খেলাটা যুদ্ধ নয়, শান্ত থাকুন- আকরাম



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম

  • Font increase
  • Font Decrease

ভারত-পাকিস্তান দ্বৈরথ এখন বিরল। এবার বিশ্বকাপের মঞ্চে দুই চির বৈরি দেশের দেখা হচ্ছে। রোববার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রস্তুত মঞ্চ। এনিয়ে দুদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে বিরাজ করছে টানটান উত্তেজনা। দুই প্রতিবেশীর রাজনৈতিক সম্পর্কও এখন একদমই ভালো নয়। তাই নানা অঘটনের শঙ্কাই কাজ করছে ওয়াসিম আকরামের মনে।

আকর্ষণীয় ম্যাচটি সামনে রেখে বর্ডারের দুই পাড়ের ক্রিকেট অনুরাগীদের উত্তেজনায় না ভুগে শান্ত থাকার আর্জি জানিয়েছেন আকরাম। পাকিস্তানের এ কিংবদন্তী ক্রিকেটার বলেন, ‘বৈরিতা বড় হয়ে উঠতে পারে না। ভারত-পাকিস্তান বিশ্বকাপে খেলতে যাচ্ছে এক বিলিয়নের অধিক সমর্থক নিয়ে। ক্রিকেটে যেটা সবচেয়ে বড় বিষয়। তাই উভয় দলের ভক্তদের প্রতি আমার বার্তা- ম্যাচ উপভোগ করুন। এবং শান্ত থাকুন।

আকরাম আরো জানান, পরিস্থিতি উত্তপ্ত করার চেয়ে ম্যাচ উপভোগ করা উচিত, ‘এক দল জিতবে। এক দল হারবে। তাই উৎফুল্ল থাকুন। ম্যাচটাকে যুদ্ধের পর্যায়ে নিয়ে যাবেন না।’

১৯৯২ সাল থেকে বিশ্বকাপে ভারত-পাকিস্তান দ্বৈরথের শুরু। কিন্তু এখনো পর্যন্ত ছয় ম্যাচ খেলে একটিতেও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। কিন্তু পাকিস্তান লিজেন্ড আকরামের প্রত্যাশা, ভারতের বিপক্ষে এ জয় খরাটা কাটবে রোববারের ম্যাচের মধ্য দিয়েই।

আকরাম বলেন, ‘হ্যাঁ, ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ নিয়ে মনে রাখার মতো স্মৃতি নেই আমার। বছরের পর বছর ধরে সব ম্যাচই আমি উপভোগ করেছি। কারণ সমর্থকদের চোখ টেলিভিশনের পর্দায় আঠার মতো লেগে থাকে। রোববার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে।’

১৯৯২, ১৯৯৯ ও ২০০৩ সালে বিশ্বকাপে ভারতের বিপক্ষে নিজে হার মানলেও আকরাম বিশ্বাস করে দুর্ভাগ্যটা দূর করা সম্ভব। জেতা সম্ভব ভারতের বিপক্ষে। আর জয়ের জন্য প্রিয় পাকিস্তান দলকে টিপসও দিয়ে রাখলেন, ‘নিয়ন্ত্রিত আগ্রাসী ক্রিকেট খেলার মাধ্যমে ভারতকে হারাতে পারবে পাকিস্তান।’

   

শেষ বলে এসে গুজরাটকে আটকালো দিল্লি



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলের চলতি আসরের ৪০তম ম্যাচে গত রাতে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্স। যেখানে ঘরের মাঠে গুজরাটের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বল পর্যন্ত গড়িয়েছিল খেলা, অবশেষে ৪ রানের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

এদিন টসে জিতে শুরুতে স্বাগতিক দিল্লিকে ব্যাটিংয়ে পাঠায় গুজরাট। ব্যাট হাতে দিল্লির দুই ওপেনার তেমন কিছু করে না দেখাতে পারলেও অক্ষর পাটেল ও অধিনায়ক রিশাভ পান্তের ব্যাট দারুণভাবে হেসেছে। অক্ষর ৪৩ বলে ৬৬ ও পান্ত ৪৩ বলে অপরাজিত ৮৮ রান করেছেন। শেষে ট্রিসান স্টাবসের ৭ বলে ২৬ রানের ক্যামেও ইনিংসের মাধ্যমে দিল্লির দলীয় সংগ্রহ দাঁড়ায় ২২৪ রান।

