নিউজিল্যান্ডকে হেসে-খেলে হারিয়ে সেমিতে ইংল্যান্ড



সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
বোলারদের দাপটে অনায়াস জয় তুলে নিয়েছে ইংল্যান্ড

বোলারদের দাপটে অনায়াস জয় তুলে নিয়েছে ইংল্যান্ড

  • Font increase
  • Font Decrease

জিতলেই সেমি-ফাইনাল! এমনই হাতছানি সামনে রেখে খেলতে নেমেছিল নিউজিল্যান্ড-ইংল্যান্ড। ব্যাট-বলে রুদ্ধশ্বাস লড়াইয়ের মঞ্চ ছিল প্রস্তুত। কিন্তু বুধবার মাঠে দেখা মিলল একপেশে ক্রিকেট। যেখানে অনায়াসেই জয় তুলে নিয়েছে ইংল্যান্ড।

নিস্প্রাণ লড়াইয়ে ১১৯ রানের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বকাপের স্বাগতিক দল।

অস্ট্রেলিয়া, ভারতের পর ‘বিগ থ্রি’ আরেক দল ইংলিশরাও পেয়ে গেল বিশ্বকাপের শেষ চারের টিকিট। শীর্ষে থাকা অজিদের পয়েন্ট ১৪। বিরাট কোহলিদের ১৩। ১২ পয়েন্ট নিয়ে এরপরই ইয়ন মরগানের দল।

বুধবার চেস্টার লি স্ট্রিটের দা রিভারসাইড ডারহামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। স্বাগতিকরা ৮ উইকেটে তুলে ৩০৫ রান। জবাব দিতে নেমে ৪৫ ওভারে অলআউট হয়ে নিউজিল্যান্ড তুলে ১৮৬ রান।

হারে অবশ্য কিউইদের সেমির স্বপ্ন শেষ এ কথা বলা যাচ্ছে না। বরং তারাও পাচ্ছে শেষ চারের সুবাস। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে বাংলাদেশকে শুক্রবার ৩১৬ রানের বড় ব্যবধানে হারাতে পারলেই পাকিস্তান যাবে সেমি-ফাইনালে। যা সত্যিকার অর্থে মিশন ইমপসিবল।

কিউইদের ৯ ম্যাচে পয়েন্ট ১১। লড়াইয়ে পাকিস্তান তাদের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জিতলেও পয়েন্ট দাঁড়াবে ১১। তখন রানরেটে এগিয়ে থাকা দল পাবে নকআউটের টিকিট। সেখানে বেশ এগিয়ে কিউইরা। বাংলাদেশ টস জিতে প্রথমে ব্যাট করতে নামলে কোন বল মাঠে গড়ানোর আগেই নিউজিল্যান্ড উঠে যাবে সেমিতে। স্বপ্ন ভাঙবে পাকিস্তানের।

এর আগে ব্যাট করতে নেমে চ্যালেঞ্জিং স্কোরই দাঁড় করিয়েছিল ইংল্যান্ড। টানা দ্বিতীয় সেঞ্চুরিতে দলকে পথ দেখান জনি বেয়ারস্টো। যদিও দলের অন্য ব্যাটসম্যানরা সুযোগটা কাজে লাগাতে পারেন নি।

আগের ম্যাচেই শতরান তুলে নিয়েছিলেন তিনি। ভারতের বিপক্ষে খেলেন ১১১ রানের দারুণ এক ইনিংস। সেই ম্যাচের ছন্দটাই থাকল বেয়ারস্টোর। পেলেন আরেকটি শতরান। যা কীনা এই ওপেনারের ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি।

ব্যাটিংয়ে নেমেই দুরন্ত সূচনা করে ইংলিশরা। ১২৩ রানে থামে জেসন রয় ও জনি বেয়ারস্টোর উদ্বোধনী জুটি।  জিমি নিশাম ভাঙেন উদ্বোধনী জুটি। রয় ৬০ রানে সাজঘরে ফিরলেও ১০৬ রানের অসাধারণ এক ক্রিকেটীয় ইনিংস খেলেন বেয়ারস্টো। তার ৯৯ বলের ইনিংসে ছিল ১৫টি বাউন্ডারি ও এক ছক্কার মার।

