে বেশ ভালোভাবেই দেখছিল বার্সেলোনা। তবে ফিরতি লেগে ঘরের মাঠে ম্যাচটিতে ৪-১ ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় কাতালানরা। সেই হতাশার দুদিন না পেরোতেই আরও এক দুঃসংবাদ পায় স্প্যানিশ ক্লাবটি। গত সপ্তাহে পিএসজির মাঠের সেই ম্যাচটিতে বার্সা সমর্থকদের বর্ণবাদী আচরণসহ একাধিক শৃঙ্খলাভঙ্গের ঘটনা সূত্র ধরে স্প্যানিশ জায়ান্টদের গুণতে হচ্ছে মোটা অঙ্কের জরিমানা। 

তিনটি কারণ দর্শীয়ে বার্সাকে ৩২ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ লাখ ৪৪ হাজার টাকা) জরিমানা করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। 

পিএসজির মাঠ পার্ক দ্য প্রিন্সেসে বার্সা সমর্থকদের করা বর্ণবাদী আচরণেই মূলত এই জরিমানা। এই কারণে হয়েছে ২৫ হাজার ইউরো জরিমানা। স্পেনের গণমাধ্যম মার্কার সূত্রমতে, বাকি দুটি কারণ স্টেডিয়ামের আসন নষ্ট ও আতশবাজি পোড়ানো। এই দুই কারণে যথাক্রমে জরিমান ৫ হাজার ও ২ হাজার ইউরো। 

এদিকে কেবল জরিমানাই নয় পাশাপাশি শাস্তিও ভোগ করতে হচ্ছে বার্সাকে। উয়েফার যেকোনো প্রতিযোগিতায় তাদের পরের ম্যাচের অ্যাওয়ে টিকিট নিজেদের সমর্থকদের কাছে বিক্রি করতে পারবে না কাতালান ক্লাবটি। এছাড়া পিএসজির স্টেডিয়ামে ক্ষয়ক্ষতি বিষয়টি ফ্রেঞ্চ ক্লাবের সঙ্গে মীমাংসা করতে বার্সাকে এক মাসের সমক্য বেঁধে দিয়েছে উয়েফা।  

;

আইপিএলে চেন্নাইয়ের ম্যাচ ছাড়াও টিভিতে যা থাকছে আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলে দিনের একমাত্র ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস। এছাড়াও টিভিতে যা যা থাকছে।

 

ঢাকা প্রিমিয়ার লিগ

মোহামেডান-ব্রাদার্স

সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল

গাজী গ্রুপ-সিটি ক্লাব

সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল

রূপগঞ্জ টাইগার্স-পারটেক্স

সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল

 

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

আবাহনী-শেখ জামাল

বিকেল ৩টা ৪৫ মিনিট, টি স্পোর্টস

 

আইপিএল

লক্ষ্ণৌ-চেন্নাই

রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

 

সৌদি প্রো লিগ

আল নাসর-আল ফাইহা

রাত ৯টা, সনি স্পোর্টস ২

;

মাইলফলকের ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে রোহিতকে উপহার মুম্বাইয়ের



