জিতছে ঢাকা, দেখছে দেশ!



স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
জয়ের ছন্দে উড়ছে ঢাকা ডায়নামাইটস- ছবি: বিসিবি

জয়ের ছন্দে উড়ছে ঢাকা ডায়নামাইটস- ছবি: বিসিবি

  • Font increase
  • Font Decrease

বলতে গেলে এই ম্যাচের ফল জানা হয়ে গেল, সিলেট ইনিংসের পাওয়ার প্লেতেই! ব্যাটিংয়ের সব পাওয়ার তো তাদের পাওয়ার প্লে’তেই শেষ। ৬.১ ওভারেই ৩৭ রানে ৫ উইকেট হারিয়ে সিলেটের ধুঁকে চলা শুরু। বাকি সময় জুড়ে একটাই অপেক্ষায় এই ম্যাচে কত রানে জিতছে ঢাকা ডায়নামাইটস। সেই উত্তর মিললো সিলেটের ইনিংস শেষে। ঢাকা ম্যাচ জিতলো ৩২ রানে।

একা শুধু নিকোলাস পুরান ৯ ছক্কায় ৪৭ বলে ৭২ রানের রানের ইনিংস খেলে ব্যাট হাতে কিছুটা সাহস দেখালেন। আর সিলেটের বাকিরা সবাই মিলে করলেন মাত্র ৬৯ রান!

চার ম্যাচের চারটিতেই জিতে এবারের বিপিএলে সাকিব আল হাসানের ঢাকার শুরুটা হলো স্বপ্নের মতো। হোম ভেন্যুতে টুর্নামেন্টের প্রথম পর্বে ঢাকার সাফল্য শতভাগ। চার ম্যাচেই বড় রান তুলেছে ঢাকা। ব্যাটিং-বোলিং সব বিভাগেই দারুন দক্ষতা দেখিয়ে টুর্নামেন্টের একমাত্র দল হিসেবে অপরাজিত থেকেই দ্বিতীয় পর্ব খেলতে সিলেট যাচ্ছে ঢাকা ডায়নামাইটস।

জিতবে ঢাকা, দেখবে দেশ-ডায়নামাইটসের শ্লোগানের সঙ্গে দারুণ ভাবে মিলে গেলো এবারের বিপিএলের শুরুর অংশ!

ঢাকার ৭ উইকেটে ১৭৩ রানের জবাবে খেলতে নামা সিলেট শুরু থেকেই উইকেট হারায়। দলের প্রথম চার ব্যাটসম্যান ফিরলেন সিঙ্গেল ডিজিটে। সাকিব, নারিন ও শুভগত হোম-ঢাকার তিন স্পিনার প্রত্যেকেই শুরুতেই সাফল্য পেলেন। রুবেল হোসেন ম্যাচে নিজের প্রথম বলেই বিদায় করলেন সাব্বির রহমানকে। সিলেটের ব্যর্থ ব্যাটসম্যানদের মধ্যে নাসির হোসেনের আউটের ধরনটা সবচেয়ে বেশি সমালোচনা কুড়াচ্ছে। বারবার উইকেট ছেড়ে বেরুচ্ছেন কিন্তু শট খেলতেই পারছেন না। যে বলে শটস খেললেন তাতেই ক্যাচ আউট। ৮ বলে ১ রান করে সাকিবের বলে বাউন্ডারি লাইনে আন্দ্রে রাসেলের হাতে ক্যাচ আউট হওয়ার পর নাসির হাতে ধরা ব্যাটের দিকে সন্দেহের নজরে তাকাচ্ছিলেন; যেন সব দোষ তার ঐ ব্যাটের ব্লেডে!

আগের ম্যাচের হ্যাটট্রিকম্যান আলিস আল ইসলাম যখন বল হাতে আক্রমণে এলেন ততক্ষনে সিলেটের ছয় উইকেট নেই! পেছনের ম্যাচ গুলোর মতো এই ম্যাচেও ব্যাটসম্যান হিসেবে সিলেটের একজনকেই দেখা গেল; নিকোলাস পুরান। তার ৭২ বলের ইনিংস সিলেটের হারের সময়কে কেবল একটু দীর্ঘায়িত করলো!

নিজ ভেন্যুতে পরের পর্বে মাঠে নামার আগে সিলেট সিক্সার্সকে যা নিয়ে সবচেয়ে বেশি হোমওয়ার্ক করতে হবে, তার নাম; ব্যাটিং!

