মেলায় দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে স্পর্শ ব্রেইল প্রকাশনী



স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম
স্পর্শ ব্রেইল প্রকাশনীর স্টল, ছবি: বার্তা২৪

স্পর্শ ব্রেইল প্রকাশনীর স্টল, ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলা। সকল শ্রেণী পেশার মানুষজন এক উৎসবমুখোর পরিবেশে প্রিয় লেখকের বই কিনছেন। বাবা-মা’র সাথে ঘুরতে আসা ছোট্ট সোনামণিদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন বাংলা, বই মেলা ও বাঙালি সংস্কৃতির সঙ্গে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Feb/18/1550489082675.jpg

বাংলা একাডেমির সহযোগীতায় প্রতিবছরের ন্যায় এবারও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য 'ব্রেইল' একটি বিশেষ পদ্ধতির বই নিয়ে এসেছে স্পর্শ ব্রেইল প্রকাশনী। এসব বই আবার বিতরণ করা হয় একেবারে বিনামূল্যে।

বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮৩ ও ৮৪ নং স্টলে রয়েছে ব্রেইল প্রকাশনীর বই। এই প্রকাশনী নতুন আটটি বই প্রকাশ করেছে ব্রেইলে। এসব বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো- নীলিমা ইব্রাহিমের আমি বীরাঙ্গনা বলছি, রামেন্দ্র মজুমদারের আমার স্কুল, নাজিয়া জাবীনের তরু, ইমদাদুল হক মিলনের ভালোবাসার সুখ দুঃখ প্রভৃতি। গল্প, উপন্যাস, কবিতাসহ রয়েছে বিখ্যাত ব্যক্তিদের জীবনী। 

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Feb/18/1550489095848.jpg

স্পর্শ ব্রেইল প্রকাশনীর উদ্যোক্তা নাজিয়া জাবীন বার্তা২৪.কমকে বলেন, ‘২০০৯ সাল থেকে আমরা মেলায় স্টল দিয়ে আসছি। ৬৮ টির মতো বই আমরা প্রকাশ করেছি। এভাবে যদি সকল প্রকাশনী দু একটি করেও বই প্রকাশ করে দৃষ্টি প্রতিবন্ধীরা ঘুরে ঘুরে মেলা উপভোগ করতে পারতেন।’

তিনি আরও জানান, ‘স্পর্শ প্রকাশনী বই বিক্রি করে না। সম্পূর্ণ বিনামূল্যে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করে থাকে। এছাড়াও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য যদি কেউ বই নিতে চান তাদেরকেও তারা বিভিন্নভাবে বই সরবারহ করেন। প্রয়োজনে কল (০১৭১৪৯০৭৫০৫ এই নম্বরে) দিয়ে সংগ্রহ করা যাবে ব্রেইল প্রকাশনীর বই। 

বেশ কয়েকজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে দেখা যায় স্পর্শ ব্রেইল প্রকাশনীতে। তারা নতুন বইয়ের ঘ্রাণ নিচ্ছেন। হাতের আঙুলের স্পর্শে দিব্যি পড়ে চলেছেন লাইনের পর লাইন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মাইশা বার্তা২৪.কমকে জানান, ছোট বেলা থেকে ব্রেইল পড়ে আসছি। কিন্তু এই মাধ্যমে বইয়ের সংখ্যা অপ্রতুল। তাই রেকর্ড করে শুনে শুনে মুখস্থ করি। স্পর্শ গল্প কবিতা উপন্যাস ব্রেইল পদ্ধতিতে বের করেছে। এতে আমরা উৎসাহ বোধ  করছি। খুবই ভালো লাগছে। 

দৃষ্টি প্রতিবন্ধীদের পাশাপাশি সাধারণ দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। অনেকেই পৃষ্ঠা উল্টিয়ে দেখছেন কালো কালির লেখার পরিবর্তে সাদা কাগজের বিশেষ বইগুলো। অবশ্য পড়তে পারছেন না। দেখছেন অধীর আগ্রহে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী সৃজিতা বার্তা২৪.কমকে বলেন, ‘আমি অবাক হয়ে যাচ্ছি। স্পর্শ করেই তারা পড়ছে। আমি হলে পড়তেই পারতাম না। স্পর্শকে ধন্যবাদ জানাতেই হয় যে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। এভাবেই তাদের পাশে আরও বেশি দাঁড়ানো উচিত।’

