আফগানদেরও উড়িয়ে শীর্ষে কিউইরা



সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
দুর্দান্ত হাফসেঞ্চুরিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন কেন উইলিয়ামসন

দুর্দান্ত হাফসেঞ্চুরিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন কেন উইলিয়ামসন

  • Font increase
  • Font Decrease

সবশেষ বিশ্বকাপের রানার্স আপ তারা। একটুর জন্য প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি স্পর্শ করা হয়নি! এবারও ঠিক ফেভারিটদের ফেভারিট হয়েই বিশ্বকাপে পা রেখেছে নিউজিল্যান্ড। তারই পথ ধরে তুলে নিয়েছে টানা তৃতীয় জয়। শনিবার আফগানিস্তানকে হারিয়েছে অনায়াসে, হেসে-খেলে!

টনটনের দ্য কুপার এ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে ৭ উইকেটে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ১০৭ বল হাতে রেখেই জয়!

দিবা-রাত্রির লড়াইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে আফগানরা। কিন্তু যুদ্ধ বিধ্বস্ত দেশটির ক্রিকেটারদের বড় সংগ্রহ গড়তে দেয়নি কিউই বোলাররা। তাদের তোপে মাত্র ১৭২ রানে শেষ তাদের ইনিংস। জবাব দিতে নেমে সতর্ক হয়েই খেলেছে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ৩২.১ ওভারে ৩ উইকেট হারিয়ে তুলে নেয় আরেকটি জয়!

কিউইদের জয়ের নায়ক পেসার জেমস নিশাম। তার বোলিং তোপেই সর্বনাশ প্রতিপক্ষের। তিনি ক্যারিয়ারসেরা বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট। ম্যাচসেরা তিনিই! ৪ উইকেট লুকি ফার্গুসনের।

দিবা-রাত্রির এই ম্যাচে টস ভাগ্য ছিল কেন উইলিয়ামসনের পক্ষে। প্রথমে তিনি আফগানদের হাতে ব্যাট তুলে দেন। এরপর নেমে ৪১.১ ওভারে অলআউট হয়ে দলটি তুলে ১৭২ রান। ১০ ওভারে মাত্র ৩১ রানে ৫ উইকেট নেন নিশাম। লুকি ফার্গুসন নেন ৪ উইকেট।

লক্ষ্যটা ছিল মামুলি। ১৭৩। আর সেই সংগ্রহটা টপকাতে বেশ সতর্ক হয়েই খেলেছে কিউইরা। এছাড়া কিছু করারও ছিল না। দলের সংগ্রহে কোন রান যোগ না হতেই সাজঘরের পথ ধরেন মার্টিন গাপটিল। এরপর সম্ভাবনা জাগিয়েও আফতাব আলমেরই শিকার কলিন মনরো (২২)।

তারপর অবশ্য দুই অভিজ্ঞ ব্যাটসম্যান কেন উইলিয়ামসন ও রস টেলর পথ দেখান দলকে। গড়েন ৮৯ রানের জুটি। টেলর ফেরেন আফতাবেরই বলে ৫২ বলে ৪৮ রানে।

তারপর ফিনিশিংটুকু দিলেন অধিনায়ক উইলিয়ামসন। দলকে জিতিয়ে ৯৯ বলে ৭৯ রানে অপরাজিত থাকেন তিনি। সঙ্গে টম লাথাম অপরাজিত ১৩।

এর আগে আফগানদের দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার হযরতউল্লাহ জাজাই ও নূর আলি জাদরান। তারা গড়েন ৬৬ রানে জুটি। কিন্তু জেমস নিশাম তাদের ভয়ঙ্কর হয়ে উঠতে দেননি। শুরুতে ফেরান জাজাইকে। ২৮ বলে ৩৪ রান করেন তিনি।

তারপরই আউট নূর আলি। তিনি তুলেন ৩৮ বলে ৩১। তারপর যা একটু লড়লেন হাসমতউল্লাহ শহিদি। ৯৯ বলে ৫৯ রান তুলে কিছুটা হলেও সম্মানজনক স্কোর এনে দেন দলকে। অন্যরা শুধু উইকেটে টিকে থাকার বৃথা চেষ্টাটুকু করেছেন! শেষ পর্যন্ত এই অল্প পুঁজি নিয়ে লড়াই করা হয়নি।

