কোহলির ব্যাটিং স্টাইল বাবরের অনুপ্রেরণা



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
কোহলির ব্যাটিং দেখে শিখছেন বাবর আজম

কোহলির ব্যাটিং দেখে শিখছেন বাবর আজম

  • Font increase
  • Font Decrease

ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। ভারত অধিনায়কের কাজ শুধু নেতৃত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। সতীর্থদের সঙ্গে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্যও অনুপ্রেরণার রসদ যুগিয়ে যাচ্ছেন কোহলি।

২০১৯ বিশ্বকাপের বহুল প্রত্যাশিত ভারত-পাকিস্তান দ্বৈরথকে সামনে রেখে এমন অবাক করা তথ্যই জানিয়েছেন বাবর আজম। ভারত অধিনায়ক বিরাট কোহলি থেকে সব সময় শেখার চেষ্টা করেন পাকিস্তানের এ তারকা ব্যাটসম্যান নিজেও।

সাংবাদিকদের তেমনটাই জানালেন বাবর, ‘কোহলির ব্যাটিং পারফরম্যান্স দেখে চলেছি। বিভিন্ন কন্ডিশনে তিনি কী ভাবে ব্যাট করেন। তা থেকে শেখার চেষ্টা করি। অভিজ্ঞদের কাছ থেকে আমি শেখার চেষ্টা করি। এটাই আমার শেখার পদ্ধতি। ভারতের হয়ে কোহলির জয়ের অনুপাত অনেক ওপরে। আমি এমনটা অর্জনের চেষ্টা করে যাচ্ছি।’

ভারতকে ১৮০ রানে হারিয়ে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ফাইনালে ৪৬ রানের ঝড়ো স্কোর গড়ে ছিলেন বাবর। এ ফাইনাল থেকে প্রেরণা খুঁজে নিচ্ছেন পাকিস্তানের এ ক্রিকেটার, ‘এ জয় কখনোই আমাদের স্মৃতি থেকে মুছে যাবে না। শিরোপা জয়ের স্মৃতিটা সব সময় আমাদের অনুপ্রেরণা হয়ে কাজ করবে।’

ভারত-পাকিস্তানের মতো শ্বাসরুদ্ধকর আর স্নায়ুচাপের হাইভোল্টেজ ম্যাচে সব সময় চাপ থাকে। বাবরের দৃষ্টিতে এ চাপ দলকে বেশ ভালো ভাবেই উজ্জেবিত করে, ‘আমরা সবাই ম্যাচের জন্য প্রস্তুত। কারণ ভারত-পাকিস্তান ম্যাচ সব সময় উত্তেজনায় ভরা। এবং সমান ভাবে সবার কাছে আরাধ্য। পুরো দুনিয়া চোখ রাখে এ ম্যাচে। পুরো দলই ইতিবাচক। তাই আমরা ম্যাচের দিকেই তাকিয়ে আছি। শুধু আমি না। দলের সব ক্রিকেটার বড় একটা জয় দিয়েই ম্যাচটা শেষ করতে চায়।’

ভারতের বোলিং আক্রমণে আছেন পেসার জাসপ্রিত বুমরাহ। ব্যাটিং লাইন-আপে ধস নামিয়ে দিতে আছেন কুলদ্বীপ যাদব ও যুবেন্দ্র চাহালের মতো স্পিনার। বাবরের মাথা থেকে সড়ে যায়নি ব্যাপারটা। তবে বাবরের দল ইংলিশ বোলারদের হুমকি মোকাবেলা করতে ইউনিট হিসেবে দারুণ আত্মবিশ্বাসী।

নিজেদের ওপর আস্থা রেখে বাবর বলেন, ‘ভারতের দুর্বার বোলিং আক্রমণ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলেছি। তাদের হাতেও রয়েছে ভালো পেস অ্যাটাক। তাই ভারতীয় পেস আক্রমণ সঠিক ভাবে মোকাবেলা করতে আমরা আত্মবিশ্বাসী।’

২৪ বছরের টপ অর্ডার ব্যাটসম্যান  বাবর ফেভারিট ও স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে অবাক করা জয়ের ম্যাচে ৬৩ রানের অনন্য এক ইনিংস হাঁকিয়ে ছিলেন। সুবাদে তার দলের সংগ্রহ দাঁড়ায় ৩৪৮/৮। কিন্তু অন্য ম্যাচ গুলোতে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার কাছে হার মেনেছে পাকিস্তান। আর বৃষ্টির কারণে মাঠেই গড়ায়নি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি।

রোববার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে লিগ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবে অধিনায়ক সরফরাজ আহমেদের দল।

   

শেষ বলে এসে গুজরাটকে আটকালো দিল্লি



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলের চলতি আসরের ৪০তম ম্যাচে গত রাতে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্স। যেখানে ঘরের মাঠে গুজরাটের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বল পর্যন্ত গড়িয়েছিল খেলা, অবশেষে ৪ রানের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