ব্রেইল পদ্ধতি হচ্ছে একটি বিশেষ পদ্ধতি যার মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বই মুদ্রণ করা হয়। কাগজে বিশেষ যন্ত্রের চাপ প্রয়োগ করে ছয়টি উঁচু বিন্দু প্রকাশ করা হয়। এই ছয়টি বিন্দুকে উপর নিচ, পাশাপাশি নানাভাবে ব্যবহার করে বা সাজিয়ে অক্ষর, সংখ্যা প্রকাশ করা হয়। যা আঙুলের স্পর্শ ও অনুভূতি ব্যবহার করে পড়তে হয়।

   

নওগাঁয় নারী উদ্যোক্তাদের হাট বাজার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

নওগাঁয় নারীদের উদ্যোক্তা সংগঠন উইমেন্স অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট ‘উই টিম’ নওগাঁ’র উদ্যোগে অফলাইন মিটিং এবং হাটবাজার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) শহরের বৌ বাজার খলিফাপাড়ায় দিনব্যাপী এই হাটবাজারটি অনুষ্ঠিত হয়।

সরেজমিনে দেখা যায়, উদ্যোক্তারা নিজের তৈরিকৃত পণ্যের পসরা নিয়ে বসে আছেন যেখানে আছে থ্রি পিস, বুটিকের তৈরি পোশাক, ছোট বাচ্চাদের পোশাক, গহনা, আংটি, চুড়ি, ওড়না ইত্যাদি।

হাটবাজারে স্টল দেওয়া উদ্যোক্তা ও উই গ্রুপের নওগাঁ জেলা প্রতিনিধি শারমিন বার্তা২৪.কম-কে বলেন, নারী উদ্যেক্তাদের কথা চিন্তা করে আমাদের এই ব্যানারে সারাদেশে মেলা হচ্ছে। যেখানে দেশি পণ্যের প্রচার হবে, আমাদের ও প্রচার। যারা বাসায় বসে অনলাইনে সেল করে তারা অফলাইনেো সেল করতে পারছে। এতে উদ্যেক্তাদের জন্য খুবই ভালো হচ্ছে। যদি রোজা না হতো আমরা বাহিরে ৩ দিন ধরে মেলা করতাম।

ইসরাত জাহান চৈতি বলেন, আমাদের ছোট উদ্যোক্তাদের জন্য এ ধরনের উদ্যোগ খুবই ভালো ফল এনে দেয়। কারণ আমরা এখানে আসায় ব্যাপক পরিচিতি পেয়েছি। অফলাইন-অনলাইন দুই মাধ্যমেই বিক্রি ভালো হচ্ছে। 

উদ্যোক্তা বিপাশা ভট্টাচার্য বলেন, এই ধরনের হাট বাজারের মাধ্যমে আমাদের প্রসারের সুযোগ রয়েছে। এতে পরিচিত বাড়ছে।

স্থানীয় বাসিন্দা নাসরিন লেজু বলেন, বাসার কাছেই এসে দেখি হাট বসেছে। এখনাএ দাম ও মান ভালো হওয়ায় পণ্য কিনতে পেরেছি।

এসময় উই গ্রুপের নওগাঁ প্রতিনিধি শারমিন, প্রতিনিধি তনুসহ অনেক উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

;

সম্পত্তির ভাগ না পাওয়ায় বাবার কবরে শুয়ে মরদেহ দাফনে বাধা



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, নীলফামারী
ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

  • Font increase
  • Font Decrease

নীলফামারী সদরে মজিবর রহমান (৬৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সম্পত্তির ভাগ না পাওয়ায় মৃত্যুর পর তার তৃতীয় ছেলের বিরুদ্ধে বাবার মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় দুই ঘণ্টা মরদেহ বাড়ির উঠানে পড়ে থাকে।

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে সদরের চাওয়া সরঞ্জাবাড়ি ইউনিয়নের বাটুল টারি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মজিবর রহমান ওই এলাকার বাসিন্দা ও চার সন্তানের জনক।

