ডেনমার্ক নাকি অস্ট্রেলিয়া? উত্তর মিলবে আজ রাতেই



সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

 

জায়গা একটি, লড়াই দুই দেশের! গ্রুপ 'সি' থেকে এরইমধ্যে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়ে স্বস্তিতে ফ্রান্স। তবে গ্রুপের ম্যাচগুলো শুধু নিয়ম রক্ষার হয়ে উঠেনি। নকআউটের দৌড়ে আছে ডেনমার্ক ও অস্ট্রেলিয়া। লড়াই থেকে আগেই বাদ পড়েছে পেরু!

ঠিক এমনই এক দৃশ্যপটে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আটটায় ডেনমার্ক লড়বে ফ্রান্সের সঙ্গে। খেলাটি সরাসরি দেখাবে- বিটিভি, মাছরাঙা, নাগরিক টিভি, সনি ইএসপিএন, সনি টেন টু ও সনি টেন থ্রি। একই সময়ের আরেক ম্যাচে ফিস্ট অলিম্পিক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ পেরু। এই খেলাটি দেখা যাবে সনি সিক্স চ্যানেলে। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা ফ্রান্সের সঙ্গে ড্র করলেই হবে ডেনমার্কের। তবে তারা হেরে গেলে সুযোগ এসে যাবে অস্ট্রেলিয়ার। দিনের আরেক ম্যাচে পেরুকে হারাতে পারলেই সকারুরা পেয়ে যাবে স্বপ্নের দ্বিতীয় রাউন্ডের টিকিট।

ডেনমার্কের হার প্রত্যাশা করেই আজ মাঠে নামবে অস্ট্রেলিয়া। লুঝনিকি স্টেডিয়ামে গ্রুপ চ্যাম্পিয়ন ডেনিশদের বিপক্ষে কিছুই হারানোর নেই আজ ফ্রান্সের। প্রথম দুই ম্যাচ হেরে পেরুর বিশ্বকাপ শেষ। টানা দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ফ্রান্স।

আজ হয়তো সেরা তারকাদের ওপর চাপ দিতে চাইবেন না কোচ দিদিয়ের দেশম। কিন্তু ডেনমার্কের আয়েশী হওয়ার সুযোগ নেই। নুন্যতম ড্র চাই তাদের। আর যদি চমক দেখিয়ে ফ্রান্সকে হারানো যায় তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে পা রাখবে ডেনিশরা। ফ্রান্স-ডেনামার্ক এর আগে ১৪ বার মুখোমুখি হয়েছে। যেখানে ৯ জয়ে এগিয়ে ফ্রান্স। সবশেষ সাত ম্যাচেই জিতেছে ফরাসিরা।

বিশ্বকাপে অবশ্য দুইবারের দেখায় একবার করে জিতেছে দুটি দেশ। অবশ্য ফরাসিদের কাছ হেরেও পরের রাউন্ডের টিকিট পেতে পারে ডেনমার্ক। ২ ম্যাচ শেষে এখন তাদের পয়েন্ট ৪। এ অবস্থায় পেরুর কাছে অস্ট্রেলিয়ার ড্র কিংবা হেরে গেলে দরজা খুলে যাবে ডেনমার্কের। কারণ ২ ম্যাচ শেষে সকারুদের পয়েন্ট মাত্র ১। এ অবস্থায় পেরুর ম্যাচটি চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছে অস্ট্রেলিয়া।

দলটির স্ট্রাইকার টমি জুরিখ জানিয়ে রাখলেন, ‘আমরা যত বেশি সম্ভব গোল করে এই ম্যাচে জিততে চই। পেরুর বিপক্ষে শেষ ম্যাচে পুরো আত্মবিশ্বাস নিয়েই লড়বো।ডেনমার্ক-ফ্রান্স ম্যাচে কি হচ্ছে সেটা দেখছি না। আমরা আমাদের খেলাটাই খেলে যাবো।’ ৩৬ বছর পর বিশ্বকাপে পা রেখে পেরু অবশ্য হতাশাই হয়েছে। যদিও ডেনামাকর্বের বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত খেলেও তারা হারে ০-১ গোলে।

ফ্রান্সের বিপক্ষেও একইভাবে আক্ষেপ সঙ্গী করে মাঠ ছেড়ে লাতিন আমেরিকার দেশটি। তারাও শেষটা জয়ে রাঙাতে চায়। দলটির ডিফেন্ডার অ্যান্ডারসন সান্তা মারিয়া জানাচ্ছিলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচটা জিতে সমর্থকদের মুখে হাসি ফুটাতে চাই আমরা।’ অবশ্য পরিসংখ্যান জানাচ্ছে-এবারই প্রথম আন্তর্জাতিক ম্যাচে দেখা হচ্ছে পেরু ও অস্ট্রেলিয়ার। সেই দেখায় কে বাজিমাত করে তার উত্তর মিলবে আজ রাতেই!

