ইতিহাসের অন্যতম সেরা ইনিংস, প্রশংসা বৃষ্টিতে বেন স্টোকস



স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম
মহাকাব্যিক সেই ইনিংস শেষে ড্রেসিংরুমে বেন স্টোকস

মহাকাব্যিক সেই ইনিংস শেষে ড্রেসিংরুমে বেন স্টোকস

  • Font increase
  • Font Decrease

বিশেষণের শব্দ হারিয়ে ফেলেছেন সবাই। কোনো প্রশংসা বাক্যই বুঝি যথেষ্ট নয়! ২৮৬ রানে ৯ উইকেট হারিয়ে হারের দ্বারপ্রান্তে ছিল ইংল্যান্ড। মনে হচ্ছিল হেডিংলিতে জিতে অ্যাশেজে আরও এগিয়ে যাবে অস্ট্রেলিয়া। কিন্তু একজন জানতেন ম্যাচটা তারই হবে!

জিততে হলে দশম উইকেট জুটিতে ইংল্যান্ডের চাই ৭৩ রান।  মিশন ইমপসিবল হয়ে উঠেছিল ম্যাচ। কিন্তু তিনি জানতেন জিতবে তারই দল। শেষ পর্যন্ত সেই ইস্পাত কঠিন দৃঢ়তারই জয় হলো। দেখা গেল বেন স্টোকস বীরত্ব। শেষ উইকেট জুটিতে জ্যাক লিচকে নিয়ে গড়লেন ৭৬* রানের জুটি। বিস্ময়কর হলেও সত্য যেখানে লিচের অবদান মাত্র ১ রান! আর এখানেই লুকিয়ে স্টোকসের বীরত্ব। অনেকটাই একাই হেডিংলি টেস্টে ইংল্যান্ডকে এনে দিয়েছেন ১ উইকেটের অনবদ্য এক জয়।

২১৯ বলে ১১ চার ও ৮ ছক্কায় অপরাজিত ১৩৫ রান! প্রায় দেড়শ বছরের পুরনো টেস্ট ইতিহাসের সেরা ইনিংসের একটি!

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/26/1566800539241.jpg

রোববার এমন রূপকথার জন্ম দিয়ে বেন স্টোকস ভাসছেন প্রশংসার বৃষ্টিতে। আর নিজে জানাচ্ছিলেন, ‘দেখুন, লিচ যখন এল উইকেটে, তখনো হাল ছাড়িনি। কারণ জানতাম কী করতে হবে আমাকে। অবশ্য লিচ এর আগেও এমনটা করেছে। নাইট ওয়াচম্যান হিসেবে নেমে ৯২ রান তুলতে দেখেছি ওকে। এটা ঠিক শেষ দিকে এসে আমি তাকাতেই পারছিলাম না।’

পরিস্থিতি বুঝে দ্রুত রান তোলাতেই ব্যস্ত ছিলেন স্টোকস। জানতেন এখানে প্রতিটি বলকেই কাজে লাগাতে হবে। শেষ ১০ ওভারে তুলেন ৭৬ রান। ইংল্যান্ডের এই অতি মানব বলছিলেন, ‘শুরুতে পরিস্থিতি বুঝে ধীর গতিতে খেলেছি। তবে লিচ নামতেই বুঝলাম এবার খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে। আমাদের দ্রুত শেষ করতে হবে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলগুলো লিচ খেলেছে। সত্যিই এটা অসাধারণ।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/26/1566800560846.jpg

আর এভাবেই ৩৫৯ রান তাড়া করে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটিই।  এই অর্জনের পর খোদ অজিরাই মেতেছেন স্টোকস বন্দনায়। ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘টুপিখোলা অভিনন্দন বেন স্টোকস আর ইংল্যান্ড ক্রিকেটকে। দুর্দান্ত খেলে সিরিজে ১-১ সমতা এনেছে তারা।’

বিস্মিত জিওফ বয়কটও। ইংল্যান্ডের এই কিংবদন্তি ক্রিকেটার, ধারাভাষ্যকার বললেন, ‘আমার দীর্ঘ জীবনে বেশ কিছু অসাধারণ মুহূর্ত দেখেছি। কিন্তু ৫০ বছরেরও বেশি সময়ে এটাই সেরা! জাদুকরি এক ইনিংসে স্টোকস অ্যাশেজ বাঁচিয়ে দিল। বিশ্বকাপের চেয়েও এটি সেরা পারফরম্যান্স ছিল।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/26/1566800626647.jpg

এইতো কিছুদিন আগেই বিশ্বকাপের ফাইনালে তারই ব্যাটে জয়ের দেখা পেয়েছিল ইংল্যান্ড। প্রথমবারের মতো তাদের হাতে উঠে বিশ্বকাপ ট্রফি!

ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার যুবরাজ সিংও বিস্মিত। তিনি টুইটারে লিখলেন, ‘অ্যাশেজে অবিশ্বাস্য দৃশ্য। ভাষায় প্রকাশ করতে পারছি না, স্টোকস তুমি ব্যাট হাতে কী করেছ। তোমাকে টুপিখোলা অভিনন্দন।’ 

অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পির মতে এটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ইনিংস। একই কথা বললেন কোচ টম মুডি। তার টুইট, ‘দুর্দান্ত এক ইনিংস খেলেছেন স্টোকস। টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ইনিংস এটি।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/26/1566800688608.jpeg

কেভিন পিটারসেনও মুগ্ধ স্টোকসের ইনিংসে। ইংল্যান্ডের সাবেক এই তারকা ক্রিকেটারের টুইট, ‘হাই, মাই নেম ইজ স্টোকস, বেন স্টোকস!’ সবার কাছেই আসলে এমন ইনিংস রীতিমতো আরাধ্য! তবে শেষ দিকে এসে লেগ বিফোর উইকেট থেকে স্টোকসের বেঁচে যাওয়ার প্রসঙ্গটাও এসেছে। যেখানে আম্পায়ার অজিদের আবেদন এড়িয়ে যান। স্টোকসের প্রশংসার ফাঁকে অস্ট্রেলিয়ান গ্রেট মার্ক ওয়াহ এই কথাটিও মনে করিয়ে দিলেন!

মজার টুইট করলেন গ্রায়েম সোয়ান। ইংল্যান্ডের সাবেক এই স্পিনার লিখেছেন, ‘আমার কোনো বোন নেই। থাকলে বেন স্টোকসের সঙ্গে বিয়ে দিতাম।’

ঠিক তাই, সবার কাছে এখন এতোটাই প্রিয় বেন স্টোকস!

   

নারী ইস্যুতে আফগানিস্তান সিরিজ স্থগিত করল অস্ট্রেলিয়া



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চলতি বছরের আগস্টে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার। কিন্তু বর্তমানে আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবানের নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির প্রতি প্রতিবাদ জানিয়ে সিরিজটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

গত বছর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং ওয়ানডে সিরিজও একই কারণ দেখিয়ে বাতিল করেছিল অস্ট্রেলিয়া। তবে পরিস্থিতির উন্নতি হলে ভবিষ্যতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হতে পারে বলে সম্ভাবনার কথা জানিয়েছিল তারা।

তবে টি-টোয়েন্টি সিরিজ স্থগিত করার কথা জানিয়ে দেয়া বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া উল্লেখ করে যে, পরিস্থিতি উন্নতির বদলে আরও অবনতির দিকে যাচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ভাষায়, ‘গত ১২ মাস আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে কথা বলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সরকারের কথা হচ্ছে, আফগানিস্তানের নারীদের জন্য পরিস্থিতি আরও দুঃসহ হয়ে উঠছে। এই কারণে আমরা আগের অবস্থানে অটল রয়েছি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

গত বছর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ অস্ট্রেলিয়া টেস্ট ও ওয়ানডে সিরিজ বাতিলের পর বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছিলেন আফগান ক্রিকেটাররা। দেশটির তারকা ক্রিকেটার রশিদ খান তো অস্ট্রেলিয়া ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশ থেকে নাম প্রত্যাহারের হুমকিও দিয়েছিলেন। তবে অস্ট্রেলিয়া তাদের সিরিজ বাতিলের সিদ্ধান্তে অটল থাকে।

দ্বিপাক্ষিক সিরিজ না খেললেও বিশ্ব আসরগুলোতে আফগানিস্তানের সঙ্গে খেলতে কোনো আপত্তি নেই অস্ট্রেলিয়া। গত বছর ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের সঙ্গে খেলেছে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

;

সাদা বলের পর এবার শান্তদের লাল বলের লড়াই



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

 

ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর গতকাল (সোমবার) শেষ হয়েছে সমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সময়ের অন্যতম দ্বৈরথের জন্ম দিয়ে দল দুটি সাদা বলের লড়াইটা শেষ হলো সমানে-সমান। আগে টি-টোয়েন্টি সিরিজটা ২-১ ব্যবধানে জিতে নেয় লঙ্কানরা। পরে ওয়ানডে সিরিজটা সমান ২-১ ব্যবধানে নিজেদের করে স্বাগতিকরা। সাদা বলের দুই ফরম্যাটের লড়াই শেষে বাংলাদেশ-শ্রীলঙ্কার সামনের লড়াইটা লাল বলের। যেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দল দুটি। 

টেস্টে দুই দলের স্কোয়াডেই এসেছে একাধিক পরিবর্তন। প্রথম টেস্টের জন্য ঘোষণা করা দলে ওয়ানডে স্কোয়াড থেকে আছেন কেবল পাঁচজন। এদিকে তৃতীয় ওয়ানডেতে স্বাগতিকদের দল থেকে বাদ পড়লেও টেস্টে ফিরছেন লিটন দাস।

