বিশ্বকাপ ক্রিকেটের ‘এ টু জেড’



সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
ট্রফি নিয়ে লর্ডসের ড্রেসিংরুমে দ্বাদশ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দল- ছবি: আইসিসি

ট্রফি নিয়ে লর্ডসের ড্রেসিংরুমে দ্বাদশ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দল- ছবি: আইসিসি

  • Font increase
  • Font Decrease

পর্দা নেমেছে আইসিসি ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের। রোববার ফাইনালে সুপার ওভারের রোমাঞ্চে শিরোপা জিতেছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের স্বপ্ন ভেঙে প্রথমবারের মতো ওয়ানডে ক্রিকেটে বিশ্বসেরার ট্রফি জিতেছে ক্রিকেটের জনকরা। সেই ১৯৭৫ সাল থেকে শুরু ওয়ানডে ক্রিকেটের উত্তেজনা। এরপর শিরোপা সোনার হরিণ হয়েই ছিল ইংলিশদের। এবার মিলল সাফল্য।

৪৬ দিনে ৪৮ ম্যাচের লড়াই শেষে এখন চলছে হিসাব-নিকাশ। মিলছে অনেক প্রশ্নের উত্তর। চলুন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ‘এ টু জেড’ দেখে নেই এক নজরে-

চ্যাম্পিয়ন : ইংল্যান্ড
রানার্স আপ : নিউজিল্যান্ড
ম্যান অব দ্য টুর্নামেন্ট : কেন উইলিয়ামসন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/15/1563185720556.jpg

রানে এগিয়ে রোহিত শর্মা-

সদ্য সমাপ্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছেন রোহিত শর্মা। ভারতের এই ওপেনার ৯ ম্যাচে করেন ৬৪৮ রান। কুমার সাঙ্গাকারার ৪ সেঞ্চুরির রেকর্ড ভেঙ্গে এ আসরে নতুন কীর্তি গড়েন ভারতের এ ওপেনার। এরপরই ৬৪৭ রান নিয়ে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তিন নম্বরে সাকিব আল হাসান (৬০৬)।

ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর- ডেভিড ওয়ার্নার ১৬৬
ব্যাটিং গড়- সাকিব আল হাসান ৮৬.৫৭
স্ট্রাইক রেট- জস বাটলার ১২২.৮৩
সর্বোচ্চ শতরান- রোহিত শর্মা ৫
সর্বোচ্চ ফিফটি+- সাকিব আল হাসান ৭
সর্বোচ্চ চার- রোহিত শর্মা ও জনি বেয়ারস্টো (৬৭)
সর্বোচ্চ ছক্কা- ইয়ন মরগান (২২)

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/15/1563185892675.jpg

বিশ্বরেকর্ড মিচেল স্টার্কের-

এবারের বিশ্বকাপে ২৭ উইকেট নিয়ে শীর্ষে মিচেল স্টার্ক। তারই পথ ধরে গড়েন বিশ্বরেকর্ড! ২০০৭ বিশ্বকাপে ১১ ম্যাচ খেলে ২৬ উইকেট নেন কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। তাকে টপকে গেলেন স্বদেশী স্টার্ক। ২১ উইকেট নিয়ে এরপরই নিউজিল্যান্ডের লকি ফার্গুসন। ২০ উইকেট নিয়ে তিন নম্বরে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ডের জোফরা আর্চারের দখলেও সমান ২০ উইকেট।

সেরা বোলিং ফিগার- শাহিন শাহ আফ্রিদি ৬/৩৫
সেরা গড়- মোহাম্মদ শামি ১৩.৭৮
সেরা ইকোনমি- কলিন ডি গ্র‍্যান্ডহোম ৪.১৫
ইনিংসে ৫ উইকেট- মুস্তাফিজুর রহমান ও মিচেল স্টার্ক (২বার)
সর্বোচ্চ মেডেন- জাসপ্রিত বুমরাহ ৯
সর্বোচ্চ ওভার- জোফরা আর্চার ১০০.৫

উইকেটরক্ষক-

সর্বোচ্চ ডিসমিসাল- টম লাথাম (২১টি)
সর্বোচ্চ স্ট্যাম্পিং- মহেন্দ্র সিং ধোনি (৩)
এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসাল- অ্যালেক্স ক্যারি, টম লাথাম (৫)

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/15/1563186011759.PNG

১৩ ক্যাচ জো রুটের-

এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ তালুবন্দী করেছেন জো রুট। ১১ ম্যাচে নিয়েছেন ১৩টি ক্যাচ। ১০ ম্যাচ খেলে এরপরই আছেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস। ৯টি ক্যাচ নিয়েছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। বাংলাদেশের সৌম্য সরকার, ইংল্যান্ডের ক্রিস ওকস, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও ওয়েস্ট ইন্ডিজের শেল্ডন কটরেল ৮ ক্যাচ নিয়েছেন।

এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচ- ক্রিস ওকস, জনি বেয়ারস্টো (৪টি)।