 

   

‘অধিনায়ক’ শান্তকে নিয়ে যা বললেন সাকিব



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

গত বছরের ভারত বিশ্বকাপের ঠিক আগে দেশের শীর্ষ সারির এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, ঠিক বিশ্বকাপ পর্যন্তই নেতৃত্বে থাকবেন তিনি। এর একদিন পরেও না। শেষ পর্যন্ত হয়েছেও তাই। বিশ্বকাপের পরই ছেড়েছেন দায়িত্ব। পরে লঙ্কান সিরিজের আগে পূর্ণকালীন তিন ফরম্যাটের নতুন অধিনায়ক হন নাজমুল হোসেন শান্ত।

এদিকে নেতৃত্ব তো ছেড়েছেনই, গত বছরের ৬ নভেম্বর বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেই চোট পান সাকিব। এরপর থেকে এখন পর্যন্ত খেলেনি আন্তর্জাতিক কোনো ম্যাচে। সেখান থেকে সাড়ে চার মাসেরও বেশি সময় পর ফের লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে ফিরতে চলেছেন সাকিব।

দ্বিতীয় টেস্টে নিয়ে নিজের ভাবনা, শান্তর অধিনায়কত্ব এসব নিয়ে আজ (বৃহস্পতিবার) রূপায়ণ সিটি উত্তরার সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাকিব। সেখানে শান্তর লম্বা পথ দেখছেন দেশসেরা এই অলরাউন্ডার।

শান্তর অধিনায়কত্বে আস্থা রাখছেন সাকিব। জানালেন সাপোর্ট পেলে নেতৃত্বে শান্ত হয়ে উঠবেন দারুণ একজন। তবে শান্তর অধিনায়কত্ব নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না সাকিব, ‘খুবই আর্লি স্টেজ (শান্তর অধিনায়কত্বে মন্তব্য করা)। আমি  নিশ্চিত বিসিবি ওকে (শান্ত) লম্বা সময়ের কথা ভেবেই নিয়েছে। ওর শুরুটা খুব ভালো হয়েছে। কিছু ফলাফল ওর পক্ষে এসেছে যেটা ওকে সাহায্য করবে সামনে এগিয়ে যেতে। সবার সমর্থন থাকলে শান্ত অসাধারণ একজন অধিনায়ক হবে।’

;

শামীমের ব্যাটে রূপগঞ্জের হাসি, ৫ উইকেট নিয়েও মলিন রিশাদের মুখ



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

টানা চার জয়ের পর মোহামেডানের কাছে হেরে ছন্দপতন হয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জের। তবে সে হার ভুলে আবার জয়ের ধারায় ফিরেছে রূপগঞ্জ। শামিম পাটোয়ারি এবং তৌফিক খান তুষারের জোড়া ফিফটিতে পারটেক্সকে ৭ উইকেটে হারিয়েছে তারা।

ফতুল্লার খানসাহেব ওসমান আলি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পারটেক্স অধিনায়ক মিজানুর রহমান। কিন্তু অধিনায়ক বাদে দলটির অন্য কেউ সে সিদ্ধান্তের মান রাখতে পারেননি। দলীয় সর্বোচ্চ ৮৮ রানের ইনিংস খেলে মিজান নিজেই যা দলের স্কোরকে ভদ্রস্থ করার চেষ্টা করেছেন। তার ৮৮ রানের ইনিংসে চড়ে ৪৭.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৯১ রান পর্যন্ত পৌঁছে।

রূপগঞ্জের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন শহিদুল ইসলাম এবং শুভাগত হোম। মাশরাফি ৯ ওভার বল করে ৩০ রান দিলেও কোনো উইকেট পাননি।

তবে রূপগঞ্জের দুই ব্যাটার শামিম এবং তুষারের ঝোড়ো ব্যাটিংয়ে ২৫.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ। ওপেনার তুষারের ব্যাটে আসে ৮৩ রান। আর ৪৩ বলে ৬ চার এবং ৮ ছক্কায় ৮৬ রানের হার না মানা ইনিংস খেল দলকে জয় এনে দেন ম্যাচসেরা শামিম।

এদিকে ৫ উইকেট নিয়েও শাইনপুকুরকে জেতাতে পারেননি স্পিনার রিশাদ হোসেন। টানা দ্বিতীয় জয় তুলে নেয়ার পথে শাইনপুকুরকে ২৬ রানে হারিয়ে ব্রাদার্স ইউনিয়ন। দিনের অপর ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে সিটি ক্লাবকে ৩৮ রানে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পেয়েছে গাজী টায়ার্স।

