চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল: সবার আগে কনটেইনার ডেলিভারি ইয়ার্ড



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল-বার্তা২৪।

চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল-বার্তা২৪।

  • Font increase
  • Font Decrease

আগামী জুনের মধ্যে বে টার্মিনালে পণ্য ডেলিভারি ইয়ার্ড হবে- বন্দর চেয়ারম্যান


প্রায় তিন বছর ধরে হচ্ছে হবে বলার পর অবশেষে দৃশ্যমান হলো আগামীর বন্দর হিসেবে বিবেচিত বে টার্মিনাল। হালিশহর সাগর পাড়ের এই বে টার্মিনালে সবার আগে হবে ডেলিভারি কনটেইনার টার্মিনাল। চট্টগ্রাম শহরকে যানজট মুক্ত রাখতে বন্দরের পক্ষ থেকে নেয়া হচ্ছে বিশেষ উদ্যোগ। পরবর্তীতে পর্যায়ক্রমে জেটিসহ বিভিন্ন স্থাপনা তৈরি করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

জেলা প্রশাসনকে ভূমি অধিগ্রহণের টাকা হস্তান্তরের পর অফিসিয়ালি কিছু কার্যক্রম এক মাসের মধ্যে শেষ হওয়ার পরই চলবে এই ইয়ার্ড নির্মাণের কাজ। এবিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর জুলফিকার আজিজ বলেন, ‘আমি চেয়ারম্যান হিসেবে যোগদানের পর থেকেই টার্গেট নিয়ে কাজ করছি এবং বে টার্মিনালের একটি দৃশ্যমান উন্নয়ন দেখাতে চেয়েছিলাম। এখন ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় ভূমি বরাদ্দের মাধ্যমে তা করা গেল।’

ভৌগোলিক অবস্থানগত কারণে বে টার্মিনাল গুরুত্বপূর্ন স্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, এখান থেকে নৌ পথ, রেলপথ ও সড়কপথে যেকোনো স্থানে পণ্য পরিবহন সহজ হবে। তাই সবার আগে এই স্থানে কনটেইনার ডেলিভারি ইয়ার্ড করা হবে।’

তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দর থেকে পণ্য ডেলিভারি নেয়ার জন্য প্রতিদিন প্রায় পাঁচ হাজার ট্রাক শহরে প্রবেশ করে। বে টার্মিনাল থেকে কনটেইনার ডেলিভারি করা হলে এই ট্রাকগুলো আর শহরে প্রবেশ করবে না, এতে কমে আসবে যানজট দুর্ভোগ।’

কতোদিন নাগাদ এই ইয়ার্ড তৈরি কার্যক্রম শুরু হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘আগামী বছরের জুনের মধ্যে আংশিক শুরু হবে এবং পর্যায়ক্রমে এর পরিধি বাড়বে। ডেলিভারি ইয়ার্ড নির্মাণ করা গেলে বন্দরের জেটিতে জায়গা বাড়বে এবং বন্দরের অপারেশনাল কার্যক্রম আরো গতি পাবে।’

কিন্তু জেটি থেকে কনটেইনারগুলো বে টার্মিনালে কিভাবে নেবেন জানতে চাইলে তিনি বলেন, এজন্য আমরা পোর্ট এক্সেস রোডকে বন্ডেড এরিয়ার আওতায় নিয়ে আসতে পারি। তাহলে নিরাপত্তার পাশাপাশি কনটেইনারগুলো পরিবহনে সহজ হবে।

এদিকে দীর্ঘদিন ধরে বে টার্মিনালের কথা বলে আসছিলেন চিটাগাং চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলম। গত বছর পোর্ট এক্সপো তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্সেও বে টার্মিনাল দ্রুত শুরু করার কথা জানিয়েছিলেন। এছাড়া বিভিন্ন মিডিয়া ও সভা সেমিনারেও বলে আসছিলেন চট্টগ্রাম বন্দরের অগ্রযাত্রায় বে টার্মিনালের বিকল্প নেই। তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দরে জাহাজ জট ও কনটেইনার জট ঠেকাতে পারে একমাত্র বে টার্মিনাল। আর বে টার্মিনাল বাস্তবায়ন হলে বন্দরের সক্ষমতা বেড়ে যাবে দ্বিগুণ।’

