৪০২ রানের ম্যাচে চিটাগংয়ের জয়



স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, সিলেট থেকে
অনায়াসে জয় তুলে নিয়েছে মুশফিকের চিটাগং

অনায়াসে জয় তুলে নিয়েছে মুশফিকের চিটাগং

  • Font increase
  • Font Decrease

ফিল্ডিংয়ে পুরো চিটাগং ভাইকিংসকে দারুণ চনমনে ভঙ্গিতে দেখা গেলো। স্কোরবোর্ডে ২১৪ রানের বিশাল সঞ্চয়টাই ফিল্ডিংয়ে দলের প্রানশক্তি বাড়িয়ে দেয়। চিটাগংয়ের সেই শক্তির সামনেই এই ম্যাচে উড়ে যায় খুলনা টাইটানস। চিটাগং ম্যাচ জিতে ২৬ রানের বড় ব্যবধানে।

পাঁচ ম্যাচে এটি চিটাগংয়ে চতুর্থ জয়। এই জয়ে পয়েন্ট টেবিলে চিটাগং ভাইকিংস উঠে এলো দ্বিতীয় স্থানে। আর সাত ম্যাচে এটি খুলনার ষষ্ঠ হার! এই হারে পয়েন্ট তালিকার সবার নিচে খুলনার অবস্থান আরেকবার নিশ্চিত হলো। টুর্নামেন্টে এখনো খুলনার টিকে থাকার একটা ক্ষীণতর সম্ভাবনা আছে। তবে সেই পথ অনেক অনেক কঠিন। গ্রপ পর্বে বাকি পাঁচ ম্যাচের সবগুলো জিতলে তাতেই টিকবে খুলনার বিপিএল সম্ভাবনা।

টসে জিতে খুলনা বোলিং বেছে নেয়। এই ইনিংসের বাকি সময়টায় খুলনা শুধু চিটাগং ভাইকিংসের ব্যাটিং চেয়ে চেয়ে দেখলো। মারকাটারি ব্যাটিংয়ের প্রদশর্নী দেখিয়ে চিটাগং ভাইকিংস চলতি টুর্নামেন্টে প্রথমবারের মতো স্কোরবোর্ডে দুশো রান তুললো। ব্যাটিংয়ের পুরো সময়টায় চিটাগং ব্যাটিং আনন্দে মাতলো। ওপেনার মোহাম্মদ শাহজাদ ১৭ বলে ৩৩ রান করে থামলেন। ওয়ানডাউনে ইয়াসির আলী ও অধিনায়ক মুশফিক রহিমের ব্যাট হাসলো

ফসেঞ্চুরিতে। ইয়াসির আলী মাত্র ৩৬ বলে করলেন ৫৪ রান। মুশফিক ৮ বাউন্ডারি ও ১ ছক্কায় করলেন ৫২ রান। শেষের দিকে শ্রীলঙ্কান অলরাউন্ডার ধানুস শানাকা ব্যাট হাতে রীতিমতো ঝড় তুললেন। মাত্র ১৭ বল খেলার সুযোগ পেলেন তিনি। সেই সুযোগে ৪টি বিশাল ছক্কা ও ৩ বাউন্ডারিতে অপরাজিত ৪২ রান করেন। ম্যাচে শানাকার স্ট্রাইক রেট ২৪৭.০৫!

বিশাল রান তাড়া করতে নেমে খুলনা পাওয়ার প্লে’র অর্ধেক পার হওয়ার আগেই ৩ উইকেট হারায়। মনে হচ্ছিলো ১৮ রানে ৩ উইকেট হারানো খুলনা এই ম্যাচে বেশিদুর যেতে পারবে না। কিন্তু সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাটিংবান্ধব এই উইকেটে খুলনাকে রানে রাখে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ২৬ বলের ৫০ রান। ডেভিড ভিসা ও তাইজুল ইসলাম শেষের ফ্রি স্টাইল ব্যাটিংয়ে খুলনার হারের ব্যবধান কেবল একটু কমালেন।
চিটাগংয়ের ২১৪’র জবাবে খুলনার ১৮৮। ম্যাচে মোট রান ৪০২। দু’দলের সবমিলিয়ে ছক্কার সংখ্যা ২২। উভয়পক্ষের বাউন্ডারি হলো ৩৮টি। এই ম্যাচের অন্য একটা নাম আপনি দিতেই পারেন; রান বন্যা!