জবাবে ব্যাট হাতে নেমে শুরুতেই ধাক্কা খায় গুজরাট। দ্বিতীয় ওভারে অধিনায়ক শুবমান গিল সাজঘরে ফেরত যান মাত্র ৬ রানে। তবে সাই সুদর্শন ও ড্যাভিড মিলারের ব্যাটে ভর করে জয়ের বেশ সন্নিকটে পৌঁছায় সফরকারীরা। তবে নিজের সর্বোচ্চ চেষ্টাটা করেও দলকে জয় তুলে এনে দিতে পারেননি আফগান ক্রিকেটার রশিদ খান। শেষে মাত্র ৪ রানের ব্যবধানে হারতে হয় তাদের।

এই ম্যাচের পর সমান ৯ ম্যাচে দিল্লির ও গুজরাটের পয়েন্ট ৮। তবে নেট রানরেটের হিসেবে তালিকার ছয়ে আছে দিল্লি এবং সাতে গুজরাট।

;

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকা প্রিমিয়ার লিগ

আবাহনী–গাজী গ্রুপ

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

শাইনপুকুর–শেখ জামাল

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

মোহামেডান–প্রাইম ব্যাংক

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

৪র্থ টি–টোয়েন্টি

পাকিস্তান–নিউজিল্যান্ড

রাত ৮–৩০ মিনিট - এ স্পোর্টস ও জিও সুপার

আইপিএল

সানরাইজার্স হায়দরাবাদ–রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

রাত ৮টা - স্টার স্পোর্টস ১, গাজী টিভি ও টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

ব্রাইটন–ম্যানচেস্টার সিটি

রাত ১টা - স্টার স্পোর্টস সিলেক্ট ১

;

বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দরবান
বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক

বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক

  • Font increase
  • Font Decrease

বান্দরবানে এক কেজি ৭০০ গ্রাম আফিমসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২৪ এপ্রিল) র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার মাদক কারবারি হলেন উম্যামং মার্মা (৫২)। সে বান্দরবান সদরের কুহালং নতুন চড়ই পাড়া এলাকার মৃত ক্যশৈ অং মার্মার ছেলে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ এপ্রিল দিবাগত রাত দেড়টায় বান্দরবান সদরের কুহালং ইউপির পশ্চিম মুসলিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এসময় এক কেজি ৭০০ গ্রাম আফিমসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার উম্যামং মার্মা গোল্ডেন ওয়েজ কেন্দ্রিক আন্তর্জাতিক আফিম পাচারকারী চক্রের সদস্য মর্মে স্বীকার করেছেন। মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

;

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই ফুটবলার আটক



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগে খেলা দুই ফুটবলারকে আটক করেছে ইংল্যান্ডের পুলিশ। গত শুক্রবার (১৯ এপ্রিল) দুই ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে সপ্তাহান্তে পুলিশ তাদের আটক করে।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, শনিবার (২০ এপ্রিল) ধর্ষণে প্ররোচনা ও সাহায্য করার অভিযোগে একজন ফুটবলারকে আটক করে পুলিশ। এরপর রবিবার অপর এক ফুটবলারকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়।

জানা গেছে, প্রথম ফুটবলারকে তার ক্লাবের স্টেডিয়ামে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্মকর্তারা। পরে একই দিন রাতে তাকে আটক করা হয়।

দুইজন ফুটবলার একই প্রিমিয়ার লিগ ক্লাবের খেলেন বলেও ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে নিশ্চিত করা হয়। আটক করার পরপরই অবশ্য দুজন জামিনে মুক্ত হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ধর্ষণের দায়ে অভিযুক্ত দুই ফুটবলারেরই বয়স ১৯। তবে এই দুই ফুটবলারের ক্লাব এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে অপর এক ব্রিটিশ দৈনিক সান। তাদেরকে ক্লাব কোনো ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে কিনা সেটাও জানা যায়নি।

;