কিউইরা তুলে নেয় ইংল্যান্ড বিশ্বকাপে টানা তৃতীয় জয়। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেটের সহজ জয় তুলে নেয় তারা। এরপর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বেশ লড়েছে। টাইগারদের বিপক্ষে দুই উইকেটে জেতে কিউইরা। এবার হারাল আফগানদের! তিনে তিন! বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষে (৬ পয়েন্ট) তারাই! চার পয়েন্ট নিয়ে এরপরই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। 

অন্যদিকে অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কা, এবার নিউজিল্যান্ডের সামনেও আত্মসমর্পন আফগানিস্তানের। সেমি-ফাইনালে উঠার পথটা কঠিনই হয়ে গেল তাদের।

সংক্ষিপ্ত স্কোর-

আফগানিস্তান: ৪১.১ ওভারে ১৭২/১০ (নুর আলি ৩১, জাজাই ৩৪, রহমত ০, শাহিদি ৫৯, নাইব ৪, নবি ৯, নাজিবউল্লাহ ৪, ইকরাম ২, রশিদ ০, আফতাব ১৪, হামিদ ৭*; ফার্গুসন ৪/৩৭, নিশাম ৫/৩১, ডি গ্র্যান্ডহোম ১/১৪)
নিউজিল্যান্ড: ৩২.১ ওভারে ১৭৩/৩ (গাপটিল ০, মানরো ২২, উইলিয়ামসন ৭৯*, টেলর ৪৮, ল্যাথাম ১৩*; আফতাব ৩/৪৫)
ফল: নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: জেমস নিশাম।

   

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই ফুটবলার আটক



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগে খেলা দুই ফুটবলারকে আটক করেছে ইংল্যান্ডের পুলিশ। গত শুক্রবার (১৯ এপ্রিল) দুই ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে সপ্তাহান্তে পুলিশ তাদের আটক করে।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, শনিবার (২০ এপ্রিল) ধর্ষণে প্ররোচনা ও সাহায্য করার অভিযোগে একজন ফুটবলারকে আটক করে পুলিশ। এরপর রবিবার অপর এক ফুটবলারকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়।

জানা গেছে, প্রথম ফুটবলারকে তার ক্লাবের স্টেডিয়ামে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্মকর্তারা। পরে একই দিন রাতে তাকে আটক করা হয়।

দুইজন ফুটবলার একই প্রিমিয়ার লিগ ক্লাবের খেলেন বলেও ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে নিশ্চিত করা হয়। আটক করার পরপরই অবশ্য দুজন জামিনে মুক্ত হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ধর্ষণের দায়ে অভিযুক্ত দুই ফুটবলারেরই বয়স ১৯। তবে এই দুই ফুটবলারের ক্লাব এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে অপর এক ব্রিটিশ দৈনিক সান। তাদেরকে ক্লাব কোনো ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে কিনা সেটাও জানা যায়নি।

;

মুস্তাফিজদের নয়, দোষ শিশিরের



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিপক্ষে ঘরের মাঠেও চেন্নাই সুপার কিংস পেরে উঠল না। শেষ ওভারে ১৭ রান প্রয়োজন ছিল লক্ষ্ণৌয়ের, কিন্তু মুস্তাফিজ সে ওভারে বোলিংয়ে এসে তিনটি বৈধ ডেলিভারিতেই খরচ করেছেন ১৯ রান। ম্যাচটি ৬ উইকেটের বড় ব্যবধানে হারতে হয় তাদের।

২১০ রানের বড় সংগ্রহ নিয়েও বোলারদের ব্যর্থতায় হারের মুখ দেখতে হয় চেন্নাইকে। শুধু মুস্তাফিজই, দলের অন্য বোলাররাও লক্ষ্ণৌয়ের ব্যাটিংয়ের সামনে খাবি খেয়েছেন। তাদের শাসন করেই ১২৪ রানের অবিশ্বাস্য হার না মানা ইনিংস খেলে লক্ষ্ণৌকে জয় এনে দেন মার্কাস স্টয়নিস।

এমন দুর্দান্ত ইনিংস দেখে প্রতিপক্ষ শিবিরে থেকেও প্রশংসা না করে পারেননি চেন্নাই অধিনায়ক এবং লক্ষ্ণৌয়ের বিপক্ষে সেঞ্চুরি করা ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়, ‘পরাজয় মেনে নেওয়া সবসময়ই কঠিন। লক্ষ্ণৌ ভালো করেছে। ১৩তম ওভার পর্যন্ত ম্যাচ আমাদের হাতেই ছিল। স্টয়নিস দুর্দান্ত ব্যাট করেছে। ওকে টুপি খোলা অভিনন্দন।’ 