সম্পত্তির ভাগ না দেওয়ায় বাবার কবরে শুয়ে মরদেহ দাফনে বাধা দেন ছেলে

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মজিবর রহমান তার তিন ছেলেকে নিজের সম্পত্তির জমি লিখে দেয়। তার তৃতীয় ছেলে নওশাত আলী ঢাকায় চাকরি করতেন। তার সাথে বাবার বনিবনা কম থাকায় তাকে কোনো জমি লিখে দেয়নি। হঠাৎ মধ্যরাতে মজিবর রহমান মারা গেলে শুক্রবার দুপুরে তাকে দাফন করার প্রস্তুতি নেয় স্বজনরা। এ সময় নওশাদ তার বাবার কবরে শুয়ে থেকে মরদেহ দাফন করতে বাধা দেয়। পরে স্থানীয়রা পুলিশের সহায়তায় অন্য জায়গায় কবর খুঁড়ে মরদেহ দাফন করেন।

এ বিষয়ে চওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কবির শাহ বলেন, মৃত মজিবর তার তৃতীয় ছেলেকে জমি লিখে না দেওয়ার কারণে বাবার মরদেহ দাফনে বাধা দেয়। পরে স্থানীয়রা সবাই মিলে পুলিশের সহায়তায় অন্য জায়গায় কবর খুড়ে মরদেহ দাফন করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অন্য জায়গায় কবর খুড়ে মরদেহ দাফন করা হয়েছে।

;

দেড় ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামের বায়োজিদ থানাধীন টেক্সটাইল গেট এলাকায় জুতার সোল তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।

শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৫টা ৫০ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আসে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর আগে ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলে কন্ট্রোল রুম থেকে বার্তা২৪.কমকে জানায়, ৪টা ১০ মিনিটে খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটিসহ ৫টি ইউনিট যোগ দেয়। বর্তমানের ইউনিট বাড়িয়ে মোট ৯টি ইউনিট কাজ করছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি এবং এ ঘটনায় হতাহতের কোনো খবরও পায়নি।

বায়েজিদ থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বার্তা২৪.কমকে বলেন, জুতার সোল তৈরির কারখানায় আগুন লেগেছে। পোশাকের কারখানা নয়। আমি ঘটনাস্থলে আছি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসও কাজ করছে। 

;

শিক্ষকের মৃত্যুতে মানববন্ধন এলাকাবাসীর



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

 

গাবতলীর আমিন বাজারের বাসিন্দা মেধাবী গণিত শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আমিনুল ইসলামের মৃত্যুতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে জুম্মার নামাজের পর মিরপুর মফিদ-ই-আম স্কুল এন্ড কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে নিহত আমিনুল ইসলামের পরিবার শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ এলাকাবাসী মানববন্ধনে অংশ নিয়ে আমিনুল ইসলামের কথা স্মরণ করে তারা জানায়, আমিনুল ইসলাম ছিলেন অত্যন্ত মেধাবী একজন শিক্ষক। সকলেই তাকে অনেক ভালোবাসতেন। ধর্মীয় অনুশাসন সবসময় মেনে চলতেন আমিনুল ইসলাম স্যার। এছাড়া ছাত্র জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিলেন।

কিন্তু হঠাৎ করেই গত ২৬ মার্চ রাতে ছাত্রীকে পড়ানো শেষ করে বাসায় ফেরার পথে রাতে শ্যামলী পরিবহনের একটি গাড়ি তাকে আঘাত করে চলে যায়। তারপর হাসপাতালে নেয়ার আগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অভিযুক্ত গাড়ির চালক গাড়ি নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করলে সাভার হাইওয়ে পুলিশ ধামরাই থেকে তাকে আটক করেন।

এলাকাবাসী বলছে, অনিয়ন্ত্রিত গতির জন্যেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার স্বীকার হতে হলো তাকে। তাই গাবতলি থেকে আমিন বাজার সাভারে চলাচল করা সকল ধরনের গাড়ির অনিয়ন্ত্রিত গতি ঠেকাতে হবে। চালকদের বেপরোয়া ড্রাইভিং এবং মহাসড়কে অপরিকল্পিত উন্নয়ন কাজসহ সড়ক অব্যবস্থাপনাকে দায়ী করে তা নিরসনে ভূমিকা রাখতে আহ্বান জানান এলাকাবাসী।

সেই সাথে দ্রুত অভিযুক্ত চালককে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক এবং সড়ক নিরাপত্তা আরো জোরদার করা হোক।

;