এদিকে কনটেইনার পণ্য হ্যান্ডেলিংয়ে বিশ্বের ১০০ বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান গত বছর (২০১৭) হয়েছে ৭০ তম। গত বছর চট্টগ্রাম বন্দর ২৫ লাখ ৬৬ হাজার কনটেইনার হ্যান্ডেলিং করে। আমদানি রপ্তানি বেড়ে যাওয়ায় কনটেইনার হ্যান্ডেলিংও বেড়ে যায়। তাই চট্টগ্রাম বন্দরের জন্য বে টার্মিনালের কোনো বিকল্প ছিল না বলে বন্দর সংশ্লিষ্টদের ধারণা।

বর্তমানে বে টার্মিনাল প্রকল্পের অধীনে এখন ৬৭ একর জায়গা বরাদ্দ পাওয়া যাচ্ছে কিন্তু বাকি ৮২১ একর জায়গার বরাদ্দ পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে। তীর থেকে সাগরের দিকে জেটি নির্মাণের সময় অনেক ভূমি পাওয়া যাবে যেগুলো অবধারিতভাবে বে টার্মিনালের কাজে ব্যবহৃত হবে। সেই হিসেবে ২৩০০ একর জায়গা নিয়ে বে টার্মিনালের পরিকল্পনা করা হচ্ছে। 

উল্লেখ্য, বে টার্মিনালে জোয়ার-ভাটা, দিন-রাত, বাঁকা চ্যানেল কিংবা ড্রাফটের কোনো সীমাবদ্ধতা নেই। এখানে যেকোনো দৈর্ঘ্য ও প্রায় ১২ মিটার ড্রাফটের জাহাজ এখানে ভিড়তে পারবে। বর্তমান চ্যানেলে মাত্র ১৯০ মিটার দৈর্ঘ্য ও সাড়ে ৯ মিটার ড্রাফটের জাহাজ কর্ণফুলীতে প্রবেশ করতে পারে। বিদ্যমান পোর্ট জেটিতে একসাথে ১৬টি জাহাজ বার্থিং করা গেলেও বে-টার্মিনালে গড়ে প্রায় ৫০টি জাহাজ একইসাথে বার্থিং করা যাবে।

   

অষ্টমীর স্নান, মাষাণকুড়া নদীর তীরে পুণ্যার্থীদের ঢল



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

রংপুরের পীরগাছায় মাষাণকুড়া নদীর তীরে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নান ও বারুণী মেলা উপলক্ষে হাজারো পুণ্যার্থীর ঢল নেমেছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দিনব্যাপী নদীর তীরবর্তী উপজেলার কান্দিরহাটে ঐতিহ্যবাহী স্নান ও মেলা অনুষ্ঠিত হচ্ছে।

এ উপলক্ষে আয়োজিত মেলায় গ্রামীণ ঐতিহ্যবাহী চারুকারু পণ্য, মাটির খেলনা, প্লাস্টিকের সামগ্রী, বড় আকারের মাছ, ফলমূল এবং বিভিন্ন খাদ্য সামগ্রী বিক্রয়ের দোকান বসেছে।

মঙ্গলবার সকাল থেকে পুণ্যার্থীদের স্নান শুরু হয়েছে। মাষাণকুড়া নদীর তীরে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের পূজার আয়োজন করা হয়। ভোর থেকেই বিপুল সংখ্যক হিন্দু পুণ্যার্থী মাষাণকুড়া নদীতে স্নান সেরে পূজা অর্চনা করে। চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথির দিনেই এই অষ্টমী মেলা ও গঙ্গা দেবীর পূজা অনুষ্ঠিত হয়।


সরেজমিন দেখা যায়, মাষাণকুড়া নদীর পাড়ে কান্দিরহাটে শিশুদের জন্য মাটি দিয়ে তৈরি নানা ধরনের খেলনার পসরা সাজিয়েছেন দোকানিরা। মাটির ব্যাংক, হাঁড়ি-পাতিল, পুতুল, পালকিসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলনাসামগ্রী বিক্রি হচ্ছে মেলায়। অষ্টমী স্নান ও বারুণী মেলায় বেড়াতে আসা শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ মূলত এসব খেলনার দোকান ঘিরে ভিড় করছেন।

পুণ্যার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার থেকেই রংপুরের পীরগাছা ও গাইবান্ধার সুন্দরগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী পুণ্যার্থীরা কান্দি মাষাণকুড়া নদীর পাড়ে আসতে শুরু করে।

স্থানীয় বাসিন্দা বকুল চন্দ্র বলেন, প্রতিবছরের মতো এবারো মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলা উপলক্ষে অনেক স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা হচ্ছে। অনেকে দূরদূরান্ত থেকে মেলায় আসছে।

