ফাঁকিবাজ রাহাত স্যার!



ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

গৌরীপুর (ময়মনসিংহ): নাম রাহাত হোসেন শাকিল। তিনি গৌরীপুর চান্দের সাঁটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নিয়মিত বিদ্যালয়ে আসেন না। শিক্ষার্থীদের পাঠদান করান না। হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর করে বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। মাঝে মধ্যে দুই-একদিন কর্মস্থলে আসলেও হাজিরা খাতায় স্বাক্ষর দিয়েই চলে যান। তবে মাস শেষে ঠিকই বেতন উত্তোলন করেন।

সম্প্রতি এই শিক্ষকের অনিয়মের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম খান অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, অনুমতি ছাড়া রাহাতের কর্মস্থলে অনুপস্থিত থাকার ঘটনায় প্রধান শিক্ষককে শোকজ করে জবাব দিতে বলা হয়েছে। আর রাহাতের বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, রাহাত হোসেন শাকিলের বাড়ি পৌর শহরের নয়াপাড়া মহল্লায়। ২০১৩ সালের ২৭ নভেম্বর তিনি চান্দের সাঁটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন। সেখানে কয়েক বছর ভালোভাবে চাকরি করার পর হঠাৎ করেই বিদ্যালয়ে অনিয়মিত হয়ে পড়েন শিক্ষক রাহাত। শ্রেণিকক্ষে পাঠদান না করিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করে মাস শেষে বেতন উত্তোলন করতেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও তৎকালীন প্রধান শিক্ষক আব্দুস সাত্তার রহস্যজনক কারণে এ বিষয়ে নীরব ভূমিকা পালন করতেন।

তবে ২০১৮ সালের ২৬ এপ্রিল নাসরিন বিনতে সুলতানা ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করলে কপাল পুড়ে রাহাতের। তিনি রাহাতের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করে তাকে বিদ্যালয়ে নিয়মিত আসার নির্দেশ দেন। এতেই বিরোধ শুরু হয় দুজনের মধ্যে। এর জের ধরে কিছুদিন আগে প্রধান শিক্ষককে হুমকিও দেন রাহাত।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে প্রতিষ্ঠিত চান্দের সাঁটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ২১৯ জন শিক্ষার্থী রয়েছে। এখানে প্রধান শিক্ষকসহ শিক্ষকের সংখ্যা রয়েছে ছয়জন। এরমধ্যে সহকারী শিক্ষক রাহাত অনিয়মিত হওয়ায় পাঁচজন শিক্ষক নিয়েই চলছিল এখানকার শিক্ষা ব্যবস্থা। তবে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সম্প্রতি প্রধান শিক্ষক নাসরিন নিজের টাকায় দুজন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দিয়েছেন।

অনুসন্ধানে জানা গেছে, চলতি বছরের ৫ মে থেকে ১৬ মে পর্যন্ত পিটিআইয়ে প্রশিক্ষণে ছিলেন প্রধান শিক্ষক নাসিরন। আর এই সুযোগে রাহাত হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর করে চলে যেতেন। পরে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইকবাল হোসেন ও মুজাহিদুল হক ঘটনার সত্যতা পেয়ে বিষয়টি লাল কালি দিয়ে চিহ্নিত করে খাতায় লিপিবদ্ধ করেন। ১০ সেপ্টেম্বর বিকেল ৪টায় বিদ্যালয়ে গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করতে চান রাহাত। কিন্তু প্রধান শিক্ষক বাধা দিলে তিনি হাজিরা খাতার পাতা ছিড়ে নিয়ে আসেন। ১৬ সেপ্টেম্বর ‘মা সমাবেশ’ পরিদর্শন করতে গিয়ে বিদ্যালয়ে রাহাতকে অনুপস্থিত পান উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম খান। এরপর ১৭ ও ১৮ সেপ্টেম্বর বিনা অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকলে রাহাতকে শোকজ করেন প্রধান শিক্ষক। এরপর ২০ সেপ্টেম্বর তার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন প্রধান শিক্ষক।

বিদ্যালয়ের দাতা কমিটির সদস্য আব্দুল মোতালেব বলেন,‘রাহাত আমাদের গ্রামের সন্তান। সে ভালো কিছু করলে গ্রামের সুনাম, খারাপ কিছু করলে গ্রামের দুর্নাম। রাহাতের জন্য স্কুলের শিক্ষার পরিবেশ নষ্ট হবে এটা কখনোই কাম্য নয়। সে স্কুলে যে অনিয়ম করে যাচ্ছে, সেটা শুধরে নিয়ে যদি স্কুলে নিয়মিত আসে তাহলে আমরা ও এলাকাবাসী খুশি হব।’

প্রধান শিক্ষক নাসরিন বিনতে ইসলাম বলেন, ‘রাহাতের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় সে আমাকে গালমন্দ করে হুমকি দিয়েছে। হাজিরা খাতার পাতা ছিড়ে নিয়েছে। তাই শোকজের পাশাপাশি তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি। চাকরি করতে হলে রাহাতকে নিয়িমত স্কুলে আসতে হবে। নয়তো সে বদলি হয়ে অন্যত্র চলে যাক।’