টসে জিতে ঢাকা ডায়নামাইটস রাতের ব্যাটিং বেছে নেয়। ঢাকার ব্যাটিংয়ের সেরা ইনিংস খেলেন মিডলঅর্ডার ব্যাটসম্যান রনি তালুকদার। ৩৪ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫৮ রানে উজ্জ্বল তার ব্যাট।

তাসকিন আহমেদের পেসে ঢাকার ইনিংস মাঝপথে একটু পথ হারালেও ঠিকানা ঠিক করে দেন নিচের দিকের দুই ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও মোহাম্মদ নাঈম। দুজনে অষ্টম উইকেট জুটিতে মাত্র ৩৫ বলে যোগ করেন হার না মানা ৪৮ রান। ঢাকাকে ১৭৩ রানের বড় সঞ্চয় এনে দেয়ার অন্যতম কারিগর এই জুটি।

তাসকিন আহমেদ ৩৮ রানে ৩ উইকেট শিকারের আনন্দও উপভোগ করতে পারলেন না। মাত্র ৫ বলের ব্যবধানে পোলার্ড, রাসেল ও শুভগত হোমের উইকেট তুলে নেন তাসকিন। একতরফা ভঙ্গিতে হারা ম্যাচে বিজিত দলের কারোর ব্যক্তিগত পারফরমেন্স কে মনে রাখে!

ক্রিকেটও যে বিজয়ীর গানই বেশি গায়!

সংক্ষিপ্ত স্কোর: ঢাকা ডায়নামাইটস: ১৭৩/৭ (২০ ওভারে, নারিন ২৫, রনি ৫৮, সাকিব ২৩, সোহান ১৮*, নাঈম ২৫*, তাসকিন ৩/৩৮)। সিলেট সিক্সার্স: ১৪১/৯ (২০ ওভারে, পুরান ৭২, সাব্বির ১২, তাসকিন ১৮*, রুবেল ৩/২২, সাকিব ২/৩৪, শুভগত ২/২৮)। ফল: ঢাকা ৩২ রানে জয়ী।

   

‘জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলব’ 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আসন্ন জিম্বাবুয়ে সিরিজ না খেলে দেশের তারকা অলরাউন্ডার সাকিব খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। খেললেও শুরুর দিকে থাকবেন না দলে। আর এতেই সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবকে নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। এদিকে দুদিন আগে জিম্বাবুয়ের সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য ঘোষণা করা ১৭ সদস্যের দলেও নেই সাকিব। তবে কি আসলেই খেলছেন না সাকিব? বা ঠিক কয়টি ম্যাচ খেলবেন? সব প্রশ্নের উত্তর এবার দিলেন সাকিব নিজেই। জানালেন জিম্বাবুয়ে সিরিজে খেলার কথা এবং জানালেন কয়টি ম্যাচে খেলবেন। 

সাকিব এই মুহূর্তে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখানেই এক অনুষ্ঠানে সব খোলাসা করে জানান দেশের সাবেক এই অধিনায়ক। 

সেই অনুষ্ঠানে জিম্বাবুয়ে সিরিজ প্রসঙ্গে সাকিব বলেন, ‘জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলব। দেশে হয়তো এ নিয়ে একটা কনফিউশন চলছে...আসলে অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে দুটো না তিনটা ম্যাচ খেলো, তাহলে আমাদের জন্য ভালো হয়। আমি বলেছি সমস্যা নেই।’

সেখানে সিরিজের শুরু দিকে কেন থাকছেন না এ নিয়েও কথা বলেন সাকিব। ‘আসলে এইগুলো আলোচনার মাধ্যমেই হয়। আমার ইচ্ছেমত না। যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ থাকবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন ম্যাচ খেলার আগে। সেহেতু দুইটা ম্যাচ খেলার সুযোগ থাকবে। এছাড়া প্রস্তুতিটাও ভালো হবে। সে কারণে আসলে এই ম্যাচ দুইটা খেলা।’

উল্লেখ্য, আগামী ৩ মে থেকে শুরু জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। সেই ম্যাচ সহ সিরিজের পরের দুই ম্যাচ যথাক্রমে ৫ ও ৭ মে অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। সিরিজের সেই দুই ম্যাচ মিরপুরের হোম অব ক্রিকেটে, ১০ ও ১২ মে। 

;

হাসপাতাল থেকে ছাড়া পেলেন তেভেজ 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বুকে তীব্র ব্যথা নিয়ে গতকাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার কার্লোস তেভেজ। তবে পরীক্ষা-নিরীক্ষার পর গুরুতর কিছু ধরা না পড়ায় গতকালই তিনি ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। আপাতত বাসার ফিরে বিশ্রামে থাকবেন ৪০ বছর বয়সী এই ফুটবলার। 

