সাকিব, রশিদ দুজনই মানছেন- চট্টগ্রাম টেস্টে পার্থক্য গড়বেন ব্যাটসম্যানরা



স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম, চট্টগ্রাম থেকে
দুই অধিনায়ক: সাকিব আল হাসান ও রশিদ খান- ছবি: বিসিবি

দুই অধিনায়ক: সাকিব আল হাসান ও রশিদ খান- ছবি: বিসিবি

  • Font increase
  • Font Decrease

এই সিরিজে এখন পর্যন্ত সবচেয়ে কম আলোচিত বিভাগের নাম-ব্যাটিং! আফগানিস্তান এখানে পা রাখার আগ থেকেই বলাবলির বিষয় শুধু একটাই- বোলিং। আরেকটু সুনির্দিষ্ট করে বললে-স্পিন!

চট্টগ্রাম টেস্টে ১৫ জনের বাংলাদেশ দলে তিনজন পেসারও আছেন। আফগানিস্তানের পেস বোলিংও বেশ আলোচিত। সিরিজে পেসাররাও আছেন লাইমলাইটে। আলোচনায় ছিলেন না শুধু ব্যাটসম্যানরা।
 
তবে ম্যাচের আগে ব্যাটসম্যানদেরই আলোয় আনলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান-‘মানছি উভয় দলের স্পিন শক্তি বেশ ভালো। দেশের মাটিতে তো আমরা ভালোই বোলিং করেছি। আমাদের স্পিনাররা যখনই সুযোগ পেয়েছে, তাদের পছন্দমতো উইকেট যখনই পেয়েছে, সবসময়ে ভালো পারফরমেন্স করেছে। ওদেরও (আফগানিস্তান) কোয়ালিটি স্পিনার আছে। তবে আমার মনে হয় পার্থক্য গড়ে দিতে পারে, এখানে দুই দলের ব্যাটিংটাই।’

অধিনায়কের সেই চিন্তাই দেখা গেলো দলের অনুশীলনেও। ব্যাটিং পর্বে বেশ মনোযোগী হলেন সব ব্যাটসম্যানরা। নেট বোলারকে ডেকে নির্দিষ্ট জায়গায় বল ফেলতে বললেন মাহমুদউল্লাহ। পাশের নেটেই সাকিবও লম্বা সময় ধরে ঘাম ঝরালেন। টেস্ট স্পেশালিষ্ট মমিনুল হক ব্যাটিংয়ের ভুলত্রুটিগুলো সামলে নিলেন। ওপেনার সাদমান ইসলাম নেটে সবচেয়ে বেশি সময় নিয়ে অনুশীলন করলেন। ব্যাট হাতে ফর্মটা খুব একটা ভালো যাচ্ছে না মোহাম্মদ মিঠুনের। মূল নেটে বেঁধে দেয়া সময় অনুযায়ী ব্যাটিং করার পর চলে গেলেন প্রেসবক্স প্রান্তের কোনায়। বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ সোহেল পৃথক সেই নেটে মিঠুনকে একের পর এক বল ছুঁড়ে গেলেন। মিঠুন এই পর্বে কোনো শটস খেলার চেয়ে পা বাড়িয়ে বল ডিফেন্সের দিকেই বেশি মনোযোগী হলেন।

শুধু বুধবার নয়, মঙ্গলবার ৩ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের নেট সেশনেও ব্যাটসম্যানদেরই বেশি পরিশ্রমী মনে হলো। অনুশীলন নেটে সাকিব আল হাসান ও মুশফিক রহিমের ব্যাটিংকে টেস্টের ব্যাটিং অনুশীলনের তুলনায় একটু বেশি আক্রমণাত্মক মনে হলো।

-তবে কি আফগান স্পিনের বিপক্ষে রক্ষণ নয়, পাল্টা আক্রমণ কৌশলই বেছে নিচ্ছে বাংলাদেশ?

এই প্রশ্নে সাকিবের ব্যাখ্যাটা এমন-‘অনেক সময় শটস খেলেই ব্যাটসম্যানরা আত্মবিশ্বাস অনুভব করে। শট ঠিক মতো লাগলে আত্মবিশ্বাস বেড়ে যায়। দ্বিতীয়ত একজন ব্যাটসম্যান কখনোই সেট না যতক্ষণ না পর্যন্ত সে রান করছে। আপনি যদি ১০০ বলে ১০ রান  করেন তখনো আপনি সেট নন। কিন্তু ১০ বলে ৪০ বা ৫০ রান করলে তখন কিন্তু সেট। তাই ব্যাট হাতে শুধু পড়ে থাকলে চলবে না। রান করতে হবে। উইকেটে শুধু থাকাই এখনকার টেস্ট ক্রিকেট নয়। আগে ছিলো যে টিকে থাকাটাই শুধু গুরুত্বপূর্ণ। এখন থাকার সঙ্গে রানও করতে হয়। দুটি দিকই থাকতে পারে। একেকজনের জন্য একেকটি গুরুত্বপূর্ণ।’

