সেমি-ফাইনাল স্বপ্ন এখন আরো ‘সেমি’!



এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম, নটিংহ্যামশায়ার, ইংল্যান্ড থেকে
সেমি-ফাইনালে উঠার পথটা আরো কঠিন হয়ে গেল টাইগারদের- ছবি:বিসিবি

সেমি-ফাইনালে উঠার পথটা আরো কঠিন হয়ে গেল টাইগারদের- ছবি:বিসিবি

  • Font increase
  • Font Decrease

-বাংলাদেশ দল কতদূর যেতে পারে। সেমিফাইনাল কি সম্ভব?

বিশ্বকাপ শুরুর আগে, শুরুর পর এবং এখন বিশ্বকাপের মাঝপথে এসেও প্রায় নিত্যদিনই বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মতুর্জাকে এই প্রশ্নটা শুনতে হচ্ছে।

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টন্টনে ম্যাচ জেতার দিনই শুনতে হয়েছিলো। উত্তরও দিয়েছিলেন অধিনায়ক। নটিংহ্যামে অস্ট্রেলিয়ার কাছে হারের দিনও প্রশ্নটা শুনেছেন। উত্তর দিয়েছেন। তবে এবারের উত্তরে অনিশ্চয়তার সুর একটু বেশি স্পষ্ঠ।

৬ ম্যাচে বিশ্বকাপে এখন বাংলাদেশের পয়েন্ট ৫। বাকি আছে গ্রুপে আরও তিনটি ম্যাচ। প্রতিপক্ষ আফগানিস্তান, ভারত ও পাকিস্তান। আপাতত সেমি-ফাইনালে বাংলাদেশকে খেলতে হলে এখন আর মোটে একটা শর্ত নয়, একসঙ্গে অনেক কিছুকে নিজের পক্ষে আনতে হবে। প্রথম শর্ত হলো-পরের তিন ম্যাচের তিনটিতেই জিততে হবে। তাহলে বাংলাদেশের পয়েন্ট দাড়াবে সর্বোচ্চ ১১। সেই সঙ্গে প্রার্থনায় বসতে হবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত এবং নিউজিল্যান্ড-এই চার দলের কোনো একটা দলের পয়েন্ট যেন ১১ এর নিচে থাকে!

সমস্যা হলো এই চার দলের মধ্যে তিনদল ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারত এখন পর্যন্ত ম্যাচের হিসেবে বাংলাদেশের চেয়ে কম ম্যাচ খেলেছে। আর এই তিনদলই পয়েন্টেও বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। বাকি ম্যাচগুলোতে তারা বাংলাদেশের ‘সম্ভাব্য ১১ পয়েন্টকে’ ছাড়িয়ে যাতে না যায়-সেই আশায় চেয়ে থেকে তাদের জন্য ‘বদদোয়া’ করতে হবে!

বাকি ম্যাচগুলোতে নিজের শতভাগ সাফল্য থাকতে হবে। এবং বিশ্ব ক্রিকেটের তিন ‘বিগ থ্রি’  ও নিউজিল্যান্ড যাতে ক্রমশ পয়েন্ট হারায় সেই অপেক্ষায় চেয়ে থাকতে হবে বাংলাদেশকে। বাস্তবতা জানাচ্ছে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার বাংলাদেশের স্বপ্নটা ক্রমশ আরো ‘সেমি’ হয়ে দাড়াচ্ছে।

-তাহলে কি সেমির সম্ভাবনা বাংলাদেশের শেষ প্রায়?

প্রশ্নটা শুনে মাশরাফির উত্তর-‘আপনি কখনোই তা বলতে পারেন না! আমাদের এখনো আরো তিনটি ম্যাচ বাকি আছে। সেই তিন ম্যাচে আমরা নিজেদের সর্বোচ্চ সেরা ক্রিকেট খেলার আশায় আছি। হ্যাঁ, তারপরও আমাদের সেমিফাইনালে খেলার জন্য অন্য দলগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।’

 ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়া ম্যাচের পর তামিম ইকবালও বাংলাদেশ দলের সেমিফাইনাল প্রসঙ্গে বললেন-‘এখনো একটা সুযোগ আছে। আমার কোনো টিম মেট আশা ছাড়ছে না। সবাই চিন্তা করছে তিন ম্যাচ জিততে পারলে একটা সুযোগ হতে পারে।’

সুযোগ। সম্ভাবনা। সেমি-ফাইনাল। এই তিন শব্দই এখন বিশ্বকাপে বাংলাদেশের আশেপাশে ঘুরছে শুধু!


