নিজ শহরেই চিটাগংয়ের হ্যাটট্রিক হার, কুমিল্লার জয়



স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, চট্টগ্রাম থেকে
জয়ের ছন্দে উড়ছে কুমিল্লা

জয়ের ছন্দে উড়ছে কুমিল্লা

  • Font increase
  • Font Decrease

নিজ মাটিতে পরবাস!

চিটাগং ভাইকিংস এখন এই দুঃখের সারি গাইতে পারে! বিপিএলে তাদের এবারের আসর শুরু হয়েছিলো দুর্দান্ত ভঙ্গিতে। পয়েন্টের শীর্ষে উঠেই নিজ শহরে খেলতে এসেছিলো দলটি। কিন্তু নিজ মাটিতে টানা তিন ম্যাচের তিনটিতেই হার! অথচ এই দলটিই একসময় টানা পাঁচ ম্যাচ জিতে ডানা মেলে উড়ছিলো। এখন মুখ থুবড়ে পড়েছে; তাও আবার নিজ শহরেই!

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মঙ্গলবার দিনের ম্যাচে চিটাগং ভাইকিংস ন্যূনতম কোন প্রতিদ্বন্ধিতা গড়তে পারেনি। বৃষ্টি আইনে কুমিল্লা ম্যাচ জিতেছে ৭ উইকেটে। তখনো ম্যাচের ১৪ বল বাকি! এই ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১২ পয়েন্ট পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থাকায় চিটাগং ভাইকিংস টেবিলের তৃতীয় অবস্থানে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরুর তিনদিনের প্রতি ম্যাচেই রান উৎসব হয়েছে। মঙ্গলবারের এই প্রথম ম্যাচটা হলো লো-স্কোরের। টসে জিতে পুরোটা সময় জুড়ে চিটাগং ভাইকিংস যে ব্যাটিং করলো তার নাম; হাঁসফাঁস ব্যাটিং! স্কোরবোর্ডে ১১৬ রান জমা হতেই চিটাগংয়ের ইনিংস শেষ। শুরুর ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ ৩৩ ও শেষের দিকে মোসাদ্দেক হোসেন অপরাজিত ৪৩ করার কোনমতে চিটাগংয়ের স্কোর তিন অংকের ঘরে পৌছালো।

বৃষ্টিতে খেলায় বিঘ্ন ঘটায় ২০ ওভারের ম্যাচ ১৯ ওভারে কমিয়ে আনা হয়। রোদের দেখা না পাওয়া মেঘলা আকাশ-এমন কন্ডিশনে টসে জিতে চিটাগং ভাইকিংস অধিনায়ক মুশফিক রহিমের আগে ব্যাটিং নেয়াটা কতখানি ক্রিকেটীয় যুক্তিতে ঠিক ছিলো; সেই প্রশ্ন উঠতেই পারে। ম্যাচের শুরুটাই হলো চিটাগংয়ের বিচ্ছিরি ব্যাটিং দিয়ে। সেই দুরাবস্থা আর কোন সময় কাটিয়ে উঠতে পারেনি মুশফিক রহিমের দল। ৩৬ রানে ৪ উইকেট হারানোর ধাক্কায় ভেঙ্গে চুরচার চিটাগংয়ের ব্যাটিং লাইন আপ। শেষের দিকে মোসাদ্দেকের ব্যাটে ৩ ছক্কা ও ৩ বাউন্ডারিতে ২৫ বলে হার না মানা ৪৩ রানের ইনিংস জানিয়ে দিচ্ছে উইকেটে আসলে কোন জুজু ছিলো না; চিটাগং আসলে এই ম্যাচে পুরো পরিকল্পনাহীন ব্যাটিং করেছে। শহীদ আফ্রিদি উইকেট সোজা বল করছেন আর সেই বলে স্ট্যাম্প ছেড়ে ব্যাটসম্যান কাট শট খেলছেন! ফল-বোল্ড!