সংক্ষিপ্ত স্কোর: চিটাগং ভাইকিংস: ২১৪/৪ (২০ ওভারে, শাহজাদ ৩৩, দেলপোর্ট ১৩, ইয়াসির আলী ৫৪, মুশফিক ৫২, শানাকা ৪২*, জাদরান ১৬*, ভিসা ২/২৬)। খুলনা টাইটানস: ১৮৮/৮ (২০ ওভারে, মাহমুদউল্লাহ ৫০, ভিসা ৪০, তাইজুল ২২*, আবু জায়েদ ৩/৩৩, খালেদ ২/২৯, ডেলপোর্ট ২/২৫)। ফল: চিটাগাং ২৬ রানে জয়ী।

 

   

বার্সেলোনাতেই থাকছেন জাভি



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চলতি মৌসুমটা খুব একটা ভালো কাটছে না বার্সার। জাভির অধীনে গত মৌসুমে লা লিগা শিরোপা জেতার পর এই মৌসুমে কোনো সাফল্যই আসেনি বার্সেলোনার ঝুলিতে। এক সপ্তাহের ব্যবধানে হাতছাড়া হয়েছে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ে স্বপ্ন।

বছরের শুরুতে টানা ম্যাচ হারতে থাকার পর খানিকটা হতাশ হয়েই কোচ জাভি হার্নান্দেজ বলেছিলেন যে, চলতি মৌসুম শেষে বার্সার দায়িত্ব থেকে সরে যাবেন তিনি। ঘোষণাটি শোনার পর বার্সা সমর্থকরা বেশ দুঃখই পেয়েছিলেন। কারণ দীর্ঘদিন পর এই জাভির অধীনেই আলোর মুখ দেখা শুরু করেছিল কাতালান ক্লাবটি।

তবে নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন জাভি। জানিয়েছেন যে অন্তত আরও এক মৌসুম বার্সেলোনাতেই থাকবেন তিনি। অর্থাৎ ২০২৪-২৫ মৌসুমেও জাভিকেই কোচ হিসেবে পাবে বার্সা।

জাভির থেকে যাওয়ার বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন ক্লাবেরই এক মুখপাত্র। আগামী সোমবার বার্সেলোনা নিজেদের পরের ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে। এর আগে রবিবার জাভি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন। তার আগে আজ (বৃহস্পতিবার) বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা কোচের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে তাকে সংবাদ সম্মেলন ডাকবেন।

বার্সেলোনার হয়ে ১৭ বছরের বর্ণাঢ্য কারিয়ার আছে জাভির। লাল-নীল জার্সিটা ৭৬৭ ম্যাচ গায়ে জড়ানোর পর তুলে রেখেছেন। মোট ২৫টি শিরোপা জিতেছেন, যার মাঝে আছে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও আটটি লিগ শিরোপা। বিশ্বকাপজয়ী এই স্প্যানিশ মিডফিল্ডার কোচ হিসেবেও পেয়েছেন সফলতা, জিতেছেন স্প্যানিশ সুপার কাপ আর লা লিগা শিরোপা।

;

শিরোপার দৌড়ে পিছিয়ে গেল লিভারপুল



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার জন্য চলতি মৌসুমে চলছে ত্রিমুখী লড়াই। আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার সিটি একে অপরকে টপকে যাচ্ছে প্রতি ম্যাচ পরপরই। শিরোপা জিততে জয়ের দিকেই বর্তমানে নজর রাখছে এই তিন দল।

তবে গতরাতে এভারটনের মাঠে যেয়ে তাদের কাছে ২-০ গোলে হেরে এসেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। পয়েন্ট হারানোর ফলে লিগ শিরোপার দৌড়ে বাকি দুই দলের চেয়ে তাই কিছুটা পিছিয়ে গেল তারা। ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্টের সঙ্গে পয়েন্ট টেবিলের দুইয় অবস্থান করছে অল রেডরা। সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল এবং দুই ম্যাচ কম খেলে ৭১ পয়েন্টে নিয়ে তিনে ম্যানচেস্টার সিটি।

