বিশ্বকাপে যুবরাজ সিংয়ের দুই ফেভারিট ভারত ও ইংল্যান্ড



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
যুবরাজ সিং: বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার

যুবরাজ সিং: বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার

  • Font increase
  • Font Decrease

-যুবরাজ সিং, এবারের বিশ্বকাপে আপনার চোখে ফেভারিট কে?

এমন প্রশ্ন আসবে জানাই ছিলো যুবরাজের। বিশ্বকাপের সময় যতোই ঘনিয়ে আসছে, প্রায় সবাই এই প্রশ্নের উত্তরের খোঁজে। ফেভারিট প্রশ্নে যুবরাজ শক্তিশালী দুই দলকেই বেছে নিলেন।

-আমার যুক্তিতে এই বিশ্বকাপে সেরা ফেভারিট ভারত ও ইংল্যান্ড।

তবে শুধু এই দুই দল নয়, এবারের বিশ্বকাপে যুবরাজের আরো বেশ কয়েকটি দল রয়েছে যারা ফেভারিটের ট্যাগ নিয়েই মাঠে নামবে। সেই তালিকায় অস্ট্রেলিয়াকে যুবরাজ রাখছেন তৃতীয় সেরা ফেভারিটের তালিকায়। আর চতুর্থ সেরা ফেভারিট হিসেবে লড়াইটা হবে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে।

বিশ্বকাপের বাকি তিনদল নিয়ে কোনো ইতিবাচক মন্তব্য করেননি ২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং। এই তিনটি দল হলো বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

ভারতে একটি অনুষ্ঠানে যুবরাজ বলছিলেন-‘আমার বিচারে সেরা চার ফেভারিটের মধ্যে ভারত ও ইংল্যান্ড শীর্ষে থাকছে। তবে হ্যাঁ, ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ দলে ফিরে আসায় অস্ট্রেলিয়াও শিরোপা প্রত্যাশী দল হয়ে উঠেছে। শুধু তাই নয়, পাওয়ার ক্রিকেটের বিচার করলে ওয়েস্ট ইন্ডিজও দারুণ শক্তিমান এবারের বিশ্বকাপে। তবে খেলা শুরুর আগে বেশিকিছু বলার উপায় নেই। শুধু একটু বলা যেতে পারে, ভারত ও ইংল্যান্ড প্রথম এবং দ্বিতীয় ফেভারিট। অস্ট্রেলিয়া তৃতীয়। আর চতুর্থ ফেভারিট? উত্তরটা পেতে আরো কিছুদিন অপেক্ষায় থাকতে হবে।’

এবারের বিশ্বকাপ সেমিফাইনালের আগ পর্যন্ত হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। অর্থাৎ টুর্নামেন্টের দশটি দল প্রত্যেকে একে অন্যের বিপক্ষে লড়বে। সেমিফাইনালের আগ পর্যন্ত একটা দলের ৯টি করে ম্যাচ। এই ফরমেট প্রসঙ্গে যুবরাজ সিং বলছিলেন-‘আগের বিশ্বকাপে আমরা গ্রæপ ম্যাচে এবং নকআউট পর্বে খেলতাম। এবার খেলতে হবে ৯টি ম্যাচ। এত বেশি ম্যাচ খেলে সেরা চার দলের থাকার যোগ্যতা অর্জনের কাজটা অনেক বেশি চাপের। তবে এই চাপ বা কঠিন কাজ টুর্নামেন্টের সব দলের জন্যই প্রযোজ্য। এই ফরমেটের খেলায় মানষিক চাপটা ঠিক রাখাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জের কাজ।’

ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে ক্রিকেট ভারতের জন্য সবসময় সৌভাগ্যের প্রতীক হিসেবেই থাকছে। ইংল্যান্ডের মাঠ থেকেই ১৯৮৩ সালে ভারত প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি জিতে ফিরেছিলো। ২০১৩ সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিলো ভারত। ইংল্যান্ডের মাটিতেই ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও উঠেছিলো।

তবে পেছনে কোন দল কি করেছিলো, সেটা নতুন টুর্নামেন্টে তেমনভাবে কাজে লাগে না। এই ধারণায় বিশ্বাস রেখে যুবরাজ জানাচ্ছেন-‘পেছনের রেকর্ড নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। বিরাট কোহলি ও তার দলকে এই বিশ্বকাপে নতুনভাবে শুরু করতে হবে। এবারের বিশ্বকাপ হবে হাইস্কোরিং ম্যাচের। টুর্নামেন্টের আগে প্রস্তুতিটা অনেক গুরুত্বপূর্ণ। ম্যাচের জটিল সময়গুলো কোন দল কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে সেটার ওপরই ম্যাচ ভাগ্য নির্ভর করবে।’

   

