জমি নিয়ে বিরোধ, ইয়াবা দিয়ে ফাঁসানো হল ভাইকে!



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ইয়াবা দিয়ে ফাঁসানো হল ভাইকে। ছবি: প্রতীকী

ইয়াবা দিয়ে ফাঁসানো হল ভাইকে। ছবি: প্রতীকী

  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহের গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আবুল মিয়া (৪৫) নামে এক দিনমজুরকে ইয়াবা দিয়ে পুলিশে দেয়ার অভিযোগ পাওয়া গেছে তারই বড় ভাই জজ মিয়ার বিরুদ্ধে।

গত ২ অক্টোবর দুপুরে উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ৩ অক্টোবর পুলিশ বাদী হয়ে আবুলকে আসামি করে মাদক মামলা দায়ের করে তাকে আদালতে পাঠায়। বর্তমানে তিনি ওই মামলার আসামি হিসেবে ময়মনসিংহ জেলা কারাগারে রয়েছেন। শুক্রবার (৫ অক্টোবর) বিষয়টি সাংবাদিকরা জানতে পারে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার কোনাপাড়া গ্রামের মৃত তমির উদ্দিনের পাঁচ ছেলের মধ্যে জজ মিয়া চতুর্থ ও আবুল মিয়া পঞ্চম। জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই এই দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। গত ঈদুল আজহার পর রাতের আঁধারে বিরোধপূর্ণ জমিতে জজমিয়ার রোপণ করা অনেকগুলো গাছের চারা কেটে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনার জন্য সে আবুলকে দায়ী করে তাকে দেখে নেয়ার হুমকি দেয়। এরই জের ধরে গত ২ অক্টোবর দুপুরে জজ মিয়া ও তার সহযোগী ফারুক মিলে আবুলকে প্রতিবেশী মইজ উদ্দিনের বাড়ি থেকে ধরে নিয়ে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এরপর গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বাদী হয়ে ওইদিন রাতে মাদক মামলায় তাকে দশ পিস ইয়াবাসহ গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

গ্রামের বাসিন্দা, দুলাল, সিদ্দীকসহ বেশ কয়েকজন জানায়, একসময় আবুল গাঁজা খেত। এখন অভারের কারণে সে পরিবার নিয়ে তিনবেলা খাবার খেতে পারে না। মানুষের কাছ থকে ধার-দেনা করে চলে। এই অবস্থায় সে টাকা দিয়ে ইয়াবা ব্যবসা কিংবা সেবন করবে এটা বিশ্বাসযোগ্য নয়। মূলত জমি দখল করার জন্যই আবুলকে ফাঁসিয়েছে তার ভাই।

আবুলের মেয়ে অঞ্জনা বলেন, ‘আমার বাবা মাদক ব্যবসায়ী নয়। জমি নিয়ে বিরোধের জের ধরে জজ মিয়া ও তার সহযোগী ফারুক প্রকাশ্যে আমার বাবাকে ধরে পকেটে ইয়াবা ঢুকিয়ে পুলিশের হাতে তুলে দেয়। দিনের বেলা বাবাকে ধরে নেয়া হলেও মামলার এজাহারে রাতে গ্রেফতার দেখানো হয়েছে।’

এ ব্যাপারে জজ মিয়া বলেন, ‘আবুল আমার জমি দখল করে অনেক গাছ কেটে ফেলেছে। দখলকৃত জায়গায় ঘর নির্মাণ করে ইয়াবা ও গাঁজার আসর বসিয়েছে। সে একজন মাদক ব্যবসায়ী। তাই পুলিশ তাকে গ্রেফতার করেছে। আমি তাকে ফাঁসিয়েছি এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

স্থানীয় ইউপি সদস্য এখলাস উদ্দিন নয়ন বলেন, ‘আবুল একজন মাদক ব্যবসায়ী। একমাস আগে আমি জজ মিয়ার সহযোগিতা নিয়ে দুই লাখ টাকা ব্যয়ে গ্রামবাসীর চলাচলের জন্য আবুলের বাড়ির পাশ দিয়ে রাস্তা তৈরি করি। রাস্তাটি নির্মাণ করায় কয়েকজনের জমি একটু ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আবুলের গাঁজার আস্তানা প্রকাশ্যে চলে আসে। তাই একটি পক্ষ আবুলকে সমর্থন করে জজমিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, আবুল একজন মাদক ব্যবসায়ী। তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর দাবি ভিত্তিহীন। তার বিরুদ্ধে এর আগেও থানায় দুটি মাদক মামলা হয়েছে। ঘটনার দিন তার দেহ তল্লাশি করে দশ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী জানান, তদন্ত চলছে। তদন্তের মাধ্যমে প্রমাণিত হবে কে দোষী আর কে নির্দোষ। তবে অযথা যেন কেউ হয়রানি না হয় সে বিষয়ে পুলিশ সব সময় সর্তক রয়েছে।

   

বাংলাদেশ-কাতারের মধ্যে ১০ চুক্তি-সমঝোতা সই



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কাতারের সঙ্গে ৫টি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

পাঁচ চুক্তির মধ্যে আছে—উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি, দ্বৈতকর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি, আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি, সাগরপথে পরিবহন সংক্রান্ত চুক্তি এবং দু’দেশের ব্যবসা সংগঠনের মধ্যে যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি।