৪৬ বলে ফিফটি করে বেয়ারস্টো ৯৫ বলে তুলেন সেঞ্চুরি। শেষ অব্দি ৯০ বলে ১৫ চার ও এক ছক্কায় ১০৬ রান তুলে ধরেন সাজঘরের পথ।

বড় ইনিংস খেলার ইঙ্গিত দিলেও মরগান ফেরেন ৪২ রানে। শেষ ২০ ওভারে মাত্র ১১১ রান তুলে ইংল্যান্ড। এখানেই শেষ হয় তাদের বড় স্কোর গড়ার সম্ভাবনা।

কিউইদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও জেমস নিশাম।

জবাব দিতে নেমে কিছুই করতে পারেনি কিউই ব্যাটসম্যানরা। একাই কিছুটা সময় লড়লেন টম লাথাম। তার ব্যাট থেকে আসে ৫৭ রান। কেন উইলিয়ামসন ২৭। অন্যরা শুধু আসা-যাওয়াতেই ছিলেন ব্যস্ত। ইংলিশ পেসার মার্ক উড ৩৪ রানে শিকার করেন ৩ উইকেট। তবে ম্যাচসেরা সেঞ্চুরিয়ান জনি বেয়ারস্টো।

সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড: ৫০ ওভারে ৩০৫/৮ (রয় ৬০, বেয়ারস্টো ১০৬, রুট ২৪, বাটলার ১১, মরগান ৪২, স্টোকস ১১, ওকস ৪, প্লানকেট ১৫*, রশিদ ১৬, আর্চার ১*; স্যান্টনার ১/৬৫, বোল্ট ২/৫৬,  হেনরি ২/৫৪, নিশাম ২/৪১)
নিউজিল্যান্ড: ৪৫ ওভারে ১৮৬/১০ (গাপটিল ৮, নিকোলস ০, উইলিয়ামসন ২৭, টেলর ২৮, ল্যাথাম ৫৭, নিশাম ১৯, ডি গ্র্যান্ডহোম ৩, স্যান্টনার ১২, সাউদি ৭*, হেনরি ৭, বোল্ট ৪; ওকস ১/৪৪, আর্চার ১/১৭, প্লানকেট ১/২৮, উড ৩/৩৪, রশিদ ১/৩০, স্টোকস ১/১০)
ফল: ইংল্যান্ড ১১৯ রানে জয়ী
ম্যাচসেরা: জনি বেয়ারস্টো

   

চেন্নাইয়ের জার্সিতে খেলার স্বপ্ন দেখতেন মুস্তাফিজ



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

মুস্তাফিজুর রহমানের আইপিএলে খেলা নিয়ে কম কথা হয়নি। বিশেষ করে আইপিএলের মাঝপথে তাকে জিম্বাবুয়ে সিরিজের জন্য দেশে ফিরিয়ে আনার প্রশ্নে বিসিবি পরিচালকদের মধ্যেও মতদ্বৈধতা দেখা গেছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস এও বলেছিলেন, আইপিএল খেলে মুস্তাফিজের শেখার কিছু নেই। তবে মুস্তাফিজ নিজে কিন্তু সেভাবে ভাবছেন না। বরং আইপিএলে খেলার কিছু উপকারী দিক খুঁজে পেয়েছেন দেশের অন্যতম সেরা এই পেসার।

চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়া চ্যানেলের সঙ্গে আলাপে নিজের ব্যক্তিজীবন এবং ক্রিকেট ক্যারিয়ারের বেশকিছু বিষয় খোলাসা করেছেন মুস্তাফিজ। আইপিএলের মতো টুর্নামেন্টে খেলা নিয়ে তার ভাবনা বর্ণনা করতে গিয়ে মুস্তাফিজ বলেন, ‘আইপিএলে সব দেশের তারকা ক্রিকেটাররা থাকে। এখানে সাফল্য পেলে অন্যত্র সফল হওয়া সহজ হয়ে যায়।’

২০১৬ সালে আইপিএলে অভিষেক হয় মুস্তাফিজের। প্রথম আসরে খেলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। সেবার অরেঞ্জ আর্মির হয়ে শিরোপাও জিতেছিলেন, হয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটার। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের জার্সিতেও দেখা গেছে তাকে।