শামি-বোল্টের হ্যাটট্রিক-

২০১৯ বিশ্বকাপ দেখেছে দুটি হ্যাটট্রিক। বল হাতে এই কীর্তি গড়েন ভারতের মোহাম্মদ শামি ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। আফগানিস্তানের বিপক্ষে রাউন্ড রবিন লিগের ম্যাচে টানা তিন বলে তুলে নেন মোহাম্মদ নবি, আফতাব আলম ও মুজিব উর রেহমানের উইকেট। ট্রেন্ট বোল্ট হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। তিনি ফেরান উসমান খাজা, মিচেল স্টার্ক ও জেসন বেহরেনডর্ফকে।

   

সাকিব ফেরায় কোচের উচ্ছ্বাস



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জাতীয় দলের জার্সিতে সাকিব আল হাসানকে সর্বশেষ দেখা গিয়েছিল গত বিশ্বকাপে, সময়ের হিসেবে প্রায় পাঁচ মাস আগে। আর দেশের হয়ে সাদা পোশাক গায়ে জড়িয়েছিলেন প্রায় বছরখানেক আগে। জাতীয় দলে তার অনুপস্থিতি আরও দীর্ঘ হওয়ার কথা ছিল। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলার ইচ্ছা নিজেই প্রকাশ করেন। অবধারিতভাবেই দলে ডাক পেয়ে যান সাকিব।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ৩২৮ রানে হারের ক্ষত ভুলে বাংলাদেশের সামনে এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। এমন সময়ে সাকিবকে দলে পেয়ে খুশি হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহের অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত কোচ নিক পোথাস।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাকিবকে দলে স্বাগত জানিয়ে এই কোচ বলেন, ‘সাকিব যে দলেই খেলুক, তাদের ভাগ্যবান বলতে হবে। আমরা তাকে স্বাগত জানাই। ড্রেসিংরুমে তাকে পাওয়া সব সময়ই দারুণ ব্যাপার। তার শক্তিমত্তা খুব দ্রুত সবার মধ্যে ছড়িয়ে পড়ে।’

আঙুলের চোটের কারণে গত বিশ্বকাপর শেষ ম্যাচে  খেলা হয়নি সাকিবের। তখন থেকেই মাঠের বাইরে সাকিব। এরপর চোখের চোটও বেশ ভুগিয়েছে তাকে। মাঝে বিপিএল এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলেছেন। সাকিবের ফিটনেস নিয়ে তাই কোনো দুশ্চিন্তা নেই পোথাসের, ‘মনে হয় সে (সাকিব) ওজন কমিয়েছে। ওর বিপিএলটা ভালো গেছে। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো শুরু করেছে। সে খুশি, আর আমরাও সাকিবকে খুশি দেখতে চাই।’

;

দলে ফিরলেন কেইন, ডর্টমুন্ডের বিপক্ষে শঙ্কায় নয়্যার



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

 

বুন্দেসলিগায় অভিষেক মৌসুমে সর্বোচ্চ ৩০ গোলের রেকর্ডটি এতদিন ছিল হামবুর্গের কিংবদন্তি উয়ি সিলারের। ১৯৬৩-৬৪ মৌসুমে গড়া এই রেকর্ডটি ৬০ বছর ধরে ছিল অক্ষত। জার্মান শীর্ষ লিগটির এখনো বাকি ৮ রাউন্ড। এর আগেই সেই ৬০ বছরের রেকর্ড ভেঙে দিলেন ইংলিশ তারকা ফরোয়ার্ড হ্যারি কেইন। মৌসুমে এই অবস্থানেই কেইনের গোল সংখ্যা ৩১। গত ১৬ মার্চ ডার্মস্ট্যাড৯৮ এর বিপক্ষে ৫-২ গোলের বায়ার্নের জয়ের ম্যাচে একটি গোল করে সিলারের রেকর্ড ছাড়িয়ে যান সাবেক এই টটেনহাম ফরোয়ার্ড। 

তবে কীর্তি গড়ার সেই ম্যাচে গোড়ালির ইনজুরিতে পড়েন কেইন। এতে আন্তর্জাতিক বিরতিতে ইংল্যান্ডের দুই ম্যাচের দলে থাকলেও মাঠে নামেননি তিনি। তবে লিগ ম্যাচে ফেরার আগেই বায়ার্ন পেল সুসংবাদ। অনুশীলনে ফিরেছেন কেইন। সামনে টমাস টুখেলের দলের ম্যাচ বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। এই বিগ ম্যাচের আগেই দলে যোগ দিলেন ক্লাবটির সময়ের সেরা এই ফুটবলার। 

তবে আসন্ন ম্যাচটিতে বায়ার্ন কাপ্তান ম্যানুয়েল নয়্যারকে নিয়ে দেখা দিয়েছেন শঙ্কা। আগামীকাল (শনিবার) বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে লিগের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি। 

