চবিতে ভালোবাসার তোরণ



ড. মাহফুজ পারভেজ, কন্ট্রিবিউটিং এডিটর, বার্তা২৪.কম
চবিতে ভালোবাসার তোরণ। ছবি: বার্তা২৪.কম

চবিতে ভালোবাসার তোরণ। ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

শহর থেকে ট্রেন লাইন এসে শেষ হয়েছে পাহাড়ের পাদদেশে। তারপর খানিকটা পথ পেরিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ক্যাম্পাস।

চট্টগ্রাম মহানগর থেকে প্রতিদিন হাজার হাজার ছাত্র-ছাত্রী বিশ্বের মধ্যে অনন্য সংযোজন শাটল ট্রেনে চেপে আসে চির সবুজ প্রাণের ক্যাম্পাসে। ঘন সবুজ বনানী আর ছোট ছোট পাহাড়ের অনিন্দ্য ক্যাম্পাসে প্রবেশকালে শিক্ষার্থীদের বরণ করে নবনির্মিত একটি তোরণ, যার প্রতিটি ইটে মিশে আছে স্মৃতি ও ভালোবাসার স্বর্ণরেণু।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৪তম ব্যাচের অর্থায়নে নির্মিত হয়েছে এই সুদৃশ্য তোরণটি। নিজের ক্যাম্পাসের প্রতি দরদ ও দায়বদ্ধতা থেকে ২৪তম ব্যাচের শিক্ষার্থীরা নির্মাণ করেন তোরণটি। নিজেদের স্পর্শ প্রিয় ক্যাম্পাসে স্থায়ী করে রাখার বাসনা কাজ করেছে এই উদ্যোগের নেপথ্যে।

এই সুন্দর তোরণ-এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় ৯ অক্টোবর ২০১৫ সালে। তিন বছর পর উদ্বোধন হয় ২৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে। চমৎকার নকশা আর নির্মাণশৈলীতে অপরূপ তোরণটি তৈরি হয়েছে অনেক যত্নে ও আদরে। ২৪তম ব্যাচের শিক্ষার্থীরা সরাসরি খোঁজ-খবর নিয়েছেন সমগ্র কার্যক্রমের।

২৪তম ব্যাচের ছাত্র এবং বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, হালদা-বিশেষজ্ঞ ড. মনজুরুল কিবরিয়া বার্তা২৪.কমকে বলেন, ‘বিগত তিন বছরে এখানের প্রতিটি ইটের গাঁথুনির সঙ্গে জমা হয়ে আছে অনেক স্মৃতি (ভালো-মন্দ দুটোই)। অব্যক্ত কথাগুলো আর কখনো প্রকাশ করতে চাই না। তোরণের রঙিন ছবিগুলো সুখ স্মৃতির মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই সামনের দিনগুলো। আমাদের ২৪তম ব্যাচের সকল শিক্ষার্থী এই তোরণের মাধ্যমে চবি ক্যাম্পাসে চিরদিন স্পন্দিত হবেন।'

চবির ২৪তম ব্যাচের কয়েক হাজার শিক্ষার্থীদের মধ্যে অনেকেই বিদেশে প্রবাস জীবন কাটাচ্ছেন। কর্ম ও পেশার কারণে ছড়িয়ে গেছেন দেশের নানা স্থানে। সকলের সাধ্য মতো শ্রম, মেধা, অর্থে নির্মিত তোরণটি ২৪তম ব্যাচের কথা বার বার মনে করিয়ে দেয়। শিক্ষাজীবন শেষে সুদূরে চলে গেলেও তারা তাদের নির্মিত কর্মের মাধ্যমে স্থায়ী হয়ে থাকেন চবি ক্যাম্পাসের হৃদয়ের কন্দরে। নিজের প্রিয় ক্যাম্পাসের জন্য কিছু করতে পারার অনুকরণীয় দৃষ্টান্তের মাধ্যমে ২৪তম ব্যাচের শিক্ষার্থীরা শ্রদ্ধা ও ভালোবাসায় মিশে আছেন প্রাণের চবির অস্তিত্বে।

   

ঝোড়ো হাওয়াসহ ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাজধানী ঢাকাসহ পাঁচ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (২৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন বার্তা দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এর পরের ২৪ ঘণ্টা ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আর শনিবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা শুধু চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এদিকে বাগেরহাটের মোংলায় বৃহস্পতিবার (২৮ মার্চ) দেশের সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের সর্বনিম্ন ১৮.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলিতে।

আবহাওয়া অফিস বলছে, সারা দেশে শুক্রবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, যা শনিবার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকবে।

;

পাঁচ অঞ্চলের নদী বন্দরে সতর্কতা সংকেত



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামসহ দেশের পাঁচ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে বলা হচ্ছে। এছাড়াও এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

;

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পররাষ্ট্র মন্ত্রণালয়কে মানবাধিকার সম্পর্কিত একটি নতুন শাখা চালু করার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (২৮ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই পরামর্শ দেওয়া হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে রোহিঙ্গা ক্যাম্প কুতুপালং এবং ভাসানচর পরিদর্শনের জন্য বৈঠকে প্রস্তাব করা হয়।

কমিটির সভাপতি এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, শাহরিয়ার আলম, নাহিম রাজ্জাক, নিজাম উদ্দিন জলিল, নুরুল ইসলাম নাহিদ, হাবিবুর রহমান, সাইমুম সারওয়ার, জারা জাবীন মাহবুব অংশ নেন।

 

;

ঢাকাসহ ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকাসহ দেশের আট জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে বলা হচ্ছে।

শুক্রবার (২৯ মার্চ) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

;