এ বিষয়ে রাহাত হোসেন শাকিল বলেন,‘প্রধান শিক্ষকের শোকজের জবাব দিয়েছি। আমার বিরুদ্ধে যে লিখিত অভিযোগ দিয়েছে সেটা মীমাংসা হয়ে গেছে।’

জেলা শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন বলেন,‘রাহাতের বিরুদ্ধে পাঠদান ফাঁকি দিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করে বেতন উত্তোলন করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়েছি। তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

   

রাইদা বাসের চালকের লাইসেন্স ও বাসের ফিটনেস ছিলো না: র‍্যাব



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

 

রাজধানীর বিমানবন্দর সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেপরোয়া গতিতে চলমান রাইদা পরিবহনের বাসের চাপায় পিষ্ট হয়ে সিভিল এভিয়েশনের ইঞ্জিনিয়ার মাইদুল ইসলামের নির্মম মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক বাস ড্রাইভার হাসান মাহমুদ হিমেল (২৫)'কে র‍্যাব-১ ও র‍্যাব-৮ এর যৌথ অভিযান চালিয়ে বরিশালের হিজলা থেকে গ্রেফতার করা হয়েছে। 

র‍্যাব বলছে, চালক হিমেলের গাড়ি চালানোর লাইসেন্স ছিলো না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (২০ এপ্রিল) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আজ বিকেলে রাজধানীর উত্তরায় র‍্যাব-১ এর প্রধান কার্যালয়ে উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মাসুদ হায়দার এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর বিমানবন্দর থানার এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনালের নির্মানাধীন অস্থায়ী বাউন্ডারি ভেঙে রাইদা পরিবহন এর একটি বাস দুর্ঘটনা ঘটায়। এসময় রাইসা পরিবহনের বাসটির সামনে মোটরসাইকেল চালিয়ে যাওয়া সিভিল এভিয়েশনের উপ-সহকারী প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকীকে মোটরসাইকেলসহ চাপা দিয়ে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা বাউন্ডারি ভেঙে ভেতরে ঢুকে যায়। পরবর্তীতে দুর্ঘটনাস্থল থেকে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় লোকজন মাইদুল ইসলাম সিদ্দিকীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই ঘাতক বাসের চালক মাহমুদ হাসান ও তার হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মেজর মাসুদ আরও বলেন, দুর্ঘটনাটি ঘটার সংবাদ পাওয়া মাত্রই র‍্যাব-১ এর চৌকসদল ঘটনার ছায়া তদন্তে নামে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১ ও র‍্যাব-৮ এর যৌথ অভিযানে বরিশাল জেলার হিজলা উপজেলার হরিনাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে একই এলাকার হারুন অর রশিদের ছেলে।

গ্রেফতার চালকের বরাত দিয়ে র‍্যাব-১ এর এই কর্মকর্তা আরও বলেন, যাত্রীবাহী বাস চালানোর জন্য তার লাইসেন্স ছিলো না। এমন কি গাড়ীর ফিটনেস সংক্রান্ত কাগজ ছিলো না। চালকের সহকারী সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ শেষে তাকে গ্রেফতারে অভিযান চলছে।

এ দিকে নিহত ইঞ্জিনিয়ারের পরিবারের পক্ষ থেকে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলায় চালক হাসানকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।

;

উপজেলা নির্বাচনে কোন রাজনৈতিক ফ্লেবার নেই: নির্বাচন কমিশনার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
নির্বাচন কমিশনার মো. আলমগীর

নির্বাচন কমিশনার মো. আলমগীর

  • Font increase
  • Font Decrease

এবারের উপজেলা নির্বাচনে কোন রাজনৈতিক ফ্লেবার নেই বলে মন্তব্য করে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, এটা কোন রাজনৈতিক নির্বাচন নয়, এটা স্থানীয় সরকার নির্বাচন, এখানে কোন রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন নেই।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে ‍জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে হরিরামপুর ও সিংগাইর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ।

তিনি বলেন, উপজেলা নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে হতে হবে। কোন প্রার্থীর প্রচারণায় বা ভোটারকে বাধা দিতে না পারে এই ম্যাসেজ আজকের সভায় দিয়েছি।

বিএনপির নির্বাচন বর্জনের বিষয়ে তিনি বলেন, দেখেন জাতীয় সংসদ নির্বাচন সকলের সহযোগিতায় উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।উপজেলা পরিষদ নির্বাচন হলো স্থানীয় সরকার নির্বাচন, এটা আরও উৎসবমুখর পরিবেশে হবে।