২০১৯ বিশ্বকাপ পয়েন্ট তালিকা-

দল            ম্যাচ    জয়    হার    টাই    পরিত্যক্ত    পয়েন্ট     রান রেট
১.অস্ট্রেলিয়া     ৬       ৫    ১       ০          ০        ১০        ০.৮৪৯
২.নিউজিল্যান্ড    ৫       ৪    ০       ০         ১        ৯           ১.৫৯১
৩.ইংল্যান্ড        ৫        ৪    ১       ০        ০         ৮         ১.৮৬২
৪.ভারত          ৪       ৩     ০       ০       ১          ৭          ১.০২৯
৫.বাংলাদেশ       ৬       ২    ৩       ০       ১          ৫        -০.৪০৭
৬.শ্রীলঙ্কা          ৫       ১    ২        ০       ২           ৪        -১.৭৭৮
৭.উইন্ডিজ         ৫       ১    ৩       ০       ১            ৩        ০.২৭২
৮.দ. আফ্রিকা    ৬        ১    ৪       ০       ১            ৩        -০.১৯৩
৯.পাকিস্তান       ৫        ১    ৩       ০       ১            ৩        -১.৯৩৩
১০.আফগানিস্তান  ৫       ০    ৫        ০      ০             ০        -২.০৮৯

   

শেখ জামালের কাছে হেরে শিরোপা-স্বপ্ন শেষ শাইনপুকুরের



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এবার চমকের পর চমক দেখিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। প্রথম পর্বে আবাহনীর পর দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট নিয়ে সুপার লিগে জায়গা করে নেয় তারা। সুপার লিগেও প্রথম ম্যাচে জয় পেয়েছিল দলটি। তবে সুপার লিগের দ্বিতীয় ম্যাচে এসে হোঁচট খেতে হল তাদের। দলটিকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

বিকেএসপির ৩ নম্বর মাঠে টসে জিতে আগে ব্যাট করতে নামে শাইনপুকুর। জিসান আলম ও অধিনায়ক আকবর আলির ব্যাটে লড়াকু সংগ্রহ পায় তারা। ৪৬.১ ওভারে সব উইকেট হারিয়ে তারা স্কোরবোর্ডে জমা করে ২৬৪ রান।

দুই রানের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপে পোড়েন শাইনপুকুর ওপেনার জিসান আলম। তাইবুর রহমানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে তাকে থামতে হয় ৯৮ রানে। ৬৪ রান আসে আকবর আলির ব্যাটে।

শেখ জামালের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন তাইবুর।

২৬৫ রান তাড়া করতে নেমে ওপেনার সাইফ হাসানের ফিফটি ও তিনে নামা ফজলে মাহমুদ রাব্বির সেঞ্চুরিতে ৪৬.২ ওভারেই লক্ষ্য পৌঁছে যায় শেখ জামাল।

নাহিদ রানার বলে তানজিদ হাসান তামিমের ক্যাচ হওয়ার আগে ৬৭ রান করেন সাইফ। অন্যদিকে সমান ছয়টি করে চার-ছক্কায় ১০১ রানের হার না মানা ইনিংসে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন ফজলে মাহমুদ।

এই হারে শিরোপার স্বপ্ন ফিকে হয়ে গেল শাইনপুকুরের। অন্যদিকে শিরোপার দৌড়ে না থাকলেও সুপার লিগে প্রথম জয়ের উৎসব করছে শেখ জামাল।

;

বিশ্বকাপে ‘ভালো কিছুর সম্ভাবনা’ দেখছেন সাকিব



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসরে বাংলাদেশ কেমন করবে সেটার জবাব আপাতত সময়ের কাছে তোলা। তবে এই টুর্নামেন্ট শুরুর কয়েক মাস আগেই খুব বেশি প্রত্যাশা বা মাতামাতি করতে নিষেধ করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের কণ্ঠে অবশ্য অন্য সুর শোনা গেল।

 টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু করবে বলে বিশ্বাস সাকিবের। বিশ্বকাপ জয়ের স্বপ্ন না দেখালেও অন্তত সমর্থকদের আনন্দ করার মতো কিছু উপলক্ষ্য এনে দিতে চান এই বিশ্বসেরা অলরাউন্ডার, ‘বিশ্বকাপ পাওয়ার মতো অবস্থায় আসছি কি না, এটা বলাটা একটু মুশকিল। তবে টি-টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারাতে পারে, বড় ছোট দল নেই। বলছি না, ট্রফি জিততে পারব কি পারব না। তবে আমাদের ভালো কিছুর সম্ভাবনা আছে।’

সেজন্য সবার আগে নিজেদের সামর্থ্যে বিশ্বাস রাখার বার্তা সাকিবের। যুক্তরাষ্ট্রে  এক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে সাকিব বলেন, ‘আমাদের বিশ্বাসটা দরকার, ওই বিশ্বাসটা নিয়ে যদি খেলতে পারি, আমরা ভালো করব।’

গত বছর ভারতে বিশ্বকাপের পর চোখ ও আঙুলের চোট নিয়ে বেশ ভুগতে হয়েছে সাকিবকে। দীর্ঘ বিরতি শেষ গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরেছিলেন সাকিব। এর মাঝে অবশ্য দেশের দুই ঘরোয়া টুর্নামেন্ট বিপিএল এবং ডিপিএলে কিছু ম্যাচ খেলেছিলেন তিনি।