তবে সবসময়ই তার ভেতর সুপ্ত বাসনা ছিল পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের হয়ে খেলার। মুস্তাফিজের ভাষায়, ‘চেন্নাইয়ের হয়ে এবারই প্রথম খেলছি। ২০১৬ সালে আইপিএলে অভিষেকের পর থেকেই চেন্নাইয়ের হয়ে খেলার স্বপ্ন ছিল। যেদিন চেন্নাইয়ের তরফ থেকে ডাক পাই, আমি ওই রাতে ঘুমাতে পারিনি।’

চেন্নাই সুপার কিংস তারকায় ঠাঁসা এক দল। মহেন্দ্র সিং ধোনির মতো বিশ্বকাপজয়ী অধিনায়ক দলটির সবচেয়ে জনপ্রিয় মুখ। এছাড়া কোচিং প্যানেলেও রয়েছেন স্টিফেন ফ্লেমিং, মাইক হাসি, ডোয়াইন ব্রাভোর মতো কিংবদন্তি ক্রিকেটাররা। তাদের সান্নিধ্যে থেকে, দিকনির্দেশনায় খেলে কী শিখতে পেরেছেন সেটাও অকপটেই জানালেন মুস্তাফিজ, ‘মাহি ভাই, ডিজে ব্রাভোরা ডেথ ওভারে ফিল্ডিং সাজানো নিয়ে পরামর্শ দিয়েছেন, এই বিষয়গুলো কাজে লেগেছে। (ধোনির সঙ্গে) বোলিং নিয়ে মূলত কথা হয়। মাঠেই বেশি কথা হয়। মাহি ভাই নিজে এসেই আমাকে বলেন কোনটা কীভাবে করলে ভালো হয়।’

আইপিএলের চলতি আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ১২ উইকেট ঝুলিতে পুরেছেন মুস্তাফিজ। চেন্নাইয়ের সর্বোচ্চ উইকেটশিকারি এখন তিনিই। যদিও শেষ কয়েক ম্যাচে বেশ খরুচে বোলিং করেছেন। তবে বাংলাদেশে ফেরার আগে আরও দুইটি ম্যাচে খেলার সুযোগ পেতে পারেন মুস্তাফিজ। সে দুটি ম্যাচে নিশ্চয়ই নিজের সেরাটা মেলে ধরতে চাইবেন ‘কাটার মাস্টার’খ্যাত এই গতিতারকা।

;

আচমকা অবসরে পাকিস্তানের তারকা ক্রিকেটার



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটের পাট চুকানোর ঘোষণা দিয়েছেন পাকিস্তানের তারকা নারী ক্রিকেটার বিসমাহ মারুফ। দীর্ঘ ১৭ বছরের খেলোয়াড়ি জীবনে পাকিস্তানের জার্সিতে রেকর্ড ১৩৬ ওয়ানডে খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও লিগে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার।

দীর্ঘসময় পাকিস্তানের নারী দলের নেতৃত্ব দেয়া বিসমাহর অধীনে মোট ৯৬টি ম্যাচ খেলেছে দল। ৬২ টি-টোয়েন্টি ও ৩৪টি ওয়ানডেতে পাকিস্তানের অধিনায়কত্ব করেছেন তিনি।

ব্যাট-বল তুলে রাখার সিদ্ধান্ত নেয়ার মুহূর্তে ওয়ানডে এবং টি-টোয়েন্টি-দুই ফরম্যাটেই পাকিস্তানের জার্সিতে সর্বোচ্চ রান বিসমাহর। ১৩৬ ওয়ানডেতে ২৯.৫৫ গড়ে তার রান ৩ হাজার ৩৬৯। এই ফরম্যাটে ২১ বার ফিফটি করলেও সেঞ্চুরির দেখা পাননি। টি-টোয়েন্টিতে ১৪০ ম্যাচে মারুফের রান ২৮৯৩, ফিফটি ১২টি।

আচমকা অবসরের সিদ্ধান্ত নেয়া প্রসঙ্গে মারুফ জানান, ‘আমি যে খেলাটিকে সবচেয়ে বেশি ভালোবাসি তা থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি আমার জন্য একটি অবিশ্বাস্য যাত্রা, চ্যালেঞ্জ, জয় এবং অবিস্মরণীয় স্মৃতিতে ভরা। আমি আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যারা আমার ক্রিকেট যাত্রায় শুরু থেকে এখন পর্যন্ত আমাকে সমর্থন করেছে।’

;