আফগান অধিনায়ক রশিদ খানও এই টেস্টে তার ব্যাটসম্যানদের কাছ থেকে কার্যকর পারফরমেন্সের অপেক্ষায়। বললেন-‘টেস্ট ক্রিকেট ভিন্ন ফরম্যাটের খেলা। আমরা জানি আমাদের এখানে কেমন ক্রিকেট খেলতে হবে। দলের ব্যাটসম্যানরা সেই প্রস্তুতি নিয়েই এসেছে। এই টেস্টে ব্যাটসম্যানদের বড় একটা পরীক্ষা হবে। যারা নার্ভ ধরে রাখতে পারবে। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখতে পারবে। তারাই হাসছে জয়ের হাসি।’

আফগানিস্তানের ব্যাটসম্যানরাও মারকাটারি ব্যাটিং ভালোবাসে। তবে দুদিনের অনুশীলন ম্যাচে আফগান ব্যাটসম্যানরা জানান দিয়েছে- ধৈর্য্য ধরেও খেলতে পারে তারা।

বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছ থেকেও তেমনই ‘ধৈর্য্যের সঙ্গে ধারালো’ ব্যাটিং পারফরমেন্সই আশা করছেন অধিনায়ক সাকিব-‘আমাদের ব্যাটসম্যানদের সামনে এই টেস্টে অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমি আমার ব্যাটসম্যানদের ওপর পুরো আস্থা রাখছি। প্রস্তুতি আমাদের বেশ ভালোই হয়েছে। এখন শুধু মাঠে ওই অনুশীলনের প্রতিফলন দেখাতে পারলেই আমরা ভালো কিছু করতে পারবো।’

-ভালো কিছু!

সাকিবের কাছে চট্টগ্রাম টেস্টে ভালো কিছুর একটাই অর্থ-জয়!

   

‘জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলব’ 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আসন্ন জিম্বাবুয়ে সিরিজ না খেলে দেশের তারকা অলরাউন্ডার সাকিব খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। খেললেও শুরুর দিকে থাকবেন না দলে। আর এতেই সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবকে নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। এদিকে দুদিন আগে জিম্বাবুয়ের সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য ঘোষণা করা ১৭ সদস্যের দলেও নেই সাকিব। তবে কি আসলেই খেলছেন না সাকিব? বা ঠিক কয়টি ম্যাচ খেলবেন? সব প্রশ্নের উত্তর এবার দিলেন সাকিব নিজেই। জানালেন জিম্বাবুয়ে সিরিজে খেলার কথা এবং জানালেন কয়টি ম্যাচে খেলবেন। 

সাকিব এই মুহূর্তে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখানেই এক অনুষ্ঠানে সব খোলাসা করে জানান দেশের সাবেক এই অধিনায়ক। 

সেই অনুষ্ঠানে জিম্বাবুয়ে সিরিজ প্রসঙ্গে সাকিব বলেন, ‘জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলব। দেশে হয়তো এ নিয়ে একটা কনফিউশন চলছে...আসলে অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে দুটো না তিনটা ম্যাচ খেলো, তাহলে আমাদের জন্য ভালো হয়। আমি বলেছি সমস্যা নেই।’

সেখানে সিরিজের শুরু দিকে কেন থাকছেন না এ নিয়েও কথা বলেন সাকিব। ‘আসলে এইগুলো আলোচনার মাধ্যমেই হয়। আমার ইচ্ছেমত না। যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ থাকবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন ম্যাচ খেলার আগে। সেহেতু দুইটা ম্যাচ খেলার সুযোগ থাকবে। এছাড়া প্রস্তুতিটাও ভালো হবে। সে কারণে আসলে এই ম্যাচ দুইটা খেলা।’

উল্লেখ্য, আগামী ৩ মে থেকে শুরু জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। সেই ম্যাচ সহ সিরিজের পরের দুই ম্যাচ যথাক্রমে ৫ ও ৭ মে অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। সিরিজের সেই দুই ম্যাচ মিরপুরের হোম অব ক্রিকেটে, ১০ ও ১২ মে। 

;

হাসপাতাল থেকে ছাড়া পেলেন তেভেজ 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বুকে তীব্র ব্যথা নিয়ে গতকাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার কার্লোস তেভেজ। তবে পরীক্ষা-নিরীক্ষার পর গুরুতর কিছু ধরা না পড়ায় গতকালই তিনি ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। আপাতত বাসার ফিরে বিশ্রামে থাকবেন ৪০ বছর বয়সী এই ফুটবলার। 