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পাঞ্জাব কিংস আর মুম্বাই ইন্ডিয়ান্স দুই দলই এই ম্যাচে এসেছিল ৬ ম্যাচে ২ জয় নিয়ে, অর্থাৎ ম্যাচটা যেই হারবে, সেই চলে যাবে পয়েন্ট তালিকার তলানির আরও একটু কাছে। ম্যাচটা রোহিত শর্মার জন্য বিশেষ কিছুই ছিল। আইপিএল ইতিহাসের মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তিনি যে খেলছিলেন ২৫০তম ম্যাচ। সেই ম্যাচে তার দল মুম্বাই ইন্ডিয়ান্স তাকে হতাশ করেনি। ১৯২ রান করে প্রতিপক্ষের ১৪ রানে ৪ উইকেট তুলে নিয়েও খানিকটা বিপাকে পড়ে গিয়েছিল। তবে শেষমেশ শ্বাসরুদ্ধকর ম্যাচটা জিতল তারাই। পাঞ্জাবকে ৯ রানে হারিয়ে মাইলফলক ছোঁয়ার ম্যাচে রোহিতকে জয় উপহার দিল মুম্বাই।
ঘরের মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। মুম্বাই ইন্ডিয়ান্স তৃতীয় ওভারে প্রথম ধাক্কা পায়। ৮ বলে ৮ রান করে আউট হন ঈশান কিষাণ। রোহিত শর্মাও বড় কিছু করতে পারেননি। ২৫ বলে ৩৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। হাল ধরেন সূর্যকুমার যাদব। ৫৩ বলে ৭৮ রান করে দলকে দেন বড় রানের দিশা। সেটাকে পূর্ণতা দেন টিম ডেভিড আর তিলক ভার্মা। ডেভিড ১৪ আর তিলক অপরাজিত ৩৪ করে দলকে নিয়ে যান ১৯২ রানে।
জবাব দিতে নেমে পাঞ্জাব কিংস শুরুর ১৩ বলেই উইকেট খুইয়ে বসে ৪টি। যশপ্রীত বুমরাহ আর কাইল কোটজিয়া দুটি করে উইকেট নিয়ে ধসিয়ে দেন স্বাগতিকদের টপ অর্ডার। এরপরে শশাঙ্ক সিং ইনিংসের হাল ধরেন। হরপ্রীত সিংকে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান। হরপ্রীত ১৩ রান করেন এবং এরপরে জিতেশ শর্মা ৯ রান করে সাজঘরে ফিরে যান।
২৫ বলে ৪১ করে শশাঙ্ক যখন ফিরছেন, তখন লড়াইয়ের ব্যাটনটা যেন দিয়ে যান আশুতোষকে। যশপ্রীত বুমরাহকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু করা আশুতোষ একে একে হাঁকান ৭টি ছক্কা। মাত্র ২৩ বলে করেন ফিফটি। এরপরও থামেননি। দল যে ১১১/৭ থেকে ১৬৮/৮ পর্যন্ত গেল, তা তার ২৮ বলে ৬১ রানের ইনিংসে ভর করেই। তবে শেষ পর্যন্ত তিনি পাঞ্জাবকে জয় এনে দিতে পারেননি। আশুতোষকে সাজঘরে ফেরান জেরাল্ড কোটজিয়া। এরপরে হরপ্রীত ব্রারও ২০ বলে ২১ রান করে আউট হন। শেষ পর্যন্ত ৯ রানে এই ম্যাচটি জেতে মুম্বাই ইন্ডিয়ান্স। সাত ম্যাচে তৃতীয় জয় নিয়ে দলটা চলে এসেছে তালিকার ৭ম স্থানে।

;

ফুটবল-হকি চায় বাংলাদেশ, আর্জেন্টিনার আগ্রহ ক্রিকেট-কাবাডিতে



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সি সেসা। আজ (বৃহস্পতিবার) দুপুরে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এই কূটনীতিক।

সৌজন্য সাক্ষাৎ শেষে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন বলেন, ‘তারা আমাদের কাছে ক্রিকেটের সহযোগিতা চেয়েছে। আমি তাদের নিশ্চয়তা দিয়েছি কিউরেটর থেকে শুরু করে যা প্রয়োজন আমরা দিতে প্রস্তুত। প্রয়োজনে আমাদের ক্রিকেটাররাও সেখানে গিয়ে খেলবে। ক্রিকেটের পাশাপাশি তারা কাবাডি নিয়েও আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের জাতীয় খেলায় তারা একবার অংশ নিয়েছিল। আমরা কাবাডিতেও তাদের সহায়তা করতে পারি।’

বাংলাদেশ ক্রিকেট ও কাবাডিতে সহায়তা দেয়ার পাশাপাশি ফুটবল এবং হকিতে আর্জেন্টিনার সাহায্য প্রত্যাশী। বিশেষ করে ফুটবলে জোর দিয়েছেন মন্ত্রী পাপন, ‘ফুটবলে তারা বিশ্ব চ্যাম্পিয়ন। অনেক ঐতিহ্য তাদের। আমরা তাদের কাছ থেকে কোচ নিতে পারি আবার আমাদের ছেলে-মেয়েরা ওখানে গিয়ে প্রশিক্ষণ নিতে পারে। হকিতে আমাদের সম্ভাবনা রয়েছে আবার তারাও হকিতে বিশ্ব মানের। হকি নিয়ে তাদেরও আগ্রহ আছে। সব ডিটেইলস একে অন্যকে দেব। এরপর মূলত কাজ শুরু হবে।’

আর্জেন্টিনা রাষ্ট্রদূত মারসেলো সি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘সমঝোতা স্বাক্ষরের পর এটিই প্রথম আনুষ্ঠানিক সভা। অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। অবশ্যই ফুটবল সেখানে প্রাধান্য পেয়েছে। এছাড়া আমরা ক্রিকেট ও হকিতে এগুতে চাই সেটাও জানিয়েছি।’ এক বছর আগে সমঝোতা স্বাক্ষর হলেও তেমন কার্যকরী পদক্ষেপ না হওয়ার কারণ সম্পর্কে রাষ্ট্রদূত বলেন, ‘আর্জেন্টিনা ও বাংলাদেশ দুই দিকেই নির্বাচন ছিল। আমরা এখন দুই দেশ ক্রীড়ার মাধ্যমে আরো কাছাকাছি আসতে চাই।’

;