শেষ বলে এসে গুজরাটকে আটকালো দিল্লি



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলের চলতি আসরের ৪০তম ম্যাচে গত রাতে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্স। যেখানে ঘরের মাঠে গুজরাটের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বল পর্যন্ত গড়িয়েছিল খেলা, অবশেষে ৪ রানের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

এদিন টসে জিতে শুরুতে স্বাগতিক দিল্লিকে ব্যাটিংয়ে পাঠায় গুজরাট। ব্যাট হাতে দিল্লির দুই ওপেনার তেমন কিছু করে না দেখাতে পারলেও অক্ষর পাটেল ও অধিনায়ক রিশাভ পান্তের ব্যাট দারুণভাবে হেসেছে। অক্ষর ৪৩ বলে ৬৬ ও পান্ত ৪৩ বলে অপরাজিত ৮৮ রান করেছেন। শেষে ট্রিসান স্টাবসের ৭ বলে ২৬ রানের ক্যামেও ইনিংসের মাধ্যমে দিল্লির দলীয় সংগ্রহ দাঁড়ায় ২২৪ রান।

জবাবে ব্যাট হাতে নেমে শুরুতেই ধাক্কা খায় গুজরাট। দ্বিতীয় ওভারে অধিনায়ক শুবমান গিল সাজঘরে ফেরত যান মাত্র ৬ রানে। তবে সাই সুদর্শন ও ড্যাভিড মিলারের ব্যাটে ভর করে জয়ের বেশ সন্নিকটে পৌঁছায় সফরকারীরা। তবে নিজের সর্বোচ্চ চেষ্টাটা করেও দলকে জয় তুলে এনে দিতে পারেননি আফগান ক্রিকেটার রশিদ খান। শেষে মাত্র ৪ রানের ব্যবধানে হারতে হয় তাদের।

এই ম্যাচের পর সমান ৯ ম্যাচে দিল্লির ও গুজরাটের পয়েন্ট ৮। তবে নেট রানরেটের হিসেবে তালিকার ছয়ে আছে দিল্লি এবং সাতে গুজরাট।

;

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকা প্রিমিয়ার লিগ

আবাহনী–গাজী গ্রুপ

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

শাইনপুকুর–শেখ জামাল

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

মোহামেডান–প্রাইম ব্যাংক

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

৪র্থ টি–টোয়েন্টি

পাকিস্তান–নিউজিল্যান্ড

রাত ৮–৩০ মিনিট - এ স্পোর্টস ও জিও সুপার

আইপিএল

সানরাইজার্স হায়দরাবাদ–রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

রাত ৮টা - স্টার স্পোর্টস ১, গাজী টিভি ও টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

ব্রাইটন–ম্যানচেস্টার সিটি

রাত ১টা - স্টার স্পোর্টস সিলেক্ট ১

;

বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দরবান
বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক

বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক

  • Font increase
  • Font Decrease

বান্দরবানে এক কেজি ৭০০ গ্রাম আফিমসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২৪ এপ্রিল) র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার মাদক কারবারি হলেন উম্যামং মার্মা (৫২)। সে বান্দরবান সদরের কুহালং নতুন চড়ই পাড়া এলাকার মৃত ক্যশৈ অং মার্মার ছেলে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ এপ্রিল দিবাগত রাত দেড়টায় বান্দরবান সদরের কুহালং ইউপির পশ্চিম মুসলিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এসময় এক কেজি ৭০০ গ্রাম আফিমসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার উম্যামং মার্মা গোল্ডেন ওয়েজ কেন্দ্রিক আন্তর্জাতিক আফিম পাচারকারী চক্রের সদস্য মর্মে স্বীকার করেছেন। মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

;

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই ফুটবলার আটক



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগে খেলা দুই ফুটবলারকে আটক করেছে ইংল্যান্ডের পুলিশ। গত শুক্রবার (১৯ এপ্রিল) দুই ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে সপ্তাহান্তে পুলিশ তাদের আটক করে।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, শনিবার (২০ এপ্রিল) ধর্ষণে প্ররোচনা ও সাহায্য করার অভিযোগে একজন ফুটবলারকে আটক করে পুলিশ। এরপর রবিবার অপর এক ফুটবলারকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়।

জানা গেছে, প্রথম ফুটবলারকে তার ক্লাবের স্টেডিয়ামে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্মকর্তারা। পরে একই দিন রাতে তাকে আটক করা হয়।

দুইজন ফুটবলার একই প্রিমিয়ার লিগ ক্লাবের খেলেন বলেও ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে নিশ্চিত করা হয়। আটক করার পরপরই অবশ্য দুজন জামিনে মুক্ত হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ধর্ষণের দায়ে অভিযুক্ত দুই ফুটবলারেরই বয়স ১৯। তবে এই দুই ফুটবলারের ক্লাব এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে অপর এক ব্রিটিশ দৈনিক সান। তাদেরকে ক্লাব কোনো ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে কিনা সেটাও জানা যায়নি।

;