লিগের এই অবস্থায় ২৬ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তালিকার সবার ওপরে বায়ার লেভারকুজেন। সমান ম্যাচে জাভি আলোন্সোর দলের চেয়ে ১০ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে বায়ার্ন। ডর্টমুন্ড আরও পিছিয়ে। ২৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান চারে।

;

৩৪ দিনের বিরতি শেষে আজ মাঠে গড়াচ্ছে বিপিএল ফুটবল



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

 

আন্তর্জাতিক বিরতি শেষ ফের মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খেলা। সবশেষ ২৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে বিপিএলের প্রথম ভাগের খেলা। সেখান থেকে ৩৪ দিনের বিরতি শেষে আজ (শুক্রবার) থেকে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় ভাগের খেলা। মাঝের এই আন্তর্জাতিক বিরতিতে সুদানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ এবং ফিলিস্তিনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপ বাছাইয়ের হোম-অ্যাওয়ে ম্যাচ খেলেছে বাংলাদেশ। 

বিরতিতে অবশ্য মাঠের বাইরের ফুটবল নিয়ে ব্যস্ত ছিল প্রিমিয়ার লিগের দলগুলো। এর মধ্যে দলগুলো সেরেছে মৌসুম মধ্যবর্তী দলবদল। প্রিমিয়ার লিগে আজ আছে তিনটি ম্যাচ। 

মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী ও পুলিশ এফসি। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে। এবং ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মোহামেডান খেলবে ফরটিস এফসির সঙ্গে। তিনটি ম্যাচই শুরু হবে বিকেল ৩টা ১৫ মিনিটে।

প্রথম লেগে বিদেশীদের নিয়ে বেশ ভোগান্তিতে পড়েছিল শেখ রাসেল ও বাংলাদেশ পুলিশ এফসি। এবার তাই সর্বোচ্চ চারজন করে বিদেশী খেলোয়াড় নিবন্ধন করিয়েছে এই দল। এদিকে তালিকার শীর্ষে থাকা বসুন্ধরা কিংস দলে ভিড়িয়েছে নাইজেরিয়ান ফরোয়ার্ড এমফন উদোহকে। এর আগেও উদোহ বসুন্ধরার হয়ে খেললেও এবার নিবন্ধিত ফুটবলার হিসেবে তাকে দলে নিল টেবিল টপাররা। এদিকে জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়াকে নিবন্ধন করিয়ে দলে ভিড়িয়েছে আবাহনী। আর্জেন্টিনা ক্লাব সোল দে মায়োর ছাড়পত্র পাওয়াতেই এই সময়ে আকাশী-হলুদের হয়ে মাঠ মাতাবেন জামাল। 

এদিকে মধ্য মাঠকে শক্ত করতে উজবেক মিডফিল্ডার মুজাফফর মুজাফফরভের বিকল্প হিসেবে বেখরুজ সাদিলোয়েভকে দলে ভিড়িয়েছে মোহামেডান। এছাড়া চট্টগ্রাম আবাহনী ৩ জন, শেখ জামাল ২ জন এবং একজন করে বিদেশী ফুটবলার টেনেছে ফরটিস ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।  

;

বিশ্বকাপের আগে আইরিশদের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

 

দলে নেই প্রধান কোচ, অধিনায়ক নিয়ে টালমাটাল অবস্থা। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে ভারত যাবে কি না সে নিয়ে এখন থেকেই ’মাথাব্যাথা’। সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেটের এই সময়ের চিত্র এটিই। মাঠের বাইরে বেশ নানান সূত্র টেনে বেশ ব্যস্ত সময়ই পার করছে পাকিস্তান। তবে মাঠের দায়িত্বেও সামনে বেশ লম্বা সূচি আসছে দলটির। আগামী জুনে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। সেটির প্রস্তুতিতে এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ২০০৯ আসরের বিশ্বচ্যাম্পিয়নরা। পরে মে মাসের শেষের দিকেও চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ডে উড়ে যাবে বাবর-রিজওয়ানরা।

দুই সিরিজের মাঠে এবার আরও এক টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী মে মাসে ইংল্যান্ড সিরিজের আগে আয়ারল্যান্ডেও খেলবে তারা। গতকাল নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট। আগামী ১০, ১২ ও ১৪ মে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। তিনটি ম্যাচটি অনুষ্ঠিত হবে ডাবলিনের ক্যাসল এভিনিউয়ে। 

আগামী ২ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে গ্রুপ ‘এ’-তেও পাকিস্তানের বিপক্ষে আছে আয়ারল্যান্ড। গ্রুপ পর্বে এই দুই দলের ম্যাচটি আগামী ১৬ জুন। 

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেই ইংল্যান্ডে উড়াল দেবে পাকিস্তান দল। সেখানে ২২, ২৫, ২৮ ও ৩০ মে চারটি ম্যাচ খেলবে এশিয়ান দলটি। এদিকে বিশ্বকাপে পাকিস্তানের উদ্বোধনী ম্যাচ স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে, আগামী ৬ জুন। 

;