স্টার কাবাবসহ কয়েকটি রেস্তোরাঁকে জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভেজালবিরোধী অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন/ ছবি: সুমন শেখ

ভেজালবিরোধী অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন/ ছবি: সুমন শেখ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত সপ্তাহব্যাপী খাদ্যে ভেজালবিরোধী স্পেশাল ক্রাশ প্রোগ্রামের প্রথম দিনে রাজধানীর ধানমণ্ডির স্টার কাবাবসহ বেশ কয়েকটি রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে।

রোববার (১৩ জানুয়ারি)  দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহউদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযানকালে তিনি বলেন, ‘যারা ভেজাল করছেন বা খাদ্যে ভেজাল মেশানোসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করছেন, তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নিচ্ছি।’

এ সময় আবাহনী মাঠ সংলগ্ন স্টার কাবাবে অভিযান চালিয়ে মানসম্মতভাবে ঢেকে না রেখে খাবার উৎপাদন ও পরিবেশনের দায়ে ঢাকা সিটি করপোরেশন আইনের ৩৯ ধারা অনুযায়ী সতর্কতামূলক পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

তাছাড়া ধানমণ্ডি সাত মসজিদ রোডে অবস্থিত সুলতান ডাইনে অভিযান চালিয়ে নিরাপদ খাদ্য আইনের ৪১ ধারায় এক লক্ষ টাকা এবং বিবি কিউকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় র‌্যাব, বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার অধিদপ্তরসহ অন্যান্য সংস্থার কর্মীরা উপস্থিত ছিলেন।