অষ্টমী স্নান ও বারুণী মেলা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার মিশ্র মংলু বলেন, দিনব্যাপী অষ্টমী স্নান ও বারুণী মেলা চলছে। শুরু থেকে পুণ্যার্থীদের জন্য বিভিন্ন ধরনের সুবিধা রাখা হয়েছে। এ ছাড়া পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাড়তি সতর্কতা নিয়েছে।

;

গ্যাস পাইপের পিলার ভেঙে স্কুল ছাত্রের মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, লালমনিরহাট
ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

  • Font increase
  • Font Decrease

বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সেচ পাম্পের পুরনো গ্যাস পাইপের পিলার ভেঙে আল আমিন (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সারপুকুর ইউনিয়নের রইসবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত স্কুল ছাত্র আল আমিন একই এলাকার আব্দুল কাদের জিলানীর ছেলে এবং স্থানীয় রইসবাগ হরিদাস উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার রইসবাগ এলাকায় জমিতে সেচ দিতে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ একটি সেচ পাম্প গড়ে তুলে। যার দেখাশোনা করতেন স্থানীয় রজনি সরকারের ছেলে পুষ্প চন্দ্র। সেই সেচের আওতায় স্থানীয়দের মত বোরো চাষাবাদ করেছেন আল আমিনের বাবা আব্দুল কাদের জিলানী।

মঙ্গলবার দুপুরে নিজেদের বোরো ক্ষেতে কাজ শেষে বরেন্দ্রের ওই সেচ পাম্পের পাশে পানি পান করতে যায় আল আমিন। এ সময় ওই পাম্পের পুরনো একটি গ্যাস পাইপের পিলার ভেঙে তার শরীরে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পিলারে চাপা তার মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় মৃতের বাবা আব্দুল কাদের জিলানী আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আব্দুল কাদের জিলানী বলেন, তাদের পাম্পের পিলার দীর্ঘ দিন ধরে ভাঙ্গা ছিলো। তারা জেনেও তা সংস্কার করেনি। তাদের ভুলে আমি আমার একমাত্র ছেলেকে হারালাম। আমি এর বিচার চাই।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বার্তা২৪.কমকে বলেন, বরেন্দ্রের সেচ পাম্পের পুরনো গ্যাস পাইপ ভেঙে পড়ে আল আমিন নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

;

চালের বস্তায় লিখতে হবে উৎপাদন-মেয়াদোর্ত্তীণের তারিখ



ডিস্ট্রিক করেসপনডেন্ট, বার্তা২৪.কম, খুলনা
ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

  • Font increase
  • Font Decrease

চালের বস্তায় রাইস মিল হতে উৎপাদন-মেয়াদোর্ত্তীণের তারিখ ও বিক্রয়মূল্য লিখতে হবে। খুলনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির এপ্রিল মাসের সভায় এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে সার্কিট হাউজের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব সভায় জানান, চালের বস্তায় রাইস মিল হতে উৎপাদন-মেয়াদোর্ত্তীণের তারিখ ও বিক্রয়মূল্য লেখার বিষয়টি সম্প্রতি চালু হয়েছে। চালের বাজারমূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার দপ্তরের তদারকি অভিযান অব্যাহত থাকবে।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুশান্ত সরকার জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ তৎপর রয়েছে। আদালতে বিচারাধীন মামলার ক্ষেত্রে পুলিশ বিভাগে কর্মরত সাক্ষীদের যথা নিয়মে কোর্টে হাজিরার বিষয়টি নিশ্চিত করতে অধিকতর গুরুত্ব প্রদান করা হচ্ছে।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার গোপীনাথ কানজিলাল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

;

দর্শনায় রেললাইনের পাশে মিলল যুবকের মরদেহ



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চুয়াডাঙ্গার দর্শনায় রেললাইনের পাশে দিলীপ কুমার (২৮) নামের এক যুবকের মরদেহ পাওয়া গিয়েছে। মরদেহটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে দর্শনা হল্ট স্টেশন সংলগ্ন রেললাইনের পাশে পড়েছিল ওই যুবকের মরদেহ। এছাড়া মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

নিহত দিলীপ কুমার হালদার মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের কার্তিক হালদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে দর্শনা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, মঙ্গলবার সকালে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তার পরিচয় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, আনুমানিক রাত একটার দিকে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। মরদেহের পাশ থেকে মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, শুনেছি দর্শনা থানা পুলিশ একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। বিস্তারিত জানতে আমরা কাজ করছি।

তিনি আরও বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

;