;

‘লঙ্কানদের বিপক্ষে টেস্ট জেতা উচিৎ বাংলাদেশের’



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সিলেট টেস্টে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতে ১-০ তে পিছিয়ে স্বাগতিকরা। বড় হারের সে স্মৃতিকে পেছনে রেখে বাংলাদেশের সামনে এখন আরেকটি টেস্টের চ্যালেঞ্জ। চট্টগ্রামে লঙ্কানদের ধরাশায়ী সিরিজে সমতা ফেরাতে মরিয়া বাংলাদেশ, তাতে সিরিজ হার এড়ানোর পাশাপাশি প্রথম টেস্টে বড় হারের কষ্টও কিছুটা লাঘব হতে পারে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহে ‘ব্যক্তিগত কারণে’ অস্ট্রেলিয়া গেছেন। কোচ না থাকায় কিছুটা ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ। তবে দল এবং একইসঙ্গে সমর্থকদের জন্য সুখবর, টেস্ট সিরিজে খেলার কথা না থাকলেও দ্বিতীয় টেস্ট দিয়ে দলে ফিরেছেন সাকিব আল হাসান। 

দলে ফিরেই সাকিব জানালেন, লঙ্কানদের বিপক্ষে টেস্ট জেতা উচিত বাংলাদেশের। টি-টোয়েন্টি ও ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলার পর এমনটাই চাইছেন সাকিব, ‘আশা তো সব সময় করি আমরা জিতব। কিন্তু টেস্ট ক্রিকেটে সব সময়ই আমরা স্ট্রাগল করেছি, আমাদের জন্য ডিফিকাল্ট। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদের শ্রীলঙ্কার বিপক্ষে অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত।’

অনভিজ্ঞ একটা দল নিয়ে টেস্ট ক্রিকেটের অথৈ সাগরে হাবুডুবু খেতে থাকা বাংলাদেশ দলের জন্য সাকিবের প্রত্যাবর্তন অনেক আনন্দের সংবাদ। প্রথম টেস্ট শেষে অধিনায়ক শান্ত সংবাদ সম্মেলনে সেটাই বলেছিলেন, ‘সাকিব ভাইয়ের অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।’

;

রূপায়ণ সিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দেশের আবাসন খাতের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি ও ক্রিকেটের ব্র্যান্ড সাকিব আল হাসান এবার হয়েছেন জুটিবদ্ধ। রূপায়ণ সিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে রূপায়ণ সিটি উত্তরার স্কাই ভিলা লাউঞ্জে এক অনুষ্ঠানের মাধ্যমে রূপায়ণ সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হন সাকিব। রূপায়ণ সিটির পক্ষে সিইও এম মাহবুবুর রহমান চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল ও উপদেষ্টা ক্যাপ্টেন পি জে উল্লাহ (অব.), চিফ অপরেটিং অফিসার ব্রিগেডিয়ার সালাহউদ্দীন (অব.), সিবিও (আরসিইউ) রেজাউল হক লিমন, সিবিও (ম্যাক্সাস) গৌতম তরফদারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তি স্বাক্ষর শেষে রূপায়ণ সিটি ঘুরে দেখেন সাকিব আল হাসান। এ সময় তিনি বলেন, একদমই ব্যতিক্রম এখানকার পরিবেশ। কারণ খেলাধুলার জায়গা আছে, বাচ্চাদের জন্য নিরাপদ। বয়স্কদের জন্য আছে হাঁটা-চলার পৃথক রাস্তা। যা ঢাকার অন্যান্য জায়গায় বড়ই অভাব। এখানকার পরিবেশ যে কাউকে মুগ্ধ করে তুলবে। আমি জানি না ক্রিকেটারদের কেউ রূপায়ণ সিটিতে থাকেন কিনা। যদি না থাকেন তাহলে তারা এদিকে আসতে পারে।

রূপায়ণ সিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রচারণামূলক কাজে অংশ নেবেন বলেও জানান সাকিব আল হাসান।

বাংলাদেশের গেটেড কমিউনিটির ধারণাতে ‘ব্রেক দ্য স্কয়ার ফিট স্টোরি’- এই দর্শনের মাধ্যমে নতুন মাত্রা দিয়েছে রূপায়ণ সিটি। যার মাধ্যমে এসেছে প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি- রূপায়ণ সিটি উত্তরা। যেখানে আছে রূপায়ণ স্কাই ভিলা, ম্যাক্সাস- দি মল অব বাংলাদেশ এবং নেক্সট জেনারেশন স্মার্ট সিটি ‘নর্থ সাউথ সিটি’।

;