ট্রেন্টব্রিজে ভারত জিতল ২০৩ রানে



স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

এই ম্যাচ যে ভারতই জিতছে সেটা জানা হয়ে যায় আগেরদিনই। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। পঞ্চমদিনের সকালে সেই আনুষ্ঠানিকতা সারতে ভারত সময় নিল মাত্র ২.৫ ওভার। অশ্বিনের স্পিনে অজিঙ্কা রাহানের হাতে জেমস অ্যান্ডারসনের ক্যাচটা জমা হতেই ভারতের ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠলেন। ট্রেন্টব্রিজ টেস্ট জিতল ভারত ২০৩ রানে।

পাঁচ ম্যাচের সিরিজের হিসেবটা এখন এমন। ইংল্যান্ড ২: ভারত ১।

শেষ ইনিংসে ম্যাচ জেতার জন্য ইংল্যান্ডের সামনে ৫২১ রানের অসম্ভব এক টার্গেট দাড় করায় ভারত। চতুর্থদিন সকালের সেশনেই ৪ উইকেট হারানো তারপরও যে ৩১৭ রান তুলতে পেরেছে তার পুরো কৃতিত্ব মুলত দুটি জুটির। প্রথমত বেন স্টোকস ও জস বাটলারের পঞ্চম উইকেট জুটিতে ১৬৯ রান। তারপর একেবারে শেষের দিকে স্টুয়ার্ট ব্রড ও আদিল রশিদের নবম উইকেট জুটিতে ৫০ রান। বাটলার টেস্টে তার প্রথম সেঞ্চুরি পেলেও ইংল্যান্ডের বড় হার এড়াতে পারেননি। চতুর্থদিনের শেষ সেশনে স্টুয়ার্ট ব্রড ২০ রানে আউট  হলে গেলেও আদিল রশিদ একাই লড়াই চালিয়ে যান। মুলত তার সেই লড়াইয়ে ম্যাচটা পঞ্চমদিনে নিয়ে যেতে সক্ষম হয় ইংল্যান্ড। তবে ম্যাচ শেষ দিনে গড়ালেও জয় তুলে নিতে এদিন ভারতের বেশি সময় লাগেনি। শেষদিনের সকালের ১৭ নম্বর বলেই ইংল্যান্ডের শেষ উইকেট তুলে নিয়ে ম্যাচ জিতে নেয় ভারত।

অধিনায়ক হিসেবে বিরাট কোহলির এটি ৩৮ নম্বর ম্যাচে ২২ তম জয়। ভারতীয় অধিনায়ক হিসেবে তারচেয়ে বেশি টেস্ট ম্যাচ জয়ের রেকর্ড আছে মহেন্দ্র সিং ধোনির। ৬০ ম্যাচে ধোনি জিতেছেন ২৭টি টেস্ট ম্যাচ। তবে ম্যাচ আর জয়ের অনুপাত হিসেবে কোহলির ধারেকাছে নেই ভারতের অন্য কোন টেস্ট অধিনায়ক।

ব্যাটসম্যান হিসেবেও ট্রেন্টব্রিজ টেস্টকে স্মরণীয় করে রাখলেন কোহলি। প্রথম ইনিংসে ৯৭ রান। দ্বিতীয় ইনিংসে ১০৩ রানের অনবদ্য ইনিংস। হলেন ম্যাচ সেরা। অলরাউন্ডার হিসেবে এই ম্যাচে হার্দিক পান্ডের পারফরমেন্সও দুর্দান্ত। দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরির সঙ্গে ম্যাচে ৬ উইকেট। পেস বোলার জাসপ্রিত বুমরাও এই ম্যাচ উইনিং পারফরমেন্স দেখান। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটসহ ম্যাচে তার শিকার ৭ উইকেট।

সিরিজের চতুর্থ টেস্টে উভয় দল মুখোমুখি হবে ৩০ আগস্ট। ম্যাচের ভেন্যু সাউদাম্পটন।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনি: ৩২৯/১০ ও দ্বিতীয় ইনি: ৩৫২/৭ ডিক্লে: ১১০ ওভারে, ধাওয়ান ৪৪, রাহুল ৩৬, পুজারা ৭২, কোহলি ১০৩, পান্ডে ৫২*, স্টোকস ২/৬৮, রাশিদ ৩/১০১)।