এই নির্বাচন হবে ইভিএম পদ্ধতিতে জানিয়ে তিনি বলেন, ইভিএম হলো টিকার মতো, আগে অনেক ভয় থাকে, দেওয়ার সময় টেরও পায় না। ইভিএমে অত্যন্ত সহজ এবং ভোট শেষে সবাই সন্তোষ প্রকাশ করে। এই পদ্ধতিতে ভোটের বাক্স ছিনতাইয়ের ভয় থাকে না, একজনের ভোট অন্যজন দিতে পারে না ।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন , আপনারা দেখেছেন সিংড়া এলাকায় যে প্রার্থী তাকে আমরা ডাকিয়েছি , সঠিক উত্তর না দিতে পারলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে । নোয়াখালী এলাকায় একজন সংসদ সদস্য তার ছেলেকে ভোট দেওয়ার কথা বলেছেন দেখে আমরা তাকেও সতর্ক করেছি এবং এই রকম আরও আছে তাদের প্রত্যেককেই বিরত থাকার জন্য বলেছি।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রেহেনা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আমিনুর রহমান মিঞাসহ আরও অনেকে।

;

আরআরএফের সভাপতি হাবিবুল্লাহ মিজান, সম্পাদক নিশাত



স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সড়ক ও রেলওয়ে বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রেল এন্ড রোড রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

দুই বছর মেয়াদী এ কমিটির সভাপতি পদে বাংলাদেশ পোস্টের হাবিবুল্লাহ মিজান ও সাধারণ সম্পাদক পদে বাংলানিউজ২৪ ডটকমের নিশাত বিজয় মনোনীত হয়েছেন।

শনিবার (২০ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে নিজামুল হক বিপুল, সহ-সভাপতি পদে রাজন ভট্টাচার্য (কালবেলা), যুগ্ম সাধারণ সম্পাদক পদে সৌগত বসু (আজকের পত্রিকা) মনোনীত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে এখলাস হক (দৈনিক ইনকিলাব), কোষাধ্যক্ষ পদে সানমুন আহমেদ (দেশ রুপান্তর), দপ্তর সম্পাদক হাসান মেহেদী (ঢাকা টাইমস), প্রচার সম্পাদক নাজমুল হোসেন (মানবজমিন), নারী সম্পাদক রাজনীন ফারজানা (সারাবাংলা), প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক জুবায়ের আহমেদ (বাংলা ট্রিবিউন), প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান (দৈনিক সংবাদ), সাংস্কৃতিক সম্পাদক - জয়ন্ত কুমার সাহা (দৈনিক খবরের কাগজ), ক্রীড়া সম্পাদক নাহিদ সাব্বির (জাগো নিউজ) ও তথ্য-প্রযুক্তি সম্পাদক পদে অভিজিত রায় কৌশিক (বার্তা২৪) মনোনীত হয়েছেন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে মনোনীতরা হলেন আশীষ কুমার দে (পাঠকের কন্ঠ), জাহাঙ্গীর আলম (ইউএনবি), শাহজাহান স্বপন (এফএনএস), আবু জাকির (ডেইলি ম্যাসেঞ্জার), এস কে রেজা পারভেজ (রাইজিংবিডি), কাজী মোবারক হোসেন (বিডিনিউজ২৪.কম), আখতারুজ্জামান (বাংলাদেশ প্রতিদিন) জান্নাতুল ফেরদৌস লিন্ডা (জিটিভি) এবং এস এম রাসেল আহমেদ (দৈনিক পরিবর্তন সংবাদ)।

;

বগুড়ার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

বগুড়া সদর উপজেলার ব্যাটারিচালিত অটোরিকশাচালক সাইদুল ইসলাম হত্যা মামলার মৃত্যুদণ্ডের পরোয়ানা মাথায় নিয়ে পলাতক মামুনকে (২৮) ঢাকা থেকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ। মামুন বগুড়া শহরের ফুলবাড়ি কারিগর পাড়ার জনৈক আলম হোসেনের ছেলে।

হত্যা মামলায় গত ফেব্রুয়ারী মাসে বগুড়া জেলা জজ আদালত মামুনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর থেকেই মামুন পলাতক ছিল।

শনিবার (২০ এপ্রিল) বিকেলে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,বগুড়ার সোনাতলা উপজেলার হারিয়াকান্দি মধ্যপাড়া গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম (৩৫) বগুড়া শহরের ফুলবাড়ী মাটির মসজিদ এলাকায় বসবাস করে ব্যাটারি চালিত অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ২০১৮ সালের ৯ এপ্রিল সাইদুল ইসলামকে জবাই করে হত্যা করা হয়। এ ব্যাপারে নিহত সাইদুল ইসলামের ছোট ভাই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানার মামলা করেন। সেই মামলা তদন্ত করতে গিয়ে পুলিশ মামুনকে গ্রেপ্তার করলে সে হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। পরে পুলিশ মামুনের নামে আদালতে অভিযোগ পত্র দাখিল করে। মামলাটি দীর্ঘ শুনানি শেষে গত ফেব্রুয়ারী মাসে রায় ঘোষণা করা হয়।

মামুনের নামে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারী হলে বগুড়া সদর থানার উপ-পরিদর্শক(এসআই) জাকির আল আহসান তথ্য প্রযুক্তির সহায়তায় মামুনের অবস্থান নিশ্চিত করেন।এরপর শুক্রবার রাতে ঢাকার গাবতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বগুড়ায় আনা হয়। শনিবার দুপুরে মামুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

;