১৪ দিনে ট্রাফিক পুলিশের ৫১ হাজার মামলা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

১৪ দিনে ট্রাফিক পুলিশের ৫১ হাজার মামলা, ছবি:  সংগৃহীত

১৪ দিনে ট্রাফিক পুলিশের ৫১ হাজার মামলা, ছবি: সংগৃহীত

রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ১৪ দিনে ৫১ হাজার ৮৭০টি মামলা দায়ের করেছে ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ।

এ সময় সংশ্লিষ্ট মামলার ভিত্তিতে ২ কোটি ৮৫ লাখ ৭১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছে পুলিশের এই বিভাগটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ জানুয়ারি) ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ থেকে বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা যায়, ১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত চলা এই ট্রাফিক অভিযানে ২০৭টি গাড়ি ডাম্পিং ও ১০ হাজার ৩৯৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ট্রাফিক বিভাগ সূত্রে আরও জানা যায়, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৯ হাজার ৭৭৩টি, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৯২৬টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৮১টি, মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহারের দায়ে ১৬৬টি এবং স্টিকার ব্যবহার করার দায়ে ১০টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ ছাড়া ট্রাফিক আইন অমান্য করার কারণে ২২ হাজার ৭২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৩ হাজার ৭৬৯টি মোটরসাইকেল আটক করা হয়।

ট্রাফিক উত্তর বিভাগের ডিসি প্রবীণ কুমার বার্তা২৪.কমকে বলেন, মঙ্গলবার (১৫ জানুয়ারি) থেকে বিশেষ ট্রাফিক পালন করা হচ্ছে। এর ফলে সড়কের শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করা হচ্ছে।