ইংল্যান্ড ১ম ইনি: ১৬১/১০ (৩৮.২ ওভারে, কুক ২৯, জেনিংস ২০, রুট ১৬, বাটলার ৩৯, পান্ডে ৫/২৮, বুমরাহ ২/৩৭, শর্মা ২/৩২)। ও দ্বিতীয় ইনিংস: ৩১৭/১০ (১০৪.৫ ওভারে, স্টোকস ৬২, বাটলার ১০৬, রশিদ ৩৩*, ব্রড ২০, বুমরা ৫/৮৫, শর্মা ২/৭০, পান্ডে ১/২২, শামি ১/৭৮)। ফল: ভারত ২০৩ রানে জয়ী। ম্যাচ সেরা: বিরাট কোহলি।

   

৩৪ দিনের বিরতি শেষে আজ মাঠে গড়াচ্ছে বিপিএল ফুটবল



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

 

আন্তর্জাতিক বিরতি শেষ ফের মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খেলা। সবশেষ ২৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে বিপিএলের প্রথম ভাগের খেলা। সেখান থেকে ৩৪ দিনের বিরতি শেষে আজ (শুক্রবার) থেকে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় ভাগের খেলা। মাঝের এই আন্তর্জাতিক বিরতিতে সুদানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ এবং ফিলিস্তিনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপ বাছাইয়ের হোম-অ্যাওয়ে ম্যাচ খেলেছে বাংলাদেশ। 

বিরতিতে অবশ্য মাঠের বাইরের ফুটবল নিয়ে ব্যস্ত ছিল প্রিমিয়ার লিগের দলগুলো। এর মধ্যে দলগুলো সেরেছে মৌসুম মধ্যবর্তী দলবদল। প্রিমিয়ার লিগে আজ আছে তিনটি ম্যাচ। 

মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী ও পুলিশ এফসি। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে। এবং ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মোহামেডান খেলবে ফরটিস এফসির সঙ্গে। তিনটি ম্যাচই শুরু হবে বিকেল ৩টা ১৫ মিনিটে।

প্রথম লেগে বিদেশীদের নিয়ে বেশ ভোগান্তিতে পড়েছিল শেখ রাসেল ও বাংলাদেশ পুলিশ এফসি। এবার তাই সর্বোচ্চ চারজন করে বিদেশী খেলোয়াড় নিবন্ধন করিয়েছে এই দল। এদিকে তালিকার শীর্ষে থাকা বসুন্ধরা কিংস দলে ভিড়িয়েছে নাইজেরিয়ান ফরোয়ার্ড এমফন উদোহকে। এর আগেও উদোহ বসুন্ধরার হয়ে খেললেও এবার নিবন্ধিত ফুটবলার হিসেবে তাকে দলে নিল টেবিল টপাররা। এদিকে জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়াকে নিবন্ধন করিয়ে দলে ভিড়িয়েছে আবাহনী। আর্জেন্টিনা ক্লাব সোল দে মায়োর ছাড়পত্র পাওয়াতেই এই সময়ে আকাশী-হলুদের হয়ে মাঠ মাতাবেন জামাল। 

এদিকে মধ্য মাঠকে শক্ত করতে উজবেক মিডফিল্ডার মুজাফফর মুজাফফরভের বিকল্প হিসেবে বেখরুজ সাদিলোয়েভকে দলে ভিড়িয়েছে মোহামেডান। এছাড়া চট্টগ্রাম আবাহনী ৩ জন, শেখ জামাল ২ জন এবং একজন করে বিদেশী ফুটবলার টেনেছে ফরটিস ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।  

;

বিশ্বকাপের আগে আইরিশদের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

 

দলে নেই প্রধান কোচ, অধিনায়ক নিয়ে টালমাটাল অবস্থা। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে ভারত যাবে কি না সে নিয়ে এখন থেকেই ’মাথাব্যাথা’। সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেটের এই সময়ের চিত্র এটিই। মাঠের বাইরে বেশ নানান সূত্র টেনে বেশ ব্যস্ত সময়ই পার করছে পাকিস্তান। তবে মাঠের দায়িত্বেও সামনে বেশ লম্বা সূচি আসছে দলটির। আগামী জুনে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। সেটির প্রস্তুতিতে এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ২০০৯ আসরের বিশ্বচ্যাম্পিয়নরা। পরে মে মাসের শেষের দিকেও চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ডে উড়ে যাবে বাবর-রিজওয়ানরা।

