নারিকেলের আইচায় স্বপ্ন দেখছে উদ্যোক্তারা



ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
নারিকেলের আইচায় স্বপ্ন দেখছে উদ্যোক্তারা। ছবি: বার্তা২৪.কম

নারিকেলের আইচায় স্বপ্ন দেখছে উদ্যোক্তারা। ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

বরিশাল: গ্রামাঞ্চলে নারিকেলের আইচা মানে অপ্রয়োজনীয় বস্তু। আগে গৃহস্থালির কাজে সামান্য কিছুটা ব্যবহার ছাড়া এটি ফেলে দেয়া হতো। তবে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বর্তমানে এই আইচার প্রয়োজনীয়তা বেড়েছে। আগের অপ্রয়োজনীয় এই বস্তুটি এখন মূল্যবান কাঁচামালে পরিণত হয়েছে।

তাছাড়া বর্তমানে নারিকেলের এই আইচা দিয়ে নানা ধরনের পণ্য তৈরি করে কেউ কেউ উপার্জনের চাকাও ঘুড়িয়ে দিয়েছেন। আবার পাশাপাশি কিছু অসহায় মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। এতে করে একদিকে যেমন দেশের অর্থনীতিতে প্রভাব পড়ছে, তেমনি এই অপ্রয়োজনীয় বস্তুর নিত্য নতুন ব্যবহারে নতুন দিগন্তের সূচনা হচ্ছে।

জানা গেছে, বরিশালের বেশ কয়েকজন উদ্যোক্তা নারিকেলের এই আইচা দিয়ে প্রায় শতাধিক রকমের শোপিস তৈরি করছেন। তবে এসব পণ্য স্থানীয় বাজারে চাহিদা কম থাকলেও রাজধানী ঢাকার আড়ং, সিলেটের বেশ কয়েকটি প্রতিষ্ঠান এবং বিশ্বের বিভিন্ন দেশে রফতানি করা হচ্ছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/24/1537777987774.jpg

সোমবার ( ২৪ সেপ্টেম্বর) নগরীর বেশ কয়েকটি কারখানা ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি কারখানায় নারী-পুরুষ মিলিয়ে প্রায় ১০ থেকে ১২ জন কাজ করছেন। আর প্রত্যেকের কাজের ধরন আলাদা। কেউ নৌকা বা পাতা তৈরি করছেন, আবার কেউ বাঁশের শলা কাটছেন, কেউবা তৈরি পণ্যের উপর পলিশের কাজ করছেন। আর প্রত্যেকেই কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সুনিপুণ কারুকাজ ফুটিয়ে তুলছেন নারিকেলের আইচায়।

নগরীর রূপাতলীর শেরে বাংলা সড়কে আনোয়ার হোসেন মন্টুর হাসিনা কুটির শিল্প ঘুরে দেখা গেছে, চায়ের কাপ, মগ, ফুলদানি, জুয়েলারি বক্স, মোমদানি, পালনৌকা, চাবির রিং, টেবিল ল্যাম্পের স্ট্যান্ড, ফুলের শোপিস আইচা দিয়ে বানানো হয়েছে। নারিকেলের আইচা দিয়ে এখানে কতো কিছু তৈরি হচ্ছে। আর সব পণ্য আনোয়ার হোসেনসহ বয়স্ক নারীরা তৈরি করছেন।

তবে এই কাজের প্রধান কারিগর আনোয়ার হোসেন মন্টু নিজেই। তার দেয়া দিকনির্দেশনা ও ডিজাইন অনুযায়ী কাজ করছেন সবাই।

হাসিনা কুটির শিল্পের বয়স্ক কর্মচারী তাহমিনা বেগম বকুল (৬৬) বার্তা২৪.কমকে জানান, দীর্ঘ ৩০ বছর ধরে এই কারখানায় কাজ করছেন। স্বামী মারা গেছে অনেক আগেই। তাই পাঁচ সদস্যের সংসার চালিয়ে নিতে এখানে কাজ করছেন। আইচা থেকে তৈরি হওয়া সব ধরনের শোপিসের কাজ জানেন তিনি।