৪ ওভারে মাত্র ১০ রানে ২ উইকেট শিকার করে ম্যাচ সেরা শহীদ আফ্রিদি। যেখানে তার ডটবল ১৫টি! ১৯ ওভারের ইনিংসে চিটাগং সবমিলিয়ে ৫৯ বল থেকে কোন রানই তুলতে পারেনি! দলের সাত ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরেই পৌছাতে পারলেন না।

লো-স্কোরের ম্যাচে তাড়াহুড়ো করলে অনেক সময় বিপদ হতে পারে। সেই চিন্তায় কুমিল্লা এই ম্যাচ জেতার জন্য তেমন হুড়োহুড়ি করলো না। ধীরগতিতে নিরাপদ ভঙ্গিতে ম্যাচ জিতে ঢাকায় ফিরে যাচ্ছে কুমিল্লা। ৫১ বলে অপরাজিত ৫৪ রান করে তামিম ইকবাল ব্যাট হাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সেরা পারফর্মার।

সংক্ষিপ্ত স্কোর: চিটাগং ভাইকিংস: ১১৬/৮ (১৯ ওভারে, শাহজাদ ৩৩, মোসাদ্দেক ৪৩*, আফ্রিদি ২/১০, সাইফুদ্দিন ২/২৩, ওয়াহাব ২/২৩)। কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১১৭/৩ (১৬.৪ ওভারে, তামিম ৫৪*, শামসুর ৩৬, পেরেইরা ১০*, আবু জাহেদ ২/২৫)। ফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স বৃষ্টি আইনে ৭ উইকেটে জয়ী। ম্যাচ সেরা: আফ্রিদি।

   

হাসপাতাল থেকে ছাড়া পেলেন তেভেজ 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বুকে তীব্র ব্যথা নিয়ে গতকাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার কার্লোস তেভেজ। তবে পরীক্ষা-নিরীক্ষার পর গুরুতর কিছু ধরা না পড়ায় গতকালই তিনি ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। আপাতত বাসার ফিরে বিশ্রামে থাকবেন ৪০ বছর বয়সী এই ফুটবলার। 

বুকের ব্যথা তীব্র রূপ নিলে তেভেজকে ভর্তি করানো হয় আর্জেন্টিনার বুয়েনস আইরেসের কাছে সান ইসিন্দ্রোর একটি ক্লিনিকে। বিষয়টি গতকাল জানা যায় আর্জেন্টাইন শীর্ষ বিভাগের ক্লাব ইন্দিপেন্দিয়েন্তের এক বিবৃতিতে। এবার নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে তারাই জানায় তেভেজের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার বিষয়টি। 

সেই পোস্টে ক্লাব ইন্দিপেন্দিয়েন্ত জানায়, কার্লোস তেভেজের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে তাকে হাসপাতাল ছেড়ে দেওয়া হয়েছে। বাসায় ফিরে তিনি বিশ্রাম নেবেন এবং আগামীকাল ফিরবেন অনুশীলনে।’

তবে ঠিক কী কারণে বুকে এই ব্যথা অনুভব করেছেন তেভেজ সেই সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। 

গত বছরের আগস্টে আর্জেন্টিনার এই ক্লাবটির কোচ হয়ে আসেন তেভেজ। ক্লাবটির সঙ্গে তেভেজের চুক্তি ২০২৬ সাল পর্যন্ত। কোচিং ক্যারিয়ারটা অবশ্য আরও আগেই শুরু হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিতি, জুভেন্টাস ও বোকা জুনিয়র্সের সাবেক এই তারকা ফুটবলারের। ২০২১ সালে খেলোয়াড় হিসেবে ফুটবলকে বিদায় জানানোর পর ২০২২ সালে রোজারিও সেন্ট্রালের কোচে দায়িত্ব নিয়ে নিজের ম্যানেজেরিয়াল ক্যারিয়ার শুরু করেন তেভেজ। 

;

মোহিতের ‘লজ্জাজনক’ রেকর্ড



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএল ইতিহাসে কোনো ম্যাচে একজন বোলারের সর্বোচ্চ রান হজমের রেকর্ডটি এতদিন ছিল বাসিল থাম্পির। ২০১৮ আইপিএল আসরে তিনি এক স্পেলে রান হজম করেছিলেন ৭০। এবার সে রেকর্ডটি ভেঙে দিলেন ভারতের সাবেক পেসার মোহিত শর্মা।

আইপিএলের চলতি আসরে গুজরাট টাইন্টান্সের হয়ে খেলছেন মোহিত। গতরাতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নেমেছিল গুজরাট। যেখানে শুরুতে ব্যাটিংয়ে নেমে দলীয় ২২৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় স্বাগতিক দিল্লি।