দুই সিরিজের মাঠে এবার আরও এক টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী মে মাসে ইংল্যান্ড সিরিজের আগে আয়ারল্যান্ডেও খেলবে তারা। গতকাল নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট। আগামী ১০, ১২ ও ১৪ মে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। তিনটি ম্যাচটি অনুষ্ঠিত হবে ডাবলিনের ক্যাসল এভিনিউয়ে। 

আগামী ২ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে গ্রুপ ‘এ’-তেও পাকিস্তানের বিপক্ষে আছে আয়ারল্যান্ড। গ্রুপ পর্বে এই দুই দলের ম্যাচটি আগামী ১৬ জুন। 

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেই ইংল্যান্ডে উড়াল দেবে পাকিস্তান দল। সেখানে ২২, ২৫, ২৮ ও ৩০ মে চারটি ম্যাচ খেলবে এশিয়ান দলটি। এদিকে বিশ্বকাপে পাকিস্তানের উদ্বোধনী ম্যাচ স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে, আগামী ৬ জুন। 

;

হারের দিনে ‘অনন্য মাইলফলক’ পন্তের



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

২০২২ সালের ৩০ ডিসেম্বর। আদতে দিনটি অন্যান্য দিনের মতো সাধারণ হলেও দিনটি যেন কোনোভাবেই মনে রাখতে চান না ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত। দিল্লি-দেরাদুন মহাসড়কে সেদিন ভয়ঙ্কর এক দুর্ঘটনার শিকার হন তিনি। গাড়িতে সঙ্গে সঙ্গে লেগে যায় আগুন। মাথা এবং পায়ে মারাত্মক চোট পেয়েছিলেন। যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন। অনেকে ভেবেছিলেন আর হয়তো ব্যাট-প্যাডে দেখা যাবে না পন্তকে। 

তবে চোটের সঙ্গে যেন ক্রিকেট ম্যাচের মতোই লড়লেন পন্ত। মাঠে ফিরলেন নির্ধারিত সময়ের আগেই। আসরের দ্বিতীয় দিনে গত ২৩ মার্চ পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে ৪৫৩ দিন পর মাঠে খেলায় ফিরলেন পন্ত। এবার আসরের দ্বিতীয় ম্যাচে গড়লেন অনন্য এক মাইলফলক। গতকালের রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১২ রানে হারে দিল্লি ক্যাপিটালস। তার দল হারলেও পন্ত করেছেন ‘সেঞ্চুরি’। আইপিএলে এটি ছিল এই উইকেটরক্ষক ব্যাটারের শততম ম্যাচ। ২০১৬ আসর থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি আসরে (২০২৩ বাদে) দিল্লির হয়েই খেলেছেন পন্ত। 

মাইলফলক ছোঁয়ার দিনে ব্যাট হাতে ২৬ বলে ২৮ রান করেন পন্ত। ১৮৬ রানের লক্ষ্যে শুরুটা ভালো পেলেও মাঝে খেই হারিয়ে শেষ পর্যন্ত আর জয়ের দুয়ারে পৌঁছাতে পারেনি রাজধানীর দলটি। 

আইপিএলে পন্তের ক্যারিয়ারটা চোখে পড়ার মতোনই। ১০০ ম্যাচে ৩৪.৩৩ ব্যাটিং গড়ে ২৮৮৪ রান করেছেন তিনি। যেখানে আছে ১৫টি ফিফটি ও একটি সেঞ্চুরির মার। স্ট্রাইক রেটটাও ১৫০ ছুঁইছুঁই। 

উইকেটের পেছনেও বেশ নির্ভার তিনি। এখন পর্যন্ত টুর্নামেন্টটিতে উইকেটের পেছেন নিয়েছেন ৬৬টি ক্যাচ ও ১৯বার করেছেন ষ্ট্যাম্পিং। 

;

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলে দিনের একমাত্র ম্যাচে মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। এছাড়াও টিভিতে যা যা থাকছে আজ।

 

আইপিএল

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু–কলকাতা নাইট রাইডার্স

রাত ৮টা, স্টার স্পোর্টস ১, টি স্পোর্টস ও গাজী টিভি

 

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ

শেখ জামাল–শেখ রাসেল

বিকেল ৩টা ১৫ মিনিট, টি স্পোর্টস

 

লা লিগা

কাদিজ–গ্রানাদা

রাত ২টা, র‍্যাবিটহোল, স্পোর্টস ১৮–১

;