পাঁচ সমঝোতা স্মারকের মধ্যে আছে—কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত সমঝোতা স্মারক, যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, শ্রমশক্তির বিষয়ে সমঝোতা স্মারক এবং বন্দর ব্যবস্থাপনা সংক্রান্ত সমঝোতা স্মারক।

;

চট্টগ্রামে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় একইরকম থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

গতকাল চট্টগ্রামের তাপমাত্রা: সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্যাস্ত ও আগামীকালের সূর্যোদ : আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৬ মিনিটে।

জোয়ার-ভাটা: কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হয় রাত ১২টা ৩০ মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে সকাল ৬টা ৫৬ মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে বেলা ১২টা ৪৩ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার শুরু হবে সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে।

;

পিরোজপুরে যুবককে কুপিয়ে হত্যা



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পিরোজপুর
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

পিরোজপুরে পূর্ব শত্রুতার জের ধরে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে সোহাগ শেখ (৩৩) নামের এক যুবককে হত্যা করেছে প্রতিপক্ষরা।

সোমবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামে এ ঘটনা ঘটে ।

নিহত সোহাগ পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামের সিদ্দিক শেখের পুত্র।

নিহতের ভাই সিপন শেখ জানান, সোহাগ শেখকে মাতুব্বর বাড়ির মসজিদের পাশে স্থানীয় শামসু ও এমামসহ কয়েকজন সোহাগকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। এর আগেও তার ভাইকে কয়েকবার মেরে ফেলার হুমকি দিয়েছিলেন প্রতিপক্ষের লোকজন।

তিনি আরও জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একটি পক্ষের সঙ্গে সোহাগ ও তার পরিবারের বিরোধ ছিল। গত ইউপি নির্বাচনের পর শহিদুল নামে একজন খুন হন। তিনি মামলার প্রধান আসামি করা হয়েছিল নিহত সোহাগ শেখকে। গত চার মাস আগে সোহাগ সেই মামলায় কারাগার থেকে জামিনে মুক্ত হয়। সেই পূর্ব শত্রুতার কারণে পরিকল্পিতভাবে তার ভাই সোহাগ শেখকে হত্যা করা হয়েছে বলে দাবি তার।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান জানান,  প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে। এছাড়া মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



 

;

তীব্র তাপপ্রবাহে তৃষ্ণা মেটাচ্ছে ফুটপাতের শরবত



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

সারাদেশে চলছে তীব্র তাপপ্রবাহ। দেশের যে কয়েকটি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তার মধ্যে মেহেরপুর জেলা অন্যতম। মেহেরপুরের প্রতিবেশী জেলা চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের প্রতিদিনের রেকর্ড তা ই বলে দেয়। তীব্র তাপপ্রবাহে এ জেলার জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। এতে গত কয়েকদিনে জেলায় দেখা যাচ্ছে যততত্রভাবে শরবতের দোকান। যেখানে ফুটপাতের শরবতে তৃষ্ণা মেটাচ্ছেন সাধারণ মানুষ। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে দেখা যায়, গরমে প্রাণ জুড়াতে ঠাণ্ডা পানি আর শরবতের দিকে ঝুঁকছে মানুষ।  


মেহেরপুর জেলা ও উপজেলা শহরগুলোর সঙ্গে রাস্তাঘাটে যেন পাল্লা দিয়ে বাড়ছে শরবতের দোকান। ঠাণ্ডা পানি আর লেবু শরবতের পাশাপাশি কদর বেড়েছে আখের রসের। এসব শরবতের দোকানে সাময়িক প্রশান্তি খুঁজে নিচ্ছেন পথচারীরা।

তীব্র গরমের মধ্যে ঠাণ্ডা পানির শরবত পানে অসুস্থতার ঝুঁকি বাড়ে। এই আশঙ্কা নিয়েও তৃষ্ণা মেটাতে মানুষ ছুটছেন শরবতের দোকানে। তাই শরবতের চাহিদা আর কদর বেড়ে যাওয়ায প্রতিদিনিই যুক্ত হচ্ছে নতুন নতুন দোকান।

গরমে ঠাণ্ডা পানি ও শরবতে স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধির আশঙ্কার কথা উল্লেখ করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আব্দুল আল মারুফ বলেন, প্রচণ্ড গরম থেকে এসে ঠাণ্ডা পানি, ফ্রিজের পানি, ঠাণ্ডা শরবত পান করার ফলে সর্দি, জ্বর, গলাব্যথা ও নিউমোনিয়ার ঝুঁকি বাড়ছে। রোদ থেকে ছায়ায় আসার পর শরীরের তাপমাত্রা স্বাভাবিক হলে পানি পান করতে হবে।


তবে ঠাণ্ডা পানি নয় টিউবওয়েলের বিশুদ্ধ পানি পানের পরামর্শ দিলেন এই ডাক্তার।

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পাশে সদর উপজেলার আলমপুর গ্রামের মোড়ে শরবতের দোকান দিয়েছেন।

এদিকে তীব্র গরম আর প্রচন্ড রোদের কবলে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। শারীরিক ঝুঁকি নিয়ে ভারী কাজ করছেন অনেকে। তবে স্বাভাবিক সময়ের চেয়ে কাজকর্মে ভাটা পড়েছে তীব্র গরমের কবলে।

;