‘স্টার্ককে ভয় পেয়েছিলেন মরগান’-পিটারসেনের খোঁচা



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
মরগানের সমালোচনায় পিটারসেন

মরগানের সমালোচনায় পিটারসেন

  • Font increase
  • Font Decrease

ইয়ন মরগানকে করা মিচেল স্টার্কের প্রথম বলটি ছিল খুবই ভয়ানক। হিপের ওপরে উঠা তার শর্ট লেন্থের বল রুখে দেন ইংলিশ অধিনায়ক। পুশ করেন অন-সাইডে। এদৃশ্য দেখেই ব্যাটিং দুর্বলতা নিয়ে মরগানকে টুইটারে বিদ্রূপ করেন কেভিন পিটারসেন। মিচেল স্টার্কের বল মোকাবেলা করতে গিয়ে ভয় পেয়েছিলেন মরগান। অস্ট্রেলিয়ান এ গতি তারকা থেকে পালিয়ে বাঁচার চেষ্টাই নাকি করেছেন মরগান।

টুইট বার্তায় সাবেক এ ইংলিশ অধিনায়ক লিখেন, ‘স্টার্ক প্রথম ডেলিভারি দিতেই ইংল্যান্ড অধিনায়ক যেন ভয়ে স্কয়ার লেগের দিকে সড়ে গেল। এটা দেখে মনে হচ্ছে, আগামী সপ্তাহে খানিকটা সমস্যায় পড়বে ইংল্যান্ড।’

এখানেই সীমাবদ্ধ থাকেননি পিটারসেন। মরগানকে দুর্বল ইংল্যান্ড অধিনায়কের তকমাও দিয়েছেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত এ ক্রিকেটার, ‘আমি কখনো এমনটা প্রত্যাশা করিনি। এমন দুর্বল অধিনায়ক কখনো দেখিনি।’

অস্ট্রেলিয়ার কাছে হারের পরও ইতিবাচক মানসিকতাই দেখিয়ে যাচ্ছিলেন মরগান। জানিয়ে ছিলেন এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়। কিন্তু সংবাদ সম্মলনে এক সাংবাদিক তার ব্যাটিং দুর্বলতা নিয়ে পিটারসেনের খোঁচা মারার কথা জানাতেই মরগানের মুখের হাসিটা যেন উবে যায়।

উত্তরে ম্যাচে মাত্র এক বাউন্ডারি হাঁকানো মরগান মাথা ঠান্ডা রেখে শুধু বলে যান, ‘সত্যি? চমৎকার।এভাবে মোটেই ভাবিনি আমি।’ এতোটুকু বলেই পরের প্রশ্নে চলে যান।

মঙ্গলবার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ৬৪ রানের হারে মরগানের দলের সেমি-ফাইনাল খেলার স্বপ্ন খেয়েছে বড় এক ধাক্কা। রোববার এজবাস্টনে ভারততে মোকাবেলা করবে ইংল্যান্ড। পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। দুটি ম্যাচ জিতে সেমি-ফাইনালে জায়গা পেতে মরিয়া এখন ইংলিশরা।

   

ডার্বি জিতে শিরোপা উৎসব করল ইন্টার



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

উত্তপ্ত এক মিলান ডার্বি জিতে লিগ শিরোপা জয়োৎসব করল ইন্টার মিলান। সান সিরোতে মিলানকে ২-১ গোলে হারিয়ে পাঁচ বাকি থাকতেই স্কুদেত্তো ঘরে উঠেছে ইন্টারের। এই ম্যাচের আগে মিলানের দুই ক্লাবেরই সমান ১৯টি করে লিগ শিরোপা ছিল। লিগ শিরোপার সংখ্যার দিক দিয়ে মিলানকে ছাড়িয়ে এখন উড়ছে ইন্টার।

সান সিরো ইন্টার এবং মিলান দুই দলেরই ঘরের মাঠ। তবে এই ম্যাচে মিলান ছিল স্বাগতিক। মাঠে তাই মিলানের সমর্থকই বেশি ছিল। তাদের স্তব্ধ করে দিয়েই মিলানকে ছাড়িয়ে গেছে ইন্টার।

সান সিরোতে শুরু থেকেই দাপট ছিল ইন্টারের। আত্মবিশ্বাসে টগবগ করছিল সিমোন ইনজাঘির শিষ্যরা। যার পুরস্কার ১৮ মিনিটেই পেয়ে যায় তারা, ফ্রান্সেসকো আকেরবির গোলে এগিয়ে যায় তারা। কর্নার থেকে ধেয়ে আসা বলে ফ্লিক করেন বেঞ্জামিন পাভার, তাতে মাথা ছুঁইয়ে ইন্টার সমর্থকদের আনন্দের উপলক্ষ্য এনে দেন আকেরবি।

এই গোলে পাওয়া লিড নিয়ে বিরতিতে যায় ইন্টার। বিরতির মিনিট চারেক পরই আরও এক গোল ইন্টারের। মাঝমাঠ থেকে আসা লং বল ধরে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠিয়ে দেন মার্কাস থুরাম। ২-০।