আসন্ন সিরিজে অভিষেকের অপেক্ষায় দলে জায়গা মিলেছে নাহিদ রানার। সম্প্রতি প্রথম শ্রেণির ক্রিকেটে বল হাতে দারুণ সময় পার করছেন তিনি। সেখানে ১৫ ম্যাচে নিয়েছেন ৬৩ উইকেট। 

এদিকে শরিফুল ইসলামের পেস নেতৃত্বে আরও তিন বোলার খালেদ আহমেদ ও মুশফিক হাসান। স্পিন বিভাগ সামলাতে দায়িত্ব পালন করবেন দলের মূল তিন স্পিনার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাইম হাসান। 

আগামী শুক্রবার সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে সিলেটে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি আগামী ৩০ মার্চ, চট্টগ্রামের মাঠে। 

প্রথম টেস্টের বাংলাদেশ দল: 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা

;

যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচে মেসিকে পাচ্ছে না আর্জেন্টিনা 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কনক্যাকাফ চ্যাম্পিয়নশিপে গত বুধবার ন্যাশভিলের বিপক্ষে  ইন্টার মায়ামির ৩-১ গোলের জয়ের ম্যাচের ৫০তম মিনিটে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়েন লিওনেল মেসি। মাঠ ছাড়ার আগে জোড়া গোলে এগিয়ে থাকা মায়ামির হয়ে একটি অ্যাসিস্ট ও একটি গোল করেছিলেন ফুটবল বিশ্বের অন্যতম এই মহাতারকা। সেই ম্যাচে পাওয়া চোটে শঙ্কা জেগেছিল চলতি মাসে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচে মেসির মাঠে নামা নিয়ে। শেষ পর্যন্ত সেই শঙ্কায় হলো সত্যি। এল সালভাদর ও কোস্টা রিকার বিপক্ষে আসন্ন ম্যাচ দুটিকে খেলবেন না এই বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা। 

ন্যাশভিলের বিপক্ষে ম্যাচের পর গত শনিবার মায়ামির হয়ে লিগ ম্যাচে ডিসি ইউনাইটেডের বিপক্ষে খেলেননি মেসির। এবার জাতীয় দলের হয়েও বাকি দুই ম্যাচে দেখা মিলবে না মেসির। 

গতকাল (সোমবার) নিজেকের এক্স অ্যাকাউন্টে চোটে মেসির সামনের ম্যাচ দুটিতে না থাকা নিশ্চিত করে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন। অবশ্য মেসির চোট ব্যাখ্যায় সেটিকে গুরুতর কিছু বলেনি তারা। এদিকে ইএসপিএন আর্জেন্টিনার সূত্রমতে, মাঠে না নামলেও দলের সঙ্গে থাকতে পারেন মেসি। 

আগামী ২৩ মার্চ কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে এল সালভাদরের বিপক্ষে নামবে লিওনেল স্কালোনির দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়। পরে আগামী ২৭ মার্চ কোস্টা লিকার বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।

;

অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে লঙ্কান টেস্ট দলে হাসারাঙ্গা 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

 

গত বছরের আগস্টে হঠাতই টেস্ট ক্রিকেটকে বিদায় বলেন লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গা। যদিও ততদিনে স্রেফ ৪টি টেস্ট খেলেছিলেন তিনি। যার সবশেষটা ২০২১ সালের এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে। সেখান থেকে প্রায় তিন বছর পর সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন হাসারাঙ্গা। এবং বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু করতে যাচ্ছেন লাল বলের ক্রিকেটে নতুন এক যাত্রা। 

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হাসারাঙ্গার পরিসংখ্যান চোখে পড়ার মতো হলেও টেস্টটা পুরোদস্তুর ম্যাড়মেড়ে। ৪টি নিয়েছেন কেবল ৪টি উইকেট এবং ব্যাট হাতে করেছেন ১৯৬ রান। সেখান থেকে যেন নতুন উদ্যমে নিজেকে নয়ে যেতে নতুন এক সিদ্ধান্ত নিলেন এই লঙ্কান তারকা। 

বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শেষে লঙ্কানদের লড়াই এবার টেস্টে। সেটিকে মাথায় রেখে হাসারাঙ্গা নিয়েই ১৭ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। 

ধনঞ্জয়া ডি সিলভার নেতৃত্বাধীন এই দলের বোলিং থাকছে স্পিন নির্ভর। সেখানে অভিষেকের অপেক্ষায় আছেন নিশান পেরিস। এছাড়াও স্পিন তালিকায় আরও তিন নাম প্রবাথ জয়সুরিয়া, রমেশ মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস। 

সিলেটে আগামী ২২ মার্চ শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টই শুরু হবে ৩০ মার্চ।

বাংলাদেশ বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দল: 

ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দিমুথ করুণারত্নে, নিশান মাদুশকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, লাহিরু উদারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রবাথ জয়সুরিয়া, রমেশ মেন্ডিস, নিশান পেরিস, কাসুন রাজিথা, বিশ্ব ফের্নান্দো, লাহিরু কুমারা, চামিকা গুনাসেকারা।

;