এদিকে হাসিনা কুটির শিল্পের মালিক আনোয়ার হোসেন মন্টু (৬৪) বার্তা২৪.কমকে জানান, অভাবের সংসারে লেখাপড়া বেশি দূর এগোয়নি তার। এর ফলে ১৯৬৯ সালে প্রথম নারিকেলের আইচা দিয়ে শোপিস বানানো শুরু করেন। ওই সময়ে মীর আনিস উদ্দিন নামে একজনের কাছ থেকেই নারিকেলের আইচা দিয়ে নানা রকম পণ্যসামগ্রী বানানো শেখেন আনোয়ার। তবে নানা প্রতিহিংসার মধ্য দিয়ে তাকে এই পর্যন্ত আসতে হয়েছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/24/1537778028756.jpg

তিনি আরও জানান, বর্তমানে তার এই কারখানায় প্রায় ১২ জন কর্মচারী রয়েছে। যারা মাসিক বেতনে কাজ করেন। আর কারখানায় প্রায় অর্ধশতাধিক বিভিন্ন ধরনের শোপিস তৈরি হচ্ছে। যার মূল কাঁচামাল এই নারিকেলের আইচা। বর্তমানে এর চাহিদা রয়েছে। এছাড়াও বিভিন্ন মেলাকে ঘিরে এর চাহিদা দ্বিগুণ হারে বৃদ্ধি পায়।

আনোয়ার জানান, শোপিস বানাতে নারিকেলের আইচা ছাড়াও বাঁশ, কাঠ, পাট, সুতা, আইকা প্রভৃতি উপকরণের দরকার হয়। আর নারিকেলের আইচার বেশির ভাগ আসে ঝালকাঠির স্বরূপকাঠি থেকে। আকারভেদে প্রতিটি আইচার দাম পড়ে ৬০ পয়সা থেকে ৭ টাকা পর্যন্ত। আর এই কারখানা থেকে উৎপাদিত সর্বনিম্ম ১০ টাকা থেকে সর্বোচ্চ দুই হাজার টাকা মূল্যের পণ্য রয়েছে।

তবে শুধু এই আনোয়ার হোসেনই নয়, তার ছেলে এম এ রশীদ আরিফ, নগরীর বিএম কলেজ এলাকার উদ্যোক্তা নিলয় মিতুল, বান্দ রোড এলাকার জেমস টিমোথি অধিকারী পলাশ ও তার মা মনপ্রভাসহ আরও অনেকেই এখন নারিকেলের আইচা দিয়ে পণ্য তৈরি করে জীবিকা নির্বাহ করছেন।

তবে এই শিল্প টিকিয়ে রাখতে হলে সরকারি পৃষ্ঠপোষকতার বিকল্প নেই বলে জানিয়েছেন নারিকেলের আইচা শিল্পের উদ্যোক্তারা।

   

ফুডগ্রেডবিহীন ড্রামে ভোজ্যতেল বাজারজাত বন্ধে মানববন্ধন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

অস্বাস্থ্যকর, অনিরাপদ ও ফুডগ্রেড বিহীন ড্রামে ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, আমরা জানি, ভোজ্যতেল সংরক্ষণ বা সরবরাহের ক্ষেত্রে নীল রঙের কেমিক্যালের ড্রাম ব্যবহার করা হয়। যার ফলে ভোজ্যতেল বিষাক্ত হয়ে যেতে পারে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কোনো উপকরণ দিয়ে তৈরি প্যাকেট বা পাত্রে ভোজ্যতেল বাজারজাত করা যাবে না।’

তারা আরও বলেন, ‘ড্রামে বাজারজাতকৃত ৫৯ শতাংশ ভোজ্যতেলই সঠিকমাত্রায় ভিটামিন ‘এ’ নেই। ভিটামিন ‘এ’ এর অভাবে-অপরিণত শিশুর জন্ম, মহিলাদের গর্ভধারণে সমস্যা, শিশুর বৃদ্ধি ব্যাহত, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস, জন্মগত ত্রুটি, শ্বাসতন্ত্রের প্রদাহ, রাতকানা, চোখ শুষ্ক হয়ে অন্ধত্বের সৃষ্টি হয়, শিশু মৃত্যু বৃদ্ধি এবং চামড়া শুষ্ক হয়ে যাওয়া সহ নানাবিধ সমস্যার সৃষ্টি হয়। বর্তমানে বাংলাদেশে হৃদরোগ, কিডনি রোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের প্রকোপ বেড়ে চলেছে। ড্রামের অস্বাস্থ্যকর এসব তেল গ্রহণের কারণে এই পরিস্থিতি আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।’