মিলানের ইংলিশ ডিফেন্ডার ফিকায়ো টমরি ৮০ মিনিটে একটা গোল শোধ দিয়েছিলেন বটে, কিন্তু ততক্ষণে যে বড্ড দেরি হয়ে গেছে। শেষদিকে দুই দলের খেলোয়াড়রাই মেজাজ হারিয়েছিলেন, তাতে মিলানের থিও এর্নান্দেজ এবং দাভিদে কালাব্রিয়া ও ইন্টারের ডেনজেল ডামফ্রিসকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়।

তাতে অবশ্য ইন্টারের লিগ শিরোপার উৎসবে ভাঁটা পড়েনি। পাঁচ ম্যাচ হাতে রেখে  ১৭ পয়েন্টের লিড নিয়ে লিগ জয়, সেটাও আবার চিরপ্রতিদ্বন্দ্বীদের গায়ে জ্বালা ধরিয়ে-এমন উৎসবের সুযোগ তো আর বারবার আসে না!

;

টানা জয়ে শীর্ষস্থান ধরে রাখল রাজস্থান



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলের চলতি আসরে নিজেদের সেরা ফর্মেই যেন আছে রাজস্থান রয়্যালস। আট ম্যাচে মাত্র একটিতে হারের দেখা পেয়েছে তারা। এতে ১৪ পয়েন্টের সঙ্গে টেবিল টপার হিসেবে নিজেদের জায়গাটা শক্তভাবেই ধরে রেখেছে সাঞ্জু স্যামসনের দল।

গতরাতে আবারও নিজেদের দাপট দেখিয়ে জয় তুলে নিল রাজস্থান। ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সের দেওয়া ১৮০ রানের বড় লক্ষ্যও মাত্র ১ উইকেট হারিয়ে খুব সহজেই টপকে গেল তারা।

এদিন টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী মুম্বাই। কিন্তু শুরুতেই ধাক্কা খেতে হয় তাদের। প্রথম দুই ওভারেই সাজঘরে ফেরত যান মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা এবং ঈশান কিশান। ব্যাট হাতে নিষ্প্রভ ছিল মুম্বাইয়ের টপ ও মিডল অর্ডারের প্রায় সকলেই। তবে তিলক বর্মার ৪৫ বলে ৬৫ এবং নেহাল ওয়াধিরার ২৪ বলে ৪৯ রানের সুবাদে নির্ধারিত ওভার শেষে দলীয় ১৭৯ রানের সংগ্রহ পায় মুম্বাই।

জবাবে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার যশস্বী জয়সওয়াল এবং জশ বাটলার। ৮ম ওভারে বাটলার ৩৫ রানে সাজঘরে ফিরলেও আরেক ওপেনার জয়সওয়াল এদিন ছিলেন নিজের সেরা ফর্মে। ৬০ বলে ১০৪ রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। অধিনায়ক সাঞ্জু স্যামসনকে সঙ্গে নিয়ে ১৯তম ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজস্থান।

৯ উইকেটের বিশাল এই জয়ের পর পয়েন্ট টেবিলের শীর্ষেই রইল রাজস্থান রয়ালস। আট ম্যাচে ৭ জয়ের সঙ্গে ১৪ পয়েন্টের সঙ্গে প্লে-অফে এক পা দিয়েই রেখেছে তারা। অপরদিকে মাত্র ৩টি জয়ের দেখা পেয়ে সাতে অবস্থান করছে মুম্বাই। শীর্ষ চারে জায়গা করে নেওয়াটা তাদের জন্য বেশ কঠিন।

;

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকা প্রিমিয়ার লিগ

গাজী টায়ার্স-সিটি ক্লাব
সকাল ৯টা, ইউটিউব/বিসিবি

ফেডারেশন কাপ ফুটবল

শেখ জামাল–বাংলাদেশ পুলিশ

বেলা ৩টা, টি স্পোর্টস

আইপিএল

চেন্নাই-লক্ষ্ণৌ
রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

এএফসি চ্যাম্পিয়নস লিগ

আল হিলাল-আল আইন
রাত ১২টা, টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

আর্সেনাল-চেলসি
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

;

পূর্ণমেয়াদে নিয়োগ পেলেন ‘সেই’ মহসিন শেখ



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন মহসিন শেখ। পাকিস্তানি বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ান নাগরিক অবশ্য এবারই প্রথম নয়, গত বছর নিউজিল্যান্ড সিরিজেও শান্ত-লিটনদের সঙ্গে কাজ করেছেন।

তবে সেটা ছিল খণ্ডকালীন দায়িত্ব। এবার পূর্ণ মেয়াদেই তাকে পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। ২০২৬ সালে মে মাস পর্যন্ত চুক্তিতে এই পদে নিযুক্ত হলেন মহসিন।

জানা গেছে, মহসিন শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন। আগামী ৩ মে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সে সিরিজ মাঠে গড়ানোর বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে মহসিন শেখের অভিজ্ঞতা কম নয়। গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগে আফগানিস্তান, পাকিস্তান আর অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গেও সময় কাটিয়েছেন।

এছাড়া বিশ্বজুড়ে বিভিন্ন টি-টোয়েন্টি লিগেও দাপিয়ে বেড়িয়েছেন মহসিন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও অস্ট্রেলিয়ার বিগব্যাশের মতো শীর্ষ লিগগুলোতে পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজের বিপুল অভিজ্ঞতা রয়েছে তার।

;