রনির তাণ্ডবে তামিম-মুশফিকদের হার



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ পর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে মোহামেডান। রনি তালুকদারের বিস্ফোরক সেঞ্চুরিতে প্রাইম ব্যাংককে ৩৩ রানে হারিয়েছে সাদাকালোরা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে হয় মোহামেডানকে। রনি তালুকদারের সেঞ্চুরি আর মাহিদুল ইসলাম অঙ্কন এবং মেহেদী হাসান মিরাজের ফিফটিতে ব্যাটিংটা উপভোগ করে তারা। ৫০ ওভার শেষে তাদের স্কোরবোর্ডে শোভা পায় ৬ উইকেটে ৩১৭ রানের বড় সংগ্রহ।

১৩১ বলে ৮ চার এবং ৯ ছক্কায় ১৪১ রানের দুর্দান্ত এক ইনিংস আসে রনির ব্যাটে। রুবেল হোসেনের বলে বোল্ড হওয়ার আগে ঠিক ৫০ রান করেন ফর্মে থাকা অঙ্কন। মিরাজ ২৯ বলে ৭ চার ও ১ ছয়ে খেলেন  ৫৩ রানের হার না মানা ইনিংস। প্রাইম ব্যাংকের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন শেখ মেহেদী।

জবাব দিতে নেমে মোহামেডানের স্কোর টপকে যাওয়ার চেষ্টা কম করেনি প্রাইম ব্যাংক। ওপেনার তামিম ইকবাল (১৪) ব্যর্থ হলেও লড়াই চালিয়ে যান শাহাদাত দিপু, শেখ মেহেদী, সানজামুলরা। তবে তাদের কেউই তিন অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। সেট হয়েও ফিরেছেন আক্ষেপ সঙ্গী করে।

প্রাইমের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান আসে শেখ মেহেদীর ব্যাটে। ৫১ রান করেন শাহাদাত দিপু। ১ রানের জন্য ফিফটি মিস হয় সানজামুলের। তাদের প্রচেষ্টার পরও ৪৮.৫ ওভারে ২৮৪ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। মোহামেডানের হয়ে সমান দুটি করে উইকেট নেন আবু হায়দার রনি, মুশফিক হাসান এবং নাসুম আহমেদ।

;

শেখ জামালের কাছে হেরে শিরোপা-স্বপ্ন শেষ শাইনপুকুরের



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এবার চমকের পর চমক দেখিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। প্রথম পর্বে আবাহনীর পর দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট নিয়ে সুপার লিগে জায়গা করে নেয় তারা। সুপার লিগেও প্রথম ম্যাচে জয় পেয়েছিল দলটি। তবে সুপার লিগের দ্বিতীয় ম্যাচে এসে হোঁচট খেতে হল তাদের। দলটিকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

বিকেএসপির ৩ নম্বর মাঠে টসে জিতে আগে ব্যাট করতে নামে শাইনপুকুর। জিসান আলম ও অধিনায়ক আকবর আলির ব্যাটে লড়াকু সংগ্রহ পায় তারা। ৪৬.১ ওভারে সব উইকেট হারিয়ে তারা স্কোরবোর্ডে জমা করে ২৬৪ রান।

দুই রানের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপে পোড়েন শাইনপুকুর ওপেনার জিসান আলম। তাইবুর রহমানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে তাকে থামতে হয় ৯৮ রানে। ৬৪ রান আসে আকবর আলির ব্যাটে।

শেখ জামালের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন তাইবুর।

২৬৫ রান তাড়া করতে নেমে ওপেনার সাইফ হাসানের ফিফটি ও তিনে নামা ফজলে মাহমুদ রাব্বির সেঞ্চুরিতে ৪৬.২ ওভারেই লক্ষ্য পৌঁছে যায় শেখ জামাল।

নাহিদ রানার বলে তানজিদ হাসান তামিমের ক্যাচ হওয়ার আগে ৬৭ রান করেন সাইফ। অন্যদিকে সমান ছয়টি করে চার-ছক্কায় ১০১ রানের হার না মানা ইনিংসে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন ফজলে মাহমুদ।

এই হারে শিরোপার স্বপ্ন ফিকে হয়ে গেল শাইনপুকুরের। অন্যদিকে শিরোপার দৌড়ে না থাকলেও সুপার লিগে প্রথম জয়ের উৎসব করছে শেখ জামাল।

;