এদিন টসে জিতে শুরুতে স্বাগতিক দিল্লিকে ব্যাটিংয়ে পাঠায় গুজরাট। ব্যাট হাতে দিল্লির দুই ওপেনার তেমন কিছু করে না দেখাতে পারলেও অক্ষর পাটেল ও অধিনায়ক রিশাভ পান্তের ব্যাট দারুণভাবে হেসেছে। অক্ষর ৪৩ বলে ৬৬ ও পান্ত ৪৩ বলে অপরাজিত ৮৮ রান করেছেন। শেষে ট্রিসান স্টাবসের ৭ বলে ২৬ রানের ক্যামেও ইনিংসের মাধ্যমে দিল্লির দলীয় সংগ্রহ দাঁড়ায় ২২৪ রান।

জবাবে ব্যাট হাতে নেমে শুরুতেই ধাক্কা খায় গুজরাট। দ্বিতীয় ওভারে অধিনায়ক শুবমান গিল সাজঘরে ফেরত যান মাত্র ৬ রানে। তবে সাই সুদর্শন ও ড্যাভিড মিলারের ব্যাটে ভর করে জয়ের বেশ সন্নিকটে পৌঁছায় সফরকারীরা। তবে নিজের সর্বোচ্চ চেষ্টাটা করেও দলকে জয় তুলে এনে দিতে পারেননি আফগান ক্রিকেটার রশিদ খান। শেষে মাত্র ৪ রানের ব্যবধানে হারতে হয় তাদের।

এই ম্যাচের পর সমান ৯ ম্যাচে দিল্লির ও গুজরাটের পয়েন্ট ৮। তবে নেট রানরেটের হিসেবে তালিকার ছয়ে আছে দিল্লি এবং সাতে গুজরাট।

;

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকা প্রিমিয়ার লিগ

আবাহনী–গাজী গ্রুপ

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

শাইনপুকুর–শেখ জামাল

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

মোহামেডান–প্রাইম ব্যাংক

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

৪র্থ টি–টোয়েন্টি

পাকিস্তান–নিউজিল্যান্ড

রাত ৮–৩০ মিনিট - এ স্পোর্টস ও জিও সুপার

আইপিএল

সানরাইজার্স হায়দরাবাদ–রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

রাত ৮টা - স্টার স্পোর্টস ১, গাজী টিভি ও টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

ব্রাইটন–ম্যানচেস্টার সিটি

রাত ১টা - স্টার স্পোর্টস সিলেক্ট ১

;

বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দরবান
বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক

বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক

  • Font increase
  • Font Decrease

বান্দরবানে এক কেজি ৭০০ গ্রাম আফিমসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২৪ এপ্রিল) র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার মাদক কারবারি হলেন উম্যামং মার্মা (৫২)। সে বান্দরবান সদরের কুহালং নতুন চড়ই পাড়া এলাকার মৃত ক্যশৈ অং মার্মার ছেলে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ এপ্রিল দিবাগত রাত দেড়টায় বান্দরবান সদরের কুহালং ইউপির পশ্চিম মুসলিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এসময় এক কেজি ৭০০ গ্রাম আফিমসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার উম্যামং মার্মা গোল্ডেন ওয়েজ কেন্দ্রিক আন্তর্জাতিক আফিম পাচারকারী চক্রের সদস্য মর্মে স্বীকার করেছেন। মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

;

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই ফুটবলার আটক



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগে খেলা দুই ফুটবলারকে আটক করেছে ইংল্যান্ডের পুলিশ। গত শুক্রবার (১৯ এপ্রিল) দুই ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে সপ্তাহান্তে পুলিশ তাদের আটক করে।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, শনিবার (২০ এপ্রিল) ধর্ষণে প্ররোচনা ও সাহায্য করার অভিযোগে একজন ফুটবলারকে আটক করে পুলিশ। এরপর রবিবার অপর এক ফুটবলারকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়।

জানা গেছে, প্রথম ফুটবলারকে তার ক্লাবের স্টেডিয়ামে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্মকর্তারা। পরে একই দিন রাতে তাকে আটক করা হয়।

দুইজন ফুটবলার একই প্রিমিয়ার লিগ ক্লাবের খেলেন বলেও ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে নিশ্চিত করা হয়। আটক করার পরপরই অবশ্য দুজন জামিনে মুক্ত হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ধর্ষণের দায়ে অভিযুক্ত দুই ফুটবলারেরই বয়স ১৯। তবে এই দুই ফুটবলারের ক্লাব এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে অপর এক ব্রিটিশ দৈনিক সান। তাদেরকে ক্লাব কোনো ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে কিনা সেটাও জানা যায়নি।

;