তারা জানান, সরকার ১৬ মার্চ ২০২২ তারিখের মধ্যে অস্বাস্থ্যকর ননফুড গ্রেডেড ড্রামে ভোজ্যতেল বাজারজাত ও পরিবহন বন্ধ করার জন্য নির্দেশ জারি করেন। কিন্তু কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি এবং অন্যান্য সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সময়সীমা আরো বাড়ানো হয়। সয়াবিন তেল বাজারজাতকরণের সময়সীমা ৩১ জুলাই ২০২২ এবং খোলা পাম অয়েল বাজারজাতকরণের সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত নির্ধারণ করে দেয়া হয়। এই সময় সীমার পর অস্বাস্থ্যকর, অনিরাপদ ও ফুডগ্রেড বিহীন ড্রামে ভোজ্যতেল বাজারজাত বন্ধকরণ শতভাগ নিশ্চিত করার কথা বলা হলেও সরকার এটি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।’’

ক্যাব’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়ার সভাপতিত্বে ও গ্রীন ভয়েস'র কেন্দ্রীয় সহ-সমন্বয়ক হুমায়ুন কবির সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সচিব ও ক্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহা: শওকত আলী খান, ক্যাবের সম্মানিত সদস্য আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন, বাংলাদেশ নাগরিক সমাজের আহবায়ক ও মহিউদ্দিন আহমেদ প্রমুখ।

;

বৃষ্টির জন্য পটুয়াখালীতে ইস্তিসকার নামাজ আদায়



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

তীব্রখড়া আর তাপদাহ থেকে বাচঁতে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছে মুসুল্লিরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে ওয়ালামা মাশায়েক পরিষদের উদ্যোগে পটুয়াখালী শহরের ঝাউবন এলাকার ফোরলেন সড়কে এ নাজাম আদায় করা হয়। এতে খোলা আকাশের নিচে তপ্ত রোদ উপেক্ষা করে অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান অংশ নেয়।

নামাজের ইমামতি করেন পটুয়াখালী সরকারি কলেজ মসজিদের ইমমি ও খতিব মাওলানা মহতাসিন বিল্লা জুনায়েত।

নামাজ শেষে তীব্র তাপদাহ থেকে বাচঁতে দেশ ও জাতিসহ সকল প্রাণীকূলের শান্তির জন্য মহান আল্লাহর কাছে মুসুল্লিরা অশ্রুসিক্ত চোখে বৃষ্টির জন্য প্রার্থনা করেন। গোটা দেশবাসী তাপদাহ থেকে বাচঁতে এ নামাজ আদায় করা হয়েছে বলে জানান নামাজের খতিব।

;

প্রাথমিকের প্রশ্ন ফাঁস; ঢাবি শিক্ষার্থীসহ চক্রের সদস্যরা গ্রেফতার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় তিন ঢাবি শিক্ষার্থী ও কয়েকজন পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার এন্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। 

;

পলাশে নামাজ পড়ে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নরসিংদী
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

তীব্র তাপদাহের কারণে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও রহমতের বৃষ্টির চেয়ে নরসিংদীর পলাশে বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় পলাশ উপজেলার পলাশ ইসলামিয়া আলিম মাদ্রাসা ও বেলা ১১টায় ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও মুসল্লিদের উদ্যোগে এই নামাজ আদায় করা হয়।

পলাশ ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে নামাজে ইমামতি করেন মাওলানা মাসুদ করিম ও করতেতৈল আদর্য় উচ্চ বিদ্যালয় মাঠে মোহাম্মদ নাঈম।

নামাজে অংশ নেওয়া মুসল্লি এম এ কাইয়ুম জানান, আমরা এই তাপদাহ থেকে বাঁচতে মহান আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে বিশেষ নামাজ সালাতুল ইসতিসকার আদায় করেছি।

নামাজ শেষে মুসল্লিরা দুই হাত উপরে তুলে আল্লাহর কাছে দোয়া করেন। এসময় দোয়াতে অঝোরে কান্না করে মুসল্লিরা নিজেদের পাপের জন্য ক্ষমা চেয়ে তীব্র গরম থেকে মুক্তি চেয়েছেন।

;