বুকের ব্যথা তীব্র রূপ নিলে তেভেজকে ভর্তি করানো হয় আর্জেন্টিনার বুয়েনস আইরেসের কাছে সান ইসিন্দ্রোর একটি ক্লিনিকে। বিষয়টি গতকাল জানা যায় আর্জেন্টাইন শীর্ষ বিভাগের ক্লাব ইন্দিপেন্দিয়েন্তের এক বিবৃতিতে। এবার নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে তারাই জানায় তেভেজের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার বিষয়টি। 

সেই পোস্টে ক্লাব ইন্দিপেন্দিয়েন্ত জানায়, কার্লোস তেভেজের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে তাকে হাসপাতাল ছেড়ে দেওয়া হয়েছে। বাসায় ফিরে তিনি বিশ্রাম নেবেন এবং আগামীকাল ফিরবেন অনুশীলনে।’

তবে ঠিক কী কারণে বুকে এই ব্যথা অনুভব করেছেন তেভেজ সেই সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। 

গত বছরের আগস্টে আর্জেন্টিনার এই ক্লাবটির কোচ হয়ে আসেন তেভেজ। ক্লাবটির সঙ্গে তেভেজের চুক্তি ২০২৬ সাল পর্যন্ত। কোচিং ক্যারিয়ারটা অবশ্য আরও আগেই শুরু হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিতি, জুভেন্টাস ও বোকা জুনিয়র্সের সাবেক এই তারকা ফুটবলারের। ২০২১ সালে খেলোয়াড় হিসেবে ফুটবলকে বিদায় জানানোর পর ২০২২ সালে রোজারিও সেন্ট্রালের কোচে দায়িত্ব নিয়ে নিজের ম্যানেজেরিয়াল ক্যারিয়ার শুরু করেন তেভেজ। 

;

মোহিতের ‘বিব্রতকর’ রেকর্ড



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএল ইতিহাসে কোনো ম্যাচে একজন বোলারের সর্বোচ্চ রান হজমের রেকর্ডটি এতদিন ছিল বাসিল থাম্পির। ২০১৮ আইপিএল আসরে তিনি এক স্পেলে রান হজম করেছিলেন ৭০। এবার সে রেকর্ডটি ভেঙে দিলেন ভারতের সাবেক পেসার মোহিত শর্মা।

আইপিএলের চলতি আসরে গুজরাট টাইন্টান্সের হয়ে খেলছেন মোহিত। গতরাতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নেমেছিল গুজরাট। যেখানে শুরুতে ব্যাটিংয়ে নেমে দলীয় ২২৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় স্বাগতিক দিল্লি।

গুজরাটের বোলারদের মধ্যে ৪ ওভার বোলিং করে সবচেয়ে বেশি ৭৩ রান হজম করেছেন মোহিত। বিনিময়ে একটি উইকেটও শিকার করতে পারেননি। বাজে পারফরম্যান্সের এই রাতে নিজের নামে করে নিলেন ‘বিব্রতকর’ এই রেকর্ডটিও।

মোহিতের এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডের রাতে হেরেছে তার দল গুজরাটও। বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিজেদের সর্বোচ্চটা দিয়েও শেষে মাত্র ৪ রানের হতাশাজনক হারের মুখ দেখতে হয় তাদের। এই হারের পর পয়েন্ট তালিকার সাতে অবস্থান করছে গুজরাট।

;

বিশ্বকাপের আগে চোটে পড়লেন রিজওয়ান



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে বর্তমানে টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। যেখানে চোটের কারণে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়, উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে ছিটকে যেতে হলো। চলিত সিরিজের তৃতীয় ম্যাচে এই চোটে পড়েন তিনি।

পাঁচ ম্যাচ সিরিজের তিন ম্যাচ শেষে বর্তমানে ১-১ সমতায় আছে দু’দল। সবশেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠের বাইরে চলে যান রিজওয়ান। কিউইদের বিপক্ষে চলতি সিরিজটিটে আর খেলা হবে না তার।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের এক বিবৃতিতে জানিয়েছে, রেডিওলজি রিপোর্ট দেখে রিজওয়ানকে সিরিজ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চোটটি অতটা গুরুতর নয় বলেও জানিয়েছে বোর্ড। তাদের ভাষ্যমতে, এক সপ্তাহ থেকে দশ দিনের মতো মাঠের বাইরে থাকবেন তিনি।

নিউজিল্যান্ড সিরিজের পর সামনে পাকিস্তানের ইংল্যান্ড সফর এবং জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর আছে। শুরুতে রিজওয়ানের সেখানে খেলা নিয়ে অনেকের মনে শঙ্কা তৈরি হলেও আসন্ন সফরগুলোতে তাকে পাওয়া যাবে বলে জানিয়েছে তাদের ক্রিকেট বোর্ড।

;