এবার জিম্বাবুয়ে সিরিজেও খেলতে চান সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করার জন্য জিম্বাবুয়ে সিরিজকে সুযোগ হিসেবে দেখছেন এই তারকা অলরাউন্ডার।

;

শান্তর সেঞ্চুরিতে শিরোপার আরও কাছে আবাহনী



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শিরোপার আরও কাছে পৌঁছে গেল আবাহনী লিমিটেড। গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১৭১ রানের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে আকাশি-হলুদরা।

ফতুল্লার খানসাহেব ওসমান আলি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে আবাহনী। দুই ওপেনার নাঈম শেখ ও লিটন দাস সমান ৩৩ রানে ফেরেন। তিনে নেমে সেঞ্চুরির দেখা পান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৮৪ বলে ৮ চার এবং ৬ ছক্কায় ১০১ রান আসে তার ব্যাটে।

চার এবং পাঁচে নেমে ফিফটি করেন এনামুল হক বিজয় ও তাওহিদ হৃদয়। দ্রুতলয়ে ব্যাট চালিয়ে ৬৮ রান করেন এনামুল, হৃদয় অপরাজিত থাকেন ৫৮ রানে। শেষদিকে ১৭ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ৫০ ওভার ব্যাট করে ৫ উইকেটে ৩৪৩ রান করে আবাহনী।

প্রাইম ব্যাংকের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন শেখ পারভেজ জীবন।

জবাব দিতে গাজী গ্রুপ খুব একটা সুবিধা করতে পারেনি। দলটির মিডল অর্ডার ব্যাটার সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন। তবে আবাহনীর রানপাহাড় টপকানোর জন্য তা মোটেও যথেষ্ট ছিল না। অন্য ব্যাটারদের গড়পড়তা পারফরম্যান্স ৩৫.১ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে যায় গাজী।

আবাহনীর পক্ষে ৪৪ রান খরচায় ৪ উইকেট নেন স্পিনার রাকিবুল হাসান। দুটি করে উইকেট যায় তানজিম হাসান সাকিব ও সৈকতের ঝুলিতে।

প্রথম পর্বে ১১ ম্যাচের সবকটিতে জয় পায় আবাহনী, এখন সুপার লিগেও দুই ম্যাচ জিতে শিরোপার সুবাস পাচ্ছে তারা।

 

;

ডার্বি হেরে ক্ষমা চাইলেন ক্লপ



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এসে ছন্দ হারিয়েছে লিভারপুল। আতালান্তার কাছে হেরে শেষ হয়েছে তাদের ইউরোপা লিগ যাত্রা। এবার লিগ শিরোপার দৌড়েও হোঁচট খেয়েছে তারা। এভারটনের কাছে হেরে বসেছে তারা। শেষ তিন ম্যাচ দুই হারে লিগ শিরোপার দৌড়ে ম্যানচেস্টার সিটি এবং আর্সেনালের চেয়ে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে তারা। এভারটনের কাছে হারের পর সমর্থকদের কাছে ‘ক্ষমা’ প্রার্থনা করেছেন ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ।

১৪ বছর পর এভারটনের মাঠ গুডিসন পার্কে হারের পর ক্লপ বলেন, ‘সমর্থকদের জন্য খারাপ লাগছে। আমি আসলেই এটার (এভারটনের বিপক্ষে হারের) জন্য দুঃখিত। আমি ক্ষমা চাচ্ছি।’

লিগ শিরোপার দৌড়ে ৭৭ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল। গানারদের সমান ৩৪ ম্যাচ খেলে লিভারপুলের পয়েন্ট ৭৪। দুই ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির ঝুলিতে রয়েছে ৭৩ পয়েন্ট।

শিরোপার দৌড়ে পিছিয়ে পড়ে হতাশায় মুষড়ে পড়েছেন ক্লপ, ‘আমি এখন ভালো কিছুই ভাবতে পারছি না। খুবই হতাশ। আমার ম্যাচ জেতার জন্য যথেষ্ট ভালো খেলতে পারিনি। এভারটন যেভাবে খেলতে চেয়েছে সেভাবেই ম্যাচটা সেভাবেই এগিয়েছে। তারা সেট-পিস থেকে দুটি গোল করেছে।’

হতাশা জেঁকে ধরলেও ক্লপের চোখ এখন ওয়েস্ট হ্যামের বিপক্ষে পরের ম্যাচের দিকে। সে ম্যাচ দিয়ে ছন্দে ফেরার প্রত্যয় ক্লপের কণ্ঠে, ‘আমাদের দ্রুত ছন্দে ফিরতে হবে। ওয়েস্ট হ্যামের এটা ভেবে হাত নিশপিশ করছে যে আমরা সেখানে এক পা নিয়ে খেলতে যাব, কিন্তু আমাদের চেষ্টা থাকবে যাতে নিজেদের সেরাটা দেখাতে পারি।’

;