গায়ানায় টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গায়ানায় সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। উইকেটে ব্যাটসম্যানরা শুরুতে কিছুটা সুবিধা পাবেন এই পরিকল্পনায় বাংলাদেশ অধিনায়ক মাশরাফি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই ম্যাচের একাদশে নেই লিটন দাস। প্রস্তুতি ম্যাচে অনবদ্য ৭০ রানের ইনিংস খেলার পরও লিটন দাস এই ম্যাচে জায়গা পাননি।
তার জায়গায় টিম ম্যানেজমেন্ট ওপেনার এনামুল হক বিজয়কে বেছে নিয়েছে। তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে জুটি বাঁধবেন এনামুল হক বিজয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এনামুলের অতীত রেকর্ডই তাকে এই ম্যাচের একাদশে রেখেছে। ২০১৪ সালের ডিসেম্বরে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের হয়ে ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছিলেন এনামুল। তিন পেসার এবং স্পিন কোটায় মেহেদি হাসান মিরাজ খেলছেন সিরিজের প্রথম ওয়ানডেতে। গায়ানার পিচ রিপোর্টেও ওয়েষ্ট ইন্ডিজের সাবেক উইকেটকিপার জেফ ডুজন জানান-‘শুকনো এই উইকেটে আগে ব্যাট করার সুযোগ কোন দলই হারাতে চাইবে না। স্পিনাররা অবশ্যই এই উইকেট থেকে বাড়তি সুবিধা পাবে।’
টসে জিতে মাশরাফি সেই সুযোগটাই নিলেন। টস পর্বে মাশরাফি জানান-‘গায়ানার উইকেট আমাদের জন্য অপরিচিত কিছু নয়। আমরা এখানে ২০০৭ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ জিতেছিলাম। তবে সেটা এখন অতীত। সিরিজের প্রথম ম্যাচে আমার দল স্কোরবোর্ডে বড় একটা স্কোর গড়বে, সেই প্রত্যাশায় আছি আমি।’
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জ্যাসন হোল্ডার জানান-কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার দলে ফিরে আসায় ওয়ানডে দলে তাদের ভারসাম্যটা ঠিক হয়েছে।’
বাংলাদেশ একাদশ: তামিম, এনামুল, সাব্বির, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক, মিরাজ, মাশরাফি, রুবেল ও মুস্তাফিজ।