তবে ২১০ রান ডিফেন্ড করতে না পারার পরও বোলারদের দায় দিচ্ছেন না চেন্নাই অধিনায়ক, ‘এই ম্যাচে শিশির প্রভাব রেখেছে। শিশিরের কারণে স্পিনাররা সুবিধা করতে পারেনি। তা না হলে আরেকটু ভালো হতে পারত। যদিও এটি খেলারই অংশ। যা আপনার হাতে নেই সেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।’

;

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আর্জেন্টিনার তেভেজ



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে আর্জেন্টিনার সাবেক ফুটবলার কার্লোস তেভেজকে। মঙ্গলবার (২৩ এপ্রিল) তাকে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হওয়ার কথা।

ম্যানচেস্টারের দুই ক্লাব সিটি এবং ইউনাইটেডের হয়ে খেলা এই ফুটবলার অবসরের পর এখন আর্জেন্টাইন ক্লাব ইন্দিপেন্দিয়েন্তের হেড কোচের দায়িত্বে রয়েছেন। ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক বিবৃতিতে জানায়, সান ইসিদ্রোর ত্রিনিদাদ হাসপাতালে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তার অবস্থা ‘সন্তোষজনক’।

তবে সতর্কতাবশত তেভেজকে আরও কিছুদিন হাসপাতালে রাখা হবে বলেও ইন্দিপেন্দিয়েন্তের বিবৃতিতে জানানো হয়।

২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে নিয়মিত দেখা যায় তেভেজকে। ২০২২ সালে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দেয়ার পর কিছু সময় রোজারিও সেন্ট্রালের দায়িত্বে ছিলেন। ২০২৩ সালের আগস্টে ইন্দিপেন্দিয়েন্তের ডাগআউটে দাঁড়ান।

;

স্লটের জন্য শতকোটি টাকারও বেশি খসাতে হবে লিভারপুলকে



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জাবি আলোনসো বায়ার লেভারকুজেনকে লিগ জিতিয়ে সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। স্পোর্টিং লিসবনের রুবেন আমোরিমকে চায় ওয়েস্ট হ্যাম, লিভারপুলের সঙ্গে আপাতত তার কোনো আলোচনা চলছে না। তাই ইংলিশ জায়ান্ট লিভারপুলকে ইয়ুর্গেন ক্লপের উত্তরসূরি বেছে নিতে এখন চোখ রাখতে হচ্ছে নেদারল্যান্ডসে।

ডাচ ক্লাব ফেয়েনুর্ডের ম্যানেজার আরনে স্লটকে ক্লপের স্থলাভিষিক্ত করতে চায় লিভারপুল, এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছে ইউরোপীয় সংবাদমাধ্যমে। ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, লিভারপুলের সঙ্গে ইতিবাচক আলাপ হয়েছে স্লটের। লিভারপুল কোচের চাকরি নিয়ে বেশ আগ্রহী তিনি।

স্লটের সঙ্গে ফেয়েনুর্ডের বর্তমান চুক্তিতে কোনো রিলিজ ক্লজ নেই বলেও জানিয়েছেন রোমানো। তবে স্লটকে কোনো ক্লাব নিয়োগ দিতে চাইলে ফেয়েনুর্ড মোটা অঙ্কের ক্ষতিপূরণ চাইতে পারে। গত বছর আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম স্লটের ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল। তবে মোটা ক্ষতিপূরণের কথা শুনে তারা পিছিয়ে যায় এবং অস্ট্রেলিয়ান ম্যানেজার অ্যাঞ্জ পস্তেকগলুকে নিয়োগ দেয়।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল জানাচ্ছে, স্লটকে ছেড়ে দিতে প্রায় ১০ মিলিয়ন ইউরো বা বাংলাদেশ মুদ্রায় ১১৬ কোটি টাকা চাইতে পারে ফেয়েনুর্ড। স্লটকে পেতে চাইলে লিভারপুলকে এই বড় অঙ্কের অর্থ খসাতে হবে। উল্লেখ্য, ফেয়েনুর্ডের সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তি রয়েছে স্লটের।

;