গুজরাটের বোলারদের মধ্যে ৪ ওভার বোলিং করে সবচেয়ে বেশি ৭৩ রান হজম করেছেন মোহিত। বিনিময়ে একটি উইকেটও শিকার করতে পারেননি। বাজে পারফরম্যান্সের এই রাতে নিজের নামে করে নিলেন ‘বিব্রতকর’ এই রেকর্ডটিও।

মোহিতের এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডের রাতে হেরেছে তার দল গুজরাটও। বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিজেদের সর্বোচ্চটা দিয়েও শেষে মাত্র ৪ রানের হতাশাজনক হারের মুখ দেখতে হয় তাদের। এই হারের পর পয়েন্ট তালিকার সাতে অবস্থান করছে গুজরাট।

;

বিশ্বকাপের আগে চোটে পড়লেন রিজওয়ান



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে বর্তমানে টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। যেখানে চোটের কারণে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়, উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে ছিটকে যেতে হলো। চলিত সিরিজের তৃতীয় ম্যাচে এই চোটে পড়েন তিনি।

পাঁচ ম্যাচ সিরিজের তিন ম্যাচ শেষে বর্তমানে ১-১ সমতায় আছে দু’দল। সবশেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠের বাইরে চলে যান রিজওয়ান। কিউইদের বিপক্ষে চলতি সিরিজটিটে আর খেলা হবে না তার।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের এক বিবৃতিতে জানিয়েছে, রেডিওলজি রিপোর্ট দেখে রিজওয়ানকে সিরিজ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চোটটি অতটা গুরুতর নয় বলেও জানিয়েছে বোর্ড। তাদের ভাষ্যমতে, এক সপ্তাহ থেকে দশ দিনের মতো মাঠের বাইরে থাকবেন তিনি।

নিউজিল্যান্ড সিরিজের পর সামনে পাকিস্তানের ইংল্যান্ড সফর এবং জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর আছে। শুরুতে রিজওয়ানের সেখানে খেলা নিয়ে অনেকের মনে শঙ্কা তৈরি হলেও আসন্ন সফরগুলোতে তাকে পাওয়া যাবে বলে জানিয়েছে তাদের ক্রিকেট বোর্ড।

;

বার্সেলোনাতেই থাকছেন জাভি



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চলতি মৌসুমটা খুব একটা ভালো কাটছে না বার্সার। জাভির অধীনে গত মৌসুমে লা লিগা শিরোপা জেতার পর এই মৌসুমে কোনো সাফল্যই আসেনি বার্সেলোনার ঝুলিতে। এক সপ্তাহের ব্যবধানে হাতছাড়া হয়েছে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ে স্বপ্ন।

বছরের শুরুতে টানা ম্যাচ হারতে থাকার পর খানিকটা হতাশ হয়েই কোচ জাভি হার্নান্দেজ বলেছিলেন যে, চলতি মৌসুম শেষে বার্সার দায়িত্ব থেকে সরে যাবেন তিনি। ঘোষণাটি শোনার পর বার্সা সমর্থকরা বেশ দুঃখই পেয়েছিলেন। কারণ দীর্ঘদিন পর এই জাভির অধীনেই আলোর মুখ দেখা শুরু করেছিল কাতালান ক্লাবটি।

তবে নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন জাভি। জানিয়েছেন যে অন্তত আরও এক মৌসুম বার্সেলোনাতেই থাকবেন তিনি। অর্থাৎ ২০২৪-২৫ মৌসুমেও জাভিকেই কোচ হিসেবে পাবে বার্সা।

জাভির থেকে যাওয়ার বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন ক্লাবেরই এক মুখপাত্র। আগামী সোমবার বার্সেলোনা নিজেদের পরের ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে। এর আগে রবিবার জাভি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন। তার আগে আজ (বৃহস্পতিবার) বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা কোচের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে তাকে সংবাদ সম্মেলন ডাকবেন।

বার্সেলোনার হয়ে ১৭ বছরের বর্ণাঢ্য কারিয়ার আছে জাভির। লাল-নীল জার্সিটা ৭৬৭ ম্যাচ গায়ে জড়ানোর পর তুলে রেখেছেন। মোট ২৫টি শিরোপা জিতেছেন, যার মাঝে আছে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও আটটি লিগ শিরোপা। বিশ্বকাপজয়ী এই স্প্যানিশ মিডফিল্ডার কোচ হিসেবেও পেয়েছেন সফলতা, জিতেছেন স্প্যানিশ সুপার কাপ আর লা লিগা শিরোপা।

;