এভারটনের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেওয়াটা খুবই প্রয়োজন ছিল লিভারপুলের জন্য। এতে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট সমান করতে পারত তারা। তবে নিজেদের ভুলে তা আর সম্ভব হলো না।

ম্যাচে ৭৭ শতাংশ বলের দখল এবং ২৩টি গোলের উদ্দেশ্যে শট নিয়েও একটি গোলের দেখা পেল না লিভারপুল। অপরদিকে দুই অর্ধে দুটি গোল আদায় করে খুব ঠান্ডা মাথায় ম্যাচটি নিজেদের নামে করে নিয়েছে এভারটন।

প্রিমিয়ার লিগের শিরোপা উঁচিয়ে ধরতে হলে বাকি আর চারটি ম্যাচেই জয় ছাড়া বিকল্প নেই লিভারপুলের কাছে। তাই পরের ম্যাচগুলোতে নিজেদের সর্বোচ্চটা নিয়েই মাঠে নামার চেষ্টা থাকবে তাদের।

;

শেষ বলে এসে গুজরাটকে আটকালো দিল্লি



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলের চলতি আসরের ৪০তম ম্যাচে গত রাতে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্স। যেখানে ঘরের মাঠে গুজরাটের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বল পর্যন্ত গড়িয়েছিল খেলা, অবশেষে ৪ রানের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

এদিন টসে জিতে শুরুতে স্বাগতিক দিল্লিকে ব্যাটিংয়ে পাঠায় গুজরাট। ব্যাট হাতে দিল্লির দুই ওপেনার তেমন কিছু করে না দেখাতে পারলেও অক্ষর পাটেল ও অধিনায়ক রিশাভ পান্তের ব্যাট দারুণভাবে হেসেছে। অক্ষর ৪৩ বলে ৬৬ ও পান্ত ৪৩ বলে অপরাজিত ৮৮ রান করেছেন। শেষে ট্রিসান স্টাবসের ৭ বলে ২৬ রানের ক্যামেও ইনিংসের মাধ্যমে দিল্লির দলীয় সংগ্রহ দাঁড়ায় ২২৪ রান।

জবাবে ব্যাট হাতে নেমে শুরুতেই ধাক্কা খায় গুজরাট। দ্বিতীয় ওভারে অধিনায়ক শুবমান গিল সাজঘরে ফেরত যান মাত্র ৬ রানে। তবে সাই সুদর্শন ও ড্যাভিড মিলারের ব্যাটে ভর করে জয়ের বেশ সন্নিকটে পৌঁছায় সফরকারীরা। তবে নিজের সর্বোচ্চ চেষ্টাটা করেও দলকে জয় তুলে এনে দিতে পারেননি আফগান ক্রিকেটার রশিদ খান। শেষে মাত্র ৪ রানের ব্যবধানে হারতে হয় তাদের।

এই ম্যাচের পর সমান ৯ ম্যাচে দিল্লির ও গুজরাটের পয়েন্ট ৮। তবে নেট রানরেটের হিসেবে তালিকার ছয়ে আছে দিল্লি এবং সাতে গুজরাট।

;

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকা প্রিমিয়ার লিগ

আবাহনী–গাজী গ্রুপ

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

শাইনপুকুর–শেখ জামাল

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

মোহামেডান–প্রাইম ব্যাংক

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

৪র্থ টি–টোয়েন্টি

পাকিস্তান–নিউজিল্যান্ড

রাত ৮–৩০ মিনিট - এ স্পোর্টস ও জিও সুপার

আইপিএল

সানরাইজার্স হায়দরাবাদ–রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

রাত ৮টা - স্টার স্পোর্টস ১, গাজী টিভি ও টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

ব্রাইটন–ম্যানচেস্টার সিটি

রাত ১টা - স্টার স্পোর্টস সিলেক্ট ১

;