বুকের ব্যথা তীব্র রূপ নিলে তেভেজকে ভর্তি করানো হয় আর্জেন্টিনার বুয়েনস আইরেসের কাছে সান ইসিন্দ্রোর একটি ক্লিনিকে। বিষয়টি গতকাল জানা যায় আর্জেন্টাইন শীর্ষ বিভাগের ক্লাব ইন্দিপেন্দিয়েন্তের এক বিবৃতিতে। এবার নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে তারাই জানায় তেভেজের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার বিষয়টি। 

সেই পোস্টে ক্লাব ইন্দিপেন্দিয়েন্ত জানায়, কার্লোস তেভেজের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে তাকে হাসপাতাল ছেড়ে দেওয়া হয়েছে। বাসায় ফিরে তিনি বিশ্রাম নেবেন এবং আগামীকাল ফিরবেন অনুশীলনে।’

তবে ঠিক কী কারণে বুকে এই ব্যথা অনুভব করেছেন তেভেজ সেই সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। 

গত বছরের আগস্টে আর্জেন্টিনার এই ক্লাবটির কোচ হয়ে আসেন তেভেজ। ক্লাবটির সঙ্গে তেভেজের চুক্তি ২০২৬ সাল পর্যন্ত। কোচিং ক্যারিয়ারটা অবশ্য আরও আগেই শুরু হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিতি, জুভেন্টাস ও বোকা জুনিয়র্সের সাবেক এই তারকা ফুটবলারের। ২০২১ সালে খেলোয়াড় হিসেবে ফুটবলকে বিদায় জানানোর পর ২০২২ সালে রোজারিও সেন্ট্রালের কোচে দায়িত্ব নিয়ে নিজের ম্যানেজেরিয়াল ক্যারিয়ার শুরু করেন তেভেজ। 

;

মোহিতের ‘বিব্রতকর’ রেকর্ড



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএল ইতিহাসে কোনো ম্যাচে একজন বোলারের সর্বোচ্চ রান হজমের রেকর্ডটি এতদিন ছিল বাসিল থাম্পির। ২০১৮ আইপিএল আসরে তিনি এক স্পেলে রান হজম করেছিলেন ৭০। এবার সে রেকর্ডটি ভেঙে দিলেন ভারতের সাবেক পেসার মোহিত শর্মা।

আইপিএলের চলতি আসরে গুজরাট টাইন্টান্সের হয়ে খেলছেন মোহিত। গতরাতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নেমেছিল গুজরাট। যেখানে শুরুতে ব্যাটিংয়ে নেমে দলীয় ২২৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় স্বাগতিক দিল্লি।

গুজরাটের বোলারদের মধ্যে ৪ ওভার বোলিং করে সবচেয়ে বেশি ৭৩ রান হজম করেছেন মোহিত। বিনিময়ে একটি উইকেটও শিকার করতে পারেননি। বাজে পারফরম্যান্সের এই রাতে নিজের নামে করে নিলেন ‘বিব্রতকর’ এই রেকর্ডটিও।

মোহিতের এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডের রাতে হেরেছে তার দল গুজরাটও। বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিজেদের সর্বোচ্চটা দিয়েও শেষে মাত্র ৪ রানের হতাশাজনক হারের মুখ দেখতে হয় তাদের। এই হারের পর পয়েন্ট তালিকার সাতে অবস্থান করছে গুজরাট।

;

বিশ্বকাপের আগে চোটে পড়লেন রিজওয়ান



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে বর্তমানে টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। যেখানে চোটের কারণে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়, উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে ছিটকে যেতে হলো। চলিত সিরিজের তৃতীয় ম্যাচে এই চোটে পড়েন তিনি।

পাঁচ ম্যাচ সিরিজের তিন ম্যাচ শেষে বর্তমানে ১-১ সমতায় আছে দু’দল। সবশেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠের বাইরে চলে যান রিজওয়ান। কিউইদের বিপক্ষে চলতি সিরিজটিটে আর খেলা হবে না তার।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের এক বিবৃতিতে জানিয়েছে, রেডিওলজি রিপোর্ট দেখে রিজওয়ানকে সিরিজ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চোটটি অতটা গুরুতর নয় বলেও জানিয়েছে বোর্ড। তাদের ভাষ্যমতে, এক সপ্তাহ থেকে দশ দিনের মতো মাঠের বাইরে থাকবেন তিনি।

নিউজিল্যান্ড সিরিজের পর সামনে পাকিস্তানের ইংল্যান্ড সফর এবং জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর আছে। শুরুতে রিজওয়ানের সেখানে খেলা নিয়ে অনেকের মনে শঙ্কা তৈরি হলেও আসন্ন সফরগুলোতে তাকে পাওয়া যাবে বলে জানিয়েছে তাদের ক্রিকেট বোর্ড।

;